কর্পোরেট সংবাদ
বেস্ট হোল্ডিংসের নগদ লভ্যাংশ অনুমোদন
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেস্ট হোল্ডিংস লিমিটেডের ১৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়।
সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১০ টায় রাজধানীর বারিধারা ডিওএইচএস কনভেনশন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে এজিএমটি সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আমিন আহমদ। এসময় তিনি পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার প্রথম দিন থেকে শেয়ারহোল্ডারদের অব্যাহত সহযোগিতা রাখার জন্য ধন্যবাদ জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন বেস্ট হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাসান আহমদ, পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যবৃন্দ এবং কোম্পানি সেক্রেটারি জনাব আবুল কালাম আজাদ ও কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সভায় সাধারণ শেয়ারহোল্ডারদের (স্পনসর শেয়ারহোল্ডার ব্যতীত) ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য পরিচালনা পর্ষদের সুপারিশকৃত ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও অন্যান্য এজেন্ডারও অনুমোদন দেওয়া হয়।
কোম্পানি সেক্রেটারি আবুল কালাম আজাদের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হাসান আহমদ। এসময় তিনি উপস্থিত বেস্ট হোল্ডিংসের পরিচালনা পর্ষদ এবং সম্মানিত শেয়ারহোল্ডারদের ধন্যবাদ জানান।
তিনি বলেন, বেস্ট হোল্ডিংস লিমিটেড একটি সম্পদ ভিত্তিক প্রতিষ্ঠান। দেশের পুঁজিবাজারে প্রতিষ্ঠানটির তালিকাভূক্ত হওয়াটি শুধুমাত্র কোম্পানিটির জন্যই একটি উল্লেখযোগ্য মাইলফলক ছিল না, আমাদের সম্মানিত শেয়ারহোল্ডারদের জন্যও এটি একটি উল্লেখযোগ্য অর্জণ।
এসময় তিনি আরও বলেন, আমি আত্মবিশ্বাসী যে, আমাদের সেরা সময়টি অপেক্ষা করছে। আপনারা নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা অব্যাহত রাখবেন।
সভার শেষ পর্যায়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আমিন আহমদ তাঁর দিক-নির্দেশনামূলক সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
চাকরি ফিরে পেতে এসআইবিএল কর্মকর্তাদের আমরণ অনশন
চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে আমরণ অনশন ও বিক্ষোভ করেছে সোশ্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) চাকরিচ্যুত কর্মকর্তারা। বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাজধানীর মতিঝিলে এসআইবিএলের প্রধান কার্যালয়ের সামনে প্রতিষ্ঠানটির শতাধিক চাকরিচ্যুত কর্মকর্তা শান্তিপূর্ণ অবস্থান করছেন।
এ সময় চাকরিচ্যুত কর্মকর্তারা জানান, কোনো অগ্রিম নোটিশ ছাড়াই তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বর্তমান পরিচালনা পর্ষদ অনৈতিক ও জোরপূর্বক তাদের চাকরি থেকে সরিয়ে দিয়েছে বলেও অভিযোগ করেন তারা।
এসআইবিএলের বিক্ষোভকারী এক কর্মকর্তা বলেন, কোনো কারণ ছাড়াই আমাদের চাকরিচ্যুত করা হয়েছে। আমাদের কোন অপরাধ নাই। চাকরিতে পুনর্বহাল চাই। বাড়িতে অসুস্থ বাবা-মা। চাকরি হারিয়ে আমরা এখন অসহায়। কর্তৃপক্ষ আমাদের কোনো কথা কর্ণপাত করছেন না। চারদিন ধরে আমরা এখানে খেয়ে না খেয়ে অবস্থান করছি। এখন পর্যন্ত আমাদের সাথে কেউ কোন ধরনের যোগাযোগ করেনি।
জানা গেছে, ৬৭২ জন কর্মকর্তাকে বিনা নোটিশে চাকরিচ্যুত করায় তারা মানবেতর জীবন যাপন করছেন।
অবিলম্বে চাকরিতে পুনর্বহালের দাবি জানান এই আন্দোলনকারী ব্যাংক কর্মকর্তারা।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
সোনালী ব্যাংক ও অগ্নি সিস্টেমসের মধ্যে চুক্তি
রাষ্ট্রায়ত্ব সোনালী ব্যাংকের শাখাগুলোতে দ্রুত গতির ইন্টারনেট সেবা প্রদানের লক্ষ্যে প্রতিষ্ঠানটির সাথে চুক্তি স্বাক্ষর করেছে দেশের অন্যতম ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান অগ্নি সিস্টেমস লিমিটেড।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাজধানীর মতিঝিলে সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
