পুঁজিবাজার
যুক্তরাষ্ট্রের বাজারে রিস্পেরিডোনের চালান পাঠিয়েছে রেনাটা
পুঁজিবাজারে তালিকাভুক্ত রেনাটা পিএলসি মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে রিস্পেরিডোনের প্রথম চালান পাঠিয়েছে। রেনাটার ইউএস এফডিএ অনুমোদিত পদ্ধতিতে তৈরি স্পিরিড দেশে মানসিক রোগের চিকিৎসার জন্য ব্যাপক খ্যাতি অর্জন করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে পাঠানো এ শিপমেন্টে ওষুধটির ০.২৫ মিলি গ্রাম, ০.৫ মিলি গ্রাম এবং ১ মিলি গ্রাম পরিমাণের ১ কোটি বিশ লাখ ট্যাবলেট রয়েছে। যা সিজোফ্রেনিয়া, বাইপোলার ডিসঅর্ডার এবং অটিজম-সম্পর্কিত বিরক্তির চিকিৎসার জন্য অপরিহার্য।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
আইএসও সনদ অর্জন করলো অগ্নি সিস্টেমস
দেশের অন্যতম ইন্টারনেট ও ডাটা কানেক্টিভিটি সেবাদানকারী প্রতিষ্ঠান অগ্নি সিস্টেমস লিমিটেড আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইএসও ৯০০১:২০১৫ কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম সনদ অর্জন করেছে।
সম্প্রতি অগ্নি সিস্টেমস লিমিটেডের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুস সালাম বি-অ্যাডভান্সির পরিচালক আলমগীর হোসেন মিল্কীর কাছ থেকে সনদ গ্রহণ করেন।
আইএসও সনদ প্রাপ্তির মাধ্যমে অগ্নি সিস্টেমস লিমিটেডের পরিষেবা আন্তর্জাতিক মানের স্বীকৃতি পেল। এ উপলক্ষে অগ্নি সিস্টেমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুস সালাম বলেন, এই সনদ অর্জন আমাদের গ্রাহকদের আস্থা আরও সুদৃঢ় করবে। একইসঙ্গে এটি আমাদের কর্মীদের মধ্যে আন্তর্জাতিক মানের সেবা প্রদানের মানসিকতাকে আরও প্রসারিত করবে এবং গ্রাহকদের সর্বোচ্চ সেবার মান নিশ্চিত করবে।
অনুষ্ঠানে পরিচালক জিয়া শামসী অগ্নি সিস্টেমস লিমিটেডের কর্মকর্তা-কর্মচারী, শেয়ারহোল্ডার এবং স্টেকহোল্ডারদের আন্তরিক ধন্যবাদ জানান।
তিনি বলেন, এই অর্জন অগ্নি সিস্টেমস লিমিটেডের গ্রাহক সেবা উন্নত করার প্রতিশ্রুতির প্রতিফলন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানি সচিব আল হেলাল মোঃ মওদুদ আহমেদ এসিএস, হেড অফ এইচআর দোলন কৃষ্ণ উকিল , হেড অফ রেভিনিউ আনিসুল ইসলাম, হেড অফ এডমিন সুলতান মাহমুদ রাসেল সহ অগ্নি সিস্টেমস লিমিটেড এবং বি-অ্যাডভান্সির উর্ধ্বতন কর্মকর্তারা।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
ব্লকে ৮ কোটি টাকার লেনদেন
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ২২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ২৬ লাখ ৬০ হাজার ৭১০টি শেয়ার ৫৩ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৮ কোটি ১১ লাখ ০৬ হাজার টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (৮ জানুয়ারি) ব্লকে সবচেয়ে বেশি রিলায়েন্স ওয়ান দা ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ডের ২ কোটি ৮৩ লাখ ৪৪ হাজার টাকার লেনদেন হয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা ফাইন ফুডসের ১ কোটি ৭৬ লাখ ২৮ হাজার ও তৃতীয় স্থানে থাকা লাভেলো আইসক্রিমের ৫৪ লাখ ৭২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
দুলামিয়া কটনের সর্বোচ্চ দরপতন
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬টি কোম্পানির মধ্যে ২১৪টি কোম্পানির শেয়ারদর কমেছে। এর মধ্যে সবচেয়ে বেশি শেয়ারদর কমেছে দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেডের।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (০৮ জানুয়ারি) কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৩০ পয়সা বা ৭ দশমিক ১১ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আনলিমা ইস্টার্ন সিরামিকের শেয়ারদর কমেছে আগের দিনের তুলনায় ৪ দশমিক ৪৭ শতাংশ। আর ৪ দশমিক ২৪ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স।
এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- আইসিবি এএমসিএল আগ্রনী ব্যাংক মিউচুয়্যাল ব্যাংক, ইনফরমেশন সার্ভিসেস, ফাইম ইন্স্যুরেন্স, সিঙ্গার বিডি, পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, তুংহাই নিটিং এবং রূপালি ব্যাংক।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
দরবৃদ্ধির শীর্ষে অ্যাসোসিয়েটেড অক্সিজেন
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬ প্রতিষ্ঠানের মধ্যে ১১৮টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেডে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (০৮ জানুয়ারি) ডিএসইতে ড্রাগন সোয়েটারের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা ৪০ পয়সা বা ৮ দশমিক ১৯ শতাংশ বেড়েছে।
দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে জাহিন স্পিনিং পিএলসি। প্রতিষ্ঠানটির শেয়ারদর ৬ দশমিক ৪৫ শতাংশ বেড়েছে। টপটেন গেইনার তালিকায় তৃতীয় স্থানে থাকা লিগ্যাসি ফুটওয়্যারের দর বেড়েছে ৫ দশমিক ৮৫ শতাংশ।
বুধবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হচ্ছে- ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস, এডিএন টেলিকম, অগ্নি সিস্টেম, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড, আফতাব আটো, তসরিফা ইন্ডাস্ট্রিজ এবং এসএস স্ট্রিল।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
লেনদেনের শীর্ষে ফাইন ফুডস
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফাইন ফুডস লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (০৮ জানুয়ারি) কোম্পানিটির ১২ কোটি ৯৪ লাখ ৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১০ কোটি ৫ লাখ ৮০ হাজার টাকার। আর ৮ কোটি ৪০ লাখ ৪ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে অগ্নি সিস্টেমস লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- মিডল্যান্ড ব্যাংক, ওয়াইম্যাক্স, আফতাব আটো, ওরিয়ন ইনফিউশন, খান বাদ্রার্স, স্কয়ার ফার্মা এবং ররি অজিয়াটা।
কাফি