পুঁজিবাজার
দেড় ঘণ্টায় লেনদেন দুইশ কোটি টাকা

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম দেড় ঘন্টায় লেনদেন হয়েছে দুইশ কোটি টাকার বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ২ দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৫৭ পয়েন্টে।
অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ১ দশমিক ৩২ পয়েন্ট এবং ‘ডিএস৩০’ সূচক ০ দশমিক ৩৬ পয়েন্ট বেড়েছে।
এসময় ডিএসইতে ২০০ কোটি ০৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এ সময়েরে মধ্যে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৯৪টির, কমেছে ১১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৬টি কোম্পানির শেয়ারের।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পুঁজিবাজার
বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারের তালিকাভুক্ত বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড গত ৩১ ডিসেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।
মঙ্গলবার (২২ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত মতে, সমাপ্ত অর্থবছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ১৯ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৪ টাকা ০৪ পয়সা।
গত ৩১ ডিসেম্বর,২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৮ টাকা ৪৫ পয়সা।
ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৪ জুন, মঙ্গলবার বেলা ১২টায় ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২০ মে।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
নেগেটিভ ইক্যুইটি সমন্বয়ে পরিকল্পনা চেয়েছে বিএসইসি

বিনিয়োগকারীদের দেওয়া মার্জিন ঋণের বিপরীতে অনাদায়ী ক্ষতি (নেগেটিভ ইক্যুইটি) দেশের পুঁজিবাজারের অন্যতম বড় সমস্যা। এই সমস্যা সমন্বয়ে প্রত্যেকটি ব্রোকারেজ হাউজগুলোর কাছে পৃথক পরিকল্পনা চেয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার (২২ এপ্রিল) শীর্ষ ব্রোকারেজ হাউজগুলোর সঙ্গে বিএসইসির বৈঠকে এ আহ্বান জানান বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।
বিএসইসির চেয়ারম্যান বলেন, আপনারা যে প্রস্তাব দিয়েছেন সবার সমস্যা এক না। কার কি ধরণের সমস্যা বা কিভাবে এটাকে আপনারা সমন্বয় করতে পারেন সেটা আলাদা আলাদা করে প্রত্যেক প্রতিষ্ঠান থেকে প্রস্তাব দিলে আমরা সেটা বিবেচনা করব।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
ব্লকে ২১ কোটি টাকার লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে ৩০ টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ২১ কোটি ১৬ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (২২ এপ্রিল) ব্লকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের। এদিন কোম্পানিটির ৪ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা এসিআইয়ের ৪ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে এস ই এম এল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
জাহিনটেক্সের শেয়ার অফিস স্থানান্তর

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জাহিনটেক্স ইন্ডাস্ট্রিস লিমিটেডের শেয়ার অফিস স্থানান্তর করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির নতুন শেয়ার অফিসের ঠিকানা- এএইচ টাওয়ার, রুম –০৬ (১৪তম তলা), বাড়ি নং ৫৬, রোড– ০২, সেক্টর– ০৩, উত্তরা, ঢাকা। শেয়ার অফিস ২১ এপ্রিল থেকে এই নতুন ঠিকানায় স্থানান্তরিত করা হয়েছে।
উল্লেখ্য, কোম্পানির কর্পোরেট প্রধান কার্যালয় এবং নিবন্ধিত অফিসের ঠিকানা অপরিবর্তিত থাকবে বলে কোম্পানিটি জানিয়েছে।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
ভবনসহ জমি কিনবে ফারইস্ট নিটিং

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার ইস্ট নিটিং এন্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড তিন তলা ভবনসহ জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, গাজীপুর কালিয়াকৈর (শফিপুর ইউনিয়ন ভূমি অফিস) এলাকায় অবস্থিত ৩ তলা ভবনসহ ৩১৮.৫০ শতক জমি ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। জমিটি ক্রয় করতে অন্যান্য সংক্রান্ত খরচ বাদ দিয়ে মোট ২০ কোটি টাকা ব্যয় হবে বলে ডিএসই সূত্রে জানা গেছে। ভবনসহ জমিটি ক্রয়ের জন্য অনুমোদন দিয়েছে কোম্পানির পর্ষদ।
এর আগে, জমিটি চলতি বছরের ৩ ফেব্রুয়ারী থেকে কোম্পানির কাছে লিজ দেওয়া হয়েছে।
অধিগ্রহণকৃত জমিটি কোম্পানির উৎপাদন, প্রিন্টিং, ডাইং ও নিটিংয়ের কাজে (পোশাক ব্যবসার) ব্যবহার করা হবে।
উল্লেখ্য, গাজীপুরের সেই জমির মালিক মুনাজ্জামা মুস্তারি তানিয়া, মো. রাহবার ওয়াহেদ খান এবং মো. রাফসানি ওয়াহেদ খান। যাদের ঠিকানা- বাড়ি নং ৮০, রোড নং ১৫, ব্লক-সি, বনানী, ঢাকা-১২১৩।
এসএম