কর্পোরেট সংবাদ
ভিসা পেমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস জিতলো স্ট্যান্ডার্ড চার্টার্ড
তিন বিভাগে ভিসা পেমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৪ জয় করেছে দেশের শীর্ষস্থানীয় ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। ভিসা লিডারশিপ কনক্লেভ ২০২৪ এর অংশ হিসেবে আয়োজিত অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়।
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ক্রেডিট কার্ড বিভাগে সর্বোচ্চ অ্যাওয়ার্ড ‘এক্সেলেন্স ইন কনজ্যুমার কার্ড’ এবং ইস্যু বিভাগের সর্বোচ্চ অ্যাওয়ার্ড ‘এক্সেলেন্স ইন কন্টাক্টলেস পেমেন্টস’ ও ‘এক্সিলেন্স ইন ক্রস-বর্ডার পেমেন্টস – ক্রেডিট’ অর্জন করেছে। অ্যাওয়ার্ড তিনটি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মূল্যবান গ্রাহকদের জন্য একটি বিস্তৃত নগদবিহীন ইকোসিস্টেম তৈরির প্রতিশ্রুতিকে তুলে ধরে।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয় বলেন, ক্যাশলেস বাংলাদেশ হয়ে ওঠার যাত্রায় আমরা ভিসার মতো অংশীদারদের পেয়ে আনন্দিত। নিরাপদ, সুরক্ষিত এবং সহজ পেমেন্ট প্রক্রিয়ার প্রচার ও প্রসার এর লক্ষ্যে আমরা ভিসার সাথে কাজ চালিয়ে যাবো। আমাদের সমস্ত গ্রাহক, নিয়ন্ত্রক এবং অংশীদারদের অবিরাম বিশ্বাস এবং সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানাই। আমি আমার সহকর্মীদের কাছেও কৃতজ্ঞ, যাদের উদ্যোগী মনোভাবের কারণে এই অর্জন সম্ভব হয়েছে।
গত বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী (সিইও) নাসের এজাজ বিজয় এবং ব্যবস্থাপনা পরিচালক ও ওয়েলথ অ্যান্ড রিটেইল ব্যাংকিংয়ের প্রধান মোহাম্মদ লুৎফুল হাবিব ব্যাংকের পক্ষে অ্যাওয়ার্ড গ্রহণ করেন।
দেশে ১২০ বছরের নিরবচ্ছিন্ন উপস্থিতির ধারাবাহিকতায়, স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশই একমাত্র বহুজাতিক সার্বজনীন ব্যাংক। স্ট্যান্ডার্ড চার্টার্ড সমাজের বিভিন্ন স্তরে বিনিয়োগের মাধ্যমে, বৃহত্তর অন্তর্ভুক্তি প্রচারে সেবার পরিসর ও স্কেল বৃদ্ধি করে এবং অংশীদারদের জন্য নতুন সুযোগ তৈরিতে বাণিজ্য ও উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। বছরের পর বছর ধরে, ব্যাংকটি বাজারে একাধিক ক্ষেত্রে প্রথম উদ্ভাবক হওয়ার গৌরব অর্জন করেছে। ডিজিটাল পেমেন্টে অগ্রগামী হিসেবে, স্ট্যান্ডার্ড চার্টার্ড সারা বাংলাদেশে গ্রাহকদের এমন পণ্য সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা তাদের সঞ্চয় করতে, ব্যয় করতে এবং বিভিন্ন ব্যতিক্রমী পুরস্কার এবং অফার উপভোগ করতে সক্ষম করে। ডিজিটাল পেমেন্টে অগ্রগামী হিসেবে, স্ট্যান্ডার্ড চার্টার্ড সারা বাংলাদেশে গ্রাহকদের সঞ্চয় করতে, ব্যয় করতে এবং বিভিন্ন ব্যতিক্রমী পুরস্কার এবং অফার উপভোগ করার সুযোগ সহজে করে দেয়, এমন পণ্য সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ ।
ব্যাংকের ক্রেডিট এবং ডেবিট কার্ড অফারগুলি অত্যাধুনিক উদ্ভাবন এবং প্রযুক্তিকে অন্তর্ভুক্ত করে, যা কার্ডধারীদের জীবনযাত্রার মান উন্নয়নে সাহায্য করে। বিশ্বে ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে অগ্রদূত ভিসা ইনকর্পোরেটেড। ভিসার লক্ষ্য হলো সবচেয়ে উদ্ভাবনী, নির্ভরযোগ্য ও নিরাপদ পেমেন্ট নেটওয়ার্কের মাধ্যমে বিশ্বকে সংযুক্ত করা– ব্যক্তি, ব্যবসা এবং অর্থনীতিকে উন্নত করতে সক্ষম করা।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
