Connect with us

বিনোদন

রাহাত ফতেহ আলীর কনসার্ট নিয়ে নতুন সিদ্ধান্ত

Published

on

সংস্কার কমিশন

আগামী ২১ ডিসেম্বর জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারকে সহায়তার জন্য রাজধানী ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইকোস অব রেভল্যুশন’ শীর্ষক কনসার্ট। এতে পারফর্ম করবেন জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। অনুষ্ঠানটির আয়োজন করছে ‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফর্ম।

এই কনসার্ট থেকে আয়কৃত সম্পূর্ণ অর্থ শহীদ ও আহতদের পরিবার নিয়ে কাজ করা কল্যাণমূলক সংস্থা ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এ দান করা হবে। এই আয়োজনে বিশ্বখ্যাত সংগীতজ্ঞ উস্তাদ রাহাত ফাতেহ আলী খান বিনা পারিশ্রমিকে গান শোনাবেন। এরইমধ্যে এই চ্যারিটি কনসার্টের টিকেট বিক্রি অনলাইনে চলমান রয়েছে।

চব্বিশের জুলাই বিপ্লবে সর্বস্তরের জনসাধারণের মধ্যকার শিক্ষার্থীদের ভূমিকার কারণে তাদের প্রতি সম্মান রেখে বিজয় দিবসের ১৬ ডিসেম্বর, ২০২৪ তারিখ (সোমবার) প্রথম প্রহর থেকে টিকেট ক্রয়ে শিক্ষার্থীদের জন্য ১৬ থেকে ৩৬ শতাংশ পর্যন্ত বিশেষ ডিসকাউন্ট (ছাড়) দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

সাধারণত মোট তিনটি ক্যাটাগরিতে এই কনসার্টের টিকেট বিক্রি হচ্ছে। প্রথমত, ‘ভিআইপি’ টিকিটের মূল্য ১০ হাজার টাকা।

এই টিকেট ক্রেতারা মঞ্চের সামনে বসে অনুষ্ঠান উপভোগ করতে পারবেন৷ এক্ষেত্রে ১৬ ডিসেম্বর ‘বিজয় দিবস’ স্মরণে শিক্ষার্থীদের জন্য ১৬ শতাংশ ডিসকাউন্ট (ছাড়সহ ৮৪০০ টাকা) দেওয়া হচ্ছে। দ্বিতীয়ত, ‘ফ্রন্ট রো’ টিকেটের মূল্য ৪ হাজার ৫০০ টাকা। এই টিকেট ক্রেতারা সামনের সারি থেকে কনসার্ট উপভোগ করতে পারবেন। এক্ষেত্রে গণ অভ্যুত্থানের বছর ‘২০২৪ সাল’ স্মরণে শিক্ষার্থীদের জন্য ২৪ শতাংশ ডিসকাউন্ট (ছাড়সহ ৩৪২০ টাকা) দেওয়া হয়েছে।

তৃতীয়ত, ‘জেনারেল’ টিকেটের মূল্য ২ হাজার ৫০০ টাকা৷ এই টিকেট ক্রেতারা পিছনের সারি থেকে কনসার্ট উপভোগ করতে পারবেন। এক্ষেত্রে ‘৩৬ জুলাই’ স্মরণে শিক্ষার্থীদের জন্য ৩৬ শতাংশ ডিসকাউন্ট (ছাড়সহ ১৬০০ টাকা) প্রদান করা হচ্ছে।

টিকেট ক্রয়ের সময় শিক্ষার্থীদের নিজ বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদানকৃত ইনস্টিটিউশনাল ইমেইল এড্রেস ব্যবহার করতে হবে। ইতোমধ্যে রাজধানী পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বুথ বসানো হয়েছে। অন্যান্য বিশ্ববিদ্যালয়েও বুথ বসানো হবে। এসব বুথ থেকে সহযোগিতা নিয়ে অথবা নিজেরাই অনলাইনে টিকিট কাটতে পারবেন।

