জাতীয়
ভারতের অপতথ্য প্রচার নিয়ে সাখাওয়াত হোসেনের মন্তব্য
নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, ‘ভারতের অপতথ্য প্রচারে আমাদের কোনো ক্ষতি নেই’। আজ শুক্রবার (০৬ ডিসেম্বর) দুপুরে যশোরের বেনাপোল কার্গো ইয়ার্ড ও ইমিগ্রেশন পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
ড. সাখাওয়াত হোসেন জানান, ভারতের অপতথ্য প্রচারে আমাদের দেশের ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা এবং বাজার যথেষ্ট শক্তিশালী এবং আমাদের কাছে সবকিছুই আছে।
তিনি আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে ভারতে ভ্রমণকারীর মধ্যে বাংলাদেশিরা দ্বিতীয় বৃহত্তম গ্রুপ, এবং এ খাত থেকে ভারত অনেক অর্থনৈতিক লাভবান হয়। তাই ভারত যদি বাংলাদেশিদের ভারতে যেতে নিষেধ করে, তবেও বাংলাদেশিরা সেখানে যাবে না।
দেশের চলমান ইসু নিয়ে তিনি বলেন, আমাদের দেশের মধ্যে কোনো মেজরিটি বা মাইনরিটি বিভাজন নেই। আমরা সব ধর্মের মানুষ মিলেমিশে একসঙ্গে শান্তিপূর্ণভাবে বাস করি। তিনি সবাইকে আহ্বান জানান, যাতে কোনো ধরনের উসকানিতে কান না দেন।
বেনাপোল বন্দরের বিষয়ে সাখাওয়াত হোসেন বলেন, পূর্বে আমি কার্গো ভেহিকল টার্মিনাল উদ্বোধন করেছিলাম, কিন্তু সেখানে কিছু সমস্যা ছিল, যেমন স্ক্যানারের মেরামত এবং অন্যান্য কাজ। আজ আমি সেগুলোর অবস্থা পর্যালোচনা করেছি এবং বন্দরের সার্বিক প্রস্তুতি নিশ্চিত করেছি।
এ সময় বেনাপোল চেকপোস্টের পরিবহন ব্যবসায়ীরা পুরানো বাস টার্মিনাল চালুর বিষয়টি উপদেষ্টার সামনে তুলে ধরলে তিনি আশ্বাস দেন যে, ১৯টি পরিবহনের কার্যক্রম চালু করা হবে। পরবর্তীতে, তিনি বন্দরের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
এছাড়াও, তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল্লাহর পরিবারের খোঁজ-খবর নিতে তার বাড়িতে যান এবং তার কবর জিয়ারত করেন।
এ পরিদর্শনে যশোর জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
আইন-আদালত
রাজধানীর যেসব সড়ক বন্ধ থাকবে আজ
বিপিএল টি-২০ মিউজিক ফেস্ট উপলক্ষে রাজধানীর কয়েকটি সড়কে আজ যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএল টি-টোয়েন্টি মিউজিক ফেস্ট সোমবার (২৩ ডিসেম্বর) দুপুর ২টায় অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানকে কেন্দ্র করে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার জন্য সোমবার স্টেডিয়াম ও মিরপুর-১০ গোলচত্বর এলাকায় চলাচলকারী যানবাহনগুলোকে দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত চলাচলের জন্য নির্দেশাবলী অনুসরণের জন্য গণবিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে।
নিদর্শনায় বলা হয়, মিরপুর-১ থেকে মিরপুর-১০, ১১, ১২ ও ১৪ অভিমুখে চলাচলকারী যানবাহনসমূহ সনি সিনেমা হলের পাশ দিয়ে চিড়িয়াখানা সড়ক ব্যবহার করে রাইনখোলা ক্রসিং হয়ে প্রশিকা মোড় ক্রসিং সড়ক ব্যবহার করবে। মিরপুর-১২ থেকে মিরপুর-১০ গোলচত্বর সংলগ্ন এলাকা অতিক্রমকারী যানবাহনসমূহ অরিজিনাল-১০ হয়ে ডানে মোড় নিয়ে প্রশিকা মোড় ক্রসিং সড়ক ব্যবহার করবে।
আগারগাঁও হয়ে মিরপুর-১০ গোলচত্ত্বর দিয়ে মিরপুর-১ ও মিরপুর-১২ অভিমুখে চলাচলকারী যানবাহনসমূহ মিরপুর-১০ গোলচত্ত্বর পরিহার করে আগারগাঁও হতে বামে মোড় নিয়ে শ্যামলী শিশু মেলা-টেকনিক্যাল মোড়-সনি সিনেমা হল ক্রসিং হয়ে চিড়িয়াখানা সড়কের রাইনখোলা ক্রসিং ব্যবহার করবে।
অনুষ্ঠান চলাকালে ট্রাফিক শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়ানোর লক্ষ্যে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে ডিএমপি।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
জাতীয়
উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ
অন্তর্বর্তী সরকারের ভূমি, বিমান ও পর্যটন উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক পালন করা হবে। আজ রবিবার মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ. হাসান আরিফের ইন্তেকালে সোমবার (২৩ ডিসেম্বর) রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, এ উপলক্ষে সোমবার বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
এ ছাড়া মরহুমের রুহের মাগফিরাতের জন্য সোমবার বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। পাশাপাশি অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
এদিকে রোববার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন গণমাধ্যমকে বলেন, মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় হাসান আরিফকে সমাহিত করা হবে। একই সঙ্গে প্রয়াত উপদেষ্টার সম্মানে সোমবার রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে।
এর আগে, শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেল ৩টা ১০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে উপদেষ্টা এ এফ হাসান আরিফ শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
হাসান আরিফের প্রথম নামাজে জানাজা শুক্রবার বাদ এশা ধানমন্ডি সাত নাম্বার বায়তুল আমান মসজিদে সম্পন্ন হয়। শনিবার বেলা ১১টায় হাইকোর্ট প্রাঙ্গণে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। তৃতীয় জানাজা শনিবার দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত হয়েছে।
এখন তার মরদেহ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) হিমঘরে রাখা হয়েছে। হাসান আরিফের মেয়ে কানাডা থেকে দেশে ফেরার পর সোমবার রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।
প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে গত ৮ আগস্ট শপথ নেন হাসান আরিফ। ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের আমলেও আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, ভূমি এবং ধর্ম মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। এ ছাড়া তিনি ২০০১ থেকে ২০০৫ সালের ২৮ এপ্রিল পর্যন্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেন।
১৯৪১ সালের ১০ জুলাই কলকাতায় জন্মগ্রহণ করেন হাসান আরিফ। কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং এলএলবি ডিগ্রি সম্পন্ন করেন।
১৯৬৭ সালে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্টে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। এরপর ঢাকায় এসে বাংলাদেশ হাইকোর্টে কাজ শুরু করেন। ১৯৭০ সালে তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
জাতীয়
চিরকুট লিখে মুক্তিযোদ্ধার আত্মহত্যা
ক্যান্সারের কষ্ট সইতে না পেরে সন্তানদের কাছে আবেগঘন সুইসাইড নোট লিখে নিজ বাসায় আত্মহত্যা করেছেন মুক্তিযোদ্ধা আবু সাইদ সরদার (৬৫)।
রবিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার আগে চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার ২০ নম্বর সড়কের একটি বাসায় এই ঘটনা ঘটে। তিনি ওই বাসায় তার ছেলের সঙ্গে থাকতেন।
ডবলমুরিং থানার এসআই মো. বায়েজিদ মিয়া জানান, সন্ধ্যা ৬টার দিকে ওই বাসার একটি কক্ষের দরজা ভেঙ্গে আবু সাইদের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এসময় মৃত্যুর আগে তার সন্তান ও নাতির উদ্দেশ্যে লেখা কয়েকটি চিঠি উদ্ধার করা হয়। চিঠি দেখে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে ভুগছিলেন বলে জানা গেছে। তার ইমন, সাইমন নামের দুই ছেলে ও পায়েল নামের এক মেয়ে সন্তান আছে। তিনি ওই বাসায় ইমনের সঙ্গে থাকতেন।