ইসলামী ব্যাংকের বঙ্গবাজার উপশাখা উদ্বোধন
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির রমনা কর্পোরেট শাখার অধীন বঙ্গবাজার উপশাখা উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) ঢাকার বঙ্গবাজারে এ নতুন উপশাখা উদ্বোধন করা হয়। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ সাঈদ উল্লাহ প্রধান অতিথি হিসেবে এ উপশাখার উদ্বোধন করেন।
ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রমনা কর্পোরেট শাখাপ্রধান মুহাম্মদ মহী উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মজনুজ্জামান। এতে স্বাগত বক্তব্য দেন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. হাসানুজ্জামান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন বঙ্গবাজার উপশাখা ইনচার্জ মো. জহির উদ্দিন।
গ্রাহক ও আমন্ত্রিত অতিথিবৃন্দের পক্ষ থেকে বক্তব্য দেন সমাজসেবক মো. নুরুন্নবী, রহমান গার্মেন্টসের প্রোপাইটর মোহাম্মদ জাবেদ ইকবাল ও জনি কালেকশনের প্রোপাইটর মোহাম্মদ আবদুল করিম। ধন্যবাদ জ্ঞাপন করেন বঙ্গবাজার উপশাখা ইনচার্জ মো. জহির উদ্দিন।
স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
পূবালী ব্যাংকের আইএসও সনদ অর্জন
পূবালী ব্যাংক পিএলসি তথ্য নিরাপত্তা ব্যবস্থাপনার ক্ষেত্রে আন্তর্জাতিকমানদন্ড আইএসও/আইইসি ২৭০০১:২০২২ সনদ অর্জন করেছে।
এ উপলক্ষে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইন্টারটেক বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর নেয়ামুল হাসান এবং প্রাইস ওয়াটারহাউস কুপার্স (পিডব্লিউসি) বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের কান্ট্রি ম্যানেজিংপার্টনার শামস জামান পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলীর হাতে সনদ হস্তান্তর করেন।
এই সনদ অর্জনের মাধ্যমে পূবালী ব্যাংক গ্রাহকদের তথ্য সুরক্ষা এবং সেবার মান নিশ্চিত করতে তাদের অঙ্গীকারের প্রতিফলন ঘটিয়েছে। এই সনদ প্রাপ্তি দেশের আর্থিক খাতের জন্য একটি উদাহরণ এবং গ্রাহকসেবার মান উন্নয়নে ব্যাংকের প্রতিশ্রুতি আরও সুদৃঢ় করবে।
ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী বলেন,আইএসও/আইইসি ২৭০০১:২০২২ সনদ প্রাপ্তি পূবালী ব্যাংকের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই সনদ গ্রাহকদের তথ্য সুরক্ষায় আমাদের প্রতিশ্রুতি এবং আধুনিক ব্যাংকিং সেবা প্রদানে আমাদের দক্ষতার স্বীকৃতি। আমরা এই অর্জনকে ভবিষ্যতের উন্নয়ন ও উদ্ভাবনের অনুপ্রেরণা হিসেবে বিবেচনা করছি।
অনুষ্ঠানে পূবালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ- মোহাম্মদ ইছা, মোহাম্মদ শাহাদাৎ হোসেন, আহমেদ এনায়েত মনজুর, মো. শাহনেওয়াজ খান ও মো. আনিসুজ্জামান এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের খুলনা অঞ্চলের বিজনেস রিভিউ মিটিং
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির খুলনা অঞ্চলের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) খুলনার একটি হোটেলে এটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান।
সভায় এক্সিকউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আব্দুস সালাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহ সারোয়ার মোস্তাফা আবুল উলায়ী ও খুলনার আঞ্চলিক প্রধান আহমেদ আশিক রাজী বক্তব্য দেন।
