পুঁজিবাজার
দরবৃদ্ধির শীর্ষে লিগ্যাসি ফুটওয়্যার
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৯ কোম্পানির মধ্যে ২২৫টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডের।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, রোববার (২৯ ডিসেম্বর) লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৫ টাকা ৩০ পয়সা বা ৯ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বিকন ফার্মার শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ৭ টাকা ৭০ পয়সা বা ৫ দশমিক ৭৭ শতাংশ। আর ২ টাকা ৪০ পয়সা বা ৪ দশমিক ৭৪ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড।
এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- পাওয়ার গ্রীডের ৪ দশমিক ৩১ শতাংশ, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪ দশমিক ২৫ শতাংশ, গোল্ডেন সনের ৪ দশমিক ১০ শতাংশ, ডেসকোর ৩ দশমিক ৬৬ শতাংশ, সানলাইফ ইন্স্যুরেন্সের ৩ দশমিক ৬৫ শতাংশ, আইসিবির ৩ দশমিক ৬৫ শতাংশ এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩ দশমিক ৩২ শতাংশ শেয়ার দর বেড়েছে।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
জেমিনি সি ফুডের বোনাস লভ্যাংশ প্রদানে বিএসইসির সম্মতি
পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষাঙ্গিক খাতের কোম্পানি জেমিনি সি ফুড লিমিটেডের ঘোষিত বোনাস লভ্যাংশে সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ৭ দশমিক ৫০ শতাংশ নগদ ও ৭ দশমিক ৫০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল। গত বছরের ১৩ নভেম্বর অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিধি অনুসারে, বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডাররা ঘোষিত লভ্যাংশ অনুমোদন করার পর এ বিষয়ে সম্মতি চেয়ে বিএসইসির কাছে আবেদন করা হয়। বিএসইসি সম্প্রতি কোম্পানিটিকে আলোচিত বোনাস শেয়ার ইস্যুর অনুমোদন দিয়েছে।
বোনাস শেয়ার পাওয়ার যোগ্যতা নির্ধারণে আগামী ৭ জানুয়ারি রেকর্ড ডেট নির্ধারণ করেছে কোম্পানিটি। ওই তারিখে যাদের কাছে কোম্পানিটির শেয়ার থাকবে তারাই কেবল ঘোষিত বোনাস শেয়ার পাওয়ার জন্য যোগ্য বিবেচিত হবেন।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
ফু-ওয়াং সিরামিক ইন্ডাষ্ট্রি লিমিটেডের ২৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শেয়ারহোল্ডারগণ ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরে ২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) হাইব্রিড সিষ্টেমে অনুষ্ঠিত এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ফু -ওয়াং সিরামিকের স্বতন্ত্র পরিচালক নারায়ন রায়। এসময়, কোম্পনিটির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) সৈয়দ রেজারাজ আহমেদ, স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ হামিদুর রশিদ, প্রধান নির্বাহী কর্মকর্তা রফিকুজ্জামান ভূঞা, প্রধান আর্থিক কর্মকর্তা আহমেদ মোনাব্বী এবং কোম্পানী সচিব মোহাম্মদ আব্দুল হালিম ঠাকুরসহ বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত শেয়ারহোল্ডারগণ ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থ বছরে উদ্যোক্তা এবং পরিচালক ব্যতীত সকল শেয়ারহোল্ডারদের জন্য ২% নগদ লভ্যাংশ এবং অন্যান্য এজেন্ডাগুলো সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন।
সভার কার্যক্রম পরিচালনা করেন কোম্পানি সচিব মোহাম্মদ আব্দুল হালিম ঠাকুর।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
এসকে ট্রিমসের লোকসান বেড়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসকে ট্রিমস লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
সোমবার (৩০ ডিসেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫৩ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি ৫১ পয়সা আয় হয়েছিল।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল মাইনাস ০২ পয়সা, যা গত বছরের একই সময়ে ৫৫ পয়সা ছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৪ টাকা ৯৬ পয়সা।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
নাভানা ফার্মার লভ্যাংশ অনুমোদন
পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসির ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ারহোল্ডারগন ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১৪ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান প্রফেসর ডা. সরদার এ নাইম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পনির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ড. সাইদ আহমেদ ও অন্যান্য সম্মানিত পরিচালকবৃন্দ, কোম্পানির অডিটর ও ব্যবস্থাপনা কর্মকর্তাবৃন্দ।
শেয়ারহোল্ডারগন ২০২৩-২০২৪ সমাপ্ত বছরে ১৪ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা শুধুমাত্র সাধারণ শেয়ারহোল্ডারগণের জন্য এবং ধারাবাহিকভাবে ভাল লভ্যাংশ প্রদানের জন্য কোম্পানীর প্রশংসা করেন।
এসময় শেয়ারহোল্ডারগন বিক্রয় রাজস্ব, নিট মুনাফা এবং ইপিএসের টেকসই বৃদ্ধি বজায় রাখার জন্য ব্যবস্থাপনার প্রশংসা করেন।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
ক্রাফটসম্যান ফুটওয়্যারের ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন
পুঁজিবাজারের এসএমই খাতে তালিকাভুক্ত কোম্পানি ক্রাফটসম্যান ফুটওয়্যার এন্ড এক্সেসোরিজ লিমিটেডের ৫ম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। এজিএমে ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে কোম্পানিটি।
সম্প্রতি রাজধানীর ইস্কাটন গার্ডেনে অবস্থিত পুলিশ কনভেনশন হলে বার্ষিক সাধারণ সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় ক্রাফটসম্যান ফুটওয়্যার এন্ড এক্সেসোরিজ লিমিটেডের বোর্ড চেয়ারপার্সন ডা.রেজিনা বেগম, ব্যবস্থাপনা পরিচালক সাদাত হোসেন সেলিম, পরিচালক রুমানা বেগম, সারা হোসেন, সাবরিনা জামান, মাহে আলম, ডা. মো. জহিরুল ইসলাম, ডা. মো. আবু সাইদ টিটু ও প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) মো. ফেরদৌস হোসেনসহ অন্যান্য শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন।
কোম্পানি সূত্রে জানা গেছে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২৮ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ০৯ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১৬ টাকা ৭২ পয়সা।