পুঁজিবাজার
শমরিতা হসপিটালের পরিচালকের শেয়ার বিক্রয়
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি শমরিতা হসপিটাল লিমেটডের এক পরিচালক শেয়ার বিক্রয় সম্পন্ন করেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রে মতে, কোম্পানিটির পরিচালক শামসা চৌধুরী ১ লাখ ২৫ হাজার শেয়ার বিক্রয় করেছেন। বর্তমান বাজার দরে ডিএসইর পাবলিক মার্কেটে শেয়ার বিক্রয় করেছেন তিনি।
এর আগে গত ২২ ডিসেম্বর তিনি শেয়ারগুলো বিক্রয়ের ঘোষণা দিয়েছিলেন।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
পুঁজিবাজারের অংশীজনদের নিয়ে বৈঠকে অর্থ উপদেষ্টা
পুঁজিবাজারকে সংকটমুক্ত করার উপায় খুঁজতে অংশীজনদের সঙ্গে বৈঠকে বসেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর নিকুঞ্জে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কার্যালয়ে বৈঠকটি শুরু হয়।
বৈঠকে পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি এবং উন্নয়নের রোডম্যাপ নিয়ে আলোচনা হচ্ছে।
আলোচনায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ), বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ), সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল), সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল), ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি), ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পুঁজিবাজারে এখন টালমাটাল পরিস্থিতি বিরাজ করছে। জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর অর্থনৈতিক সূচকগুলো ঘুরে দাঁড়ালেও পুঁজিবাজারে তার কোনো প্রভাব পড়েনি। ফলে বিনিয়োগকারী, স্টক ব্রোকার, মার্চেন্ট ব্যাংকারসহ সকল স্টেকহোল্ডারের মধ্যে আস্থার সংকট আরো প্রবলভাবে দেখা দিয়েছে।
এর আগে গত অক্টোবরে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কার্যালয়ে কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেছিলেন অর্থ উপদেষ্টা।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
জেড ক্যাটাগরিতে জেনারেশন নেক্সট
পুঁজিবাজারে তালিকাভুক্ত জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটিকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তরিত করা হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আইন অনুযায়ী বার্ষিক সাধারণ সভা (এজিএম) করতে ব্যর্থ হওয়ায় কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়। আজ মঙ্গলবার (০৭ জানুয়ারি) থেকে কোম্পানিটি ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন করবে।
এদিকে ক্যাটাগরি পরিবর্তনের কারণে কোম্পানিটিকে ঋণ সুবিধা দিতে ব্রোকার হাউজ এবং মার্চেন্ট ব্যাংককে নিষেধ করেছে ডিএসই। যা আজ ০৭ জানুয়ারি থেকে কার্যকর হবে।
উল্লেখ্য, গত ২০ মে বিএসইসির জেড শ্রেণি নিয়ে জারি করা নির্দেশনায় বলা হয়- পরপর দুই বছর বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ না দিলে, আইন অনুযায়ী নিয়মিত এজিএম না করলে, সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়া ছয় মাসের বেশি উৎপাদন বা কার্যক্রম বন্ধ থাকলে, পুঞ্জীভূত লোকসান পরিশোধিত মূলধনের বেশি হলে, নির্ধারিত সময়ের মধ্যে ঘোষিত লভ্যাংশের ন্যূনতম ৮০ শতাংশ বিতরণ না করলে কোনো কোম্পানিকে ‘জেড’ শ্রেণিভুক্ত করা যাবে।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
দুয়ার সার্ভিসেসের কিউআইও আবেদন শুরু ১৯ জানুয়ারি
পুঁজিবাজারের এসএমই প্লাটফর্ম থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া দুয়ার সার্ভিসেস পিএলসির কোয়ালিফায়েড ইনভেস্টর অফার (কিউআইও) আবেদনের তারিখ নির্ধারণ করা হয়েছে। এ আবেদন আগামী ১৯ জানুয়ারি সকাল ১০ টা থেকে শুরু হবে। চলবে ২৩ জানুয়ারি বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে।