অগ্নি সিস্টেমসের পক্ষে প্রতিষ্ঠানটির পরিচালক জিয়া সামসী এবং সোনালী ব্যাংকের পক্ষে ব্যাংকটির ডিজিএম মুনমুন মন্ডল চুক্তি স্বাক্ষর করেন। এসময় অগ্নি সিস্টেমস এর ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুস সালাম এবং সোনালী ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক শামীম উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
চুক্তির আওতায় সোনালী ব্যাংকের দেশব্যাপী প্রায় ৫ শতাধিক শাখায় দ্রুত গতির ডাটা কানেক্টিভিটি সেবা নিশ্চিত করবে অগ্নি সিস্টেমস। পাশাপাশি চুক্তির আওতায় দুই প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতি, উদ্ভাবন এবং পরিষেবা প্রদানে কাজ করবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অগ্নি সিস্টেমসের সিএফওও শেখ জামাল উদ্দিন, কোম্পানি সেক্রেটারি মওদুদ আহমেদ এসিএসসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তারা।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
আইন-আদালত
আসিফ মাহমুদ-হাসনাত-সারজিসের ফেসবুক আইডির কী হলো?
ফেসবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের ফেসবুক আইডি। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম, ঢাবি শিবিরের সভাপতি সাদিক কায়েমসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত আরো অনেকের ফেসবুক আইডি খুঁজে পাওয়া যাচ্ছে না।
বুধবার (০১ জানুয়ারি) বিকেল থেকে তাদের আইডিগুলো সার্স করে খুঁজে পাওয়া যাচ্ছে। অনেকেই বলছিলেন, এই আইডিগুলো ডিজেবল হয়ে গেছে।
তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক বলেন, তাদের কারো আইডি ডিজেবল বা নষ্ট হয়নি। আইডিগুলোতে কিছু সমস্যা হচ্ছিল, তাই তারা আইডি ডিঅ্যাক্টিভেট করে রেখেছেন।
তিনি আরো বলেন, যারা এ ধরনের চেষ্টা করছে আমরা তাদের চিহ্নিত করার চেষ্টা করছি। তাদের কয়েকজন বাংলাদেশে থেকেই এ কাজ করছে বলে প্রাথমিকভাবে জেনেছি।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
আইন-আদালত
পুলিশের তিন অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর
বাংলাদেশ পুলিশের তিন অতিরিক্ত আইজিপিকে অবসরে পাঠিয়েছে সরকার। তারা হলেন- পুলিশ স্টাফ কলেজের রেক্টর অতিরিক্ত আইজি মল্লিক ফখরুল ইসলাম, পুলিশ টেলিকমের অতিরিক্ত আইজিপি ওয়াই এম বেলালুর রহমান ও পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি সেলিম মো. জাহাঙ্গীর।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ (পুলিশ শাখা-১) সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত পৃথক তিন প্রজ্ঞাপনে তাদের অবসরে পাঠানো হয়।
পৃথক প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নম্বর আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে তাদের অবসর প্রদান করা হয়েছে। বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন। জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
এনআরবি ব্যাংকের ইংরেজি নববর্ষ উদযাপন
ইংরেজি নববর্ষ ২০২৫ উৎযাপন করেছে এনআরবি ব্যাংক পিএলসি।
বুধবার (১ জানুয়ারি) এনআরবি ব্যাংকের ভাইস চেয়ারম্যান গোলাম কবির, স্বতন্ত্র পরিচালকবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক তারেক রিয়াজ খানসহ সিনিয়র ম্যানেজমেন্ট টিম এবং প্রধান কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাদের সাথে নিয়ে কেক কেটে ইংরেজি নববর্ষ ২০২৫ উৎযাপন করেছেন।
ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমান এবং পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য,অনলাইনের মাধ্যমে উপস্থিত ছিলেন এবং এনআরবি ব্যাংক পিএলসির সকল কর্মকর্তাদের নতুন বছর উপলক্ষে অভিনন্দন প্রদান করেন।
কাফি