ক্যাম্পাস টু ক্যারিয়ার
ডাক ও টেলিযোগাযোগ বিভাগে চাকরি
ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়, পূর্বাঞ্চল, চট্টগ্রাম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানটি ১২টি পদে বিভিন্ন গ্রেডে মোট ৫২৪ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে।
পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়, পূর্বাঞ্চল, চট্টগ্রামের অধিভুক্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের অন্তর্গত সকল জেলার (সুনামগঞ্জ জেলার মধ্যনগর ও ধর্মপাশা উপজেলা ব্যতীত) স্থায়ী বাসিন্দাগণ শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবেন। ১২ জানুয়ারি থেকে আবেদন নেওয়া শুরু হবে। আবেদন করা যাবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত।
প্রতিষ্ঠানের নাম: ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়
পদসংখ্যা: ১২টি
লোকবল নিয়োগ: ৫২৪ জন
পদের নাম: পোস্টম্যান
পদসংখ্যা: ১৯০টি
বেতন: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭)
শিক্ষাগত যোগ্যতা: দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ নিয়ে এসএসসি বা সমমান পাস।
পদের নাম: স্ট্যাম্প ভেন্ডার
পদসংখ্যা: ৩টি
বেতন: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস
পদের নাম: ওয়্যারম্যান
পদসংখ্যা: ১টি
বেতন: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস
পদের নাম: আর্মড গার্ড
পদসংখ্যা: ৫টি
বেতন: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। অস্ত্র চালনায় প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।
পদের নাম: প্যাকার কাম মেইল ক্যারিয়ার
পদসংখ্যা: ১২৩টি
বেতন: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
পদের নাম: অফিস সহায়ক (এমএলএসএস)
পদসংখ্যা: ২৩টি
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
পদের নাম: গার্ডেনার
পদসংখ্যা: ৫টি
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস।
পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী (সুইপার)
পদসংখ্যা: ১১টি
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস।
পদের নাম: বার্তাবাহক
পদসংখ্যা: ২টি
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
পদের নাম: রানার
পদসংখ্যা: ১৩১টি
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
পদের নাম: বোটম্যান
পদসংখ্যা: ৩টি
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
পদের নাম: নিরাপত্তা প্রহরী
পদসংখ্যা: ২৭টি
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
বয়সসীমা: আবেদনকারীর বয়স ১১ জানুয়ারি ২০২৫ তারিখে অবশ্যই সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদন ফি: পরীক্ষার ফি বাবদ ৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ৩১ জানুয়ারি ২০২৫
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ক্যাম্পাস টু ক্যারিয়ার
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে ইবি উপাচার্যের মতবিনিময়
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা স্থানান্তর না করা এবং বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় একটি ফায়ার স্টেশন স্থাপনের জন্য কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছে দাবি জানিয়েছেন।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) কৃষি মন্ত্রণালয়ে উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময়কালে উপাচার্য এসব দাবি উত্থাপন করেন। দাবিগুলোর প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করেছে বলে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগের পরিচালক ড. আমানুর আমান।
এ মতবিনিময় সময় উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয় থানার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কথা বলেন। ইসলামী বিশ্ববিদ্যালয় থানা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে অবস্থিত। সেখান থেকেই দীর্ঘদিন ধরে ক্যাম্পাস ও নির্দিষ্ট এলাকায় থানাটি সেবা কার্যক্রম চালিয়ে আসছে। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় থানার গুরুত্ব তুলে ধরে থানাটি যেখানে রয়েছে সেখান থেকেই কার্যক্রম চালিয়ে যাওয়ার ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দাবি জানান। এ নিয়ে এলাকার মানুষের কোন আপত্তি নেই বলেও উপাচার্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবহিত করেন।
