কর্পোরেট সংবাদ
প্রয়োজনের সময় মানবতার পাশে বিকাশ

একদিন মাঝ রাতে হঠাৎ শোরগোলে ঘুম ভেঙ্গে গেল সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের আলেয়ার। উঠেই দেখলেন বাসার মেঝে অবধি পানি চলে এসেছে। স্বামী মাঝ হাওড়ে, সন্তানরাও ছোট ছোট। কি করবেন বুঝে উঠতে পারছেন না! এমন সময় এক আত্মীয়ের সহায়তায় সন্তানদের নিয়ে বেরিয়ে পড়লেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। তখন আশ্রয় মিললেও বন্যা শেষে হারিয়েছেন ভিটেমাটি আর পোষা গরু-ছাগলগুলো।
আলেয়ার মতো লাখ লাখ মানুষ প্রতিবছর বন্যা, ঘূর্ণিঝড়, পাহাড় ধস, নদীভাঙ্গনের মতো প্রাকৃতিক দুর্যোগের শিকার হচ্ছেন। জাতিসংঘের মানবিক–বিষয়ক সমন্বয় অফিস (ওসিএইচএ)-এর প্রতিবেদন অনুযায়ী দেশে গত মে থেকে আগস্ট পর্যন্ত চার মাসে প্রাকৃতিক দুর্যোগে ১ কোটি ৮৩ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বছরের প্রথম বড় প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় রিমাল।
গত ২৬ মে এটি উপকূলে আঘাত আনে, ক্ষতিগ্রস্ত হয় ৪৬ লাখ মানুষ। দ্বিতীয় ও সবচেয়ে ভয়াবহ দুর্যোগ এবছরের বন্যা। বিগত ৩৪ বছরে বাংলাদেশের পূর্বাঞ্চলে এটি সবচেয়ে ভয়ংকর বন্যা। এবারের বন্যায় দেশের দক্ষিণ–পূর্বাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের ৫৯ লাখ মানুষ আক্রান্ত হয়েছে। এভাবেই বাংলাদেশের মানুষের জীবনে প্রাকৃতিক দুর্যোগ যেন একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। মোটামুটি প্রতিবছরই নানা দুর্যোগ বহু মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত করে, ধ্বংস করে অবকাঠামো। কিন্তু এই দুর্যোগের মুখেও দেশের মানুষ সাহস, সংগ্রাম এবং অভিযোজনের পরিচয় দিয়ে যাচ্ছেন।
দুর্যোগ মুহূর্তে সরকারি-বেসরকারি সংস্থা, স্বেচ্ছাসেবী সংগঠন এবং স্থানীয় জনগণ ঐক্যবদ্ধ হয়ে প্রস্তুতি নেয়। আশ্রয়কেন্দ্র গড়ে তোলা, ত্রাণ সামগ্রী মজুত করা, উদ্ধারকারী দল গঠন করা সহ বিভিন্ন প্রস্তুতির কারণে ক্ষয়ক্ষতি অনেকটাই কমিয়ে আনা যায়। আবার দুর্যোগের পরেও ত্রাণ বিতরণ, অবকাঠামো পুনর্নির্মাণ, স্বাস্থ্যসেবা প্রদানের ক্ষেত্রেও সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে।
তবে এসব উদ্যোগের জন্য প্রয়োজন হয় তাৎক্ষণিক অর্থের জোগান, যা দুর্যোগের সময় অন্যতম বড় একটি চ্যালেঞ্জ। দুর্যোগ কবলিত এলাকায় ব্যাংকিং ও যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়ে পড়ায়, আর্থিক সহায়তা পৌঁছানো কঠিন হয়ে যায়। এসময় দেশের যেকোনো প্রান্তে, দ্রুত ও সবচেয়ে সহজে আর্থিক লেনদেন করার সুবিধা প্রদানের মাধ্যমে বিকাশ-এর মতো ডিজিটাল আর্থিক সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ডিজিটাল আর্থিক লেনদেনের সুবিধার কারণে এখন মানুষ তার হাতে থাকা মোবাইলের মাধ্যমেই তাৎক্ষণিক টাকা পাঠিয়ে দিতে পারছেন। আর সেই টাকা নিকটস্থ এজেন্টের কাছ থেকে তুলে প্রয়োজনীয় সরঞ্জামাদির ব্যবস্থা করতে পারছেন দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষেরা।
