পুঁজিবাজার
তিন কোম্পানি বাদ দিয়ে সিএসইর শরিয়াহ সূচক সমন্বয়

চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরমেন্স পর্যালোচনার ভিত্তিতে সিএসই শরিয়াহ ইনডেক্স চুড়ান্ত করা হয়েছে। নতুন করে কোনো কোম্পানীকে যুক্ত করা হয়নি এবং পূর্বের ৩টি কেম্পানিকে বাদ দেওয়া হয়েছে। মোট ১২৩টি কোম্পানিকে অর্ন্তভুক্ত করা হয়েছে। এটি আগামী ২৫ নভেম্বর থেকে কার্যকরী হবে।
বুধবার (১৩ নভেম্বর) সিএসইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাদ যাওয়া কোম্পানীগুলো হলো- হাইডেলবার্গ সিমেন্ট, রিজেন্ট ট্যাক্সটাইল এবং রতনপুর স্টিলরি-রোলিং মিলস লিমিটেড ।
চূড়ান্ত সিএসই শরিয়াহ ইনডেক্স এ অন্তর্ভুক্ত ১২৩ কোম্পাসিসমূহ হলো- আমরা নেটওয়াকস, আমরা টেকনোলজিস, একমি পেস্টিসাইডস, এডিএন টেলিকম, অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড, এএফসি এগ্রো বায়োটেক, অগ্নি সিস্টেমস, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড আমান কটন ফাইব্রাস, এমবি ফার্মাসিউটিক্যালস, আনোয়ার গ্যালভানাইজিং, এপেক্স ফুডস, অ্যাপেক্স স্পিনিং এন্ড নিটিং, এশিয়াটিক ল্যাবরেটরিজ, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, বঙ্গজ লিমিটেড, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, বারাকা পতেঙ্গা পাওয়ার, বারাকা পাওয়ার, বাটা সু, বিবিএস ক্যাবলস, বিডিকম অনলাইন, বিডি থাই অ্যালুমিনিয়াম, বিচ হ্যাচারি, বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিকস, বার্জার পেইন্টস, বেক্সিমকো, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, কপারটেক ইন্ডাস্ট্রিজ, ড্যাফোডিল কম্পিউটারস, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস, ডরিন পাওয়ার, ড্রাগন সোয়োটার, ইস্টাণ ক্যাবলস, ই-জেনারেশন, এস্কয়ার নিট কম্পোজিট, এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বিডি পিএলসি, ফার কেমিক্যাল, ফার ইস্ট নিটিং, ফার ইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ফাইন ফুডস, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ফরচুন সুজ, ফু-ওয়াং ফুন্ডস, জিবিবি পাওয়ার, গ্লোবাল হেভি ক্যামিকাল, গ্লোবাল ইসলামী ব্যাংক, জিকিউ বলপেন, গ্রামীনফোন, হাক্কানী পাল্প, হামিদ ফেব্রিক্স, এইচডব্লিউএ ওয়েল টেক্সটাইলস, ইনডেক্স এগ্রো, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস, ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্টস, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ, ইসলামী ফাইনান্স এন্ড ইনভেস্টমেন্ট, জেএমআই হসপিটাল রিকুইজিট মানুফেকচারিং, জেএমআই সিরিঞ্জ এন্ড মেডিকেল ডিভাইসেস, কে এন্ড কিউ (বাংলাদেশ), কেডিএস এক্সেসরিজ, খান ব্রাদার, খুলনা পাওয়ার, কোহিনূর ক্যামিকেল, লাফার্জ হোলসিম, লিগ্যাসি ফুটওয়ার, লিন্ডে বাংলাদেশ, লুব-রেফ (বাংলাদেশ), এম.এল. ডাইং, মালেক স্পিনিং, ম্যারিকো বাংলাদেশ, এমজেএল বাংলাদেশ পিএলসি, মুন্নু সিরামিক্ ইন্ডাস্ট্রিজ, মোজাফ্ফর হোসেন স্পিনিং, নাহি আলুমিনিয়াম কম্পোজিট প্যানেল, ন্যাশনাল ফিড মিল লিমিটেড, নাভানা সিএনজি, ওয়াম্যাক্স ইলেকট্রোড, অলিম্পিক এক্সেসরিজ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, প্যাসিফিক ডেনিমস, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস, কাশেম ইন্ডাস্ট্রিজ, আরএকে সিরামিকস, রহিমা ফুড কর্পোরেশন, রংপুর ডেইরি এন্ড ফুড প্রোডাক্টস লিমিটেড, রংপুর ফাউন্ড্রি লিমিটেড, রেকিট বেনকিজার (বাংলাদেশ) লিমিটেড, রবি আক্সিয়াটা পিএলসি, সাইহাম টেক্সটাইলস্ মিলস, স্যালভো ক্যামিকাল ইন্ডাস্ট্রিজ, সমতা লেদার কমপ্লেক্স, শমরিতা হসপিটাল, শাহজালাল ইসলামী ব্যাংক, শাহজিবাজার পাওয়ার, শাইনপুকুর সিরামিকস, সিলকো ফামাসিউটিক্যালস, সিলভা ফার্মাসিউটিক্যালস, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, এসকে ট্রিমস, স্যোশাল ইসলামী ব্যাংক, সোনালী পেপার এন্ড বোর্ড মিলস, সামিট এলায়েন্স, সামিট পাওয়ার, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স, দি ঢাকা ডাইং অ্যান্ড মানুফেকচারিং কোম্পানি, দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস, তিতাস গ্যাস, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ইউনিয়ন ব্যাংক, ইউনাইটেড পাওয়ার জেনারেশন, উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি, ডিএফএস থ্রেড ডাইং, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, ইয়াকিন পলিমার লিমিটেড এবং জাহিন স্পিনিং লিমিটেড।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পুঁজিবাজার
