পুঁজিবাজার
বিনা প্রতিদ্বন্দ্বিতায় ডিএসই পরিচালক হলেন মিনহাজ মান্নান
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিনা প্রতিদ্বন্দ্বিতায় শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচিত হয়েছেন বিএলআই সিকিউরিটিজ লিমিটেডের শেয়ারহোল্ডার প্রতিনিধি মিনহাজ মান্নান ইমন। মঙ্গলবার (১৯ নভেম্বর) ডিএসইর উপ-মহাব্যবস্থাপক ও জনসংযোগ কর্মকর্তা শফিকুর রহমানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, আগামী ১০ ডিসেম্বর নির্বাচনের জন্য আগ্রহী প্রার্থীদের ১২ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়ার সুযোগ ছিল। তবে এই সময়ের মধ্যে শুধুমাত্র মিনহাজ মান্নান ইমন মনোনয়নপত্র দাখিল করেন। আজ (১৯ নভেম্বর) নির্বাচন কমিশন জমাদানকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই করে তাকে যোগ্য বলে বিবেচিত করেন। ফলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচিত হয়েছেন।
এর আগে গত ১৬ অক্টোবর ডিএসইর ১০৭৭তম বোর্ড সভায় বাংলাদেশ সুপ্রীম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি আব্দুস সামাদকে চেয়ারম্যান করে ৩ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। নির্বাচন কমিশনের অপর দুই সদস্য হলেন ডিএসইর শেয়ারহোল্ডার প্রতিনিধি রফিকুল ইসলাম এবং দেওয়ান আজিজুর রহমান।
জানা যায়, নির্বাচিত মিনহাজ মান্নান ইমন দীর্ঘ ৩৫ বছর যাবত পুঁজিবাজারের সাথে সম্পৃক্ত এবং অভিজ্ঞতা সম্পন্ন। তিনি এই দীর্ঘ সময়ে বেশ কিছু কোম্পানির ইস্যু ম্যানেজার এবং আন্ডাররাইটারের দায়িত্ব পালন করেন। তিনি ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাশ করেন। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং রহমান হক অ্যান্ড কোম্পানি থেকে ৪ বছর মেয়াদী চার্টার্ড একাউন্টেন্সি কোর্স সফলতার সাথে শেষ করেন।
এদিকে বিএলআই সিকিউরিটিজ ২০০১ সালে আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ডিএসইর সদস্যপদ লাভ করে। মিনহাজ মান্নান ২০০৩ সালে ঢাকা স্টক এক্সচেঞ্জের আর্থিক প্রতিষ্ঠান বিএলআই সিকিউরিটিজের প্রতিনিধি হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। বর্তমানে তিনি ব্রোকারেজ হাউজটির ব্যবস্থাপনা পরিচালক। তিনি টুমোরোল্যান্ড এবং গ্রীনওয়ার্ক লিমিটেডের উদ্যোক্তা পরিচালক।
এছাড়াও মিনহাজ মান্নান চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জের কর্পোরেট সদস্য প্রাটিনাম সিকিউরিটিজের স্বত্বাধিকারী এবং ব্যবস্থাপনা পরিচালক। তিনি ২০১২ সালের মার্চে প্রথমবারের মতো পরিচালক নির্বাচিত হয়ে ২০১৪ সালের জুন পর্যন্ত দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে তিনি ২০১৮ সালের মার্চে পুনরায় পরিচালক নির্বাচিত হন এবং ২০২০ সালের সেপ্টেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন। তবে আইনগত জটিলতার কারণে সাবেক পরিচালক মিনহাজ মান্নান ইমন ২০২০ সালে বাদ পড়েন।
এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
এজিএমের ভেন্যু জানালো কনফিডেন্স সিমেন্ট
পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানি কনফিডেন্স সিমেন্ট পিএলসির বিশেষ সাধারণ সভার (ইজিএম) ভেন্যু নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটি উভয় প্ল্যাটফর্মে অর্থাৎ হাইব্রিড ও ডিজিটাল সিস্টেমের মাধ্যমে ইজিএম সম্পন্ন করবে।
চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটি রাইটস ইস্যুর সংশোধিত প্রস্তাবের জন্য ৬তম ইজিএম করবে বলে জানা গেছে। এর জন্য হাইব্রিড সিস্টেমের ভেন্যু নির্ধারণ করা হয়েছে সিটি হল কনভেনশন সেন্টার, ১ম তলা, আগ্রাবাদ এক্সেস রোড, চট্টগ্রাম-৪১০০ ঠিকানায়।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
মোস্তফা মেটালের কর্পোরেট ও নিবন্ধিত অফিসের ঠিকানা পরিবর্তন
পুঁজিবাজারে এসএমই প্ল্যাটফরমে তালিকাভুক্ত কোম্পানি মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কর্পোরেট ও নিবন্ধিত অফিসের ঠিকানা পরিবর্তন করা হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির কর্পোরেট ও নিবন্ধিত অফিসের ঠিকানা মোতালেব ম্যানশন (৬ষ্ঠ তলা), ২ আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ ঠিকানায় স্থানান্তর করা হয়েছে।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
শেয়ার বিক্রি করবেন তসরিফা ইন্ডাস্ট্রিজের উদ্যোক্তা পরিচালক
পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একজন উদ্যোক্তা পরিচালক শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন।
চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক নাঈম হাসানের কাছে ৮১ লাখ ৫৬ হাজার ৫৮১ শেয়ার রয়েছে। এখান থেকে ১৬ লাখ ১৬ হাজার ৫৯১ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন তিনি।
আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এই উদ্যোক্তা পরিচালক ঘোষণাকৃত শেয়ার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক ও ব্লক মার্কেটে বিক্রি সম্পন্ন করবেন।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
সূচক ঊর্ধ্বমুখী, দেড় ঘণ্টায় ১৭৮ শেয়ারের দরবৃদ্ধি
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় ১২২ কোটি টাকার লেনদেন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (১৩ জানুয়ারি) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ বেলা ১১টা ৩০মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১২ দশমিক ০৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৬৮ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৪ দশমিক ৯৬ পয়েন্ট বেড়ে আর ‘ডিএস-৩০’ সূচক ৫ দশমিক ৬৪ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১১৬২ ও ১৯১২ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১২২ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এসময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৭৮টির, কমেছে ১১০টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৮ কোম্পানির শেয়ারদর।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
নগদ লভ্যাংশ পাঠিয়েছে রেনেটা
পুঁজিবাজারের তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি রেনেটা পিএলসি গত ৩০ জুন,২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে প্রেরণ করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটি সমাপ্ত হিসাববছরের নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
আলোচ্য বছরে কোম্পানিটি ৯২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছিলো।
এসএম