অনেকেই দেশের শীর্ষ দাতব্য ও স্বেচ্ছাসেবী সংগঠনে অর্থ সহায়তা পাঠানোর মাধ্যমে দুর্যোগ কবলিত মানুষের সাহায্যে এগিয়ে আসতে চান। তাদের জন্যও সুযোগ করে দিয়েছে বিকাশ। বিকাশ অ্যাপ থেকে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল, বাংলাদেশ সেনাবাহিনীর ত্রাণ তহবিল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সশস্ত্র বাহিনী বিভাগ ত্রাণ তহবিল, ব্র্যাক, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বাংলাদেশ নৌবাহিনী (বিএনএফডব্লিউএ ডোনেশন ফান্ড), বাংলাদেশ বিমান বাহিনী কল্যাণ ট্রাস্ট, আস-সুন্নাহ ফাউন্ডেশন, অভিযাত্রিক ফাউন্ডেশন, আনঞ্জুমান মুফিদুল ইসলাম, মাস্তুল ফাউন্ডেশন, প্রথম আলো ট্রাস্ট সহ বিভিন্ন দাতব্য ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানে অনুদান দিতে পেরেছে সর্বস্তরের মানুষ। এবছর শুধু বন্যার সময় ১৫ লক্ষ বিকাশ গ্রাহক এক বা একাধিকবার অনুদান পাঠিয়েছেন এসব প্রতিষ্ঠানে। শুধু দেশের মানুষই নয়, অনেক প্রবাসীরাও এই সুবিধা ব্যবহার করে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন।
দুর্যোগের সময় যখন মানুষের জীবন ও জীবিকা বিপন্ন হয়ে পড়ে, তখন তাদের সাহায্যের জন্য দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি। সঠিক তথ্যের অভাবে অনেক সময় সাহায্য যথাযথভাবে পৌঁছে দেওয়া সম্ভব হয় না। তাই ক্ষতিগ্রস্ত এলাকায় সাহায্য পৌঁছে দেওয়া এবং সাহায্যকারীদের সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে নিয়মিত তথ্য প্রদান ও সচেতনতা তৈরিতে বিভিন্ন সামাজিক ও গণমাধ্যমে প্রচারণা চালায় বিকাশ। শুধু তাই নয়, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে বিকাশ নিজেও প্রাতিষ্ঠানিকভাবে দুর্যোগ কবলিত মানুষের পাশে থেকেছে। রিমাল-এ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে ৫০ লক্ষ টাকা অনুদান দিয়েছে বিকাশ যা বেশি ক্ষতিগ্রস্ত ২,৫০০ পরিবারের অন্তত দু’সপ্তাহের খাবারের জোগান দিয়েছে। ক্ষতিগ্রস্তরা অনুদানের এই অর্থ সরাসরি তাদের বিকাশ অ্যাকাউন্টে গ্রহণ করেছেন। নিকটস্থ বিকাশ এজেন্ট পয়েন্ট থেকে কোনো চার্জ ছাড়াই অনুদানের এই অর্থ ক্যাশ আউট করেছেন তারা।
এবারের বন্যায় দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে বিকাশ-এর সব কর্মী তাদের এক দিনের বেতন অনুদান দিয়েছেন। এছাড়া, বন্যার্তদের সহায়তায় গঠিত প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে ৫০ লক্ষ টাকা, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে ১৫ লক্ষ টাকা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়ে চিকিৎসাধীন শিক্ষার্থীদের জরুরি ও উন্নত চিকিৎসাসেবায় অংশ নিতে সেনাবাহিনীর উদ্যোগে ২০ লক্ষ টাকা অনুদানও দিয়েছে প্রতিষ্ঠানটি। কেবল দুর্যোগ-দুর্বিপাকে মানুষের পাশে দাঁড়ানোর অন্যতম আর্থিক সেবার মাধ্যম হিসেবেই নয়, সময়ের প্রয়োজনে দেশের জন্য প্রতিটি পরিবারের সদস্য হিসেবে বিকাশ নিজেও প্রাতিষ্ঠানিকভাবে মানবতার পাশে থাকার চেষ্টা করে আসছে।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কর্পোরেট সংবাদ