সূত্র অনুযায়ী, চলতি বছরের গত ৯ জুন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৯১১তম কমিশন সভায় কোম্পানিটিকে অর্থ সংগ্রহের অনুমোদন দেওয়া হয়।
জানা গেছে, এসএমই খাতে দীর্ঘমেয়াদি অর্থায়নের সুযোগ সৃষ্টির লক্ষ্যে দুয়ার সার্ভিসেস পিএলসির কিউআইও প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। কোম্পানিটি কিউআইওর মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূল্যের ৫০ লাখ শেয়ার ইস্যু করে যোগ্য বিনিয়োগকারীদের থেকে ৫ কোটি টাকা সংগ্রহ করবে।
উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি প্রোডাক্ট ডেভেলপমেন্ট (দুয়ার স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার,ডি-কুরিয়ার, কল সেন্টা ও ট্র্যাকিং সিস্টেম, এআই সফটওয়্যার), ক্লাউড কম্পিউটিং ও ইস্যু ব্যবস্থাপনার খরচ খাতে ব্যয় করবে।
গত ৩০ জুন,২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৮৬ পয়সা। গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ১৭ টাকা ৮৫ পয়সা।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
পুঁজিবাজারের সংকট নিরসনে স্টেকহোল্ডারদের সঙ্গে বসছেন অর্থ উপদেষ্টা
দেশের পুঁজিবাজারকে সংকটমুক্ত করার উপায় খুঁজতে অংশীজনদের সঙ্গে বৈঠকে বসছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। আগামীকাল মঙ্গলবার (৭ জানুয়ারি) রাজধানীর নিকুঞ্জে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে।
এর আগে গত অক্টোবর মাসে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কার্যালয়ে কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেছিলেন অর্থ উপদেষ্টা।
এবিষয়ে বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম বলেন, মঙ্গলবার স্টেকহোল্ডারদের নিয়ে সভা করবেন অর্থ উপদেষ্টা। সেখানে পুঁজিবাজার উন্নয়নে করণীয় নিয়ে কথা বলবেন তিনি।
ডিএসইর পরিচালক পর্ষদের উদ্যোগে এই সভায় বিএসইসি, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর; চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড, সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেড, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ, ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের প্রতিনিধিরা অংশ নেবেন।
অক্টোবরে বিএসইসির সঙ্গে বৈঠকের পর পুঁজিবাজারে মূলধনী আয়ের ওপর করহার কমিয়ে আনার সিদ্ধান্ত আসে।
পুঁজিবাজার উন্নয়নে তাৎক্ষণিক, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়ার কথা জানিয়েছিলেন অর্থ উপদেষ্টা। এরপর থেকে ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করেছিল দেশের পুঁজিবাজার। বেশ কিছুদিন সূচক ও লেনদেনও বাড়ে ডিএসইতে।
কিন্তু ২৭টি প্রতিষ্ঠানকে ডেজ শ্রেণিতে পাঠানো ও বিনিয়োগকারীদের আন্দোলনে তা পুনর্বহালের মত সিদ্ধান্তের পর লেনদেন খরায় পড়ে যায় পুঁজিবাজার। লেনদেন নেমে তিন থেকে সাড়ে তিনশ কোটি টাকা হচ্ছে বেশিরভাগ সময়ে।
এমন প্রেক্ষাপটে বাজার নিয়ে সরাসরি কাজ করা বিভিন্ন অংশীজনদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন সালেহ উদ্দিন আহমেদ।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
ব্লকে ১৩ কোটি টাকার লেনদেন
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ২৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৪৮ লাখ ৮৪ হাজার ৩০৭টি শেয়ার ৬০ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৩ কোটি ৭০ লাখ ৬০ হাজার টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার ব্লকে সবচেয়ে বেশি মিডল্যান্ড ব্যাংকের ৭ কোটি ২৭ লাখ ৬২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা বীচ হ্যাচারীর ৯৩ লাখ ২৫ হাজার ও তৃতীয় স্থানে থাকা আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৪৬ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এসএম