পুলিশ জানিয়েছে, নিহতের কক্ষ থেকে মোট ৬টি সুইসাইড নোট উদ্ধার করা হয়। যেগুলোতে তিনি সন্তান ও নাতিকে উদ্দেশ্য করে আবেগঘন কথাবার্তা লিখেছেন। একইসঙ্গে কী কারণে তিনি আত্মহত্যা করছেন, মৃত্যুর পর সন্তানদের কী কী করণীয়, কোথায় দাফন করা হবে- সেসব বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন। নোটগুলোতে তিনি সন্তানসহ সবার কাছে ক্ষমা চান।
মেয়ে পায়েলকে লেখা সুইসাইড নোটে তিনি লিখেন, ক্যান্সার মনে হয় ফের ফিরে এসেছে। মুখে ঘা ও মাঝে মাঝে ব্যাথা করে। আসলে এ রোগের কোনো চিকিৎসা আছে বলে মনে হয় না। ইদানীং ক্যান্সারে কষ্ট পাচ্ছি।
নিহতের স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, আবু সাইদ সরদার তার ছোট ছেলে ইমনের পরিবারের সঙ্গে ওই বাসাতে থাকতেন। তিনি আগে থেকেই হয়তো আত্মহত্যার পরিকল্পনা করছিলেন। রবিবার সন্ধ্যার আগে বাসায় কেউ না থাকার সুযোগে তিনি আত্মহত্যা করতে পারেন। পরে ওনার ছেলে বাসায় গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ থাকায় ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে পাশের ভবনের জানালা দিয়ে ঝুলন্ত অবস্থায় পিতাকে দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
জাতীয়
প্লট-ফ্ল্যাট ও নগদ টাকাসহ দুদক চেয়ারম্যানের যত সম্পদ
রাজধানী ঢাকায় একটি ফ্ল্যাট, স্ত্রীর সঙ্গে একটি প্লট, ৫০ লাখ টাকার সঞ্চয়পত্রসহ স্থাবর ও অস্থাবর সম্পদের হিসাব জমা দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান (দুদক) ড. মোহাম্মদ আবদুল মোমেন। যোগদান করার মাত্র ১২ দিনের মধ্যে নিজ সম্পদের হিসাব প্রকাশ করেছেন তিনি।
রবিবার (২২ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় সম্পদের হিসাব দেওয়ার পাশাপাশি সম্পদের উৎস উপস্থাপন করেন তিনি।
আনুষ্ঠানিকভাবে দুর্নীতি দমন সংস্কার কমিশনে সম্পদের হিসাব দিয়েছেন জানিয়ে দুদক চেয়ারম্যান আবদুল মোমেন বলেন, আমরা সবাই সম্পদ বিবরণী দাখিল করব। আমি সাংবাদিকদেরও বলে যাচ্ছি। মৌখিকভাবে বলছি, প্রয়োজনে লিখিতভাবে দিতে পারব। আমি স্পষ্টভাবে বলতে চাই, আপনাদের জানা দরকার। এ চাকরি থেকে চলে যাওয়ার পর আপনারা হিসাব করবেন সম্পদ কতটা বাড়ল বা কমল। তখন আপনারা ধরতে পারবেন, কী পরিমাণ বাড়তি কামাই করেছি বা করিনি।
দুদক চেয়ারম্যানের যত সম্পদ
নিজের সম্পদের তথ্য তুলে ধরে সাবেক সচিব আবদুল মোমেন বলেন, ঢাকার বসিলাতে আমার ১৫০০ বর্গফুটের একটি ফ্ল্যাট আছে। সেখানে আরও ৭০০ বর্গফুটের একটি ফ্ল্যাট নেওয়ার প্রক্রিয়ার মধ্যে আছি। পূর্বাচল আমেরিকান সিটিতে স্ত্রীর সঙ্গে আমার ৫ কাঠার একটি খালি জায়গা (প্লট) আছে।
বিসিএস প্রশাসন সমিতির সদস্য হিসেবে ৮ জন সদস্য মিলে ১০ কাঠার একটি প্লট কিনেছেন জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন, এ প্লটের মধ্যে আমার ভাগে ১ দশমিক ২৫ কাঠা পড়বে। ২০০৭ সালে টাকা-পয়সা দিয়েছি। এখন পর্যন্ত দখলে নেই, এটা অনিশ্চিত।
এ ছাড়া রাজউকের একটি প্লটের জন্য ৭৫ হাজার টাকা জমা দিয়েছিলেন, এখন পর্যন্ত সেটার নিষ্পত্তি হয়নি জানিয়ে তিনি বলেন, যে কোনো কারণে তৎকালীন সরকার আমাকে দেয়নি (রাজউক প্লট)। এটার ব্যাপারে আবার আবেদন করব।
তিনি বলেন, এসব স্থাবর সম্পত্তির বাইরে আমার আর স্থাবর সম্পত্তি নেই। যদি আপনারা কখনও খুঁজে বের করতে পারেন তাহলে সেগুলো বাজেয়াপ্ত হয়ে যাবে এবং আপনারা যেভাবে ডিসপোজাল করতে চান।
এ ছাড়া অস্থাবর সম্পত্তির মধ্যে ২৫ সেলফ ভর্তি দেশি-বিদেশি দামি বইপত্র। বাসায় ৫ লাখ টাকার মতো আসবাবপত্র আছে বলে জানান দুদক চেয়ারম্যান।
