কর্পোরেট সংবাদ
সাউথইস্ট ব্যাংকের শরীয়াহ সুপারভাইজরি কমিটির সভা
সাউথইস্ট ব্যাংক পিএলসির শরীয়াহ সুপারভাইজরি কমিটির ৭২তম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এ সভা অনুষ্ঠিত হয়।
ব্যাংকের শরীয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মুফতি শাহ মোহাম্মদ হাবিবুল্লাহ মাহমুদ কাশেমী মহোদয় সভায় সভাপতিত্ব করেন।
এছাড়া শরীয়াহ সুপারভাইজরি কমিটির সদস্যবৃন্দ ড. মুহাম্মদ হায়দার আলি আকন, এম. এ. কাশেম, আলমগীর কবীর, আজিম উদ্দিন আহমেদ, মো. নূরুল ইসলাম (সিঙ্গেল ক্লিক আইটি সলিউশন প্রাইভেট লিমিটেডের প্রতিনিধি) এবং সাউথইস্ট ব্যাংক পিলসির ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন সভায় অংশগ্রহণ করেন।
সভায় ব্যাংকের ইসলামিক শাখাসমূহের সার্বিক কার্যক্রম যেমন- আমানত সংগ্রহ, বিনিয়োগ কার্যক্রম এবং গ্রাহকসেবা প্রদান প্রক্রিয়া বিশদভাবে পর্যালোচনা করা হয়। সুপারভাইজরি কমিটি উল্লিখিত কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং শাখাগুলোর ধারাবাহিক সাফল্য ধরে রাখতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
গ্রাহকগণকে শরীয়াহভিত্তিক ইসলামিক ব্যাংকিং পরিষেবা প্রদানের লক্ষ্যে ব্যাংকের ১৩০টি কনভেনশনাল শাখায় স্থাপিত ইসলামিক সার্ভিস ডেস্ক (আইবিএসডি) সমূহের পারফরম্যান্স এবং কর্মপরিকল্পনা নিয়েও উক্ত সভায় বিস্তারিত আলোচনা করা হয়। কমিটি এ পরিষেবার মানোন্নয়নের জন্য বিশেষ দিকনির্দেশনা প্রদান করেন এবং গ্রাহকদের শরীয়াহসম্মত সেবা প্রদান নিশ্চিত করার জন্য শাখাগুলোর প্রশিক্ষণ ও পর্যবেক্ষণ বাড়ানোর সুপারিশ করেন।
সভায় প্রস্তাবিত “ইসলামিক ব্যাংক কোম্পানী এক্ট-২০২৪” এর বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উক্ত আইনের বিভিন্ন ধারা পর্যালোচনা করে প্রয়োজনীয় পরিবর্তন ও পরিমার্জনের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন জানানোর জন্য কমিটি মতামত প্রদান করেন।
সুপারভাইজরি কমিটি শরীয়াহ নীতিমালা কঠোরভাবে অনুসরণের আহ্বান জানান এবং ব্যাংকের গ্রাহকদের প্রতি শরীয়াহসম্মত ও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করতে গিয়ে কমিটি ব্যাংকের শরীয়াভিত্তিক বিভিন্ন নতুন প্রোডাক্ট উন্নয়ন ও বিদ্যমান প্রোডাক্টের কার্যকারিতা পর্যালোচনা করেন।
সভায় ২০২৫ সালে সাউথইস্ট ব্যাংকের ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে ইসলামিক ব্যাংকিং কার্যক্রমে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
আইন-আদালত
মধ্যরাতে দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রাত ১টা ২৬ মিনিটের দিকে তীব্র ঝাঁকুনিতে কেঁপে ওঠে সবকিছু। এ সময়টায় অনেকে বিছানায় থাকায় শক্তিশালী কম্পন অনুভব করেন। যদিও এটি বেশিক্ষণ স্থায়ী হয়নি।