এছাড়াও এ ইবি উপাচার্য অত্র এলাকার জন্য একটি ফায়ার স্টেশন স্থাপন বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী উপাচার্যের উত্থাপিত বিষয়গুলো মনযোগ সহকারে শোনেন এবং বিষয় দু’টিতে তাঁর ইতিবাচক মনোভাব পোষণ করেন।
এসময় উপাচার্য আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠিত স্বাধীনতা উত্তর প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে এই প্রতিষ্ঠানটির অশেষ গুরুত্ব রয়েছে। তখন স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, জায়গা পাওয়া গেলে ইসলামী বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে একটি ফায়ার স্টেশন প্রতিষ্টা করা যেতে পারে। উপাচার্য তাঁর উত্থাপিত বিষয়গুলোতে ইতিবাচক মনোভাব প্রদর্শনের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে ধন্যবাদ জানান।
অর্থসংবাদ/সাকিব/এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ক্যাম্পাস টু ক্যারিয়ার
রাবি আরবি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের রেজিস্ট্রেশনের সময় বাড়লো
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আরবী অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (আরইউএএএ) দ্বিতীয় সম্মেলন ও সুবর্ণজয়ন্তী উদযাপন-২০২৫ এ অংশ নিতে আগ্রহী প্রার্থীদের রেজিস্ট্রেশনের সময় বাড়িয়েছে বিভাগটির কর্তৃপক্ষ। আগ্রহী শিক্ষার্থীরা আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত সম্মেলনে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন।
আগামী ৬ ও ৭ ফেব্রুয়ারি (বৃহস্পতি ও শুক্রবার) বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দ্বিতীয় সম্মেলন ও সুবর্ণজয়ন্তী উদযাপন-২০২৫ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগ থেকে বি.এ অনার্স, এম.এ, এম.ফিল ও পিএইচ.ডি যে কোন একটি ডিগ্রী অর্জন করলেই নির্ধারিত ফি জমা দিয়ে রেজিস্ট্রেশনপূর্বক সম্মেলনে অংশগ্রহণ করা যাবে।
এছাড়াও, বিভাগটির বি.এ. অনার্স প্রথম বর্ষ থেকে এম.এ শ্রেণি পর্যন্ত অধ্যয়নরত শিক্ষার্থীগণ নির্ধারিত রেজিস্ট্রেশন ফি জমা দিয়ে সহযোগী সদস্য হিসেবে সম্মেলনে অংশগ্রহণ করতে পারবেন। অংশগ্রহণকারী সদস্যদের স্পাউস (স্বামী/স্ত্রী) ও সন্তানের নির্ধারিত রেজিস্ট্রেশন ফি জমা প্রদানপূর্বক সম্মেলনে অংশগ্রহণ করতে পারবেন।
অর্থসংবাদ/জুবাইর/এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ক্যাম্পাস টু ক্যারিয়ার
পিএসসির নতুন ৬ সদস্যের শপথ স্থগিত
সরকারি কর্ম কমিশনে (পিএসসি) গত ২ জানুয়ারি নিয়োগ পাওয়া ছয়জন সদস্যের শপথ অনুষ্ঠান হওয়ার কথা ছিল আগামীকাল বৃহস্পতিবার (৯ জানুয়ারি)। তবে নিয়োগ পাওয়াদের মধ্যে তিন সদস্যের ব্যাপারে আপত্তি তুলে প্রধান বিচারপতির কাছে আবেদন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। একই দিন পিএসসিও শপথ অনুষ্ঠান স্থগিত রাখতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের দপ্তরে চিঠি দেয়।
পিএসসির চিঠি ও শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামীকাল বৃহস্পতিবারের শপথ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের দপ্তর থেকে পিএসসিকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বুধবার (৮ জানুয়ারি) রাত ৯টার দিকে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান এ তথ্য নিশ্চত করেন।
তিনি জানান, বৃহস্পতিবার পূর্বনির্ধারিত শপথ অনুষ্ঠানটি স্থগিতে পিএসসি থেকে সুপ্রিম কোর্টের যথাযথ কর্তৃপক্ষের কাছে একটি চিঠি দেওয়া হয়েছিল। চিঠির পেরিপ্রেক্ষিতে অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। বিষয়টি পিএসসিকে নিশ্চিত করেছে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল দপ্তরের যথাযথ কর্তৃপক্ষ।
এর আগে বুধবার দুপুরে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ে শপথ স্থগিত করতে চিঠি পাঠায় পিএসসি। সেখানে বলা হয়, ‘সরকারি কর্ম কমিশনের পরীক্ষা-সংক্রান্ত জরুরি কাজের জন্য নবনিয়োগপ্রাপ্ত সদস্যদের শপথ গ্রহণের পূর্বনির্ধারিত ৯/০১/২০২৫ তারিখ স্থগিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’
