পুঁজিবাজার
দরবৃদ্ধির শীর্ষে ডরিন পাওয়ার

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯২ কোম্পানির মধ্যে ১১০টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, রোববার (২৪ নভেম্বর) ডরিন পাওয়ারের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ২ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৭৫ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ভ্যানগার্ড মিউচুয়াল ফান্ডের শেয়ারদর আগের দিনের তুলনায় ৭ দশমিক ৪০ শতাংশ বেড়েছে। আর ৫ দশমিক ৯১ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড।
রোববার দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- জেনেক্স ইনফোসিস, আলহাজ টেক্সটাইল, আমান কটন, এনআরবি ব্যাংক, জনতা ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স এবং অগ্নি সিস্টেমস।
এমআই

পুঁজিবাজার
সূচক ঊর্ধ্বমুখী, দুই ঘণ্টায় ৩০১ কোটি টাকার লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম দুই ঘন্টায় টাকা অংকে লেনদেন হয়েছে ৩০১ কোটি টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ১২টায় পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ২১ দশমিক ৮২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৬৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ২ দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে এবং ‘ডিএস৩০’ সূচক ১০ পয়েন্ট ০৭ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১৬৪ ও ২০৭৭ পয়েন্টে।
এদিনে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২২১টি, কমেছে ৮৮টি এবং অপরিবর্তিত রয়েছে ৮৬টি কোম্পানির শেয়ারের।
কাফি
পুঁজিবাজার
শেয়ার গ্রহণ করবেন এনসিসি ব্যাংকের পরিচালক

পুঁজিবাজারে তালিকাভুক্ত এনসিসি ব্যাংক পিএলসির এক পরিচালক শেয়ার গ্রহণের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির পরিচালক সৈয়দ আসিফ নিজামুদ্দিন তার মা মনোয়ারা মহসিনের (কোম্পানির একজন সাধারণ শেয়ারহোল্ডার) নামে থাকা ৭ লাখ শেয়ার গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন।
আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমের বাইরে উপহার হিসেবে এই শেয়ার গ্রহণ করবেন তিনি।
কাফি
পুঁজিবাজার
রিপাবলিক ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে আলফা ক্রেডিট রেটিং পিএলসি। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এএ+’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-১’ রেটিং হয়েছে।
কোম্পানিটির গত ৩১ ডিসেম্বর,২০২৪ তারিখ পর্যন্ত নিরীক্ষিত এবং ১০ আগস্ট, ২০২৫ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
কাফি
পুঁজিবাজার
ব্লকে ১২ কোটি টাকার লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ১২ কোটি ৪৩ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফাইন ফুডস লিমিটেডের। এদিন কোম্পানিটির ২ কোটি ৯২ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা পূবালী ব্যাংকের ২ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আরও ২ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে খান ব্রাদাস পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ।
ব্লক মার্কেটে বড় লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৫৬ লাখ ৫০ হাজার এবং সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৪৫ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
পুঁজিবাজার
অস্বাভাবিক শেয়ারদর বৃদ্ধির কারণ জানে না দুলামিয়া কটন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেডের শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর জবাবে কোম্পানিটি জানায়, কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গত ২৩ জুন কোম্পানিটির শেয়ারদর ছিলো ৬৫ টাকা ৩০ পয়সা। আর আজ সোমবার (১১ আগস্ট) বাজার শেষে শেয়ারটির দর বেড়ে ১০০ টাকা ৭০ পয়সায় দাড়িয়েছে। অর্থাৎ এসময়ের মধ্যে শেয়ারটির দর বেড়েছে ৩৫ টাকা ৪০ পয়সা।
এই দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই।
এসএম