পুঁজিবাজার
ইউসিবি থেকে দুই হাজার কোটি টাকা সরিয়েছে আদনান ইমাম
পুঁজিবাজারে তালিকাভুক্ত জেনেক্স ইনফোসিসের চেয়ারম্যান আদনান ইমামের বিরুদ্ধে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে প্রায় ২ হাজার কোটি টাকা অবৈধভাবে সরানোর অভিযোগ উঠেছে। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ঘনিষ্ঠ ব্যক্তিদের সহায়তায় নিয়মবহির্ভূতভাবে ঋণ নেওয়ার মাধ্যমে এসব টাকা সরিয়েছে বলে অভিযোগ করেছেন বর্তমান চেয়ারম্যান শরীফ জহির।
গত ২০ নভেম্বর দুদকের চেয়ারম্যানের কাছে পাঠানো এক চিঠিতে ব্যাংকটির বর্তমান চেয়ারম্যান শরীফ জহির এই অভিযোগ করেন।
চিঠিতে বলা হয়েছে, আদনান ইমাম নিজের কয়েকটি প্রতিষ্ঠানের মাধ্যমে এই ঋণ গ্রহণ করেছেন, যেমন জেনেক্স ইনফোসিস, জেনেক্স ইনফ্রাস্ট্রাকচার, এ অ্যান্ড পি ভেঞ্চার, এডব্লিউআর ডেভেলপমেন্টস এবং এডব্লিউআর রিয়েল এস্টেট।
অভিযোগে বলা হয়, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ঘনিষ্ঠ আত্মীয় আলমগীর কবীর অপু এই ঋণ অনুমোদন ও বিতরণে সহায়তা করেছেন।
শরীফ জহির চিঠিতে উল্লেখ করেন, আলমগীর কবীরকে দ্রুত ঊর্ধ্বতন পদে পদোন্নতি দেওয়া হয় এবং পরবর্তীতে তাকে কর্পোরেট ব্যাংকিংয়ের প্রধান হিসেবে নিয়োগ করা হয়।
তিনি দাবি করেছেন যে, ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের জুলাইয়ের মধ্যে পূর্ববর্তী পরিচালনা পর্ষদের সময় ব্যাংকটিতে গুরুতর অনিয়ম ও প্রতারণামূলক কর্মকাণ্ড ঘটেছে, যা ব্যাংকটির আর্থিক স্থিতিশীলতা হারিয়ে ফেলেছে।
শরীফ জহির চিঠিতে আরও উল্লেখ করেছেন যে, সাইফুজ্জামান চৌধুরী পর্ষদ সদস্যদের পদত্যাগে বাধ্য করেন এবং তার পরিবারের সদস্যদের ব্যাংকের পরিচালনায় বসান।
এছাড়া, তিনি সাইফুজ্জামানের স্ত্রীর মাধ্যমে পর্ষদের চেয়ারম্যানত্ব প্রতিষ্ঠা এবং তার ভাইকে নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে নিয়োগের অভিযোগ করেছেন।
২০২১ সালের শেষে ইউসিবি জেনেক্স ইনফোসিসের ৬০ লাখ ৫৪ হাজার লকড-ইন শেয়ার কিনে প্রায় ৭৮ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে। এই শেয়ারের বিক্রেতা আমের ও জাহারা রাসূল ম্যানেজমেন্টকে পাশ কাটিয়ে সরাসরি তৎকালীন পর্ষদ চেয়ারম্যানের কাছে তাদের প্রস্তাব জমা দিয়েছিলেন। তৎকালীন পর্ষদ স্বতন্ত্রভাবে তাদের প্রস্তাব রিভিউ ও অনুমোদন করে।
চিঠিতে বলা হয়েছে, আদনান ইমাম জেনেক্স ইনফোসিস লিমিটেডের (জেনেক্সিল) চেয়ারম্যান এবং শেয়ার বিক্রেতা আমের রাসূল ও জাহারা রাসূল যথাক্রমে আদনান ইমামের শ্যালক ও বোন।
চিঠিতে বলা হয়েছে, আদনান ইমাম জেনেক্স ইনফোসিস লিমিটেড-এর (জেনেক্সিল) চেয়ারম্যান এবং শেয়ার বিক্রেতা আমের রাসূল ও জাহারা রাসূল যথাক্রমে আদনান ইমামের শ্যালক ও বোন।
এসব অনিয়মের সুষ্ঠু তদন্ত শুরু করে সাবেক মন্ত্রী সাইফুজ্জামান, সাবেক পর্ষদ সদস্য, শেয়ার বিক্রেতা আমের ও জাহারা রাসূল, আদনান ও আলমগীরসহ সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে দুদককে অনুরোধ জানিয়েছেন জহির।
উল্লেখ্য, ২৯ আগস্ট শরীফ জহির নতুন চেয়ারম্যান হিসাবে ইউসিবিতে দায়িত্ব শুরু করেন।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
লোকসান থেকে মুনাফায় আরামিট
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরামিট পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৪-ডিসেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের লোকসান হলেও আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি ২৫ পয়সা আয় হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৫ পয়সা। গত বছর একই সময়ে লোকসান হয়েছিল ৫৭ পয়সা।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২৪-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৬৮ পয়সা। গত বছর একই সময়ে লোকসান ছিল ৯৫ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২৮ টাকা ২৩ পয়সা।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
পাওয়ার গ্রিডের আয় বেড়েছে ২৭৯ শতাংশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (জুলাই’২৪-ডিসেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) প্রায় ২৭৯ শতাংশ বেড়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ৪ টাকা ৩৬ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে ১ টাকা ১৫ পয়সা আয় হয়েছিল।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২৪-ডিসেম্বর’২৪) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৫৫ পয়সা। গত বছরের একই সময়ে ২৭ পয়সা লোকসান হয়েছিল।
গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৪১ টাকা ৬৬ পয়সা।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
রাশেদ মাকসুদকে অপসারণের আল্টিমেটাম দিয়ে অর্থ উপদেষ্টাকে কঠোর হুশিয়ারি ব্যারিস্টার ফুয়াদের
বিএসইসি চেয়ারম্যান রাশেদ মাকসুদকে অপসারণের আল্টিমেটাম দিয়ে অর্থ উপদেষ্টাকে কঠোর হুশিয়ারি দিয়েছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ।
সোমবার (৩ ফেব্রুয়ারি) মতিঝিলে ডিএসই ভবনের সামনে বাংলাদেশ ক্যাপিট্যাল মার্কেট ইনভেস্টর এসোসিয়েশনের (বিসিএমআইএ) উদ্যোগে এ মহাসমাবেশ তিনি এসব কথা বলেন।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
আইন-আদালত
শিবলী রুবাইয়াতকে কারাগারে পাঠানোর আদেশ
দুদকের মামলায় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার (০৫ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।
এদিন শিবলী রুবাইয়াতকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে দুদক আইনজীবী। তবে আসামিপক্ষের আইনজীবীর কাছে মামলার কাগজপত্র না থাকায় শুনানি পেছাতে আবেদন করেন তারা। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে রিমান্ড শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
ব্লকে ১৮ কোটি টাকার লেনদেন
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ২৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৪১ লাখ ৭৫ হাজার ৬২০টি শেয়ার ৮১ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৮ কোটি ৩১ লাখ ৩৬ হাজার টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (৫ ফেব্রুয়ারি) ব্লকে সবচেয়ে বেশি বীচ হ্যাচারির ৭ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা মিডল্যান্ড ব্যাংকের ৩ কোটি ৮৭ লাখ টাকার ও তৃতীয় স্থানে থাকা রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ডের ২ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এসএম