ভূমিকম্প ও আগ্নেয়গিরি বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমার। এটি মাটির ১১২ কিলোমিটার গভীরে সংঘটিত হয়। ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ১।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভারতের মণিপুর রাজ্যের ওয়াংজিং থেকে ১০৬ কিলোমিটার পূর্বে ভূমিকম্পটি সংঘটিত হয়। এটির প্রভাবে মিয়ানমার, ভারতের কয়েকটি রাজ্য ও বাংলাদেশে শক্তিশালী কম্পন হয়।
ভলকানো ডিসকভারি আরও জানিয়েছে, বাংলাদেশের বেশিরভাগ মানুষ প্রথমে ২ থেকে ৩ সেকেন্ড কাঁপুনি অনুভব করেন। এরপর এটি থেমে যায়। এর অল্প সময়ের মধ্যেই আবার ২ থেকে ৩ সেকেন্ডের মতো ফের সবকিছু কাঁপতে থাকে। তবে দ্বিতীয়বার ঝাকুনির তীব্রতা কম ছিল।
ওয়েবসাইটটি আরও জানিয়েছে, ভূমিকম্পটির মূল উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সাগাইংয়ের কামটি নামক অঞ্চলে। তবে উৎপত্তিস্থলের কাছের মানুষ এটির তীব্রতা খুব বেশি অনুভব করেননি। কিন্তু এটির কম্পন ৩৫০ থেকে ৭০০ কিলোমিটার দূরের মানুষও টের পেয়েছেন। এমনকি একজন ২ হাজার ৩৭১ মাইল দূরে থেকেও ভূমিকম্পটি অনুভূত হওয়ার তথ্য জানিয়েছেন।
মধ্যরাতে ভূমিকম্প হওয়ায় দেশের বিভিন্ন প্রান্তের অনেকে আতঙ্কিত হয়ে পড়েন। তারা ফেসবুকে এ ব্যাপারে জানতে বিভিন্ন পোস্ট করেন। অনেকে নিজেদের অভিজ্ঞতার কথা জানান।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
ইউসিবি ইনভেস্টমেন্টের ট্রাস্ট ব্যাংকের জন্য বন্ড ইস্যু
ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড সফলভাবে ট্রাস্ট ব্যাংক পিএলসির “টিবিএল ৭ম সাব-অর্ডিনেটেড বন্ড” ইস্যু সম্পন্ন করেছে, যার মোট মূল্য ৪৫০ কোটি টাকা।
বুধবার (২২ জানুয়ারি) রাজধানী ঢাকার ট্রাস্ট ব্যাংকের প্রধান কার্যালয়ে এই বন্ড ইস্যুর সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই বন্ড ইস্যুর মাধ্যমে সংগৃহীত অর্থ ট্রাস্ট ব্যাংকের টিয়ার-টু মূলধন বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে, যা ব্যাংকের আর্থিক ভিত্তিকে আরও সুদৃঢ় করবে এবং তাদের ব্যবসায়িক সম্প্রসারণে সহায়ক হবে। এর ফলে ব্যাংকটি তাদের গ্রাহকসেবা প্রসারের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে আরও কার্যকর অবদান রাখতে সক্ষম হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহসান জামান চৌধুরী এবং ইউসিবি ইনভেস্টমেন্টের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিম আলমগীর। এছাড়াও উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
দেশের ভবিষ্যৎ গড়ার পথে পাঠাওয়ের এইম ইন্টার্নশিপ প্রোগ্রাম
দেশের জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম পাঠাও, এবার নিয়ে এলো এইম ইন্টার্নশিপ প্রোগ্রাম ২০২৫। পাঠাও হেডকোয়ার্টারে একটি অরিয়েন্টেশন অনুষ্ঠানের মাধ্যমে প্রোগ্রামটি উদ্বোধন করা হয়।
২০২২ সাল থেকে শুরু হওয়া এ প্রোগ্রামে, সমস্যার সমাধান চিন্তা করা থেকে শুরু করে, সমাধানের পরিকল্পনা ও সফলভাবে কাজ শেষ করার ব্যাপারে ভূমিকা রেখে ডিজিটালের ভবিষ্যতের জন্য দক্ষ মানুষ তৈরি করতে সাহায্য করছে।
