কর্পোরেট সংবাদ
বিকাশে সময়মতো মূল্য পাওয়ায় আখ চাষে আগ্রহ বাড়ছে চাষিদের

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের অধীনে থাকা আখ চাষিরা এখন সময়মতো নিজের বিকাশ অ্যাকাউন্টেই আখের মূল্য পেয়ে যাচ্ছেন। ঘরে বসেই সঠিক সময়ে স্বচ্ছতার সাথে নিজের বিকাশ অ্যাকাউন্টে পেমেন্ট পাওয়ার সুবিধা কৃষকদের মধ্যে আখ চাষের আগ্রহ আরও বাড়িয়েছে। যার প্রভাব লক্ষ্য করা গেছে ২০২৪-২৫ অর্থবছরের আখ সংগ্রহে।
এবছর আরও ১৫ হাজার কৃষকসহ এপর্যন্ত ৫০ হাজারেরও বেশি কৃষক এই সুবিধা গ্রহণ করছেন। বিকাশে পেমেন্ট গ্রহণের সুবিধা সার্বিক আখ সংগ্রহ কার্যক্রমকে আরও গতিশীল করেছে এবং চিনিকলগুলোর লক্ষ্যমাত্রা বৃদ্ধি করেছে।
সময়মতো আখ বিক্রির টাকা না পাওয়াসহ নানা ঝামেলার কারণে আখ চাষে আগ্রহ হারাচ্ছিলেন কৃষকরা। এমন পরিস্থিতি থেকে উত্তরণে ২০২৩-২৪ অর্থবছরে চাষিদের আখ বিক্রয়ের পেমেন্ট সরাসরি তাদের বিকাশ অ্যাকাউন্টে পৌঁছে দিতে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সাথে চুক্তি স্বাক্ষর করে বিকাশ।
চুক্তির ফলে কৃষকরা এক দিকে যেমন সময়মতো আখের ন্যায্য মূল্য পেয়েছেন তেমনি সময় সাশ্রয় হওয়ায় আখ চাষের পাশাপাশি তারা সবজিসহ অন্যান্য ফসল উৎপাদনেও মনোনিবেশ করতে পেরেছেন। চিনিকল কর্তৃপক্ষের মতেও বিকাশের মাধ্যমে দ্রুত পেমেন্ট পাওয়া এবং প্রযুক্তিগত সহায়তা আখ চাষে কৃষকদের আগ্রহ বাড়িয়েছে। ফলস্বরূপ, ২০২৪-২৫ অর্থবছরে আখ চাষিদের বিকাশের মাধ্যমে গত বছরের তুলনায় আরও ২৬ শতাংশ বেশি পেমেন্ট করার লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে।
উল্লেখ্য, গত অর্থবছরে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের অধীনে থাকা চাষিদের কাছ থেকে আখ সংগ্রহের পর তাদের পেমেন্ট দ্রুত পৌঁছে যায় বিকাশে। ফলে, চাষিরা উৎপাদিত আখের যথাযথ মূল্য পেয়ে যান তাদের হাতের মুঠোয় থাকা বিকাশ অ্যাকাউন্টে এবং কোনো চার্জ ছাড়াই তা ক্যাশ আউট করেছেন নিকটস্থ এজেন্ট পয়েন্ট থেকে। পাশাপাশি, কৃষকদের ডিজিটাল পেমেন্ট গ্রহণ ও ডিজিটাল আর্থিক লেনদেনে সচেতনতা বাড়াতে বিভিন্ন সময় প্রশিক্ষণ ও সেমিনারের আয়োজনও করে বিকাশ। এতে সার্বিক আখ সংগ্রহ এবং তার মূল্য পরিশোধে দ্রুততা, স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত হয় এবং চাষিদের সঙ্গে চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সম্পর্ক আরও সুদূঢ় হয়।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কর্পোরেট সংবাদ
ইসলামী ব্যাংকের পর্ষদ সভা

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের এক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ইসলামী ব্যাংক টাওয়ারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ।
সভায় এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান, অডিট কমিটির চেয়ারম্যান মো. আবদুস সালাম, এফসিএ, এফসিএস, স্বতন্ত্র পরিচালক মো. আবদুল জলিল, ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা, অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খান, মো. আলতাফ হুসাইন ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার এবং কোম্পনি সেক্রেটারি মোহাম্মদ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
সাউথইস্ট ব্যাংকের ৭৫৪ তম পর্ষদ সভা

