পুঁজিবাজার
জমি বিক্রি করবে আমরা নেটওয়ার্ক

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আমরা নেটওয়ার্ক লিমিটেড জমি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৯৮ দশমিক ৩০ ডেসিমেল জমি বিক্রি করবে। যার মূল্য নির্ধারণ করা হয়েছে ২২ কোটি টাকা।
জানা গেছে, চট্টগ্রামের পাঁচলাইশের পূর্ব নাসিরাবাদের প্লট-৪০ এ এই জমির অবস্থান।
কোম্পানিটির আগামী বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের অনুমতির পর এই জমি বিক্রি সম্পন্ন করা হবে।
কাফি

পুঁজিবাজার
হামিদ ফেব্রিক্সের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে হামিদ ফেব্রিক্স পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৮০ পয়সা বা ১০ শতাংশ কমেছে। ফলে এটি ডিএসইর দরপতনের তালিকায় শীর্ষে অবস্থান করছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে জাহিন স্পিনিং পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৬৮ শতাংশ কমেছে। আর ৯ দশমিক ৩৮ শতাংশ শেয়ার দর কমে তৃতীয় স্থানে রয়েছে এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ পিএলসি।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বারাকা পাওয়ার লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফারইস্ট ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স কোম্পানি, খুলনা পাওয়ার, খুলনা প্রিন্টিং, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড।
কাফি
পুঁজিবাজার
দর বৃদ্ধির শীর্ষে সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৫টি প্রতিষ্ঠানের মধ্যে ২৩৩টির দর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় ১ টাকা বা ৯ দশমিক ৭১ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
এদির দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ক্রাউন সিমেন্টের শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ। আর ৮ দশমিক ৪৬ শতাংশ দর বৃদ্ধি পাওয়ায় তালিকায় তৃতীয় স্থানে রয়েছে স্যালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড, জিকিউ বলপেন, তমিজউদ্দিন টেক্সটাইল, কে এন্ড কিউ, ডরিন পাওয়ার, মুন্নু সিরামিক এবং সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসি।
পুঁজিবাজার
লেনদেনের শীর্ষে সামিট অ্যালায়েন্স

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) কোম্পানিটির ২০ কোটি ৩৯ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা এটিকে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে নিয়ে এসেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে খান ব্রাদার্স। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২০ কোটি ৪ লাখ টাকার। আর ১৩ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড, স্যালভো কেমিক্যাল, ওরিয়ন ইনফিউশন, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, এশিয়াটিক ল্যাবরেটরিজ,রবি আজিয়াটা পিএলসি।
কাফি
পুঁজিবাজার
সূচক ঊর্ধ্বমুখী, লেনদেন কমে ৪৬৭ কোটি টাকায়

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৩৩ কোম্পানির শেয়ারদর বেড়েছে। অন্যদিকে গত কার্যদিবসের তুলনায় লেনদেন কমে দাড়িয়েছেন ৪৬৭ কোটি টাকায়।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১০ দশমিক ৩২ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৩৪৭ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১ দশমিক ৮১ পয়েন্ট বেড়ে ১১৫২ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে ২০৭২ পয়েন্টে অবস্থান করেছে।
আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৪৬৭ কোটি ৫৯ লাখ ৮৭ হাজার টাকা। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৫৪৪ কোটি ৭৮ লাখ ৯৭ হাজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৩৩টি কোম্পানির, বিপরীতে ১০১ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।
কাফি
পুঁজিবাজার
গ্যাস সংকটে হামিদ ফেব্রিক্সের কারখানা বন্ধ

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি হামিদ ফেব্রিক্স লিমিটেড গ্যাস সংকটের কারণে তাদের কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কেম্পানিটি জানিয়েছে, গত দুই বছর ধরে কারখানার গ্যাস লাইনে প্রয়োজনীয় চাপ (প্রেশার) না থাকায় উৎপাদন প্রক্রিয়া বারবার ব্যাহত হয়েছে। আমরা বিকল্প হিসেবে সিএনজি ও এলএনজি ব্যবহারের চেষ্টা করেছিলাম, কিন্তু সাম্প্রতিক গ্যাস সংকট এতটাই তীব্র হয়ে উঠেছে যে, উৎপাদন কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।
এই পরিস্থিতিতে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১২ ও ১৬ ধারা এবং শ্রম বিধিমালা ২০১৫ এর ২৫ ও ২৬ বিধি অনুযায়ী, গত ২২ জুন থেকে কারখানাটি লে-অফ (অস্থায়ী বন্ধ) ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলেই কারখানা পুনরায় চালু করা হবে।