পুঁজিবাজার
নতুন কারখানায় বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে বিএসআরএম স্টিল

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের প্রতিষ্ঠান বিএসআরএম স্টিলস লিমিটেড শিগগিরই তাদের নতুন কারখানায় বাণিজ্যিক উৎপাদন শুরু করতে যাচ্ছে। ঢাকা স্টক একচেঞ্জের ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।
সূত্র মতে, চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত কোম্পানিটির নতুন রোলিং মিলস ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে বাণিজ্যিক উৎপাদন শুরু করতে যাচ্ছে। কারখানাটির বার্ষিক ৬ লাখ টন এমএস রড এবং ওয়্যার রড উৎপাদন করবে।
চলতি হিসাববছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে বিএসআরএম স্টিলস লিমিটেডের মুনাফা বেড়েছে। এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২৬ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় ছিল ১ টাকা ২১ পয়সা।
২০২৩ সালে বিএসআরএম স্টিলস লিমিটেড নগদ লভ্যাংশ দিয়েছে ২৫ শতাংশ; ২০২২ সালে ৩০ শতাংশ, ২০২১ সালে ৪০ শতাংশ, ২০২০ সালে ১৫ শতাংশ, ২০১৯ সালে ২৫ শতাংশ ও ২০১৮ সালে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
বিএসআরএম স্টিলসের অনুমোদিত মূলধন ৫০০ কোটি টাকা; পরিশোধিত মূলধন ৩৭৫ কোটি ৯৫ লাখ টাকা।
এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পুঁজিবাজার
কে অ্যান্ড কিউয়ের ক্যাটাগরি পরিবর্তন

পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি কে এন্ড কিউ বাংলাদেশ লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটি ৩০ জুন,২০২৪ সমাপ্ত অর্থবছরে জন্য বিনিয়োগকারীদের ৩ শতাংশ নগদ ও ২ শতাংশ বোনাস লভ্যাংশ প্রদান করেছে। যে কারণে কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। আগামী ১৫ এপ্রিল থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে।
বিএসইসির নির্দেশনা অনুযায়ী ক্যাটাগরি পরিবর্তনের ৭ কার্যদিবসের মধ্যে কোম্পানিটি ঋণ সুবিধা দিতে ব্রোকার হাউজ এবং মার্চেন্ট ব্যাংককে নিষেধ করেছে ডিএসই।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
মাগুরা মাল্টিপ্লেক্সের পর্ষদ সভার তারিখ নির্ধারণ

পুঁজিবাজারে তালিকাভুক্ত মাগুরা মাল্টিপ্লেক্স পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৯ এপ্রিল বিকাল ০৪টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় ৩১ মার্চ,২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
বাংলাদেশ মনোস্পুল পেপারের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৯ এপ্রিল বিকাল ০৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় ৩১ মার্চ,২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
আলহাজ টেক্সটাইলসের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেওয়া ৩৯৭ কোম্পানির মধ্যে দর কমেছে ২৭০টি কোম্পানির। এর মধ্যে দর পতনের শীর্ষে উঠে এসেছে আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (১৩ এপ্রিল) কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় কমেছে ১৪ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৯৪ শতাংশ। এতে দর পতনের শীর্ষে উঠেছে কোম্পানিটি।
দরপতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্রাইম ব্যাংকের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ৯ দশমিক ৫৮ শতাংশ। আর ৮ দশমিক ১৩ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে শাইনপুকুর সিরামিক।
এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ফিনিক্স ফাইন্যান্স, এস.আলম কোল্ড রোল্ড, ফার ইস্ট ফাইন্যান্স, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসএল মিউচুয়াল ফান্ড, খান ব্রাদার্স, পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
ব্লক মার্কেটে ৩৩ কোটি টাকার লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৪০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিগুলোর মোট ১ কোটি ২২ লাখ ৯৪ হাজার ৭৩৭ টি শেয়ার ১০৬ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩৩ কোটি ৬৭ লাখ ৮২ হাজার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি সান লাইফ ইন্স্যুরেন্সের ৯ কোটি ৮৯ লাখ টাকার, দ্বিতীয় স্থানে রিলায়েন্স ওয়ান ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৬ কোটি ৩১ লাখ টাকার ও তৃতীয় স্থানে বিচ হ্যাচারির ৪ কোটি টাকা ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
কাফি