পুঁজিবাজার
সিআরও বাশারকে আটক করতে পুলিশ নিয়ে ডিএসইতে বিনিয়োগকারীরা
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা (সিআরও) খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদকে আটক করতে পুলিশ নিয়ে বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা নিকুঞ্জে ডিএসইতে যায় মশিউর সিকিউরিটিজের ক্ষতিগ্রস্থ বিনিয়োগকারীরা। তাদের অভিযোগ ডিএসইর সিআরওর ভুল সিদ্ধান্তের কারণে ১৬১ কোটি টাকা হারিয়েছে বিনিয়োগকারীরা। আজ সোমবার (১১ নভেম্বর) নিকুঞ্জে অবস্থিত ডিএসই ভবনে এ ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, গত ২৩ সেপ্টেম্বর মশিউর সিকিউরিটিজ কাণ্ডে খায়রুল বাশারকে শোকজ করে খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশন। খায়রুল বাশারের ব্যর্থতায় বিনিয়োগকারীদের ১৬১ কোটি টাকা আত্মসাৎ করেছে মশিউর সিকিউরিটিজ। এর মধ্যে গ্রাহকের সমন্বিত হিসাবে ঘাটতি (সিসিএ) ৬৮ কোটি ৫৮ লাখ টাকা এবং শেয়ার বিক্রি করে নিয়েছে ৯২ কোটি ৩৫ লাখ টাকা। দেশের শেয়ারবাজারের ইতিহাসে একক কোনো ব্রোকারেজ হাউজের এটিই সবচেয়ে বড় জালিয়াতি।
এ ঘটনায় ক্ষতিগ্রস্থ হওয়া ৬ থেকে ৭ জন বিনিয়োগকারী আজ সোমবার নিকুঞ্জে অবস্থিত ডিএসই ভবনে পুলিশ সদস্যদের নিয়ে যান। বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা সিআরও বাশারকে আটকের চেষ্টা করেন।
ক্ষতিগ্রস্থ বিনিয়োগকারীরা জানান, বাশারের কারনেই আজকে তাদের বিশাল ক্ষতি হয়েছে। সে যদি ঘুষ খেয়ে ব্রোকারেজ হাউজটিতে তদন্ত বন্ধ না করতো বা সঠিক তদন্ত রিপোর্ট দিত, তাহলে হাউজটির কর্মকর্তারা বিনিয়োগকারীদের টাকা মেরে দিতে পারতো না। তার এই কাজে সহযোগিতা করেছেন ডিএসইর কয়েকজন দূর্ণীতিবাজ কর্মকর্তা। তাই বিনিয়োগকারীদের ক্ষতির দায়ভার বাশারদের নিতে হবে। তাদের মতো দূর্ণীতিবাজ কর্মকর্তাদের ডিএসইতে থাকার কোন যোগ্যতা নেই। তারা যতদিন ডিএসইতে থাকবে, ততদিন বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্থ হবে।
এ বিষয়ে ডিএসইর প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক স্বাত্তিক আহমেদ শাহ অর্থসংবাদকে বলেন, বাজারের বর্তমান পরিস্থিতিতে মশিউর সিকিউরিটিজের বিনিয়োগকারীরা শঙ্কিত। হাউজটির ক্ষতিগ্রস্থ কিছু বিনিয়োগকারী পুলিশ নিয়ে ডিএসইতে এসেছিলেন। তারা সিআরও বাশারসহ কয়েকজনের বিষয়ে অভিযোগ করেছেন। এছাড়া কিছু প্রমাণাদি দিয়েছেন। তবে বিষয়গুলো আমার জানা নেই। এ বিষয়ে পর্ষদে আলাপ-আলোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।
বিনিয়োগকারীরা পুলিশের কাছে কোন লিখিত অভিযোগ করেছেন কিনা- এমন প্রশ্নে ডিএসইর সিএফও বলেন, মনে হয় না করেছে। তবে পুলিশ হয়তো কারও অনুরোধে ডিএসইতে এসেছিলেন। তবে তারা কিছু বলেননি।
এদিকে, খাইরুল বাশার আবু তাহের মোহাম্মদের বিরুদ্ধে পুঁজিবাজারের অনৈতিক হস্তক্ষেপের অভিযোগ দীর্ঘ দিনের। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সাবেক প্রভাবশালী কমিশনার শামসুদ্দীন আহমেদের ঘনিষ্ট বন্ধু হওয়ায় ডিএসইর সিআরওর অনৈতিক হস্তক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারেননি খোদ ডিএসইর কর্মকর্তারা। দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হলে বিএসইসির কমিশনার শামসুদ্দিন আহমেদ পদ হারালেও ডিএসই সিআরও রয়েছেন বহাল তবিয়তে।
প্রসঙ্গত, ইতোমধ্যে মশিউর সিকিউরিটিজের ব্যাপারে বেশকিছু ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বর্তমান কমিশন। এর মধ্যে আছে মশিউর সিকিউরিটিজের বিরুদ্ধে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন, ‘ফ্রি লিমিট’সহ দেওয়া সুযোগ-সুবিধা বন্ধ করা, পরিচালকদের ব্যাংক ও বিও হিসাব স্থগিত এবং জড়িত ও তাদের পরিবারের সদস্যদের দেশ থেকে পালানোর ওপর নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ। এছাড়া তদন্তের পর আইন অনুসারে আরও ব্যবস্থা নেওয়া হবে।
কাফি