টিকিট বিক্রি হবে আগামী ১৯ ডিসেম্বর রাত ১১টা পর্যন্ত। টিকেট সেলিং পার্টনার হিসেবে আমাদের সঙ্গে প্রসঙ্গত, এই কনসার্টে বিশ্বখ্যাত সংগীতজ্ঞ রাহাত ফাতেহ আলী খান মূল আকর্ষণ হিসেবে তার জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন। এছাড়া, কয়েকটি জনপ্রিয় দেশীয় ব্যান্ড যেমন- আর্টসেল, চিরকুট, আফটারম্যাথ এবং সিলসিলার শিল্পীরা পারফর্ম করবেন। এর বাইরে, জনপ্রিয় র‍্যাপ সংগীত শিল্পী শেজান ও হান্নানের পরিবেশনাও দর্শক মাতাবে। সংগীত ছাড়াও কনসার্ট ইভেন্টে জুলাই বিপ্লব-সংক্রান্ত গ্রাফিতি প্রদর্শনী, মঞ্চ নাটক এবং মুগ্ধ ওয়াটার জোনসহ আরও বিভিন্ন কর্নার থাকবে। কনসার্টে টাইটেল স্পন্সর হিসেবে আমাদের সঙ্গে রয়েছে প্রাইম ব্যাংক পিএলসি।

এদিকে কনসার্টটি নিয়ে আজ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজন করা হয় এক সংবাদ সম্মেলনের। সেখানে জানানো হয়, চ্যারিটি কনসার্টের দিন জনদুর্ভোগের কথা বিবেচনা করে বাংলাদেশ সেনাবাহিনী জাহাঙ্গীরগেট এবং জিয়া কলোনির গেট দুপুর ২টা থেকে রাত ১১ টা পর্যন্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ সময়ে গেট দিয়ে শুধুমাত্র রোগীবাহী অ্যাম্বুলেন্স, রোগীবাহী গাড়ি, বিদেশগামী যাত্রী এবং জরুরি প্রয়োজনে যাতায়াত করা যাবে।

এ ছাড়া একই দিনে যানজটে জনদুর্ভোগ বিবেচনা করে কর্তৃপক্ষ এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল ফ্রি রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ দিন দুপুর ২ টা থেকে রাত ১২ টা পর্যন্ত বনানী, আর্মি গলফ ক্লাব, এয়ারপোর্ট, কুড়িল বিশ্বরোড—এই চারটি প্রবেশপথে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহন টোল ফ্রি প্রবেশ করতে পারবে। তবে মোটরসাইকেল এই সুবিধার আওতাভুক্ত থাকবে না।

উল্লেখ্য, কনসার্টের দিন ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে স্টাফরোড রেলগেট থেকে নেভি হেড কোয়ার্টার্স পর্যন্ত উত্তরা থেকে মহাখালী অভিমুখী রাস্তাটি বন্ধ থাকবে। তবে বিপরীতমুখী রাস্তা খোলা থাকবে। উল্লিখিত সময়ে যানজটের দুর্ভোগ এড়াতে বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য জনসাধারণকে অনুরোধ করা হচ্ছে।

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বিনোদন

অভিনেতা আল্লু অর্জুন গ্রেপ্তার

Published

on

সংস্কার কমিশন

ভারতের দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনকে গ্রেপ্তার করেছে হায়দরাবাদ পুলিশ। তার ছবির প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যুর ঘটনায় ‘পুষ্পা’ খ্যাত এই অভিনেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে পুষ্পা-২ ছবির প্রিমিয়ার দেখতে গিয়েছিলেন ৩৯ বছর বয়সি রেবতী। সঙ্গে ছিল তার ছেলে। আল্লু অর্জুন সিনেমা হলে পৌঁছতেই তার নাগাল পেতে অনুরাগীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। ভিড়ে পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয়। যার জেরে দমবন্ধ হয়ে মৃত্যু হয় রেবতী নামে ওই মহিলার। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয় তার আট বছরের ছেলেকে। আরও বেশ কয়েক জনও সে দিন ভিড়ের মধ্যে আহত হয়েছিলেন।

এরপরই চিক্কদাপল্লী পুলিশ স্টেশনে রেবতীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছিল। প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ, অনুষ্ঠানের আয়োজক এবং অভিনেতা আল্লু অর্জুনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে মৃতের পরিবার। অভিনেতার সিকিউরিটি টিমের বিরুদ্ধেও অভিযোগ ওঠে।

