পুঁজিবাজার
শেয়ার হস্তান্তর হবে পপুলার লাইফের মৃত উদ্যোক্তার
পুঁজিবাজারে তালিকাভুক্ত পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের উদ্যোক্তা এবং সাবেক চেয়ারম্যান মৃত হাসান আহমেদের নামে থাকা শেয়ার তার উত্তরাধিকারীদের মাঝে হস্তান্তর করা হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আদালত কর্তৃক ইস্যুকৃত উত্তরাধিকার সনদ অনুযায়ী তার উত্তরাধিকারীদের মধ্যে এ শেয়ার হস্তান্তর করা হবে।
জানা গেছে, ২০২২ সালের ২৪ জানুয়ারিতে হাসান আহমেদ ইন্তেকাল করেছেন। তার নামে কোম্পানিটির ৩৮ লাখ ৫৩ হাজার ৫৫৪ টি শেয়ার রয়েছে।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
লোকসানে ইন্দোবাংলা ফার্মা
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
রবিবার (২২ ডিসেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ৩ পয়সা লোকসান হয়েছে। গতবছর প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ১ পয়সা আয় হয়েছিল।
আলোচিত প্রান্তিকে কোম্পানিটির ক্যাশ ফ্লো ছিল মাইনাস ৬ পয়সা, যা গত বছর একই সময়ে ৯ পয়সা ছিল।
গত ৩০ সেপ্টেম্বর,২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৩ টাকা ৫৮ পয়সা।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
এনার্জিপ্যাকের এজিএমে ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসির ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ ডিসেম্বর) রাজধানীর রাওয়া কনভেনশন হলে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হুমায়ুন রশীদ বলেন, আর্থিক খাতের সাম্প্রতিক অনিশ্চয়তা সত্ত্বেও, বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর জন্য ব্যবসায়িক প্রবৃদ্ধির অমিত সম্ভাবনা রয়েছে। শেয়ারহোল্ডারদের উদ্দেশে তিনি বলেন, আগামীতে বাজার আরও চাঙ্গা হবে। আমি বিশ্বাস করি, সামনের দিনগুলোতে ব্যবসা আরও বেশি লাভজনক হয়ে উঠবে।
সভায় অন্যান্য বোর্ড পরিচালক ও স্বতন্ত্র পরিচালকদের উপস্থিতিতে সভাপতিত্ব করেন এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রবিউল আলম। বার্ষিক সাধারণ সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, উচ্চ সুদহার, বৈদেশিক মুদ্রা বিনিময় হার ও মুদ্রাস্ফীতি জনিত কারণে এ বছর শেয়ারহোল্ডারদের কোনো নগদ লভ্যাংশ (ডিভিডেন্ড) প্রদান করা হবে না।
এসময় শেয়ারহোল্ডারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে হুমায়ুন রশীদ বলেন, বর্তমানে সারা বিশ্ব মুদ্রাস্ফীতি, যুদ্ধ ও সংঘাতের মতো নানা সঙ্কটের মুখোমুখি হচ্ছে। ফলে, এই বছর আমাদের শেয়ারহোল্ডারদের কোনো নগদ লভ্যাংশ দেওয়া সম্ভব হচ্ছে না। একইসাথে, তিনি প্রতিষ্ঠানের ব্যাপারে আত্মবিশ্বাসী হয়ে বলেন, আমরা খুব শীঘ্রই সঙ্কট মোকাবিলা করতে সক্ষম হবো। আমাদের অংশীদাররা এতোদিন আমাদের ওপর আস্থা রেখেছেন। আগামীতেও আমাদের প্রতি তাদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদী আমরা।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
সিডিবিএলের নগদ লভ্যাংশ ঘোষণা
সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) ২৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সভায় সমাপ্ত বছরের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়।
ররিবার (২২ ডিসেম্বর) অনলাইন প্লাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিডিবিএলের পরিচালনা পর্ষদের সদস্য আজম জে চৌধুরী। অনলাইন প্লাটফর্মে উল্ল্যেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন।
অনুষ্ঠিত সাধারণ সভায় সিডিবিলের পরিচালনা পর্ষদের সদস্য সৈয়দ মনজুর এলাহী, নাসের এজাজ বিজয়, মো. শাকিল রিজভী, একেএম হাবিবুর রহমান, মো. হারুন-অর-রশিদ, নাসির উদ্দিন আহমেদ এবং সিডিবিএলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মোতালেব উপস্থিত ছিলেন।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
রাইট শেয়ার ইস্যু সংশোধন করেছে কনফিডেন্স সিমেন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত কনফিডেন্স সিমেন্ট পিএলসির পর্ষদ পরিশোধিত মূলধন বাড়াতে রাইট শেয়ার ইস্যুতে সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে। শেয়ার ইস্যু মূল্য ১০ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটি তিনটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার ইস্যু করবে। ২৫ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি রাইট শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা। এর আগে কোম্পানিটি প্রতিটি শেয়ারে ৩৫ টাকা প্রিমিয়ামসহ ৪৫ টাকা নির্ধারণ করে রাইট শেয়ার ইস্যুর ঘোষণা দিয়েছিল।
রাইট শেয়ার ইস্যু বিনিয়োগকারীদের অনুমোদনের জন্য বিশেষ সাধারণ সভার (ইজিএম) আহবান করেছে কোম্পানিটি। আগামী ৫ ফেব্রুয়ারি এই ইজিএম অনুষ্ঠিত হবে।
কোম্পানিটি সহযোগি কোম্পানিতে বিনিয়োগ, কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেডে বিনিয়োগ এবং মেয়াদী ঋণ পরিশোধে এই উত্তোলিত অর্থ ব্যবহার করবে।
নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনের পর রাইট শেয়ার ইস্যু করবে কোম্পানিটি।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
নগদ লভ্যাংশ পাঠিয়েছে বিডি পেইন্টস
পুঁজিবাজারে এসএমই প্লাটফর্মে তালিকাভুক্ত বিডি পেইন্টস লিমিটেড সমাপ্ত ২০২২ ও ২০২৩ অর্থবছরের ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে প্রেরণ করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সমাপ্ত হিসাববছরের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে প্রেরণ করেছে কোম্পানিটি।
গত ৩০ জুন,২০২২ অর্থবছরেরর জন্য ১০ শতাংশ নগদ এবং সমাপ্ত ২০২৩ অর্থবছরেরর জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ পাঠিয়েছে কোম্পানিটি।
এসএম