ইসলামী ব্যাংকের পর্ষদ সভা

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের এক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ইসলামী ব্যাংক টাওয়ারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ।
সভায় এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান, অডিট কমিটির চেয়ারম্যান মো. আবদুস সালাম, এফসিএ, এফসিএস, স্বতন্ত্র পরিচালক মো. আবদুল জলিল, ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা, অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খান, মো. আলতাফ হুসাইন ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার এবং কোম্পনি সেক্রেটারি মোহাম্মদ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
সাউথইস্ট ব্যাংকের ৭৫৪ তম পর্ষদ সভা

সাউথইস্ট ব্যাংক পিএলসির ৭৫৪ তম পর্ষদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) ব্যাংকের চেয়ারম্যান এম. এ. কাশেম সভায় সভাপতিত্ব করেন।
সভায় ব্যাংকের ভাইস চেয়ারপারসন রেহানা রহমান, ব্যাংকের পরিচালকবৃন্দ- আজিম উদ্দিন আহমেদ, জোসনা আরা কাশেম, দুলুমা আহমেদ, মো. আকিকুর রহমান, নাসির উদ্দিন আহমেদ, মো. রফিকুল ইসলাম (এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেডের প্রতিনিধি), মো. নূরুল ইসলাম (সিঙ্গেল ক্লিক আইটি সলিউশন প্রাইভেট লিমিটেডের প্রতিনিধি), স্বতন্ত্র পরিচালক- মোহাম্মদ দেলোয়ার হোসেন, স্বতন্ত্র পরিচালক ব্যারিস্টার এম. মইন আলম ফিরোজী, স্বতন্ত্র পরিচালক ড. মো. মুজিবুর রহমান (পিএইচডি), ব্যবস্থাপনা পরিচালক- নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন এবং কোম্পানি সচিব- মামুনুর রশিদ অংশগ্রহণ করেন।
উক্ত সভায় ড. মো. মুজিবুর রহমান (পিএইচডি) স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগদান করায় পরিচালনা পর্ষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানানো হয়। পরিচালনা পর্ষদ আশা প্রকাশ করে যে, তাঁর সুদীর্ঘ অভিজ্ঞতা, প্রজ্ঞা ও মূল্যবান দিকনির্দেশনা ব্যাংকের নীতিগত কার্যক্রমকে আরও সুসংহত করবে এবং ব্যাংকের সামগ্রিক উন্নয়ন ও অগ্রগতিকে বেগবান করবে।
সভায় ব্যাংকের ২০২৪ সনের পারফরম্যান্স পর্যালোচনা করা হয় এবং সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ ব্যাংকের কৌশলগত ব্যবসায়িক উদ্যোগ ও ২০২৫ সনের পরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা করেন।
অংশগ্রহণকারী সদস্যরা ব্যাংকের সাফল্য এবং অগ্রগতি সম্পর্কে একাত্বতা পুনর্ব্যক্ত করেন এবং সাউথইস্ট ব্যাংককে নতুন উচ্চতায় উন্নীত করার লক্ষ্যে নিজেদের প্রতিশ্রুতিবদ্ধ থাকার কথা ঘোষণা করেন। সভায় ঋণ পুনরুদ্ধার, নন-ফান্ডেড ব্যবসা, রিটেইল সেবা ও ক্রেডিট কার্ড পোর্টফোলিও সম্প্রসারণসহ প্রযুক্তি-ভিত্তিক লেনদেন সুবিধাসমূহ যেমন, ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং এজেন্ট ব্যাংকিং সেবাসমূহ শক্তিশালী করার জন্য কৌশলগত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