সাউথইস্ট ব্যাংক পিএলসির ৭৫৪ তম পর্ষদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) ব্যাংকের চেয়ারম্যান এম. এ. কাশেম সভায় সভাপতিত্ব করেন।
সভায় ব্যাংকের ভাইস চেয়ারপারসন রেহানা রহমান, ব্যাংকের পরিচালকবৃন্দ- আজিম উদ্দিন আহমেদ, জোসনা আরা কাশেম, দুলুমা আহমেদ, মো. আকিকুর রহমান, নাসির উদ্দিন আহমেদ, মো. রফিকুল ইসলাম (এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেডের প্রতিনিধি), মো. নূরুল ইসলাম (সিঙ্গেল ক্লিক আইটি সলিউশন প্রাইভেট লিমিটেডের প্রতিনিধি), স্বতন্ত্র পরিচালক- মোহাম্মদ দেলোয়ার হোসেন, স্বতন্ত্র পরিচালক ব্যারিস্টার এম. মইন আলম ফিরোজী, স্বতন্ত্র পরিচালক ড. মো. মুজিবুর রহমান (পিএইচডি), ব্যবস্থাপনা পরিচালক- নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন এবং কোম্পানি সচিব- মামুনুর রশিদ অংশগ্রহণ করেন।
উক্ত সভায় ড. মো. মুজিবুর রহমান (পিএইচডি) স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগদান করায় পরিচালনা পর্ষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানানো হয়। পরিচালনা পর্ষদ আশা প্রকাশ করে যে, তাঁর সুদীর্ঘ অভিজ্ঞতা, প্রজ্ঞা ও মূল্যবান দিকনির্দেশনা ব্যাংকের নীতিগত কার্যক্রমকে আরও সুসংহত করবে এবং ব্যাংকের সামগ্রিক উন্নয়ন ও অগ্রগতিকে বেগবান করবে।
সভায় ব্যাংকের ২০২৪ সনের পারফরম্যান্স পর্যালোচনা করা হয় এবং সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ ব্যাংকের কৌশলগত ব্যবসায়িক উদ্যোগ ও ২০২৫ সনের পরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা করেন।
অংশগ্রহণকারী সদস্যরা ব্যাংকের সাফল্য এবং অগ্রগতি সম্পর্কে একাত্বতা পুনর্ব্যক্ত করেন এবং সাউথইস্ট ব্যাংককে নতুন উচ্চতায় উন্নীত করার লক্ষ্যে নিজেদের প্রতিশ্রুতিবদ্ধ থাকার কথা ঘোষণা করেন। সভায় ঋণ পুনরুদ্ধার, নন-ফান্ডেড ব্যবসা, রিটেইল সেবা ও ক্রেডিট কার্ড পোর্টফোলিও সম্প্রসারণসহ প্রযুক্তি-ভিত্তিক লেনদেন সুবিধাসমূহ যেমন, ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং এজেন্ট ব্যাংকিং সেবাসমূহ শক্তিশালী করার জন্য কৌশলগত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
দেশের অন্যতম শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান হিসেবে সাউথইস্ট ব্যাংক ৩০ বছরের সগৌরব পদচারণায় যে স্থিতিশীল প্রবৃদ্ধি অর্জন করেছে তা ব্যাংকের প্রতি গ্রাহকদের দৃঢ় আস্থার প্রমাণ।
পরিচালন মুনাফা, আমানত, তারল্য সূচক, মূলধন পর্যাপ্ততা এবং বৈদেশিক বাণিজ্যে অর্জিত এই সাফল্য আগামী বছরগুলোতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করা হচ্ছে। সাউথইস্ট ব্যাংক একটি নিরাপদ এবং বিশ্বাসযোগ্য ব্যাংকিং ব্যবস্থা প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
ইউসিবির দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ পেলো নওগাঁর ৩৫০ কৃষি-উদ্যোক্তা

