পুঁজিবাজার
লভ্যাংশ সংক্রান্ত তথ্য জানালো ন্যাশনাল ফিড
গত ৩০ জুন,২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত তথ্য জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ন্যাশনাল ফিড মিলস লিমিটেড। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না।
মঙ্গলবার (২৫ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ৭১ পয়সা লোকসান হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ০২ পয়সা আয় হয়েছিল।
সমাপ্ত হিসাববছর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য ছিলো ১১ টাকা ০৭ পয়সা।
কোম্পানিটির এজিএম এবং রেকর্ড তারিখ পরবর্তীতে জানানো হবে।
এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
ন্যাশনাল ফিডের সর্বোচ্চ দরপতন
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৮টি কোম্পানির মধ্যে ২০০ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন লভ্যাংশ না দেওয়ার ঘোষণায় দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল ফিড মিল লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, মঙ্গলবার (২৬ নভেম্বর) ন্যাশনাল ফিডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৬০ পয়সা বা ৯ দশমিক ২০ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারদর আগের দিনের তুলনায় ৫ দশমিক ০২ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৪ দশমিক ৭৬ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ফিনিক্স ফাইন্যান্স।
মঙ্গলবার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- এসোসিয়েট অক্সিজেন, প্রাইম ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স, প্রাইম লাইফ, ন্যাশনাল টি, নিটল ইন্স্যুরেন্স এবং এশিয়া ইন্স্যুরেন্স।
এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
দরবৃদ্ধির শীর্ষে স্টাইলক্রাফট
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৮ কোম্পানির মধ্যে ১১৯টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে স্টাইলক্রাফট লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, মঙ্গলবার (২৬ নভেম্বর) স্টাইলক্রাফটের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৪ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৮৯ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ইনফরমেশন সার্ভিসেসের শেয়ারদর আগের দিনের তুলনায় ৯ দশমিক ০৪ শতাংশ বেড়েছে। আর ৭ দশমিক ৭৯ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে মিডল্যান্ড ব্যাংক।
মঙ্গলবার দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- লিগ্যাসি ফুটওয়্যার, এনআরবি ব্যাংক, জাহিন স্পিনিং, কে অ্যান্ড কিউ, শাইনপুকুর সিরামিকস, সোনারগাঁও টেক্সটাইল এবং বেক্সিমকো লিমিটেড।
এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
লেনদেনের শীর্ষে এনআরবি ব্যাংক
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে এনআরবি ব্যাংক পিএলসি।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, মঙ্গলবার (২৬ নভেম্বর) এনআরবি ব্যাংকের ২০ কোটি ২০ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা মিডল্যান্ড ব্যাংকের আজ ১৭ কোটি ১১ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১২ কোটি ৩৭ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে অগ্নি সিস্টেমস।
মঙ্গলবার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- বাংলাদেশ শিপিং করপোরেশন, লাভেলো আইসক্রিম, ইস্টার্ন ব্যাংক, সোনালী আঁশ, আলিফ ইন্ডাস্ট্রিজ, ফাইন ফুডস, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
ডিএসইতে ৩৫৯ কোটি টাকার শেয়ার লেনদেন
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। তাতে প্রধান সূচক বেড়েছে ০৭ পয়েন্ট। আগের কার্যদিবসেও প্রধান সূচক ১০ পয়েন্ট কমেছিল। তবে এদিন শুরুতে বেশ আশা জাগালেও শেষে মূল্যসূচকের পতনেই লেনদেন শেষ হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (২৬ নভেম্বর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৭ দশমিক ০০৪ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ১৪৩ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১ দশমিক ০২ পয়েন্ট বেড়ে ১১৪৮ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২ দশমিক ৪৪ পয়েন্ট কমে ১৮৯৪ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৩৫৯ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৩১৯ কোটি ৮১ লাখ টাকা।
মঙ্গলবার ডিএসইতে মোট ৩৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১১৯টি কোম্পানির, বিপরীতে ২০০ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৭৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।
এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
এশিয়াটিক ল্যাবরেটরিজের পর্ষদ সভার তারিখ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ৩০ নভেম্বর বিকাল ৫টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় ৩০ সেপ্টেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
এমআই