পুঁজিবাজার
তিন আর্থিক প্রতিবেদন একত্রে জানাবে জিএসপি ফাইন্যান্স
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড একদিনেই তিন প্রান্তিকের পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৮ নভেম্বর বিকাল আড়াইটায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিক, জুন ৩০, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিক এবং সেপ্টেম্বর ৩০, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
গ্লোবাল হেভি কেমিক্যালের সর্বোচ্চ দরপতন
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৪টি কোম্পানির মধ্যে ১৬৩ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন লভ্যাংশ না দেওয়ার ঘোষণায় দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, সোমবার (২৫ নভেম্বর) গ্লোবাল হেভি কেমিক্যালের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ২ টাকা ২০ পয়সা বা ১০ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ভ্যানগার্ড মিউচুয়াল ফান্ডের শেয়ারদর আগের দিনের তুলনায় ৮ দশমিক ৬২ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৭ দশমিক ৪৯ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি।
সোমবার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- নিউলাইন ক্লথিং, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, আর্গন ডেনিমস, সাফকো স্পিনিং, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, প্রগ্রতি লাইফ এবং খান ব্রাদার্স।
এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
দরবৃদ্ধির শীর্ষে এমারেল্ড অয়েল
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৪ কোম্পানির মধ্যে ১৪৮টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে এমারেল্ড অয়েল লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, সোমবার (২৫ নভেম্বর) এমারেল্ড অয়েলের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ২ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৮০ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা পাওয়ার গ্রিডের শেয়ারদর আগের দিনের তুলনায় ৯ দশমিক ৪৬ শতাংশ বেড়েছে। আর ৭ দশমিক ২০ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড।
সোমবার দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- এশিয়াটিক ল্যাব, ইন্ট্রাকো, প্রভাতী ইন্স্যুরেন্স, বিডি অটোকারস, কপারটেক, আফতাব অটো এবং সোনালী আঁশ।
এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
লেনদেনের শীর্ষে বাংলাদেশ শিপিং কর্পোরেশন
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন বা বিএসসি।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, সোমবার (২৫ নভেম্বর) বিএসসির ১৪ কোটি ৮৭ লাখ ৭১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা লাভেলোর আজ ১৩ কোটি ১৮ লাখ ৭১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১০ কোটি ০৬ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে বিচ হ্যাচারি।
সোমবার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- আইসিবি, মিডল্যান্ড ব্যাংক, সোনালী আঁশ, অগ্নি সিস্টেমস, ফাইন ফুডস, ফারইস্ট নিটিং এবং ব্রাক ব্যাংক পিএলসি।
এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
আশা জাগিয়েও পতনে পুঁজিবাজার
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তাতে প্রধান সূচক কমেছে ১০ পয়েন্ট। আগের কার্যদিবসেও প্রধান সূচক ৫১ পয়েন্ট কমেছিল। তবে এদিন শুরুতে বেশ আশা জাগালেও শেষে মূল্যসূচকের পতনেই লেনদেন শেষ হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (২৫ নভেম্বর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১০ দশমিক ৩৭ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ১৩৬ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১ দশমিক ৯৪ পয়েন্ট কমে ১১৪৭ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৩ দশমিক ১৬ পয়েন্ট কমে ১৮৯৬ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৩১৯ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৩২০ কোটি ০৫ লাখ টাকা।
সোমবার ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৪৮টি কোম্পানির, বিপরীতে ১৬৩ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৮৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।
এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
অলিম্পিকের ১ কোটি ১০ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত অলিম্পিক ইন্ডাস্ট্রিজের উদ্যোক্তা ও প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক মরহুম মোবারক আলীর ১ কোটির বেশি শেয়ার তার তিন উত্তরাধিকারের মাঝে হস্তান্তর করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির সাবেক এমডির হাতে ১ কোটি ১০ লাখ ৩৭ হাজার ৯৩৯টি শেয়ার তার উত্তরাধিকারীদের মধ্যে স্থানান্তর করা হবে। আদালতের দেওয়া উত্তরাধিকার সার্টিফিকেট অনুসারে নির্দিষ্ট পরিমাণে এ শেয়ার গ্রহণ করবেন তার উত্তরাধিকারীরা।
জানা যায়, উত্তরাধিকারীদের মধ্যে তার দুই কন্যা নাসরিন মেহবুব আলী ২৭ লাখ ৫৯ হাজার ৪৮৪টি শেয়ার, শামশা এন. হাশওয়ানি ২৭ লাখ ৫৯ হাজার ৪৮৪টি শেয়ার এবং তার পুত্র মুনির মোবারক আলী ৫৫ লাখ ১৮ হাজার ৯৭১টি শেয়ার পাবেন।
এমআই