পুঁজিবাজার
মুনাফায় ১৫ খাতের বিনিয়োগকারীরা
বিদায়ী সপ্তাহে (২৪ নভেম্বর থেকে ২৮ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের ব্যবধানে দর বেড়েছে ১৫ খাতের শেয়ারে। দরবৃদ্ধি পাওয়ায় আলোচ্য সপ্তাহে মুনাফায় রয়েছে এই ১৫ খাতের বিনিয়োগকারীরা। আর একই সময়ে দর কমেছে ৫ খাতের শেয়ারে।
ইবিএল সিকিউরিটিজ সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি মুনাফা হয়েছে তথ্য প্রযুক্তি এবং সেবা ও আবাসন খাতের শেয়ারে। এই দুই খাতে বিদায়ী সপ্তাহে দর বেড়েছে ৩ দশমিক ৮০ শতাংশ।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সিরামিক খাতে ৩ দশমিক ৪০ শতাংশ এবং তৃতীয় থাকা ভ্রমণ ও অবকাশ খাতে ২ দশমিক ৯০ শতাংশ দরবৃদ্ধি পেয়েছে।
সাপ্তাহিক রিটার্নে দরবৃদ্ধি পাওয়া অন্য ১১ খাতের মধ্যে- বিবিধ খাতে ২ দশমিক ৪০ শতাংশ, মিউচুয়াল ফান্ড খাতে ১ দশমিক ৯০ শতাংশ, বিদ্যুৎ-জ্বালানি খাতে কাগজ ও প্রকাশনা খাতে ১ দশমিক ৮০ শতাংশ, প্রকৌশল খাত ও আর্থিক খাত এবং ওষুধ ও রসায়ন খাতে সমান ১ দশমিক ২০ শতাংশ, বস্ত্র খাতে ১ দশমিক ১০ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ০ দশমিক ৭০ শতাংশ, ট্যানারি খাতে ০ দশমিক ৬০ শতাংশ, ব্যাংক খাতে ০ দশমিক ১০ শতাংশ দর বেড়েছে।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
সপ্তাহজুড়ে ব্লকে সর্বোচ্চ লেনদেন ১০ কোম্পানির
বিদায়ী সপ্তাহে (২৪ নভেম্বর থেকে ২৮ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে সর্বোচ্চ লেনদেন হয়েছে ১০ কোম্পানির। এই ১০ কোম্পানির মোট ৫৯ কোটি ১০ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- ইস্টার্ন ব্যাংক, আলিফ ইন্ডাস্ট্রিজ, বিচ হ্যাচারি, লিগ্যাসি ফুটওয়্যার, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, লাভেলো আইসক্রিম, আল আরাফাহ্ ইসলামী ব্যাংক, ফাইন ফুডস, ট্রাস্ট ব্যাংক এবং মিডল্যান্ড ব্যাংক।
সূত্র মতে, কোম্পানিগুলোর মধ্যে ব্লকে ইস্টার্ন ব্যাংকের সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির ব্লকে লেনদেন হয়েছে ১৬ কোটি ৬৭ লাখ টাকার। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ২৩ টাকা ২০ পয়সা।
দ্বিতীয় সর্বোচ্চ আলিফ ইন্ডাস্ট্রিজের ৯ কোটি ৩৪ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৯১ টাকা ৮০ পয়সায়।
তৃতীয় সর্বোচ্চ বিচ হ্যাচারির ৫ কোটি ৯৮ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৯৬ টাকা ৯০ পয়সা।
সপ্তাহজুড়ে ব্লকে লেনদেন হওয়া অন্য ৭টি কোম্পানির মধ্যে- লিগ্যাসি ফুটওয়্যারের ৫ কোটি ৭৩ লাখ ৫০ হাজার টাকা, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৫ কোটি ৫১ লাখ ৭০ হাজার টাকা, লাভেলো আইসক্রিমের ৪ কোটি ৭৫ লাখ ৬০ হাজার টাকা, আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪ কোটি ৩৩ লাখ ৫০ হাজার টাকা, ফাইন ফুডসের ২ কোটি ৭২ লাখ ৩০ হাজার টাকা, ট্রাস্ট ব্যাংকের ২ কোটি ৩ লাখ ৮০ হাজার টাকা এবং মিডল্যান্ড ব্যাংকের ১ কোটি ৯৯ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
মার্কেন্টাইল ব্যাংকের নতুন এমডি মতিউল হাসান
পুঁজিবাজারে ব্যাংকিং খাতের কোম্পানি মার্কেন্টাইল ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মতিউল হাসান। এর আগে তিনি একই ব্যাংকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ও চিফ রিস্ক অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
মতিউল হাসান দেশে-বিদেশে ব্যাংকিং বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ (আইবিবি) থেকে ব্যাংকিং ডিপ্লোমা অর্জন করেছেন। এছাড়া তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স পাকিস্তানের একজন অ্যাসোসিয়েট।
১৯৮৪ সালে মতিউল হাসান আইএফআইসি ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। কর্মজীবনে তিনি আইএফআইসি ব্যাংকের বিভিন্ন শাখা, হেড অফিস এবং লোকাল অফিস মতিঝিল শাখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনে তিনি আইএফআইসি ব্যাংকের পাকিস্তান শাখাগুলোর গুরুত্বপূর্ণ পদে ও নেপাল বাংলাদেশ ব্যাংকে (আইএফআইসির জয়েন্ট ভেঞ্চার) উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে কাজ করেছেন। পরে ২০১৪ সালে মতিউল হাসান মার্কেন্টাইল ব্যাংকে ডিএমডি পদে যোগ দেন।