এ বছর, এইম ইন্টার্নশিপ প্রোগ্রামে দেশের বিভিন্ন স্থান থেকে রেকর্ড-ব্রেকিং পাঁচ হাজার আবেদন জমা পড়েছে, যা ক্যারিয়ার তৈরির সুযোগ হিসেবে খুবই জনপ্রিয়তা পেয়েছে।
শীর্ষস্থানীয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পার্টিসিপেন্ট থেকে কঠোর বাছাই প্রক্রিয়ার পর, ২১ জন মেধাবী পার্টিসিপেন্ট এই প্রোগ্রামে জায়গা করে নিয়েছেন।
পাঠাও-এর হেড অব এইচআর এইচ এ সুইটি, এইম প্রোগ্রামের মেধাবী পার্টিসিপেন্টদের উৎসাহ দিয়ে বলেন, ‘প্রিয় এইমা’রস, পাঠাও পরিবারের অংশ হওয়ার জন্য আপনাদের সবাইকে অভিনন্দন। আপনাদের মতো উচ্ছ্বাস আর নতুন চিন্তাভাবনা নিয়ে কাজ করার মানুষদের টিমে পেয়ে আমরা খুব খুশি। আমি বিশ্বাস করি, আপনাদের প্রতিভা আর উদ্যম এখানে বড় কিছু আনবে। পাঠাও-এ আপনাদের যাত্রা আনন্দদায়ক এবং সফল হোক এই শুভকামনা রইল। আর মনে রাখবেন, আমি এবং আমার টিম সবসময় আপনাদের পাশে আছি। পাঠাও-এ আপনাদের আন্তরিকভাবে স্বাগতম জানাই; ভবিষ্যতের উদ্ভাবকদের জন্য দারুণ অভিজ্ঞতা এইম ইন্টার্নশিপ প্রোগ্রামটি এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে ইন্টার্নরা হাতে-কলমে কাজ করতে পারে, বাস্তব সমস্যার সমাধান শিখতে পারে এবং বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ পেতে পারে। এ বছরের প্রোগ্রামে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা অংশ নিয়েছে, যেমন: নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি, খুলনা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এবং আরও অনেকে।
পাঠাও তরুণদের ক্ষমতায়ন এবং তাদের প্রতিভা বিকাশে কাজ করে যাচ্ছে। এই প্রোগ্রামের মাধ্যমে তরুণরা নতুন কিছু শিখে তাদের যোগ্যতা দেখানোর সুযোগ পাচ্ছেন।
পরবর্তী প্রজন্মের জন্য পাঠাও-এর ভিশন প্রতি বছর শেষের দিকে শুরু হওয়া এইম ইন্টার্নশিপ প্রোগ্রাম এখন বাংলাদেশের কর্পোরেট ইন্টার্নশিপের মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্থান ধারণ করেছে। ২০২৫ সালের ইন্টার্নরা নতুন একটি এক্সাইটিং যাত্রা শুরু করবে, যেখানে তারা নতুন নতুন ধারণা নিয়ে একে অপরের সঙ্গে কাজ করবে এবং সবার ওপর ইতিবাচক প্রভাব ফেলবে। এর মাধ্যমে পাঠাও তরুণদের প্রতিভা বিকাশ এবং দেশের ডিজিটাল রূপান্তরে নেতৃত্ব দেওয়ার অবস্থান আরও দৃঢ় করছে।
২০১৫ সালে প্রতিষ্ঠিত পাঠাও, এমন একটি ডিজিটাল প্লাটফর্ম তৈরি করছে যা অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়ার পাশাপাশি সবার দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি এবং ই-কমার্স লজিস্টিকসে পাঠাও শীর্ষস্থানে রয়েছে।
১০ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী, তিন লাখ ড্রাইভার ও ডেলিভারি এজেন্ট, এক লাখ মার্চেন্ট এবং ১০ হাজার রেস্টুরেন্ট নিয়ে পরিচালনা করছে পাঠাও। প্ল্যাটফর্মটি বাংলাদেশে পাঁচ লাখেরও বেশি কাজের সুযোগ তৈরি করেছে, যা দেশের ডিজিটাল অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখছে।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
বাস, বিমান ও ট্রেনের টিকেট বুকিংয়ে বিকাশ পেমেন্টে নানা ছাড়
অবকাশের ছুটি কাটাতে কিংবা আত্মীয়-পরিজনের কাছে বেড়াতে অথবা পেশাগত প্রয়োজনে ভ্রমণ করতে বাস, বিমান ও ট্রেনের টিকেট বুকিংয়ে পেমেন্ট বিকাশ করলেই গ্রাহকরা পাচ্ছেন নানা ধরনের ডিসকাউন্ট ও ক্যাশব্যাক।
আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত টিকেট বুকিং প্ল্যাটফর্ম – ‘যাত্রী লি.’, ‘সহজ’, ‘বিডিটিকেটস’; অনলাইন ট্রাভেল এজেন্সি – ‘শেয়ারট্রিপ’, ‘গোযায়ান’, ‘এমি ট্রাভেল’; এবং শ্যামলী পরিবহন, ইম্পেরিয়াল এক্সপ্রেস, দোয়েল এক্সপ্রেস ও লন্ডন এক্সপ্রেস এর নির্দিষ্ট কাউন্টার থেকে টিকেট কেনার ক্ষেত্রে বিকাশ পেমেন্টে এই সুবিধাগুলো উপভোগ করতে পারছেন গ্রাহকরা।
‘সহজ’ ও ‘বিডিটিকেটস’ থেকে বাসের টিকেট কিনে ন্যূনতম ২,০০০ টাকা পেমেন্ট বিকাশ করলেই গ্রাহকরা একবার পাচ্ছেন ১০০ টাকা ক্যাশব্যাক। পাশাপাশি, ‘যাত্রী লি.’-এ ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে থাকছে ১০% পর্যন্ত ক্যাশব্যাক, সর্বোচ্চ ১০০ টাকা। এছাড়া, নির্দিষ্ট বাস কাউন্টার থেকে টিকেট কিনে ন্যূনতম ১,০০০ টাকা পেমেন্টে একবার ১০০ টাকা ক্যাশব্যাক উপভোগ করতে পারছেন গ্রাহকরা।
অন্য দিকে, বিকাশ পেমেন্টে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান টিকেট বুকিংয়ে বেইজ ফেয়ারের উপর গোযায়ান-এ ১১% এবং এমি ট্রাভেল-এ ১৬% পর্যন্ত ডিসকাউন্ট পাচ্ছেন গ্রাহকরা। এমি ট্রাভেল-এর অফারটি শুধুমাত্র বিকাশ অ্যাপ থেকে টিকেট কেনার ক্ষেত্রে প্রযোজ্য। পাশাপাশি, শেয়ারট্রিপ-এ পেমেন্টের সময় ‘ফ্লাইবিকাশ’ কুপন কোড ব্যবহার করে গ্রাহকরা আরও পাচ্ছেন ১৫% পর্যন্ত ডিসকাউন্ট।
এদিকে, ট্রেনের টিকেট বুকিংয়ে ন্যূনতম ১,০০০ টাকা বিকাশ পেমেন্ট করলেই পাচ্ছেন ২০ টাকা মোবাইল রিচার্জ কুপন। পরবর্তী ১৫ দিনের মধ্যে বিকাশ-এর মাধ্যমে ন্যূনতম ১০০ টাকা মোবাইল রিচার্জে কুপনটি উপভোগ করা যাবে।
ক্ষেত্রবিশেষে গ্রাহকরা বিকাশ অ্যাপ দিয়ে কিউআর স্ক্যান করে, পেমেন্ট গেটওয়ে বা অ্যাপে সংযুক্ত ভিসা কার্ড থেকে সরাসরি বিকাশ পেমেন্ট বা *২৪৭# ডায়াল করে পেমেন্টের ক্ষেত্রে অফারগুলো উপভোগ করতে পারবেন। অফার সম্পর্কে বিস্তারিত জানা যাবে এই লিংকে https://www.bkash.com/campaign/travel-umbrella।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ২৮৫তম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে এ অনুষ্ঠিত হয়।
ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. আজিজুর রহমান, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মো. আবদুল কুদ্দুছ, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান অধ্যাপক মো. সাইফুল আলম, অডিট কমিটির চেয়ারম্যান মো. রাগিব আহসান, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবু রেজা মো. ইয়াহিয়া ও কোম্পানী সচিব অলি কামাল।