দেশের অন্যতম শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান হিসেবে সাউথইস্ট ব্যাংক ৩০ বছরের সগৌরব পদচারণায় যে স্থিতিশীল প্রবৃদ্ধি অর্জন করেছে তা ব্যাংকের প্রতি গ্রাহকদের দৃঢ় আস্থার প্রমাণ।
পরিচালন মুনাফা, আমানত, তারল্য সূচক, মূলধন পর্যাপ্ততা এবং বৈদেশিক বাণিজ্যে অর্জিত এই সাফল্য আগামী বছরগুলোতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করা হচ্ছে। সাউথইস্ট ব্যাংক একটি নিরাপদ এবং বিশ্বাসযোগ্য ব্যাংকিং ব্যবস্থা প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
ইউসিবির দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ পেলো নওগাঁর ৩৫০ কৃষি-উদ্যোক্তা

কীভাবে একজন সফল উদ্যোক্তা হওয়া যায়, সেই বিষয়ে কোনো ব্যাংক যে কৃষকদের ডেকে এনে প্রশিক্ষণ দেয়, তা আমি জীবনে প্রথম দেখলাম। এই প্রশিক্ষণ আমাদের জন্য খুবই দরকারি। এর আগে ব্যাংক আমাদের জৈব সার, উন্নত মানের বীজ, কৃষি যন্ত্রপাতি উপহার দিয়েছে, যা আমাদের মতো গরিব কৃষকদের অনেক উপকার করেছে। কথাগুলো বলছিলেন নওগাঁর ধামুরহাট উপজেলার তরুণ কৃষি উদ্যোক্তা সোহেল রানা।
দেশের অন্যতম বেসরকারি ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) উদ্যোগে নওগাঁ জেলায় আয়োজিত কৃষি উদ্যোক্তা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্যে সোহেল রানার মতোই উচ্ছ্বাস দেখা যায়।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) নওগাঁ জেলার ১১টি উপজেলার ৩৫০ জন নির্বাচিত কৃষি উদ্যোক্তাকে নিয়ে স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি উদ্যোক্তা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউসিবির উপব্যবস্থাপনা পরিচালক ও সিএফও ফারুক আহমেদ। বিশেষ অতিথি বিটিভির কৃষিভিত্তিক অনুষ্ঠান ‘মাটি ও মানুষ’র উপস্থাপক ও কৃষিতথ্য বিশ্লেষক রেজাউল করিম সিদ্দিক।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আবুল কালাম আজাদ; জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সাইফুল ইসলাম; জেলা মৎস্য কর্মকর্তা মো. ফেরদৌস আলী; ইউসিবির রাজশাহী বিভাগের আঞ্চলিক প্রধান নূপুর কর্মকার এবং ব্যাংকটির নওগাঁ শাখার ব্যবস্থাপক এস এম মাসুদ রানা।
অনুষ্ঠানে ইউসিবির উপব্যবস্থাপনা পরিচালক ও সিএফও ফারুক আহমেদ বলেন, দেশের সমৃদ্ধ ভবিষ্যতের জন্য আমরা কৃষির টেকসই উন্নয়ন ও কৃষি-উদ্যোক্তাদের সক্ষম করে তুলতে চাই। আমাদের বিশ্বাস, এই কর্মসূচি কৃষি-উদ্যোক্তাদের স্বাবলম্বী হতে সাহায্য করবে।
রেজাউল করিম সিদ্দিক বলেন, আমি আনন্দিত যে, ইউসিবি কৃষকদের জন্য ভরসার নতুন জানালা প্রকল্পের আওতায় ইতোমধ্যে বেশকিছু উদ্যোগ নিয়েছে। এর মধ্যে রয়েছে বিভিন্ন জাতের গাছ লাগানো, কৃষি উদ্যোক্তাদের প্রশিক্ষণ, এআই-নির্ভর, আরো মাছ; ডিভাইসের মতো আধুনিক কৃষি সরঞ্জাম বিতরণ, তামাকের পরিবর্তে ভুট্টা চাষে উৎসাহ প্রদান, বজ্রপাত থেকে রক্ষা পেতে লাইটনিং অ্যারেস্টার ডিভাইস স্থাপন এবং দেশের বিভিন্ন এলাকায় বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ। এই উদ্যোগগুলো দেশের কৃষির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ইউসিবির কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) অংশ হিসেবে ভরসার নতুন জানালা প্রকল্পের আওতায় দেশের ৬৪টি জেলায় এই প্রশিক্ষণ আয়োজন করা হচ্ছে। এই ধারাবাহিক উদ্যোগের মাধ্যমে সম্ভাবনাময় কৃষি-উদ্যোক্তাদের প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা দিয়ে আরও সক্ষম করে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শৈলকুপা উপশাখা উদ্বোধন

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির ঝিনাইদহের লাঙ্গলবাঁধ বাজার শাখার অধীনে শৈলকুপা উপশাখা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) উদ্বোধন করা হয়েছে।
ব্যাংকের খুলনা অঞ্চল প্রধান আহমেদ আশিক রাজী প্রধান অতিথি হিসেবে এ উপশাখা উদ্বোধন করেন।
ব্যাংকের সিনিয়র এ্যাসিট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. মাহফুজুল ইসলাম, লাঙ্গলবাঁধ বাজার শাখার ব্যবস্থাপক মো. আব্দুল করিম, শৈলকুপা উপশাখা ইনচার্জ জাহাঙ্গীর আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এখন থেকে গ্রাহকগণ এই উপশাখা থেকে আমানত, বিনিয়োগ, রেমিট্যান্স সেবাসহ সব ধরণের ইসলামী ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারবেন।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
সোশ্যাল ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ

সোশ্যাল ইসলামী ব্যাংকের উত্তরা ও গরিব-ই-নেওয়াজ এভিনিউ শাখার উদ্যোগে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) এ সভা অনুষ্ঠিত হয়।
ব্যাংকের উত্তরা শাখার ব্যবস্থাপক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. নাজমুস সায়াদাত।
উপস্থিত ছিলেন ব্যাংকের স্পেশাল এসেট ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান মুহাম্মদ মিজানুল কবির, লজিস্টিক সাপোর্ট ডিভিশনের প্রধান মোহাম্মদ মোসলে উদ্দিন, হিউম্যান রিসোর্স ডিভিশনের ভিপি এ টি এম সাখাওয়াত হোসেন, গরিব-ই-নেওয়াজ এভিনিউ শাখার ব্যবস্থাপক এ.কে.এম সাজ্জাদ হোসেন এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সমাবেশে তিন শতাধিক গ্রাহক যোগ দেন এবং ব্যাংকের সেবায় তারা সন্তুষ্টি প্রকাশ করেন ও ব্যাংকের সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. নাজমুস সায়াদাত সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রতি আস্থা রাখার জন্য গ্রাহকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। পরিবর্তিত পরিস্থিতিতে গ্রাহকের মাঝে যে আস্থার যে সংকট ছিল তা কেটে গেছে উল্লেখ করে তিনি আরও বলেন, গ্রাহকরা এখন পূর্বের ন্যায় ব্যাংকিং কার্যক্রম করতে পারছেন।