মতিউল হাসান দেশে-বিদেশে ব্যাংকিং বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ (আইবিবি) থেকে ব্যাংকিং ডিপ্লোমা অর্জন করেছেন। এছাড়া তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স পাকিস্তানের একজন অ্যাসোসিয়েট।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে ব্যাংক খাত
বিদায়ী সপ্তাহে (২৪ নভেম্বর থেকে ২৮ নভেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) খাতভিত্তিক লেনদেনের শীর্ষে রয়েছে ব্যাংক খাত। সপ্তাহজুড়ে ডিএসইতে এই খাতে মোট লেনদেন হয়েছে ১৮ শতাংশ।
ইবিএল সিকিউরিটিজ লিমিটেডের সাপ্তাহিক বাজার পর্যালোচনায় সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচ্য সপ্তাহে ১২ দশমিক ৩০ শতাংশ লেনদেন করে খাতভিত্তিক লেনদেনের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ফার্মা খাতের শেয়ার। আর খাদ্য খাতে ১০ দশমিক ৭০ শতাংশ লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
খাতভিত্তিক লেনদেনর তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে বস্ত্র খাতে ৮ দশমিক ৩০ শতাংশ, প্রকৌশল খাতে ৭ দশমিক ১০ শতাংশ, তথ্য ও প্রযুক্তি খাতে ৭ শতাংশ, বিবিধ খাতের ৫ দশমিক ৬০ শতাংশ, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৫ দশমিক ১০ শতাংশ, সাধারণ বিমা খাতে ৪ দশমিক ৮০ শতাংশ, আর্থিক প্রতিষ্ঠান খাতে ৪ দশমিক ৮০ শতাংশ, জীবন বীমা খাতে ২ দমমিক ৯০ শতাংশ, যোগাযোগ প্রযুক্তি খাতে ২ দশমিক ৪০ শতাংশ, পাট খাতে ২ দশমিক ২০ শতাংশ, মিউচুয়াল ফান্ড খাতে ২ শতাংশ, ভ্রমন খাতে ১ দশমিক ৮০ শতাংশ, সেবা খাতে ১ দশমিক ৫০ শতাংশ, সিমেন্ট খাতে ১ দশমিক ৫০ শতাংশ, পেপার খাতে ০ দশমিক ৮০ শতাংশ, সিরামিক খাতের ৩ শতাংশ এবং ট্যানারি খাতে ০ দশমিক ৫০ শতাংশ লেনদেন হয়েছে।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
লোকসানে ৫ খাতের বিনিয়োগকারীরা
বিদায়ী সপ্তাহে (২৪ নভেম্বর থেকে ২৮ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ৫ খাতে। এর ফলে এই ৫ খাতের বিনিয়োগকারীরা লোকসানে রয়েছে। আলোচ্য সময়ে ১৫ খাতে দর বৃদ্ধি পেয়েছে।
ইবিএল সিকিউরিটিজ সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে জীবন বীমা খাতে ও খাদ্য খাতে। বিদায়ী সপ্তাহে এই দুই খাতে ০ দশমিক ৯০ শতাংশ করে দর কমেছে। ০ দশমিক ৫০ শতাংশ করে দর কমায় তালিকার তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে সাধারণ বীমা খাত ও পাট খাত। একই সময়ে ০ দশমিক ১০ শতাংশ দর কমে তালিকার উঠে এসেছে সিমেন্ট খাত।
এছাড়া, মুনাফায় থাকা ১৫ খাতের মধ্যে- তথ্য প্রযুক্তি এবং সেবা ও আবাসন খাতে ৩ দশমিক ৮০ শতাংশ, সিরামিক খাতে ৩ দশমিক ৪০ শতাংশ, ভ্রমণ ও অবকাশ খাতে ২ দশমিক ৯০ শতাংশ, বিবিধ খাতে ২ দশমিক ৪০ শতাংশ, মিউচুয়াল ফান্ড খাতে ১ দশমিক ৯০ শতাংশ, বিদ্যুৎ-জ্বালানি খাতে কাগজ ও প্রকাশনা খাতে ১ দশমিক ৮০ শতাংশ, প্রকৌশল খাত ও আর্থিক খাত এবং ওষুধ ও রসায়ন খাতে সমান ১ দশমিক ২০ শতাংশ, বস্ত্র খাতে ১ দশমিক ১০ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ০ দশমিক ৭০ শতাংশ, ট্যানারি খাতে ০ দশমিক ৬০ শতাংশ, ব্যাংক খাতে ০ দশমিক ১০ শতাংশ দর বেড়েছে।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
পুঁজিবাজারে থেকে ৫০০ কোটি টাকার তুলবে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক
পুঁজিবাজারে তালিকাভুক্ত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ফুল্লি রিডেম্বল নন-কনভাটেবল বন্ড ইস্যু করবে। এই বন্ডের নাম ‘এফএসআইবি চতুর্থ সাবঅর্ডিনেটেড বন্ড’। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বন্ড ইস্যু করার মাধ্যমে ব্যাংকটি পুঁজিবাজার থেকে ৫০০ কোটি টাকা সংগ্রহ করবে। টিয়ার-টু মূলধনভিত্তি শক্তিশালী করতে এই অর্থ ব্যবহার করবে ব্যাংকটি।
সাত বছর মেয়াদী এই বন্ড প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। প্রতিটি বন্ডের মূল্য ১০ লাখ টাকা।
বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যুর সিদ্ধান্ত কার্যকর হবে।
এসএম