সে দিন ওই প্রেক্ষাগৃহে পুষ্পা-২ ছবির স্ক্রিনিংয়ে পৌঁছেছিলেন আল্লু অর্জুনের প্রচুর ভক্ত। অভিনেতা প্রেক্ষাগৃহে পৌঁছতেই সকলে তার কাছে পৌঁছনোর জন্য হুড়োহুড়ি শুরু করেন। তার জেরে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। অনেকেই পদপিষ্ট হয়ে আহত হন। আল্লু অর্জুনের সিকিউরিটি টিম কোনওভাবেই ভিড় সামাল দিতে পারেনি বলে অভিযোগ প্রত্যক্ষদর্শীদের।

এই দুর্ঘটনার পর শোকপ্রকাশ করে একটি ভিডিও বার্তা দিয়েছিলেন আল্লু অর্জুন। তিনি বলেন, বিষয়টি এখনও বিশ্বাস হচ্ছে না। যা ঘটেছে তা জানার পর মাথা ঠিক রাখতে পারিনি। অত্যন্ত মর্মাহত হয়ে পড়েছি আমি।

তিনি আরও বলেন, আমার ২৫ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা কেবলমাত্র ওই পরিবারের পাশে দাঁড়ানোর একটি পন্থা। ওদের বিব্রত করতে চাই না। ওদের শোক সামলানোর প্রয়োজনীয় সময় দিতে চাই। এ ক্ষতি অপূরণীয়। ওরা একটু সামলে উঠলে আমি গিয়ে দেখা করে আসব। যে কোনও প্রয়োজনে ওদের পাশে থাকব।

উল্লেখ্য, মুক্তির পর থেকে এখন পর্যন্ত ‘পুষ্পা ২’ বিশ্বব্যাপী বক্স অফিসে বড় রেকর্ড গড়েছে। ছুঁয়েছে ১,০৫০ কোটি রুপি আয়ের মাইলফলক। ভারতীয় সিনেমার বাণিজ্যিক বিশ্লেষকরা মনে করছেন, দ্বিতীয় সপ্তাহেও ভালো দর্শক পাবে আল্লু-রাশমিকার সিনেমাটি। আয় ১৭ শ কোটি রুপি ছাড়াবে।

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

বিনোদন

তাপসের গান বাংলা চ্যানেলের সম্প্রচার বন্ধ

Published

on

সংস্কার কমিশন

দেশের একমাত্র সংগীতভিত্তিক চ্যানেল হিসেবে পরিচিত গান বাংলা টেলিভিশনের সম্প্রচার বন্ধ করে দেয়া হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) বেলা ১২টা থেকে গান বাংলার সম্প্রচার বন্ধ করা হয়েছে।

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড-বিএসসিএলের মহাব্যবস্থাপক শাহ আহমেদুল কবিরের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

দীর্ঘদিন ধরেই স্যাটেলাইট ফি বকেয়া ছিল টেলিভিশন চ্যানেলটির। এ কারণেই সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড।

এবিষয়ে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের বিক্রয় ও বিপণন বিভাগের মহাব্যবস্থাপক শাহ আহমেদুল কবির বলেন, আমরা চ্যানেলটির কাছে অনেক টাকা পাই। চুক্তি অনুযায়ী আমাদের কাছ থেকে যে সময়টা পর্যন্ত সুবিধা পাওয়ার কথা ছিল, তা বারবার অতিক্রম করেছে প্রতিষ্ঠানটি। আমরা গানবাংলা কর্তৃপক্ষকে বারবার তাগাদা দিয়েছি। চিঠি দিয়েছি। দেখা যাচ্ছে, হঠাৎ হঠাৎ অল্প কিছু পরিশোধ করে। এভাবে তো আর হয় না। তাই আমরা আপাতত সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছি। তারা যদি বকেয়া পরিশোধ করে তাহলে আমরা পুনরায় সংযোগ চালু করে দেব।

তিনি আরও বলেন বলেন, কৌশিক হোসেন তাপস সাহেব এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক, তার স্ত্রী ফারজানা মুন্নী চেয়ারম্যান-তাদের দুজনের সঙ্গে কোনো দিন আমাদের দেখা হয়নি, কথাও হয়নি। তাদের সাক্ষাৎ পাওয়াও যায় না। তাপস সাহেবের বাবা দেলোয়ার হোসেন রাজা সাহেব যোগাযোগ রাখেন। তার সঙ্গে গতকালও আমাদের কথা হয়েছে। তাকে আমরা বলেছি, এত টাকা বকেয়া, আমরা তো এভাবে আর সংযোগ চালু রাখতে পারছি না। কত টাকা বকেয়া আছে এমন প্রশ্নে আহমেদুল কবির জানালেন, গানবাংলা চ্যানেলের কাছে স্যাটেলাইট ফি বাবদ ১ কোটি ৬০ লাখ ৩২ হাজার টাকা বকেয়া আছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বারবার তাগিদ দেওয়া সত্ত্বেও যথাসময়ে বকেয়া পরিশোধে ব্যর্থ হওয়ায় ‘বার্ডস আই মাস মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন লিমিটেড (গানবাংলা টেলিভিশন)’– এর সম্প্রচার আজ বুধবার দুপুর ১২টা থেকে বিচ্ছিন্ন করা হয়েছে।

বকেয়া পরিশোধ সাপেক্ষে পুনরায় সম্প্রচার চালু করা হবে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

বিনোদন

মারা গেছেন কিংবদন্তি অভিনেত্রী সিলভিয়া পিনাল

Published

on

সংস্কার কমিশন

কিংবদন্তি মেক্সিকান অভিনেত্রী সিলভিয়া পিনাল মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর।

দ্য হলিউড রিপোর্টার প্রতিবেদনে বলা হয়, মেক্সিকোর সংস্কৃতি সচিব, ক্লডিয়া কুরিয়েল ডি ইকাজা, পাশাপাশি অ্যাসোসিয়েশন ন্যাসিওনাল ডি ইন্টারপ্রেটস সোশ্যাল মিডিয়ায় পিনালের মৃত্যুর কথা ঘোষণা করেছেন।

সাত দশক ধরে দুর্দান্ত অভিনয় এবং প্রযোজনা করেছেন পিনাল৷ ১৯৬০-এর দশকের তিনটি ক্লাসিক টপলাইন করার জন্য আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছিলেন: দ্য পামে ডি’অর সহ-বিজয়ী ভিরিডিয়ানা (১৯৬১), দ্য এক্সটারমিনেটিং অ্যাঞ্জেল (১৯৬২) এবং সাইমন অফ মরুভূমি (১৯৬৫)।

পিনাল ১৯৪০-এর দশকের শেষের দিকে কিউবান-জন্মকৃত পরিচালক রাফায়েল ব্যাঙ্কেলসের সঙ্গে কাজ করে থিয়েটারে তার সূচনা করেছিলেন, যিনি তার চার স্বামীর মধ্যে প্রথম। তিনি ১৯৫০ সালে প্রথমবারের মতো সিনেমা জগতে সাফল্যের দেখা পান পান। যখন ১৮ বছর বয়সে তিনি মেক্সিকোর সবচেয়ে বড় দুই চলচ্চিত্র তারকার বিপরীতে একের পর এক প্রধান ভূমিকায় অভিনয় করেন। প্রথমে জার্মান ভালদেস (ওরফে টিন-টান) কমেডি দ্য কিং-এ।

দ্য নেবারহুড এবং দ্য ডোরম্যান-এ মারিও মোরেনো (ওরফে ক্যান্টিনফ্লাস)-এর সঙ্গে। তিনি উন রিনকন সেরকা দেল সিলো (১৯৫২) ছবিতে বিখ্যাত অভিনেতা-গায়ক পেড্রো ইনফ্যান্টের সঙ্গেও কাজ করেছিলেন। পিনালের ১০০-এর বেশি অভিনয়ের কৃতিত্বের মধ্যে, তিনি বেশিরভাগই মেক্সিকোতে কাজ করেছেন। যদিও তিনি হলিউডের প্রতিভার বৈশিষ্ট্যযুক্ত বেশ কয়েকটি ছবিতে উপস্থিত হয়েছেন, যার মধ্যে রয়েছে এমজিএম সহ-প্রযোজনা গানস ফর সান সেবাস্টিয়ান (১৯৬৮), অ্যান্থনি কুইন এবং চার্লস ব্রনসন এবং স্যামুয়েল অভিনীত একটি অ্যাকশন ফিল্ম। ফুলার্স শার্ক (১৯৬৯), বার্ট রেনল্ডস সমন্বিত।