পুঁজিবাজার
ট্রাস্ট ইসলামী লাইফের ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এ+’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-২’ রেটিং হয়েছে।
কোম্পানিটির গত ৩১ ডিসেম্বর,২০২৪ তারিখ পর্যন্ত নিরীক্ষিত এবং ১০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
এসএম
পুঁজিবাজার
সাউথইস্ট ব্যাংকের উদ্যোক্তার শেয়ার হস্তান্তর

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সাউথইস্ট ব্যাংক পিএলসির এক উদ্যোক্তা পর্ব ঘোষণা অনুযায়ী শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানির উদ্যোক্তা ইফতেখার আজিম আহমেদের কাছে থাকা ২ লাখ শেয়ার তার ছেলে সালেহ আহমেদকে (কোম্পানির সাধারণ শেয়ারহোল্ডার) হস্তান্তর করেছেন।
এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমসের বাইরে শেয়ারগুলো উপহার হিসেবে হস্তান্তর করেন এই উদ্যোক্তা। গত ০৭ সেপ্টেম্বর তিনি শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছিলেন।
এসএম
পুঁজিবাজার
মূল্য সংবেদনশীল তথ্য নেই হামি ইন্ডাস্ট্রিজের

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি হামি ইন্ডাস্ট্রিজ পিএলসির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে ১৪ সেপ্টেম্বর নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
উল্লেখ্য, গত ০৬ আগস্ট কোম্পানিটির শেয়ারদর ছিলো ৯৫ টাকা ৫০ পয়সায়। আর আজ রবিবার (১৪ সেপ্টেম্বর) বাজার শেষে শেয়ারটির দর বেড়ে ১২২ টাকা ৬০ পয়সায় দাড়িয়েছে। এসময়ের মধ্যে শেয়ারটির দর বেড়েছে ২৭ টাকা ১০ পয়সা।
এই দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই।
এসএম
পুঁজিবাজার
শেয়ার বিক্রয় করবে ন্যাশনাল হাউজিংয়ের কর্পোরেট উদ্যোক্তা

পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানি ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স পিএলসির কর্পোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানির কর্পোরেট উদ্যোক্তা শ ওয়ালেস বাংলাদেশ লিমিটেড কোম্পানির ২৫ লাখ ৮৮ হাজার ৯১০টি শেয়ারের মধ্যে ৮ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে।
আগামী ৩০ ত্রিশ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসই মাধ্যমে প্রচলিত বাজার মূল্যে (পাবলিক মার্কেটে) কোম্পানির উল্লেখিত পরিমান শেয়ার বিক্রয় করবে এ কর্পোরেট উদ্যোক্তা।
এসএম
পুঁজিবাজার
ব্লকে ৯ কোটি টাকার লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৫টি কোম্পানির ৯ কোটি ৫০ লক্ষ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, রবিবার কোম্পানিগুলোর মোট ২৬ লাখ ৬২ হাজার ৮৬৮ টি শেয়ার ৩৭ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৯ কোটি ৫০ লক্ষ ৬৪ হাজার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি ম্যারিকো বাংলাদেশের ২ কোটি ৩৪ লাখ ৯০ হাজার টাকার , দ্বিতীয় স্থানে রবি আজিয়াটার শেয়ার লেনদেন হয়েছে ২ কোটি ১৪ লাখ টাকার ও তৃতীয় স্থানে রবি আজিয়াটার ১ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।