পুঁজিবাজার
এমএল ডাইংয়ের আয় বেড়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমএল ডাইয়িং অ্যান্ড টেক্সটাইল ইন্ড. পিএলসি গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০৬ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি ০১ পয়সা আয় হয়েছিল।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ২৩ পয়সা, যা গত বছরের একই সময়ে মাইনাস ১২ পয়সা ছিল।
গত ৩০ সেপ্টেম্বর,২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৩ টাকা ৩৪ পয়সা।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
পুঁজিবাজারকে ক্ষতিগ্রস্ত করেছে নিম্নমানের আইপিও: ডিএসই পরিচালক
গত ১৫ বছরে অনেক নিম্নমানের আইপিও এসেছে। যা পুঁজিবাজারকে ক্ষতিগ্রস্ত করেছে বলে জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির (ডিএসই) পরিচালক মিনহাজ মান্নান ইমন। এজন্য নিম্নমানের আইপিও বন্ধের বিষয়ে পদক্ষেপ নেয়া হয়েছে বলেও জানান তিনি।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) ডিএসই ট্রেনিং একাডেমি আয়োজিত সাভারের আর্মি ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে সচেতনতামূলক কর্মশালায় এসব কথা বলেন তিনি। পাবলিক ও প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষক ও ছাত্রছাত্রীদের জন্য পুঁজিবাজার কেন্দ্রিক একাডেমিক শিক্ষা সচেতনতামূলক ধারাবাহিক কর্মশালার অংশ হিসেবে এটি কর্মশালার আয়োজন করা হয়।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) জনসংযোগ ও প্রকাশনা কর্মকর্তা উপ মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আর্মি ইন্সটিটিউট অব বিজনের অ্যাডমিনিস্ট্রেশনের ডিরেক্টর জেনারেল মেজর জেনারেল (অব.) মোহাম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে এই কর্মশালায় ডিএসইর কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
সমাপনী বক্তব্যে ডিএসইর পরিচালক মিনহাজ মান্নান ইমন বলেন, পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে কখন, কোথায় এবং কেন বিনিয়োগ করবেন তা জানা প্রয়োজন। এই জন্য বিনিয়োগ শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইমোশনাল হয়ে বিনিয়োগ করা যাবে না। এছাড়াও কোম্পানির পারফরমেন্স ও উদ্যোক্তা, পরিচালক দেখে শেয়ারের দাম যখন কম থাকে তখন বিনিয়োগ করতে হবে।
তিনি আরও বলেন, গত ১৫ বছরে পুঁজিবাজারে অনেক নিম্নমানের আইপিও এসেছে। যা পুঁজিবাজারকে ক্ষতিগ্রস্ত করেছে। এজন্য নিম্নমানের আইপিও বন্ধের বিষয়ে পদক্ষেপ নেয়া হয়েছে । এছাড়া বিদেশে টাকা পাচার বন্ধ করা হয়েছে। যেটি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সাত্বিক আহমেদ শাহ সকলকে স্বাগত জানিয়ে বলেন, আজকের প্রোগ্রামটি পুঁজিবাজার সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করার আপনাদের জন্য একটি সুবর্ণ সুযোগ। আপনারা এই কর্মশালা থেকে পুঁজিবাজার সম্পর্কে বাস্তবধর্মী জ্ঞান অর্জন করতে পারবেন। যা ভবিষ্যতে আপনাদের পুঁজিবাজারে বিনিয়োগ এবং কর্মক্ষেত্রে সহায়তা করবে।
ডিএসইর সতন্ত্র পরিচালক ও আর্মি ইন্সটিটিউট অব বিজনের অ্যাডমিনিস্ট্রেশনের ডিজি মেজর জেনারেল (অব.) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, পুঁজিবাজারে যত বেশি ভালো মানের কোম্পানি থাকবে পুঁজিবাজার তত বেশি উন্নত হবে। অতীতে বেশ কিছু খারাপ কোম্পানি তালিকাভুক্ত হবার কারণে পুঁজিবাজার বর্তমান অবস্থায় পৌচেছে। আমরা আশা করি আগামীতে ভালো মৌলভিত্তি সম্পন্ন কোম্পানি তালিকাভুক্ত হবে।
সচেতনতামূলক কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিএসইর উপ-মহাব্যবস্থাপক সৈয়দ আল-আমিন রহমান। মূল প্রবন্ধে তিনি পুঁজিবাজার সম্পর্কে প্রাথমিক ধারণা ও পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি, পুঁজিবাজারের প্রবৃদ্ধি ও বিনিয়োগ কৌশলসহ বিভিন্ন বিষয়ের আলোকপাত করেন। পরবর্তীতে বিভিন্ন প্রশ্নের জবাব দেন ডিএসই’র পরিচালক মিনহাজ মান্নান ইমন এবং মহাব্যবস্থাপক ও সিওও (ইনচার্জ) মো. ছামিউল ইসলাম।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
শেয়ারবাজারে ছাত্র-জনতার জন্য সুযোগ দেওয়া উচিৎ
শেয়ারবাজারে ছাত্র-জনতার জন্য সুযোগ দেওয়া উচিৎ। তাঁরা দেশের অভ্যুত্থানে করেছে। বর্তমান কমিশনের উচিৎ ছাত্র-জনতার জন্য কোটা রাখা। তাহলে শেয়ারবাজারে বিনিয়োগকারী বাড়বে।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
বুধবার স্পট মার্কেটে যাচ্ছে তিন কোম্পানি
পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি রেকর্ড ডেটের আগে আগামীকাল বুধবার (০৪ ডিসেম্বর) স্পট মার্কেটে যাচ্ছে। কোম্পানিগুলো হচ্ছে- প্রিমিয়ার লিজিং, বাংলাদেশ সার্ভিসেস এবং সিলকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আগামী রবিবার (০৮ ডিসেম্বর) প্রিমিয়ার লিজিং ও বাংলাদেশ সার্ভিসেসের এবং বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) সিলকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শেয়ার স্পট মার্কেটে লেনদেন শেষ হবে।
আর এর জন্য কোম্পানিগুলোর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ০৯ ডিসেম্বর। তবে সিলকো ফার্মাসিউটিক্যালসের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ০৮ ডিসেম্বর।
আর রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন স্থগিত থাকবে।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
ব্লকে ম্যারিকোর সর্বোচ্চ লেনদেন
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে ২৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ১৪ কোটি ৩২ লাখ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (০৩ ডিসেম্বর) ব্লকে সবচেয়ে বেশি ম্যারিকো বাংলাদেশের ৩ কোটি ৪৬ লাখ ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৩ কোটি ২২ লাখ ২৫ হাজার টাকার আর তৃতীয় স্থানে থাকা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ২ কোটি ১৫ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লকে লেনদেনে করা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- স্ট্যান্ডার্ড ব্যাংকের ৮১ লাখ ৬৮ হাজার টাকা এবং ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের ৬৬ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
কনফিডেন্স সিমেন্টের ক্যাটাগরি পরিবর্তন
পুঁজিবাজারে তালিকাভুক্ত কনফিডেন্স সিমেন্ট পিএলসির ক্যাটাগরির অবনতি হয়েছে। কোম্পানিটিকে ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করে নির্দিষ্ট সময়ের মধ্যে বিতরণ করেনি। ফলে কোম্পানিটিকে ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।
বুধবার (০৪ ডিসেম্বর) থেকে কোম্পানিটি ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন করবে।
কাফি