দুটি সঞ্চয়পত্র রয়েছে জানিয়ে তিনি বলেন, ৩০ লাখ টাকার ৫ বছর মেয়াদি একটি সঞ্চয়পত্র, ২০ লাখ টাকার আরেকটি সঞ্চয়পত্র আছে। আমার জিপিএফের (সাধারণ ভবিষ্যৎ তহবিল) টাকা এখনও তুলেনি, সেখানে ১৭ লাখ টাকা আছে। সরকারি চাকরি যারা করেন, তাদের এই ফান্ড থাকে।
টাকার উৎসের ব্যাপারে চাকরি থেকে আয় এবং উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত সম্পদের বিক্রয়লব্ধ অর্থ রয়েছে জানিয়ে দুদক চেয়ারম্যান আবদুল মোমেন বলেন, পান্থপথের শমরিতা হাসপাতালের একটি বড় অংশ আমাদের বাগান বাড়ি ছিল, আমাদের অনেক ভাই-বোন, সবাই মিলে সেটা বিক্রি করে যে টাকা পেয়েছি, তা দিয়ে একটা ফিক্স ডিপোজিট করেছি।
এ ছাড়া শিক্ষকতা, বক্তৃতা এবং লেখালেখি করে সম্মানির কিছু অর্থ পেয়েছেন বলেও জানান তিনি।
তিনি আরও জানান, ঢাকার বেঁড়িবাধের বাইরে সাড়ে ৫ শতক একটি জমি কিনেছিলেন, সেটা বিক্রি করে কিছু টাকা পেয়েছেন। আর হাতে নগদ এবং ব্যাংক মিলিয়ে প্রায় সাড়ে চার লাখ টাকার মতো রয়েছে।
২০০৯ সালে সরকারি চাকরি থেকে ওএসডি হওয়ার পর চাকরি চলে যায় জানিয়ে তিনি বলেন, এখন যেহেতু চাকরি ফিরে পেয়েছি সুতরাং পেনশন ও অন্যান্য বেনিফিট সব পাব। হঠাৎ করে দেখা যাবে আমার টাকার অংশ বেড়ে গেছে। বর্তমানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতির সমান বেতন-ভাতা পাচ্ছি। মূল বেতন এক লাখ ৫ হাজার টাকা। এর সঙ্গে ৫০ শতাংশ বাড়ি ভাড়া, বিশেষ ভাতা এবং অন্যান্য ভাতা পাই। এর বাইরে অন্য কোনো খাতে উপার্জনের সুযোগ দেখি না।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
জাতীয়
পুলিশ অপ্রয়োজনীয় শক্তি প্রদর্শন করবে না: সিটিটিসি প্রধান
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) প্রধান মো. মাসুদ করিম বলেছেন, পুলিশের কাছে জনগণের প্রত্যাশা অনেক। সে প্রত্যাশা পূরণে পুলিশ ও জনগণ একে অপরের পারস্পরিক সহযোগিতা নিয়ে কাজ করবে।
তিনি বলেন, পুলিশ অপ্রয়োজনীয় শক্তি প্রদর্শন করবে না। পুলিশ তার ওপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য আইন অনুযায়ী পালন করবে। আমরা যেন আপনাদের (জনগণের) প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারি সেজন্য আপনাদেরকে আমাদের পাশে থাকতে হবে। আপনারা নির্ভয়ে থানায় যাবেন।
রবিবার (২২ ডিসেম্বর) খিলগাঁও ফরচুন কমিউনিটি সেন্টারে পুলিশ, ছাত্র-জনতা ও খিলগাঁও থানা এলাকার নাগরিকদের মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, থানা এলাকায় কোনো ধরনের সমস্যার সম্মুখীন হলে থানার ওসি, সহকারী পুলিশ কমিশনার বা উপ-পুলিশ কমিশনারকে জানালে তারা দ্রুত ব্যবস্থা নেবেন।
তিনি বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আপনারা আমাদের ৫ আগস্টের পর যে সহযোগিতা করেছেন, সে জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। ভবিষ্যতেও যে কোনো প্রয়োজনে আপনারা পুলিশকে সহযোগিতা করবেন।
সিটিটিসি প্রধান বলেন, মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তথ্য দিয়ে আপনারা আমাদের সহযোগিতা করবেন। তাহলে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবো।
মতবিনিময় সভায় উপস্থিত ছাত্র-জনতা ও খিলগাঁও এলাকার নাগরিকরা অতিরিক্ত পুলিশ কমিশনারের কাছে তাদের বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন।
সভায় উপস্থিত একজন বলেন, খিলগাঁওয়ে মাদক, চাঁদাবাজ, কিশোর গ্যাং বড় সমস্যা। এক্ষেত্রে পুলিশ ও জনগণ একে অন্যের সহায়ক হিসেবে কাজ করবো।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. শাহরিয়ার আলী। এতে ডিএমপির মতিঝিল বিভাগের বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, ধর্মীয় প্রতিষ্ঠানের নেতা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং ছাত্র আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন।