পুঁজিবাজার
ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৭ উদ্যোক্তা-পরিচালকের শেয়ার বিক্রয়

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার বিক্রয় সম্পন্ন করেছে ৭ কর্পোরেট উদ্যোক্তা ও পরিচালক।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির কর্পোরেট উদ্যোক্তা পরিচালক ম্যাকলমস বাংলাদেশ ট্রাস্ট কোম্পানিটির ৪৪ লাখ ৪৯ হাজার ৯৩১টি শেয়ার, কর্পোরেট পরিচালক চাঁদপুরী টি কোম্পানির কাছে থাকা ২৫ লাখ ২১ হাজার ৫৭১টি শেয়ার, ডানকান ব্রাদার্সের ধারণ করা ৮ লাখ ১৫ হাজার ৭৯০, ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশনের হাতে থাকা ৪৪ লাখ ৫০ হাজার, অক্টাভিয়াস স্টিলের কাছে থাকা ৪ লাখ ৪৪ হাজার ৯৩১, অ্যালিনাগার টি কোম্পানির হাতে থাকা ২৫ লাখ ৯৫ হাজার ৭৬৪ ও আমো টি কোম্পানির ধারণ করা ৩৩ লাখ ৮০ হাজার ২২০টি শেয়ার বিক্রয় করেছেন।
এর আগে, গত ১০ নভেম্বর এই ৭ উদ্যোক্তা-পরিচালক শেয়ার বিক্রয়ের ঘোষণা দেয়।
এসএম

পুঁজিবাজার
সূচক ঊর্ধ্বমুখী, দুই ঘন্টায় লেনদেন ৩৩৩ কোটি টাকা

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। সেই সঙ্গে প্রথম দুই ঘন্টায় লেনদেন হয়েছে ৩৩৩ কোটি টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (১০ জুলাই) বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৩৫ দশমিক ৬০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৭১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস সূচক ৭ দশমিক ৮৮ পয়েন্ট বেড়ে এবং ‘ডিএস৩০’ সূচক ১৪ দশমিক ০১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১০১ ও ১৯০৮ পয়েন্টে।
এসময় টাকার অংকে লেনদেন হয়েছে ৩৩৩ কোটি ৪১ লাখ টাকা ৪৪ হাজার টাকা।
এসময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২২৩টির, কমেছে ৯০টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৮টি কোম্পানির শেয়ারের।
এসএম
পুঁজিবাজার
লভ্যাংশ সংক্রান্ত তথ্য জানালো গ্লোবাল ইসলামী ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংকটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না।
বুধবার (৯ জুলাই) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সমাপ্ত ২০২৪ সালে ব্যাংকটির শেয়ার প্রতি ১২ টাকা ৬২ পয়সা লোকসান হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ২১ টাকা ৭৯ লোকসান হয়েছিল।
সর্বশেষ বছরে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৪ টাকা ৭৫ পয়সা, যা আগের বছর মাইনাস ৯ টাকা ১৪ পয়সা ছিল।
গত ৩১ ডিসেম্বর,২০২৪ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট দায় ছিল ২১ টাকা ৭৭ পয়সা।
আগামী ২১ সেপ্টেম্বর সকাল ১১ হাইব্রিড পদ্ধতিতে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩১ জুলাই।
এসএম
পুঁজিবাজার
ডিএসই-৩০ সূচকে যুক্ত হলো নতুন ৩ কোম্পানি