একই দিন গণঅভ্যুত্থানের স্পিরিট বজায় রাখতে পিএসসির ‘বিতর্কিত’ তিন সদস্যের শপথ না দিতে প্রধান বিচারপতির কাছে আবেদন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। তারা তাদের আবেদনে সদ্য নিয়োগ পাওয়া ডা. সৈয়দা শাহিনা সোবহান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ এফ জগলুল আহমেদ ও ড. মো. মিজানুর রহমানের নাম উল্লেখ করেন।
শিক্ষার্থীরা আবেদনে উল্লেখ করেন, সম্প্রতি পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের তিনজন দোসরকে পিএসসির সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যমে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে সংবাদ প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের শপথ অনুষ্ঠান নির্ধারণ করা হয়। তাই আমরা এ তিন সদস্যকে শপথবাক্য পাঠ না করানোর জন্য প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা করছি।
গত ২ জানুয়ারি সরকার পিএসসিতে আরও ছয়জন সদস্য নিয়োগ দেয়। তারা হলেন- অধ্যাপক ড. শাহনাজ সরকার, মো. মুনির হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ এফ জগলুল আহমেদ, ড. মো. মিজানুর রহমান, সাব্বির আহমেদ চৌধুরী ও অধ্যাপক ডা. সৈয়দা শাহিনা সোবহান।
এর আগে দুই ধাপে পিএসসিতে আটজন সদস্য নিয়োগ দিয়েছিল সরকার। নতুন ছয়জন নিয়োগ পাওয়ায় পিএসসির সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ১৪ জন। তবে নতুন নিয়োগপ্রাপ্তরা এখনো যোগদান করেননি। শপথ গ্রহণ করে তারা কাজে যোগ দেন। তবে সেই শপথ অনুষ্ঠানই এখন অনিশ্চিত হয়ে পড়েছে।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ক্যাম্পাস টু ক্যারিয়ার
ইবিতে শহীদ জিয়াউর রহমান স্মৃতি সংগ্রহশালা স্থাপনে নতুন কমিটি
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভিত্তিপ্রস্তর সংলগ্ন স্থানে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি সংগ্রহশালা স্থাপনে ৪ সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (৮ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্যটি জানানো হয়।
এ কমিটিতে আহ্বায়ক হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী এবং সদস্য সচিব হিসেবে বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলিমুজ্জামান টুটুল রয়েছেন। অন্যান্য সদস্যবৃন্দ হলেন ইইই বিভাগের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান এবং এস্টেট প্রধান মোহাম্মদ আলাউদ্দিন।
প্রকৌশলী আলিমুজ্জামান টুটুল বলেন, আমি আজকে চিঠি পেয়েছি। কোথায় হবে, কিভাবে হবে তা জানি না। তবে আগামী সাপ্তাহে মিটিং করলে জানতে পারব।
এবিষয়ে উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন, উপাচার্য কমিটি গঠন করেছেন তবে কেমন হবে, কোথায় হবে, বাজেট কেমন তা এখনও সিন্ধান্ত হয়নি। কমিটির বাকি সদস্যরা মিলে বসে আমরা আলাপ করে ঠিক করতে পারবো।
তবে বর্তমান শহীদ জিয়াউর রহমানের ভিত্তিপ্রস্তর সংলগ্ন হতে পারে বলে অনেকটাই ধারণা করেছেন তিনি।
অর্থসংবাদ/সাকিব/এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ক্যাম্পাস টু ক্যারিয়ার
সাপ্তাহিক ছুটিতেও খোলা থাকবে ইবির কেন্দ্রীয় লাইব্রেরি
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সাপ্তাহিক ছুটির দিন (প্রতি বৃহস্পতিবার) কেন্দ্রীয় লাইব্রেরির পাঠ কক্ষ খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্যটি জানানো হয়।
প্রজ্ঞাপন বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমে গতিশীলতা আনয়নের নিমিত্তে এখন থেকে প্রতি বৃহস্পতিবার সাপ্তাহিক ছুটির দিনে কেন্দ্রীয় গ্রন্থাগারের পাঠ কক্ষ সকাল ৯টা হতে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে।
গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) শাহনাজ বেগম বলেন, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে প্রশাসনের নির্দেশে খোলা রাখা হচ্ছে। আমরা চাই শিক্ষার্থীরা পড়তে আসুক এবং পড়াশোনার পরিবেশ তৈরি করুক। যদি এমন হয় লাইব্রেরি খোলা রাখলাম কিন্তু শিক্ষার্থীরা আসলো না, তখন কিন্তু পরবর্তী দাবি নিয়ে প্রশাসনের কাছে যেতে পারব না।
অর্থসংবাদ/সাকিব/এসএম