সূচক নিম্নমুখী, দেড় ঘণ্টায় ১৭৯ শেয়ারের দরপতন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নেতিবাচক প্রবণতায় চলছে লেনদেন। এদিন প্রথম দেড় ঘণ্টায় লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৭৯ শেয়ারদর কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (১৭) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১২ দশমিক ৯৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২০৮ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ০ দশমিক ৭১ পয়েন্ট কমে আর ‘ডিএস-৩০’ সূচক ৫ দশমিক ০৯ পয়েন্ট কমে যথাক্রমে ১১৬২ ও ১৮৮৯ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ২২২ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১২৫টির, কমেছে ১৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৪ কোম্পানির শেয়ারদর।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
পূবালী ব্যাংক পারপেচুয়াল বন্ডের কূপণ রেট ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত পূবালী ব্যাংক পারপেচুয়াল বন্ডের ট্রাস্টি ২০২৫ সালের ৬ মাসের জন্য ১০ শতাংশ হারে কূপণ রেট ঘোষণা করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বন্ডের ট্রাস্টি২০২৫ সালের ৬ মাসের জন্য (২৩ মার্চ,২০২৫-২২সেপ্টেম্বর,২০২৫) ব্যবসায় বিনিয়োগকারীদের জন্য বাৎসরিক ১০ শতাংশ হারে কূপণ রেট ঘোষণা করেছে।
কূপণ রেট ঘোষণাকে কেন্দ্র করে সোমবার (১৭ মার্চ) বন্ডটির লেনদেনের ওপর কোনো মূল্যসীমা থাকবে না।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
শেয়ার ক্রয়-বিক্রয় করবেন গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের দুই উদ্যোক্তা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসির দুই উদ্যোক্তা শেয়ার ক্রয়-বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির উদ্যোক্তা এম মুহিবুর রহমান কোম্পানির ৫ লাখ ৯৩ হাজার ৬৭৫টি শেয়ার বিক্রয় করবেন।
অন্যদিকে, কোম্পানির আরেকজন উদ্যোক্তা আজম জে চৌধুরী আলোচিত পরিমান শেয়ার ক্রয় করবেন।
আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রচলিত বাজার মূল্যে (ব্লক মার্কেটে) এসব লেনদেন করবেন কোম্পানিটির এই দুই উদ্যোক্তা।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
ইস্টার্ণ ব্যাংকের পর্ষদ সভার তারিখ পরিবর্তন

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ইস্টার্ণ ব্যাংক পিএলসির পর্ষদ সভার তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ২০ মার্চের পরিবর্তে ২৪ মার্চ দুপুর ২ টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির পর্ষদ সভা অনিবার্য কারণবশত পরিবর্তন করা হয়েছে। আলোচিত সভায় ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
সভায় বিদায়ী হিসাসবছরের জন্য লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
ব্লকে ১৫ কোটি টাকার লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ৪০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৩৯ লাখ ২৪ হাজার ৬ টি শেয়ার ৬১ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৫ কোটি ৫৯ লাখ ৩৩ হাজার টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (১৬ মার্চ) ব্লকে সবচেয়ে বেশি উত্তরা ব্যাংকের ৪ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা ফাইন ফুডসের ২ কোটি ১৩ লাখ টাকার ও তৃতীয় স্থানে থাকা বীচ হ্যাচারীর ১ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এসএম