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত ভালো মানের ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএস-৩০ সূচক থেকে বাদ পড়েছে তিনটি কোম্পানি। এর বিপরীতে নতুন করে এই সূচকে যুক্ত হয়েছে তিন কোম্পানি। অর্ধবার্ষিক লেনদেন পর্যালোচনা করে ডিএস-৩০ সূচকে এই পরিবর্তন আনা হয়েছে। বুধবার ডিএসইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএসই জানিয়েছে, ডিএস-৩০ সূচক থেকে যে তিনটি কোম্পানি বাদ পড়েছে সেগুলো হলো সরকারি মালিকানাধীন কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড বা বিএসআরএম লিমিটেড ও পাওয়ার গ্রিড। এর বিপরীতে এই সূচকে নতুন করে যুক্ত হয়েছে তিন কোম্পানি। নতুন যুক্ত হওয়া কোম্পানিগুলো হলো হাইডেলবার্গ সিমেন্ট, লাভেলো আইসক্রিম ও লিনডে বাংলাদেশ।
ডিএসই আরও জানিয়েছে, অর্ধবার্ষিক লেনদেন পর্যালোচনায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স সূচক ও ডিএসই এসএমই গ্রোথ সূচকে নতুন করে কোনো সূচক যুক্ত হয়নি বা বাদও পড়েনি। কারণ হিসেবে সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, উল্লেখিত সময়ে শেয়ারবাজারে নতুন কোনো কোম্পানি তালিকাভুক্ত হয়নি। ফলে এই দুটি সূচক গণনায় নতুন কোনো কোম্পানি যুক্ত হয়নি।
এসএম
পুঁজিবাজার
বহুজাতিক কোম্পানি তালিকাভুক্তিতে গতি আনতে শিল্প উপদেষ্টা-বিএসইসির বৈঠক

যেসব বিদেশী বা বহুজাতিক কোম্পানিতে সরকারের মালিকানা রয়েছে; সেগুলোকে সরাসরি তালিকাভুক্তির মাধ্যমে দ্রুত পুঁজিবাজারে অন্তর্ভুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খানের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
গত ৭ জুলাই শিল্প মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। আজ বুধবার বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো আবুল কালামের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমানসহ শিল্প মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাবৃন্দ এবং বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মু. মোহসিন চৌধুরী ও বিএসইসির কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
এছাড়া বৈঠকে দেশের যেসব বিদেশী বা বহুজাতিক কোম্পানিতে সরকারের মালিকানা রয়েছে সেগুলোকে সরাসরি তালিকাভুক্তির মাধ্যমে দ্রুত পুঁজিবাজারে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা হয়েছে। সর্বোপরি, প্রধান উপদেষ্টার নির্দেশনা বাস্তবায়নের বিষয়ে উক্ত বৈঠকে ফলপ্রসু আলোচনা হয়েছে।
উল্লেখ্য, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপত্বিত্বে গত ১১ মে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় পুঁজিবাজারের সঠিক অবস্থা পর্যালোচনা এবং উন্নয়নে করণীয় নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বিএসইসির চেয়ারম্যানসহ মাননীয় অর্থ উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মহোদয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মহোদয় উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে প্রধান উপদেষ্টা পুঁজিবাজারের উন্নয়নে পাঁচটি নির্দেশনা প্রদান করেন যার মধ্যে ‘দেশের যেসব বিদেশী বা বহুজাতিক কোম্পানিতে সরকারের মালিকানা রয়েছে সেগুলোকে দ্রুত পুঁজিবাজারে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ’ শীর্ষক নির্দেশনা অন্যতম।
প্রধান উপদেষ্টার নির্দেশনা মোতাবেক ইতোমধ্যে পুঁজিবাজারের উন্নয়নের জন্য বিএসইসি প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে এবং নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল সংস্থা ও প্রতিষ্ঠানগুলোর সাথে সমন্বয় করে কার্যক্রম শুরু করেছে।
কাফি
পুঁজিবাজার
ব্লকে ১৫ কোটি টাকার লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ৩২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৩৬ লাখ ৬০ হাজার ৩৭টি শেয়ার ৬৮ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৫ কোটি ০৬ লাখ ১৫ হাজার টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (০৯ জুলাই) ব্লকে সবচেয়ে বেশি মিডল্যান্ড ব্যাংকের ৫ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা লাভেলোর ৩ কোটি ০১ লাখ টাকার ও তৃতীয় স্থানে থাকা প্রিমিয়ার সিমেন্টের ২ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এসএম