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

বিনোদন

আজ ঢাকার মঞ্চ মাতাবেন আতিফ আসলাম

Published

on

সংস্কার কমিশন

পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম আজ শুক্রবার ঢাকার মঞ্চ মাতাবেন। রাতে আর্মি স্টেডিয়ামে ‘ম্যাজিক্যাল নাইট ২.০’ কনসার্টে গাইবেন তিনি। এ উপলক্ষে গত ২৮ নভেম্বর বিকেলে ঢাকায় পৌঁছেছেন তিনি।

কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশন জানায়, আজ রাত আটটার পর মঞ্চে উঠবেন আতিফ। এর আগেও বেশ কয়েকবার ঢাকায় এসেছেন তিনি।

কনসার্টে আতিফ ছাড়াও আরও পারফর্ম করবেন পাকিস্তানি তরুণ শিল্পী আবদুল হান্নান, বাংলাদেশের তাহসান খান ও ব্যান্ড কাকতাল। এ ছাড়া এই কনসার্টে বিশেষ চমক থাকবে, যা এখনই প্রকাশ করছে না আয়োজক কমিটি।

বিকেল পাঁচটা থেকে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শুরু হবে কনসার্টটি। দুপুর ১টায় দর্শকের জন্য গেট খুলে দেওয়া হবে।

কাফি

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

বিনোদন

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিন আজ

Published

on

সংস্কার কমিশন

মহারাজ তিনি। লেখক নন কেবল, স্বপ্নবান। যাপন যেন উৎসবের হয়, সেটাই ছিল তার আরাধ্য পথ। লিখেছেন তিনি, বুদ হয়েছেন পাঠক। এখনো তিনি আছেন গান-নাটক আর হিমু-রুপাদের সংলাপে-সংগীতে। জনপ্রিয় কথা সাহিত্যিক-লেখক হুমায়ূন আহমেদের আজ বুধবার (১৩ নভেম্বর) ৭৬তম জন্মবার্ষিকী।

তিনি ছিলেন জীবন ও জগতকে দেখার দৃষ্টিভঙ্গি পাল্টানো এক স্বপ্নচারী জাদুকর। শুধু নিজে স্বপ্ন দেখেননি সেই সঙ্গে একটি জাতি কিংবা পুরো প্রজন্মের স্বপ্নের কান্ডারী হয়ে আছেন।

তার অমিয় গদ্য রসে বুঁদ হয়ে পুরো সমাজ হয়েছে পাঠমুখি। শব্দ মালার গাথুনীতে মন্ত্রমুগ্ধ করেছেন হাজারো হিমু-রূপাকে। তাইতো আজও নীল শাড়ি পরে কোনো এক রূপার অনন্ত অপেক্ষার নাম হুমায়ূন আহমেদ।

হুমায়ূন আহমেদ শুধু তার লেখনি দিয়ে মুগ্ধ করেই নিজের দায় সারেননি, নিজের কাধেঁ টেনে নিয়েছিলেন পুরো প্রকাশনা শিল্পকে। তার হাত ধরে শুধু পাঠক তৈরি হয়নি বরং লেখক প্রকাশকদের ভরসার নাম হয়ে এখনো দাঁড়িয়ে আছেন হুমায়ূন আহমেদ।

কোনো এক জোছনা রাতে ৭/৫ না ভেবেই তুলে নিয়েছিলেন কলম, লিখেছিলেন নন্দিত নরকে, আর এর পরের গল্পটা কেবলই বিজয়ের, কেবলই নন্দনের। তার গদ্য, পদ্য বা নির্মাণ, তা সে ছোট পর্দায়ই হোক বা বড় পর্দায়, একজন পাঠক বা দর্শককে দিয়েছে কেবলই মুগ্ধতা। আজও ইতিহাস, ঐতিহ্য বা যেকোনো নির্মাণের ক্ষেত্রে প্রাধান্য পায় হুমায়ূন আহমেদের গল্প।