কীভাবে একজন সফল উদ্যোক্তা হওয়া যায়, সেই বিষয়ে কোনো ব্যাংক যে কৃষকদের ডেকে এনে প্রশিক্ষণ দেয়, তা আমি জীবনে প্রথম দেখলাম। এই প্রশিক্ষণ আমাদের জন্য খুবই দরকারি। এর আগে ব্যাংক আমাদের জৈব সার, উন্নত মানের বীজ, কৃষি যন্ত্রপাতি উপহার দিয়েছে, যা আমাদের মতো গরিব কৃষকদের অনেক উপকার করেছে। কথাগুলো বলছিলেন নওগাঁর ধামুরহাট উপজেলার তরুণ কৃষি উদ্যোক্তা সোহেল রানা।
দেশের অন্যতম বেসরকারি ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) উদ্যোগে নওগাঁ জেলায় আয়োজিত কৃষি উদ্যোক্তা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্যে সোহেল রানার মতোই উচ্ছ্বাস দেখা যায়।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) নওগাঁ জেলার ১১টি উপজেলার ৩৫০ জন নির্বাচিত কৃষি উদ্যোক্তাকে নিয়ে স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি উদ্যোক্তা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউসিবির উপব্যবস্থাপনা পরিচালক ও সিএফও ফারুক আহমেদ। বিশেষ অতিথি বিটিভির কৃষিভিত্তিক অনুষ্ঠান ‘মাটি ও মানুষ’র উপস্থাপক ও কৃষিতথ্য বিশ্লেষক রেজাউল করিম সিদ্দিক।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আবুল কালাম আজাদ; জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সাইফুল ইসলাম; জেলা মৎস্য কর্মকর্তা মো. ফেরদৌস আলী; ইউসিবির রাজশাহী বিভাগের আঞ্চলিক প্রধান নূপুর কর্মকার এবং ব্যাংকটির নওগাঁ শাখার ব্যবস্থাপক এস এম মাসুদ রানা।
অনুষ্ঠানে ইউসিবির উপব্যবস্থাপনা পরিচালক ও সিএফও ফারুক আহমেদ বলেন, দেশের সমৃদ্ধ ভবিষ্যতের জন্য আমরা কৃষির টেকসই উন্নয়ন ও কৃষি-উদ্যোক্তাদের সক্ষম করে তুলতে চাই। আমাদের বিশ্বাস, এই কর্মসূচি কৃষি-উদ্যোক্তাদের স্বাবলম্বী হতে সাহায্য করবে।
রেজাউল করিম সিদ্দিক বলেন, আমি আনন্দিত যে, ইউসিবি কৃষকদের জন্য ভরসার নতুন জানালা প্রকল্পের আওতায় ইতোমধ্যে বেশকিছু উদ্যোগ নিয়েছে। এর মধ্যে রয়েছে বিভিন্ন জাতের গাছ লাগানো, কৃষি উদ্যোক্তাদের প্রশিক্ষণ, এআই-নির্ভর, আরো মাছ; ডিভাইসের মতো আধুনিক কৃষি সরঞ্জাম বিতরণ, তামাকের পরিবর্তে ভুট্টা চাষে উৎসাহ প্রদান, বজ্রপাত থেকে রক্ষা পেতে লাইটনিং অ্যারেস্টার ডিভাইস স্থাপন এবং দেশের বিভিন্ন এলাকায় বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ। এই উদ্যোগগুলো দেশের কৃষির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ইউসিবির কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) অংশ হিসেবে ভরসার নতুন জানালা প্রকল্পের আওতায় দেশের ৬৪টি জেলায় এই প্রশিক্ষণ আয়োজন করা হচ্ছে। এই ধারাবাহিক উদ্যোগের মাধ্যমে সম্ভাবনাময় কৃষি-উদ্যোক্তাদের প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা দিয়ে আরও সক্ষম করে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শৈলকুপা উপশাখা উদ্বোধন

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির ঝিনাইদহের লাঙ্গলবাঁধ বাজার শাখার অধীনে শৈলকুপা উপশাখা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) উদ্বোধন করা হয়েছে।
ব্যাংকের খুলনা অঞ্চল প্রধান আহমেদ আশিক রাজী প্রধান অতিথি হিসেবে এ উপশাখা উদ্বোধন করেন।
ব্যাংকের সিনিয়র এ্যাসিট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. মাহফুজুল ইসলাম, লাঙ্গলবাঁধ বাজার শাখার ব্যবস্থাপক মো. আব্দুল করিম, শৈলকুপা উপশাখা ইনচার্জ জাহাঙ্গীর আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এখন থেকে গ্রাহকগণ এই উপশাখা থেকে আমানত, বিনিয়োগ, রেমিট্যান্স সেবাসহ সব ধরণের ইসলামী ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারবেন।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
সোশ্যাল ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ

সোশ্যাল ইসলামী ব্যাংকের উত্তরা ও গরিব-ই-নেওয়াজ এভিনিউ শাখার উদ্যোগে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) এ সভা অনুষ্ঠিত হয়।
ব্যাংকের উত্তরা শাখার ব্যবস্থাপক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. নাজমুস সায়াদাত।
উপস্থিত ছিলেন ব্যাংকের স্পেশাল এসেট ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান মুহাম্মদ মিজানুল কবির, লজিস্টিক সাপোর্ট ডিভিশনের প্রধান মোহাম্মদ মোসলে উদ্দিন, হিউম্যান রিসোর্স ডিভিশনের ভিপি এ টি এম সাখাওয়াত হোসেন, গরিব-ই-নেওয়াজ এভিনিউ শাখার ব্যবস্থাপক এ.কে.এম সাজ্জাদ হোসেন এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সমাবেশে তিন শতাধিক গ্রাহক যোগ দেন এবং ব্যাংকের সেবায় তারা সন্তুষ্টি প্রকাশ করেন ও ব্যাংকের সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. নাজমুস সায়াদাত সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রতি আস্থা রাখার জন্য গ্রাহকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। পরিবর্তিত পরিস্থিতিতে গ্রাহকের মাঝে যে আস্থার যে সংকট ছিল তা কেটে গেছে উল্লেখ করে তিনি আরও বলেন, গ্রাহকরা এখন পূর্বের ন্যায় ব্যাংকিং কার্যক্রম করতে পারছেন।