খুলনা অঞ্চলের সকল শাখা ব্যবস্থাপক ও ম্যানেজার অপারেশন এবং উপশাখা ইনচার্জ সভায় উপস্থিত ছিলেন।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
ইসলামী ব্যাংকের মেহেন্দিগঞ্জ উপশাখা উদ্বোধন
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বরিশাল শাখার অধীন মেহেন্দিগঞ্জ উপশাখা উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২২ ডিসেম্বর) বরিশালের মেহেন্দিগঞ্জে নতুন এ উপশাখার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে এ উপশাখার উদ্বোধন করেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ড. এম. কামাল উদ্দীন জসীম।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও বরিশাল জোনপ্রধান মো. সরোয়ার হোসাইন। স্বাগত বক্তব্য দেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও বরিশাল শাখাপ্রধান মো. নুরুজ্জামান।
গ্রাহক ও আমন্ত্রিত অতিথিবৃন্দের পক্ষ থেকে বক্তব্য দেন ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন খোকন গাজী ও মাহবুব আলম তালুকদার, পাতারহাট বণিক সমিতির সভাপতি জিয়া উদ্দিন সেলিম, সমাজসেবক মো. সফিকুল ইসলাম, এম সাইফুর রহমান ও গিয়াস উদ্দিন দিপেন, মেহেন্দিগঞ্জ পৌরসভার প্রাক্তন মেয়র মো. কামাল উদ্দিন খান ও সৈয়দ রফিকুল ইসলাম লাবু, মেহেন্দিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আ. রাজ্জাক খান এবং সাংবাদিক জাহেদুল বারি খোকন।
ধন্যবাদ জ্ঞাপন করেন মেহেন্দিগঞ্জ উপশাখা ইনচার্জ মো. রাকিবুল হাসান। স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
রাজবাড়ীর কালুখালীতে এনআরবিসি ব্যাংকের নতুন শাখার উদ্বোধন
এনআরবিসি ব্যাংক রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া বাজারে শুরু করেছে ব্যাংকিং কার্যক্রম। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) প্রধান অতিথি হিসেবে ব্যাংকের ১০৮তম কালুখালী শাখার উদ্বোধন করেন ব্যাংকের শেয়ারহোল্ডার আকতারুল ইসলাম বাচ্চু।
অনুষ্ঠানে রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খান, অ্যাডভোকেট ইমদাদুল হক, বিশিষ্ট ব্যবসায়ী ওয়াজেদ আলী বিশ্বাস, রতনদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম মন্ডল উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি আকতারুল ইসলাম বাচ্চু বলেন, এই অঞ্চলের শিল্পের উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান তৈরিতে এনআরবিসি ব্যাংক পৃষ্ঠপোষকতা করবে। আর্থ সামাজিক উন্নয়নেও এনআরবিসি ব্যাংক পাশে থাকবে। ব্যাংক সেবা থেকে বঞ্চিত মানুষের কাছে পৌঁছাতে নেটওয়ার্ক বিস্তৃত করছে এবং নানা ধরণের সময়পোযোগী পদক্ষেপ গ্রহণ করছে।
অনুষ্ঠানে ব্যাংকের ফরিদপুর জোনের এরিয়া ইনচার্জ জাকারিয়া ইসলাম, ইকুরিয়া শাখার ব্যবস্থাপক আবু সায়েম খান, বসুন্ধরা উপশাখার ইনচার্জ রিমা জামান, রাজবাড়ী শাখার ব্যবস্থাপক জাবির হোসেন, কুষ্টিয়া শাখার ব্যবস্থাপক মোশাররফ হোসেন, চুয়াডাঙ্গা শাখার ব্যবস্থাপক ইকবাল হোসেন, কালুখালী শাখার ব্যবস্থাপক মো. জসিরুল ইসলাম, সম্মানিত গ্রাহকবৃন্দ, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের সম্মৃদ্ধি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, সারাদেশের মানুষকে ব্যাংকিং সেবার আওতায় আনতে মানুষের দোরগোড়ায় ব্যাংকিং সেবা নিয়ে যাচ্ছে এনআরবিসি ব্যাংক। ইতোমধ্যে দেশের সহস্রাধিক এলাকায় সেবা দেয়া হচ্ছে। প্রথাগত ব্যাংকিং সেবার পাশাপাশি শরীয়াহভিত্তিক ইসলামী ব্যাংকিং সেবাও দিচ্ছে এনআরবিসি ব্যাংক।
কাফি