পুঁজিবাজার
মামুন এগ্রোর পর্ষদ সভার

পুঁজিবাজারে এসএমই খাতে তালিকাভুক্ত কোম্পানি মামুন এগ্রো প্রডাক্টস লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ৫ ডিসেম্বর বিকাল ৫টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় ৩০ সেপ্টেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
এসএম

পুঁজিবাজার
সোশ্যাল ইসলামী ব্যাংকের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি।
সূত্র মতে, এদিন সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির শেয়ার দর আগের দিনের তুলনায় ০ টাকা ৫০ পয়সা বা ৯.২৬ শতাংশ কমে ৪.৯০ টাকায় দাঁড়িয়েছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৯০ পয়সা বা ৯.০৫ শতাংশ কমে ১৯.১০ টাকায় দাঁড়িয়েছে। আর তৃতীয় স্থানে থাকা মুন্নু ফেব্রিক্স লিমিটেডের শেয়ার দর কমেছে ২ টাকা বা ৮.৭৩ শতাংশ, যা এখন ২০.৯০ টাকা।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি ৮.৭০ শতাংশ , ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেডের ৮.৪৪ শতাংশ, বিবিএস ক্যাবলস পিএলসির ৭.৪৯ শতাংশ, ইনটেক লিমিটেডের ৭.৩২ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ৬.৬৯ শতাংশ, ফারইস্ট ফাইনান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেডের ৬.৬৭ শতাংশ এবং ফাস ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেডের ৬.৬৭ শতাংশ দর কমেছে।
কাফি
পুঁজিবাজার
দর বৃদ্ধির শীর্ষে এস আলম কোল্ড রোল্ড

সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এস. আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, আজ এস. আলম কোল্ড রোল্ড স্টিলসের শেয়ার দর আগের দিনের তুলনায় ২ টাকা ১০ পয়সা বা ৯.৬৮ শতাংশ বেড়ে ২৩.৮০ টাকায় দাঁড়িয়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল দেশবন্ধু পলিমার। কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ১০ পয়সা বা ৯.৫৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ২৪.০০ টাকায় দাঁড়িয়েছে। আর তৃতীয় স্থানে থাকা একমি পেস্টিসাইড লিমিটেডের শেয়ার দর বেড়েছে ১ টাকা ৪০ পয়সা বা ৮.১৪ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে হামি ইন্ডাস্ট্রিজ পিএলসির ৭.৯২ শতাংশ, শ্যামপুর সুগার মিলস লিমিটেডের ৭.৪৪ শতাংশ, অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেডের ৫.৬২ শতাংশ, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের ৫.১৯ শতাংশ, উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরির ৪.৯৬ শতাংশ, তাল্লু স্পিনিং মিলসের ৪.৬৯ শতাংশ এবং তমিজুদ্দিন টেক্সটাইল মিলস পিএলসির ৪.৬২ শতাংশ দর বেড়েছে।
পুঁজিবাজার
লেনদেনের শীর্ষে রবি আজিয়াটা

সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের শীর্ষে উঠে এসেছে রবি আজিয়াটা পিএলসি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্রমতে, রোববার রবি আজিয়াটা পিএলসির ২৪ কোটি ৮৯ লক্ষ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা এটিকে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে নিয়ে এসেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে একমি পেস্টিসাইড লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৩ কোটি ৭৬ লক্ষ ৭৭ হাজার টাকার। আর ২২ কোটি ৬৫ লক্ষ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে খান ব্রাদার্স পি.পি. ওভেন।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড, সামিট এলায়েন্স পোর্ট, এসপি সিরামিকস, আইপিডিসিফাইন্যান্স পিএলসি, সিটি ব্যাংক পিএলসি, বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি এবং তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি।
পুঁজিবাজার
সূচকের পতনে কমেছে লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন শেয়ার দর বেড়েছে ২৭৫ কোম্পানির। একই সঙ্গে টাকার অংকে কমেছে লেনদেনের পরিমাণ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রোববার (১৪ সেপ্টেম্বর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৫৫ দশমিক ৪৩ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৪৬৮ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১০ দশমিক ৯০ পয়েন্ট কমে ১১৮৫ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২২ দশমিক ০৩ পয়েন্ট কমে ২১২৯ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৭৩২ কোটি ৫৬ লাখ ০৩ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৭৭৮ কোটি ৩২ লাখ ৬৯ হাজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৬৭টি কোম্পানির, বিপরীতে ২৭৫টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
কাফি
পুঁজিবাজার
অস্বাভাবিক শেয়ারদর বৃদ্ধির কারণ জানে না বিডি ফাইন্যান্স

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ ফাইন্যান্স পিএলসির শেয়ারদর অস্বাভাবিকভাবে বৃদ্ধির কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর জবাবে কোম্পানিটি জানায়, কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গত ২৭ আগস্ট কোম্পানিটির শেয়ারদর ছিলো ৯ টাকা ১০ পয়সায়। আর গত ১১ সেপ্টেম্বর শেয়ারটির দর বেড়ে ১০ টাকা ৭০ পয়সা দাড়ায়। এসময়ের মধ্যে শেয়ারটির দর বেড়েছে ১ টাকা ৬০ পয়সা।
এই দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই।