কর্পোরেট সংবাদ
ইসলামী ব্যাংক কোম্পানি আইনের খসড়া বিষয়ে আইবিসিএফের সভা

ইসলামী ব্যাংকসমূহের শীর্ষ সংগঠন ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের (আইবিসিএফ) উদ্যোগে ‘ইসলামী ব্যাংক কোম্পানি আইন-২০২৪ খসড়া’র ওপর ‘ইন্ডাস্ট্রি লিডারস ডায়ালগ’ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) সভা কক্ষে এটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আইবিসিএফ ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান।
বিআইবিএম’র মহাপরিচালক ড. মো. আখতারুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইবিসিএফের ভাইস চেয়ারম্যান ও গ্লোবাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন, আইবিসিএফের উপদেষ্টা ও ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান মু. ফরীদ উদ্দীন আহমেদ, আইবিসিএফের উপদেষ্টা এ কে এম নূরুল ফজল বুলবুল, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. আজিজুর রহমান, যমুনা ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান মোঃ আব্দুর রহমান সরকার, গ্লোবাল ইসলামী ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান মো. মাহামুদ হোসেন, এফসিএ, ও এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান নুরুল ইসলাম খলিফা, ইসলামী ব্যাংক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী, পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী, ইউনিয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) শফিউদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক এক্সিকিউটিভ ডাইরেক্টর মো. আবদুল আউয়াল সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. হাসিনা শেখ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের প্রধান প্রফেসর ড. ওমর ফারুক।
খসড়া আইনের উপর ২৫টি বিষয়ে সুপারিশমালা তুলে ধরেন মালেয়শিয়া ইনসিয়েফ ইউনির্ভাসিটির রিসার্চ ফেলো মেজবাহ উদ্দিন আহমেদ, বিআইবিএমের সহযোগী অধ্যাপক ড. মো. মহব্বত হোসাইন এবং ইসলামী ব্যাংক বাংলাদেশের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হাবিবুর রহমান। ইস্টার্ন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট একেএম মিজানুর রহমান, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের শরীয়াহ সুপারভাইজরি কমিটির সেক্রেটারী মো. আবদুর রহিম খান এবং স্ট্যান্ডার্ড ব্যাংকের শরীয়াহ সেক্রেটারিয়েট প্রধান কে এম রহমতুল্লাহ, ইসলামী ব্যাংকিংখাত সংশ্লিষ্ট শীর্ষ প্রতিষ্ঠানসমূহ থেকে প্রতিনিধিসহ, অর্থনীতিবিদ, শিক্ষাবিদ, গবেষক ও শরীআহ বিশেষজ্ঞগণ অনুষ্ঠানে তাঁদের প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত সুপারিশমালা উপস্থাপন করেন। পরবর্তীতে যার ভিত্তিতে আইবিসিএফ পর্যালোচনা সাপেক্ষে একটি চূড়ান্ত সুপারিশমালা বাংলাদেশ ব্যাংকে প্রেরণ করবে।
মোহাম্মদ আবদুল মান্নান সভাপতির ভাষণে বলেন, ইসলামী ব্যাংকিং বাংলাদেশের সীমা পেরিয়ে বিশ্ব পরিমন্ডলে রোল মডেলে পরিণত হয়েছিল। প্রতিষ্ঠার চার দশক পার হলেও ‘ইসলামী ব্যাংক কোম্পানি অ্যাক্ট ২০২৪’ এর প্রণয়নের উদ্যোগের জন্য বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্টদের প্রতি আইবিসিএফ এর পক্ষ থেকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এই সংলাপের মাধ্যমে প্রকৃত স্টেকহোল্ডারদের মতামত ও পরামর্শ ওঠে এসেছে। ইসলামী ব্যাংকিংয়ের বৈশ্বিক মানদন্ড বজায় রেখে শরীয়াহর উদ্দেশ্যকে প্রাধান্য দিয়ে একটি পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকিং আইন চূড়ান্তকরণে সংশ্লিষ্ট সকলের সুপারিশমালা বিবেচনার জন্য বাংলাদেশ ব্যাংকের প্রতি আহবান জানান তিনি।
অন্যান্য বক্তাগণ বলেন সফল ইসলামী ব্যাংকিং যাত্রায় পূর্ণাঙ্গ আইনের অনুপস্থিতির কারণে এই খাতে নিকট অতীতে দুর্বৃত্তায়ন ঘটেছে। আইবিসিএফসহ দেশে ইসলামী ব্যাংকিং নিয়ে কাজ করা কয়েকটি সংস্থা ও বোর্ড নিয়ন্ত্রক সংস্থার বাহিরে থেকেও এই খাতে নীতি সহায়তা প্রদান করেছে। তাই সকলের সমন্বিত সুপারিশমালাগুলো বিবেচনা করা হলে ইসলামী ব্যাংকিংয়ের গতিপথ আরো সুগম হবে বলে জানান আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কর্পোরেট সংবাদ
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি ফেনী শাখার উদ্যোগে শাহীন একাডেমি স্কুল এন্ড কলেজে ‘স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে সভাপত্বিত করেন শাহীন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ মনোয়ার হোসাইন চৌধুরী।
অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবু রেজা মো. ইয়াহিয়া প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন ব্যাংকের ইনভেস্টমেন্ট মনিটরিং এন্ড রিকোভারি ডিভিশনের প্রধান মিজানুর রহমান, জেনারেল সার্ভিসেস ডিভিশনের প্রধান মো. আবদুস সালাম, পাবলিক এ্যাফেয়ার্স এন্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান নাজিম আনওয়ার, কুমিল্লা অঞ্চলের প্রধান শামছুল করিম মজুমদার, শাহীন একাডেমি স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল এম. একরামুল হক ভুঁইয়া, ভাইস প্রিন্সিপাল জসিম উদ্দীন মোল্লা, ইসলামিক সোসাইটি ফেনীর ভাইস-প্রেসিডেন্ট এ.কে.এম শামসউদ্দিন ও সেক্রেটারী মো. ইলিয়াস ও ব্যাংকের ফেনী শাখার ব্যবস্থাপক মোহাম্মদ শফিউল্লাহ ভুঁইয়া।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও ব্যাংকের অন্যান্য কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
হজ এজেন্সি মালিকদের সঙ্গে ইসলামী ব্যাংকের মতবিনিময়

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি হজ ব্যবস্থাপনায় বিশেষায়িত আর্থিক সেবাসমূহ নিয়ে হজ এজেন্সি মালিকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে।
গত ৫ ফেব্রুয়ারি ঢাকার একটি হোটেলে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে ইসলামী ব্যাংক, ভিসা ও খ্যাতনামা হজ এজেন্সির প্রতিনিধিসহ উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খান। এতে সভাপতিত্ব করেন ভিসা কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. আলতাফ হুসাইন, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ড. এম কামাল উদ্দীন জসীম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মোশাররফ হোসেন, দি ইসলামীয়া ট্রাভেলস এন্ড ট্যুরসের স্বত্বাধিকারী মো. শাহাদাত হোসেন এবং ইউরো এয়ার ইন্টারন্যাশনালের অংশীদার মো. মাহমুদুর রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মজনুজ্জামান।
সভায় হজ এজেন্সিগুলোর আর্থিক লেনদেন সহজতর করার জন্য ইসলামী ব্যাংকের ভিসা-ব্র্যান্ডেড হজ এজেন্ট কার্ড সেবার ওপর আলোকপাত করা হয়। এই উদ্ভাবনী ব্যাংকিং সেবা হজ এজেন্সিদেরকে হজ প্যাকেজ, অর্থপ্রদান এবং হাজীদের সেবার সঙ্গে সম্পর্কিত তহবিল দক্ষতার সঙ্গে পরিচালনা করতে সহায়তা করে। হজ এজেন্ট কার্ডের মাধ্যমে এজেন্টরা সৌদি আরবে যেকোনো ভিসা-ব্র্যান্ডেড এটিএম বা পয়েন্ট-অব-সেল (পিওএস) টার্মিনাল থেকে সহজে অর্থ উত্তোলন ও কেনাকাটা করতে পারবেন।
ভিসার বাংলাদেশ, নেপাল এবং ভুটানের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ বলেন, আমরা বিশ্বাস করি ভিসা অর্থ প্রদানের এবং পরিশোধের জন্য সর্বোত্তম উপায় নিশ্চিত করে। ইসলামী ব্যাংকের সাথে শরিয়া-সম্মত ক্রেডিট কার্ড চালু করার লক্ষ্য হলো, তিজারাহ কার্ডের মাধ্যমে প্রতিবার অর্থ পরিশোধের সময় মুকাফা (রিওয়াড পয়েন্টস) অর্জন সহ হজযাত্রীদের এবং হজ এজেন্সির প্রতিনিধিদের অনন্য চাহিদা পূরণে সক্ষম হবে, যা সাদাকাহ হিসেবে দান করা যেতে পারে। পবিত্র হজে ভিসা নিরাপদে অর্থ প্রদানের মাধ্যমে হজযাত্রীদের সেবা করতে পেরে এবং এ বছর তাদেরকে সুসংহত হজ অভিজ্ঞতা প্রদান করতে পেরে আমরা সম্মানিত বোধ করছি।
অনুষ্ঠানে হজ এজেন্সিগুলোর ক্রমবর্ধমান চাহিদা পূরণে নিরবচ্ছিন্ন আর্থিক সমাধানের প্রতি গুরুত্ব এবং হাজীদের সামগ্রিক সেবাকে আরো উন্নত করার বিষয়ে জোর দেওয়া হয়। এছাড়া অনুষ্ঠানে ইসলামী ব্যাংক হজ-সংক্রান্ত আর্থিক সেবার জন্য একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে তার অবস্থানকে আরও শক্তিশালী করার জন্য নতুন নতুন উদ্ভাবনী ও শরীআহ-সম্মত ব্যাংকিং সেবা প্রদান করতে প্রত্যয় ব্যক্ত করা হয়।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
সাউথইস্ট ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের দিনব্যাপী কর্মশালা

সাউথইস্ট ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট ‘মিট উইথ দ্যা ট্রেড লিডারস’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা আয়োজন করে। গত ৬ ফেব্রুয়ারি এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
আয়োজিত কর্মশালার মূল উদ্দেশ্য ছিল ব্যাংক কর্মকর্তাদের পেশাগত জ্ঞান বৃদ্ধি করা। সেই সঙ্গে নিয়ন্ত্রক সংস্থার বিধিবিধান মেনে চলা নিশ্চিত করার পাশাপাশি আন্তঃসীমান্ত লেনদেন সংক্রান্ত বিষয়সমূহ, বৈদেশিক অর্থপ্রদানে ব্যাংকের প্রতিশ্রুতি/গ্রহণযোগ্যতা, টার্নঅ্যারাউন্ড টাইম, এক্সপোর্ট ক্রেডিট এজেন্সি এর পরিধি বিস্তার, বৈদেশিক মুদ্রা লেনদেনের ক্ষেত্রে অপারেশনাল উৎকর্ষতা এবং রিটার্নস ও রিপোর্টিংয়ের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা।
কর্মশালায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উন্নতির জন্য সঠিক তথ্য প্রদান বা ইনপুট (যেমনঃ এলসি এর বিস্তারিত তথ্য, পারপাস কোড, কান্ট্রি কোড, এইচএস কোড এবং আইএমপি রিপোর্টিং), আউটস্ট্যান্ডিং এলসির নিয়মিত তদারকি, ওভারডিউ বিল, প্রো-অ্যাকটিভ ব্যাংক রেসপন্স, রেকর্ড সংরক্ষণ এবং রপ্তানি আয় প্রত্যাবাসনের বিষয়ে আলোকপাত করা হয়।
এছাড়াও, আইএমপি মডিউলে সময়মত এবং সঠিকভাবে তথ্য আপলোড, সময়মত পেমেন্টের বিষয়ে নিয়ন্ত্রক সংস্থার বিধিবিধান এবং সময়মত রিপোর্টিংয়ের গুরুত্ব তুলে ধরা হয়।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন কর্মশালার উদ্বোধন করেন। এসময় তিনি অংশগ্রহণকারীদের সময়মত বৈদেশিক পেমেন্ট প্রদান এবং সঠিক রিপোর্টিংয়ের গুরুত্ব উপলব্ধি করার আহ্বান জানান এবং দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে তাদের দায়িত্ব পালনের ওপর জোর দেন।
ইন্টারন্যাশনাল ডিভিশনের প্রধান মো. জাহাঙ্গীর কবির, এফআই, অফশোর ব্যাংকিং এবং সেন্ট্রাল ট্রেড সার্ভিসেস ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক সাইমা বানু কর্মশালায় উপস্থিত ছিলেন।
ব্যাংকের বিভিন্ন শাখা থেকে মোট ৩২ জন কর্মকর্তা এ কর্মশালায় অংশগ্রহণ করেন। এসময় সাউথইস্ট ব্যাংক তার কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