তিনি ছিলেন একজন ম্যাজিশিয়ান। সব বয়সীদের মনের খোরাক লিপীবদ্ধ করেছেন সাদা কাগজে। মানুষের মনের অলিন্দে গভীরভাবে নাড়া দিয়ে গেছেন। তাই তো, একজন হুমায়ূন বেচে আছেন বৃষ্টিস্নাত ভোরে, জোছনা রাতের চাঁদের আলোয়, আর লাখো পাঠকের মনের মণিকোঠায়।

১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার মোহনগঞ্জে তার জন্ম। তার ডাকনাম ছিল কাজল। ২০১১ সালের সেপ্টেম্বরে তার শরীরে মারণব্যাধি ক্যানসার ধরা পড়ে। এরপর উন্নত চিকিৎসা নিতে তিনি চলে যান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে।

সেখানে প্রথমে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেও পরে আবার তার শারীরিক অবস্থার অবনতি হয়। শেষে ২০১২ সালের ১৬ জুলাই তাকে নেয়া হয় লাইফ সাপোর্টে। সে অবস্থায়ই ১৯ জুলাই বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে হুমায়ূন আহমেদ শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

এমআই

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

সংস্কার কমিশন সংস্কার কমিশন
পুঁজিবাজার13 hours ago

লভ্যাংশ দেবে না আলহাজ টেক্সটাইল

অর্থসংবাদ whatsapp চ্যানেল ফলো করুন গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি...

সংস্কার কমিশন সংস্কার কমিশন
পুঁজিবাজার16 hours ago

কোহিনূর কেমিক্যালের এজিএমে লভ্যাংশ অনুমোদন

অর্থসংবাদ whatsapp চ্যানেল ফলো করুন দেশের স্বনামধন্য প্রসাধনী প্রস্তুতকারক ও বিপণনকারী প্রতিষ্ঠান কোহিনূর কেমিক্যাল কোম্পানী (বাংলাদেশ) লিমিটেডের ৩৭তম বার্ষিক সাধারণ...

সংস্কার কমিশন সংস্কার কমিশন
পুঁজিবাজার16 hours ago

ব্লকে ২৩ কোটি টাকার লেনদেন

অর্থসংবাদ whatsapp চ্যানেল ফলো করুন সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ২৩ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে।...

সংস্কার কমিশন সংস্কার কমিশন
পুঁজিবাজার17 hours ago

হিমাদ্রি লিমিটেডে কোম্পানি সচিব নিয়োগ

অর্থসংবাদ whatsapp চ্যানেল ফলো করুন পুঁজিবাজারে এসএমই প্ল্যাটফর্মে তালিকাভূক্ত কোম্পানি হিমাদ্রি লিমিটেডে সচিব নিয়োগ করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)...

সংস্কার কমিশন সংস্কার কমিশন
পুঁজিবাজার17 hours ago

ডরিন পাওয়ারের ক্রেডিট রেটিং সম্পন্ন

অর্থসংবাদ whatsapp চ্যানেল ফলো করুন পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডরিন পাওয়ার জেনারেশনস এন্ড সিস্টেম লিমিটেডেরর ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ঢাকা...

সংস্কার কমিশন সংস্কার কমিশন
পুঁজিবাজার17 hours ago

নগদ লভ্যাংশ পাঠিয়েছে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স

অর্থসংবাদ whatsapp চ্যানেল ফলো করুন পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩১ ডিসেম্বর,২০২৩ অর্থবছরের ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের...

সংস্কার কমিশন সংস্কার কমিশন
পুঁজিবাজার18 hours ago

জাহিন স্পিনিং মিলে অগ্নিকাণ্ড, উৎপাদন পুরোপুরি বন্ধ

অর্থসংবাদ whatsapp চ্যানেল ফলো করুন পুঁজিবাজারে তালিকাভূক্ত জাহিন স্পিনিং পিএলসিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নারায়ণগঞ্জের আড়াইহাজারে কারখানার তুলার গোডাউনে অগ্নিকাণ্ড...

