পুঁজিবাজার
এবি ব্যাংক পার্পেচুয়াল বন্ডের কুপন রেট ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত এবি ব্যাংক পার্পেচুয়াল বন্ডের কুপন রেট ঘোষণা করা হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এবি ব্যাংক পার্পেচুয়াল বন্ডের ট্রাস্টি অর্ধবার্ষিক কুপন রেট ১০ শতাংশ ঘোষণা করেছে। ২০২৪ সালের ১৩ ডিসেম্বর থেকে ২০২৫ সালের ১২ জুন পর্যন্ত সময়ে এই কুপন রেট ঘোষণা করা হয়েছে।
এ জন্য বন্ডটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৮ নভেম্বর।
এসএম

পুঁজিবাজার
বিনিয়োগকারীদের লভ্যাংশ পাঠিয়েছে চার কোম্পানি

পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানি গত ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত হিসাববছরে জন্য ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ঢাকা ব্যাংক ও ট্রাস্ট ব্যাংক পিএলসি।
সূত্র মতে, কোম্পানিগুলো সমাপ্ত হিসাববছরের নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমস ও বোনাস লভ্যাংশ বিও হিসাবের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
গত ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত হিসাববছরের জন্য ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের ১০ শতাংশ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৫ শতাংশ, ঢাকা ব্যাংক ১০ শতাংশ এবং ট্রাস্ট ব্যাংক ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিলো। এর মধ্যে ঢাকা ব্যাংক ৫ শতাংশ এবং ট্রাস্ট ব্যাংকের সাড়ে ৭ শতাংশ বোনাস লভ্যাংশ।
কাফি
পুঁজিবাজার
শেয়ার গ্রহণ করবেন ঢাকা ব্যাংকের উদ্যোক্তা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ব্যাংক পিএলসির এক উদ্যোক্তা তার বোনের কাছ থেকে শেয়ার গ্রহণের সিদ্ধান্ত দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানির উদ্যোক্তা এ.টি.এম. হায়াতুজ্জামান খান তার বোন জাহেদা ওয়াহেদ খানের (কোম্পানির সাধারণ শেয়ারহোল্ডার) কাছ থেকে ৫ লাখ ১৭ হাজার ৬৫টি শেয়ার উপহার হিসেবে গ্রহণ করবেন।
আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমসের বাইরে শেয়ারগুলো উপহার হিসেবে গ্রহণ করবেন এই উদ্যোক্তা। যা গত ৩১ আগস্ট থেকে কার্যকর হবে।
কাফি
পুঁজিবাজার
উৎপাদনে ফিরলো সাফকো স্পিনিং

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সাফকো স্পিনিং মিলস দীর্ঘ ৬ মাস পর উৎপাদনে ফিরেছে। রোববার (৩১ আগস্ট) কোম্পানিটি পুনরায় উৎপাদন শুরু করেছে। এর আগে গত ৩০ আগস্ট পর্যন্ত কোম্পানিটির উৎপাদন বন্ধ ছিল।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং স্থানীয় বাজারে বস্ত্র খাতের কাঁচামালের উচ্চমূল্যের কারণে কোম্পানিটি তাদের লোকসান কাটিয়ে উঠতে পারেনি। এমতাবস্থায় কোম্পানির ম্যানেজমেন্টে এর আগে আড়াই মাস উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল।
এর আগে গত ৩ ফেব্রুয়ারি সাফকো স্পিনিংয়ের কারখানা পরিদর্শনে গিয়ে বন্ধ পায় ডিএসইর তদন্ত দল।
এরপর ১২ ফেব্রুয়ারি সাফকো স্পিনিং কর্তৃপক্ষ জানায়, তারা কোম্পানির লোকসান কমানোর জন্য গত ১ ফেব্রুয়ারি উৎপাদন বন্ধ করে দিয়েছে। যা দুই মাস বন্ধ থাকবে। এরপরে পরিস্থিতির উন্নতি হলে, পূণরায় উৎপাদন শুরু করা হবে।
এরপর গত ২ জুন আড়াই মাস উৎপাদন বন্ধ রাখার কথা জানায় কোম্পানিটি। জানানো হয় ১৬ আগস্ট ২০২৫ পর্যন্ত সাফকোর কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
কাফি
পুঁজিবাজার
এনসিসি ব্যাংকের উদ্যোক্তার শেয়ার ক্রয়

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এনসিসি ব্যাংক পিএলসির এক উদ্যোক্তা পূর্ব ঘোষণা অনুযায়ী শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানির উদ্যোক্তা সোহেলা হোসেন মোট ২০ লাখ শেয়ার ক্রয় করেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করেছেন তিনি।
এর আগে, গত ২১ আগস্ট তিনি উল্লেখিত পরিমাণ ক্রয়ের ঘোষণা দিয়েছিলেন।
কাফি
পুঁজিবাজার
সমতা লেদারের লোকসান বেড়েছে ৩৫০ শতাংশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সমতা লেদার কমপ্লেক্স গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ৩৫০ শতাংশ।
সোমবার (০২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে ২০২৪ সালের হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্রমতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি ৯ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে ২ পয়সা লোকসান হয়েছিল।
আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল মাইনাস ৬ পয়সা, যা গত বছরের একই সময়ে মাইনাস ৮ পয়সা ছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৪ টাকা ২৮ পয়সা।
কাফি