বিকাশের ‘ডিজিটাল ইউনিয়ন’ কার্যক্রম শুরু

বাড়ি বাড়ি গিয়ে গ্রামীন জনপদের মানুষকে সহজ ও নিরাপদ ডিজিটাল লেনেদেনের সঙ্গে পরিচয় করিয়ে দিতে কুমিল্লার দুটি ইউনিয়নে ‘ডিজিটাল ইউনিয়ন’ কার্যক্রম শুরু করেছে বিকাশ।
সারাদেশে বছরব্যাপী কার্যক্রম পরিচালনার লক্ষ্য নিয়ে গতকাল মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) জেলার জগন্নাথপুর ও পাঁচথুবী ইউনিয়নে পরীক্ষামূলকভাবে এই আয়োজনের যাত্রা শুরু হয়। বাউলগান, বর্ণিল র্যালি, উঠান বৈঠক সহ নানা উদ্যোগে এই দুই ইউনিয়নের সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে যাত্রা শুরু হয় ভিন্নধর্মী এই আয়োজনের।
সারাদেশের প্রান্তিক মানুষকে ডিজিটাল আর্থিক লেনদেনে অভ্যস্ত করে তাদের প্রতিদিনকার লেনদেনে আরও সক্ষমতা ও স্বাধীনতা বাড়াতে শুরু থেকেই নানা উদ্যোগ নিয়ে আসছে দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ। এরই ধারাবাহিকতায় ডিজিটাল ফিনান্সিয়াল লিটারেসি আরও বাড়াতে ইউনিয়ন ভিত্তিক এই কার্যক্রম শুরু করেছে প্রতিষ্ঠানটি।
এই কার্যক্রমের আওতায় বাড়িতে বাড়িতে গিয়ে বৈঠক, মাইকিং, ভিডিও শিক্ষা কার্যক্রম, বাউলগান, বিভিন্ন ধরনের খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করে কীভাবে সবচেয়ে সহজে, নিরাপদে ডিজিটাল লেনদেন করা যায় সে বিষয়ে সচেতনতা তৈরি করা হবে।
বিকাশের মাধ্যমে বিল প্রদান, মাইক্রোফিন্যান্সসহ অন্যান্য সব প্রয়োজনীয় সেবা ও নিরাপদে মোবাইল ব্যাংকিং ব্যবহার সম্পর্কে ধারণা দেয়া হবে ডিজিটাল ইউনিয়ন কার্যক্রমে। পরবর্তীতে এই উদ্যোগ দেশের অন্যান্য অঞ্চলেও সম্প্রসারিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট ইউটিলিটি সেবাদাতা প্রতিষ্ঠান এবং বিকাশ এর ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন। তারা স্থানীয় জনগণকে ডিজিটাল লেনদেনে অভ্যস্ত হয়ে তাদের আর্থিক ব্যবস্থাপনাসহ সার্বিক জীবনযাত্রায় আরও স্বাচ্ছন্দ্য, ভবিষ্যৎ নিরাপত্তা ও সফলতা নিশ্চিত করার আহ্বান জানান।
উল্লেখ্য, বিকাশের পে বিল সেবা গ্রাম ও প্রান্তিক মানুষের বিদ্যুৎ বিল প্রদান সহজ করে দিয়েছে। তারা এখন যেকোনো সময় যেকোনো স্থান থেকে শুধু নিজের বিলই নয়, পরিবার-পরিজনের বিলও পরিশোধ করতে পারছেন নিজেদের বিকাশ অ্যাকাউন্ট থেকেই। একইভাবে, গ্রাহকরা এখন বিকাশ অ্যাপের ‘মাইক্রোফাইন্যান্স’ পেমেন্ট অপশন থেকে বিভিন্ন এনজিও’র সঞ্চয় ও ঋণের কিস্তিও পরিশোধ করতে পারছেন।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
ইসলামী ব্যাংকের কুমিল্লা জোনের এজেন্ট ব্যাংকিং সম্মেলন

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির কুমিল্লা জোনের এজেন্ট ব্যাংকিং ব্যবসায় উন্নয়ন সম্মেলন এবং মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি, কুমিল্লায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ডেভেলপমেন্ট উইংপ্রধান এ কে এম মাহবুব মোরশেদ।
অনুষ্ঠানে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ সাঈদ উল্লাহ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এতে বিভিন্ন সেশনে বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও এজেন্ট ব্যাংকিং ডিভিশনপ্রধান আবুল লাইছ মোহাম্মদ খালেদ এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কুমিল্লা জোনপ্রধান মো. মনিরুল ইসলাম ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শোয়াইব আহমেদ।
সম্মেলনে জোনের অধীন শাখাপ্রধান ও এজেন্ট ব্যাংকিং আউটলেটের স্বত্বাধিকারীগণ অংশগ্রহণ করেন।
এসএম