সংস্কার কমিশন সংস্কার কমিশন
পুঁজিবাজার18 hours ago

মূল্য সংবেদনশীল তথ্য নেই হামি ইন্ডাস্ট্রিজের

অর্থসংবাদ whatsapp চ্যানেল ফলো করুন পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি হামি ইন্ডাস্ট্রিজ পিএলসির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানে না বলে ঢাকা স্টক...

সংস্কার কমিশন সংস্কার কমিশন
পুঁজিবাজার18 hours ago

মেঘনা পেট্রোলিয়ামের সর্বোচ্চ দরপতন

অর্থসংবাদ whatsapp চ্যানেল ফলো করুন সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬ টি...

সংস্কার কমিশন সংস্কার কমিশন
পুঁজিবাজার19 hours ago

দরবৃদ্ধির শীর্ষে বিএসসি

অর্থসংবাদ whatsapp চ্যানেল ফলো করুন সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬ কোম্পানির...

Orion Infusion Orion Infusion
পুঁজিবাজার19 hours ago

লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

অর্থসংবাদ whatsapp চ্যানেল ফলো করুন সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট...

সংস্কার কমিশন সংস্কার কমিশন
পুঁজিবাজার19 hours ago

২১০ শেয়ারের দরবৃদ্ধি, বেড়েছে সূচক-লেনদেন

অর্থসংবাদ whatsapp চ্যানেল ফলো করুন সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ...

সংস্কার কমিশন সংস্কার কমিশন
পুঁজিবাজার19 hours ago

বুধবার স্পট মার্কেটে যাচ্ছে তিন প্রতিষ্ঠান

অর্থসংবাদ whatsapp চ্যানেল ফলো করুন পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন প্রতিষ্ঠান রেকর্ড ডেটের আগে আগামী বুধবার (১৮ ডিসেম্বর) স্পট মার্কেটে যাচ্ছে। ডিএসই...

সংস্কার কমিশন সংস্কার কমিশন
পুঁজিবাজার20 hours ago

উৎপাদনে ফিরেছে ন্যাশনাল টি

অর্থসংবাদ whatsapp চ্যানেল ফলো করুন পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড উৎপাদনে ফিরেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য...

সংস্কার কমিশন সংস্কার কমিশন
পুঁজিবাজার20 hours ago

ইন্দো-বাংলা ফার্মার পর্ষদ সভার তারিখ ঘোষণা

অর্থসংবাদ whatsapp চ্যানেল ফলো করুন পুঁজিবাজারের ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ইন্দো বাংলা ফার্মাসিটিউক্যালস লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে।...

Advertisement
Advertisement

সোশ্যাল মিডিয়া

২০১৮ সাল থেকে ২০২৩

অর্থসংবাদ আর্কাইভ

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সংস্কার কমিশন
অর্থনীতি5 minutes ago

আরও ১ বিলিয়ন ডলার সহায়তার ইঙ্গিত আইএমএফের

সংস্কার কমিশন
ক্যাম্পাস টু ক্যারিয়ার18 minutes ago

পহেলা জানুয়ারি থেকে দেশের সব কোচিং বন্ধ

সংস্কার কমিশন
সারাদেশ31 minutes ago

ইজতেমা ময়দানে দু’পক্ষের সংঘর্ষে দুইজন নিহত

সংস্কার কমিশন
জাতীয়48 minutes ago

ডি-৮ সম্মেলনে যোগ দিতে কায়রোর পথে প্রধান উপদেষ্টা

সংস্কার কমিশন
অর্থনীতি10 hours ago

আদানি প্ল্যান্ট থেকে বাংলাদেশের বিদ্যুৎ আমদানি কমেছে এক তৃতীয়াংশ

সংস্কার কমিশন
জাতীয়10 hours ago

শীতার্তদের জন্য কম্বল কিনতে ১৫ কোটি টাকা বরাদ্দ

সংস্কার কমিশন
আন্তর্জাতিক12 hours ago

সিরিয়ার ২৬ টন স্বর্ণের মজুত অক্ষত!

সংস্কার কমিশন
জাতীয়12 hours ago

ওবায়দুল কাদের দেশে ছিলেন কি না, জানালেন প্রেস সচিব

সংস্কার কমিশন
রাজনীতি12 hours ago

চাঁদপুরে গণঅভ্যুত্থানে আহত লাভলুর ওপর হামলার ঘটনায় নিন্দা

সংস্কার কমিশন
অর্থনীতি13 hours ago

টানা তৃতীয়বার সিডিপির সদস্য হলেন দেবপ্রিয় ভট্টাচার্য

সংস্কার কমিশন
অর্থনীতি5 minutes ago

আরও ১ বিলিয়ন ডলার সহায়তার ইঙ্গিত আইএমএফের

সংস্কার কমিশন
ক্যাম্পাস টু ক্যারিয়ার18 minutes ago

পহেলা জানুয়ারি থেকে দেশের সব কোচিং বন্ধ

সংস্কার কমিশন
সারাদেশ31 minutes ago

ইজতেমা ময়দানে দু’পক্ষের সংঘর্ষে দুইজন নিহত

সংস্কার কমিশন
জাতীয়48 minutes ago

ডি-৮ সম্মেলনে যোগ দিতে কায়রোর পথে প্রধান উপদেষ্টা

সংস্কার কমিশন
অর্থনীতি10 hours ago

আদানি প্ল্যান্ট থেকে বাংলাদেশের বিদ্যুৎ আমদানি কমেছে এক তৃতীয়াংশ

সংস্কার কমিশন
জাতীয়10 hours ago

শীতার্তদের জন্য কম্বল কিনতে ১৫ কোটি টাকা বরাদ্দ

সংস্কার কমিশন
আন্তর্জাতিক12 hours ago

সিরিয়ার ২৬ টন স্বর্ণের মজুত অক্ষত!

সংস্কার কমিশন
জাতীয়12 hours ago

ওবায়দুল কাদের দেশে ছিলেন কি না, জানালেন প্রেস সচিব

সংস্কার কমিশন
রাজনীতি12 hours ago

চাঁদপুরে গণঅভ্যুত্থানে আহত লাভলুর ওপর হামলার ঘটনায় নিন্দা

সংস্কার কমিশন
অর্থনীতি13 hours ago

টানা তৃতীয়বার সিডিপির সদস্য হলেন দেবপ্রিয় ভট্টাচার্য

সংস্কার কমিশন
অর্থনীতি5 minutes ago

আরও ১ বিলিয়ন ডলার সহায়তার ইঙ্গিত আইএমএফের

সংস্কার কমিশন
ক্যাম্পাস টু ক্যারিয়ার18 minutes ago

পহেলা জানুয়ারি থেকে দেশের সব কোচিং বন্ধ

সংস্কার কমিশন
সারাদেশ31 minutes ago

ইজতেমা ময়দানে দু’পক্ষের সংঘর্ষে দুইজন নিহত

সংস্কার কমিশন
জাতীয়48 minutes ago

ডি-৮ সম্মেলনে যোগ দিতে কায়রোর পথে প্রধান উপদেষ্টা

সংস্কার কমিশন
অর্থনীতি10 hours ago

আদানি প্ল্যান্ট থেকে বাংলাদেশের বিদ্যুৎ আমদানি কমেছে এক তৃতীয়াংশ

সংস্কার কমিশন
জাতীয়10 hours ago

শীতার্তদের জন্য কম্বল কিনতে ১৫ কোটি টাকা বরাদ্দ

সংস্কার কমিশন
আন্তর্জাতিক12 hours ago

সিরিয়ার ২৬ টন স্বর্ণের মজুত অক্ষত!

সংস্কার কমিশন
জাতীয়12 hours ago

ওবায়দুল কাদের দেশে ছিলেন কি না, জানালেন প্রেস সচিব

সংস্কার কমিশন
রাজনীতি12 hours ago

চাঁদপুরে গণঅভ্যুত্থানে আহত লাভলুর ওপর হামলার ঘটনায় নিন্দা

সংস্কার কমিশন
অর্থনীতি13 hours ago

টানা তৃতীয়বার সিডিপির সদস্য হলেন দেবপ্রিয় ভট্টাচার্য