পুঁজিবাজার
লেনদেন বাড়লেও শেষ কার্যদিবসে কমেছে সূচক
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের মিশ্র প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। তাতে প্রধান সূচক কমেছে ৫ পয়েন্ট। আগের কার্যদিবসে প্রধান সূচক ৫৪ পয়েন্ট বেড়েছিলো।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৫ দশমিক ৩৪ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ১৯২ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ দশমিক ৩১ পয়েন্ট বেড়ে ১১৬৬ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১ দশমিক ১৯ পয়েন্ট কমে ১৯১৬ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৪৭৩ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৪৫১ কোটি ১৬ লাখ টাকা।
বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৯০টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১২৫টি কোম্পানির, বিপরীতে ১৯৬ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।
এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
ব্লকে ২০ কোটি টাকার লেনদেন
সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ২৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ২০ কোটি ৬৮ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ব্লকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজের। এদিন কোম্পানিটির ৪ কোটি ৬৩ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৩ কোটি ৮৩ লাখ ১৫ হাজার আর তৃতীয় স্থানে থাকা বিচ হ্যাচারির ২ কোটি ৫১ লাখ ৩০ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লকে লেনদেন করা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- আল-আরাফা ইসলামী ব্যাংকের ২ কোটি ১৬ লাখ ২৫ হাজার টাকা এবং ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ২ কোটি ৩ লাখ ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
মুন্নু এগ্রোর বোনাস লভ্যাংশে বিএসইসির অসম্মতি
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেডের গত ৩০ জুন,২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরে ঘোষণাকৃত বোনাস লভ্যাংশে সম্মতি দেয়নি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটি আলোচিত সময়ে মোট ২৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছিল আগামী ১ ডিসেম্বর। তবে বিএসইসি বোনাস লভ্যাংশে সম্মতি না দেওয়ায় এই রেকর্ড তারিখ প্রযোজ্য হবে না।
এদিকে কোম্পানি জানিয়েছে, বিএসইসির অনুমোদন পেলে বোনাস লভ্যাংশের জন্য তারা নতুন রেকর্ড তারিখ ঘোষণা করবে।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
জেড ক্যাটাগরিতে ম্যাকসন স্পিনিং
পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল ম্যাকসন স্পিনিং মিলস পিএলসির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটিকে ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তরিত করা হয়েছে।
ঢাকা স্টক এক্সচঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বিএসইসির শর্ত অনুযায়ী টানা দুই বছর লভ্যাংশ ঘোষণা করতে ব্যর্থ হওয়ায় কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়। আগামী রবিবার (০১ ডিসেম্বর) থেকে কোম্পানিটি ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন করবে।
এদিকে ক্যাটাগরি পরিবর্তনের কারণে কোম্পানিটিকে ঋণ সুবিধা দিতে ব্রোকার হাউজ এবং মার্চেন্ট ব্যাংককে নিষেধ করেছে ডিএসই। যা ০১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।
উল্লেখ্য, গত ২০ মে বিএসইসির জেড শ্রেণি নিয়ে জারি করা নির্দেশনায় বলা হয়- পরপর দুই বছর বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ না দিলে, আইন অনুযায়ী নিয়মিত এজিএম না করলে, সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়া ছয় মাসের বেশি উৎপাদন বা কার্যক্রম বন্ধ থাকলে, পুঞ্জীভূত লোকসান পরিশোধিত মূলধনের বেশি হলে, নির্ধারিত সময়ের মধ্যে ঘোষিত লভ্যাংশের ন্যূনতম ৮০ শতাংশ বিতরণ না করলে কোনো কোম্পানিকে ‘জেড’ শ্রেণিভুক্ত করা যাবে।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
রহিমা ফুডের এজিএমের নতুন তারিখ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রহিমা ফুড কর্পোরেশন লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করা হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ ডিসেম্বরের পরিবর্তে আগামী ২৩ ডিসেম্বর সকাল সাড়ে ১১ টায় হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, কোম্পানিটির এজিএম মায়ামি ডাইন ইন বালুকান্দি, গজারিয়া, মুন্সীগঞ্জে অনুষ্ঠিত হবে।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
ম্যাকসন্স স্পিনিংয়ের সর্বোচ্চ দরপতন
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯০টি কোম্পানির মধ্যে ১৯৬ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন লভ্যাংশ না দেওয়ার ঘোষণায় দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ম্যাকসন্স স্পিনিংয়ের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৫০ পয়সা বা ৬ দশমিক ৩২ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা জিল বাংলার শেয়ারদর আগের দিনের তুলনায় ৫ দশমিক ১০ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৪ দশমিক ৭৩ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে আমান কটন।
বৃহস্পতিবার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- আটলাস বিডি, জুট স্পিনার্স, আইসিবি থার্ড এনআরবি ব্যাংক ফান্ড, নিউ লাইন ক্লথিং, ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট ফান্ড, মেঘনা ইন্স্যুরেন্স এবং জিএসপি ফাইন্যান্স।
এমআই