পুঁজিবাজার
ডিএসই ও ইউনিয়ন ইন্স্যুরেন্সের দ্বন্দে দেড় মাসে ৩ বার ক্যাটাগরি পরিবর্তন
পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ঘোষিত লভ্যাংশ বিতরণের তথ্য নিয়ে ধোঁয়াশা। এবিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা (সিআরও) খাইরুল বাশার আবু তাহের মোহাম্মদের সঙ্গে কোম্পানির দ্বন্দ সৃষ্টি হয়েছে। লভ্যাংশ বিতরণ সংক্রান্ত জটিলতায় গত দেড় মাসের মধ্যে তিন বার কোম্পানিটির শেয়ারের ক্যাটাগরি পরিবর্তন করেছে ডিএসই। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে কোম্পানিটির সাধারণ বিনিয়োগকারী। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ইউনিয়ন ইন্স্যুরেন্সের শেয়ারের ক্যাটাগরি একাধিকবার পরিবর্তন করেছে ডিএসই। বিনিয়োগকারীদের মধ্যে লভ্যাংশ বিতরণ সম্পন্ন হয়েছে জানিয়ে ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়। তবে এক মাস না যেতেই লভ্যাংশ বিতরণ সম্পন্ন হয়নি জানিয়ে আবারও ‘জেড’ ক্যাটাগরিতে পাঠিয়েছে ডিএসই। কোম্পানির সঙ্গে ডিএসইর সিআরও এর দ্বন্দে এমন ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। তবে এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিনিয়োগকারী।
ডিএসই সূত্র মতে, গত ৩১ ডিসেম্বর,২০২৩ সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। তবে নির্ধারিত সময়ের মধ্যে লভ্যাংশ বিতরণ সম্পন্ন না করায় গত ২৬ সেপ্টেম্বর কোম্পানিকে ‘জেড’ ক্যাটাগরিতে পাঠানো হয়। এর একমাস না যেতেই গত ২১ অক্টোবর লভ্যাংশ বণ্টন সম্পন্ন হয়েছে জানিয়ে কোম্পানির শেয়ার ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়। তবে আজ ১০ নভেম্বর ডিএসই জানায় কোম্পানিটি ঘোষিত লভ্যাংশ এখনো বিনিয়োগকারীদের পাঠায়নি। ফলে আজ আবারও ‘জেড’ ক্যাটাগরিতে পাঠায় ডিএসই।
এবিষয়ে রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ইউনিয়ন ইন্স্যুরেন্সের কোম্পানি সচিব শাফকাত মওলা অর্থসংবাদকে বলেন, ঘোষিত লভ্যাংশ পাঠানো হয়েছে। সেই তথ্য পেয়েই ‘এ’ ক্যাটাগরিতে পাঠিয়েছিলো ডিএসই। তবে আজ আবারও ‘জেড’ ক্যাটাগরিতে পাঠিয়েছে ডিএসই। লভ্যাংশ পাঠানো হয়েছে তবে ব্যাংক সংক্রান্ত জটিলতা রয়েছে। এছাড়া সম্প্রতি সময়ে ডিএসইর প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা (সিআরও) খায়রুল বাশারের সঙ্গে ঝামেলা চলছে। হতে পারে এ জন্য।
এবিষয়ে জানতে যোগাযোগ করা হলে ডিএসইর জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান বলেন, এবিষয়টি রেগুলেটরি অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট (আরএডি) দেখাশোনা করে। এ ব্যাপারটা সম্পূর্ণ তাদের হাতে।
এ ব্যাপারে জানতে ডিএসইর প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা (সিআরও) খাইরুল বাশার আবু তাহের মোহাম্মদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। ফলে এবিষয়ে তার মন্তব্যে জানা সম্ভব হয়নি।
ডিএসইর সিআরও খায়রুল বাশারের সাড়া না পাওয়া এটা নতুন কিছু নয়। অভিযোগ রয়েছে, ডিএসইর কারিগরি ত্রুটি বা বিভিন্ন সময় বিভিন্ন তথ্য জানতে প্রতিষ্ঠানটির প্রধান নিয়ন্ত্রণ কর্মকর্তা (সিআরও) খাইরুল বাশার আবু তাহের মোহাম্মদসহ কর্মকর্তাদের সাথে যোগাযোগ করলেও তারা সঠিক তথ্য দিতে পারেনি। ফলে বিনিয়োগকারীদের মধ্যে আরও বেশি ধোঁয়াশা তৈরি হয়। এতে বিরূপ প্রভাব পড়ে পুঁজিবাজারে। বিভিন্ন সময়ে ভুল তথ্য দেওয়া এবং জানতে চাইলে সঠিক তথ্য না দিতে পারাই ডিএসইর কর্মকর্তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে সাধারণ বিনিয়োগকারীসহ পুঁজিবাজার সংশ্লিষ্টরা। তবে সবচেয়ে বেশি অভিযোগ ডিএসইর বর্তমান সিআরওর বিরুদ্ধে। এছাড়াও খাইরুল বাশার আবু তাহের মোহাম্মদের বিরুদ্ধে পুঁজিবাজারের অনৈতিক হস্তক্ষেপের অভিযোগ দীর্ঘ দিনের। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সাবেক প্রভাবশালী কমিশনার শামসুদ্দীন আহমেদের ঘনিষ্ট বন্ধু হওয়ায় ডিএসইর সিআরওর অনৈতিক হস্তক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারেননি খোদ ডিএসইর কর্মকর্তারা। দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হলে বিএসইসির কমিশনার শামসুদ্দিন আহমেদ পদ হারালেও ডিএসই সিআরও রয়েছেন বহাল তবিয়তে।
এবিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম অর্থসংবাদকে বলেন, তালিকাভুক্ত কোম্পানিগুলোর ক্যাটাগরি পরিবর্তন সংক্রান্ত নোটিশ বিএসইসি থেকে জারি করা আছে। যেসব কোম্পানি অনুমোদিত লভ্যাংশের ন্যূনতম ৮০ শতাংশ বিতরণ নিশ্চিত করেছে, সেসব কোম্পানিকে জেড ক্যাটাগরি হতে প্রযোজ্য ক্যাটাগরিতে পাঠাতে নির্দেশ দিয়েছে বিএসইসি। নোটিশ অনুযায়ী ক্যাটাগরি পরিবর্তনের ক্ষমতা ডিএসইর হাতে। তবে ইউনিয়ন ইন্স্যুরেন্সের ক্যাটাগরি একাধিকবার কেন পরিবর্তন করা হয়েছে সেটা ডিএসই বলতে পারবে।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
আরএফএলের ২৩ শতাংশ লভ্যাংশ অনুমোদন
রংপুর ফাউন্ড্রী লিমিটেড (আরএফএল) ২০২৩-২০২৪ সালের শেয়ারহোল্ডারদের জন্য ২৩ শতাংশ হারে লভ্যাংশ অনুমোদন দিয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ভার্চ্যুয়াল মাধ্যমে অনুষ্ঠিত কোম্পানির ৪৪তম বার্ষিক সাধারণ সভায় এ অনুমোদন দেওয়া হয়।
সভায় কোম্পানির চেয়ারম্যান আহসান খান চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক রথীন্দ্র নাথ পাল, পরিচালক সাবিহা আমজাদ, পরিচালক চৌধুরী কামরুজ্জামান, পরিচালক (স্বতন্ত্র) মো. আব্দুস সালাম, পরিচালক (অর্থ) উজমা চৌধুরী, পরিচালক (হিসাব) চৌধুরী আতিয়ুর রাসুল, প্রধান অর্থ কর্মকর্তা কিশোর কুমার দেবনাথ, কোম্পানি সচিব মোহাম্মদ আমিনুর রহমান ও শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন।
সভায় বিনিয়োগকারীরা বিগত বছরগুলোতে কোম্পানির উল্লেখযোগ্য অগ্রগতির জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং কোম্পানির ব্যবসা পরিচালনায় উন্নয়নের জন্য কতিপয় মূল্যবান মতামত রাখেন।
কোম্পানির বিনিয়োগকারীদের অব্যাহত সমর্থন আহ্বান এবং সভার চেয়ারম্যানের প্রতি ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সভার কার্যক্রম সমাপ্ত হয়।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
প্রাণ এএমসিএলের লভ্যাংশ অনুমোদন
পুঁজিবাজারে তালিকাভুক্ত এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেডের (এএমসিএল-প্রাণ) ৩৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২৩-২০২৪ সালে শেয়ারহোল্ডারদের জন্য ৩২ শতাংশ হারে লভ্যাংশ অনুমোদিত হয়।
সভায় কোম্পানির চেয়ারম্যান আহসান খান চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা, পরিচালক সাবিহা আমজাদ, পরিচালক উজমা চৌধুরী, স্বতন্ত্র পরিচালক মো. আব্দুস সালাম, পরিচালক (হিসাব) চৌধুরী আতিয়ুর রাসুল, পরিচালক (বিপণন) চৌধুরী কামরুজ্জামান, প্রধান অর্থ কর্মকর্তা মোহাম্মদ ইয়ামীন ও কোম্পানি সচিব মোহাম্মদ শরিফুল ইসলামসহ শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন।
সভায় বিনিয়োগকারীরা বিগত বছরগুলোতে কোম্পানির উল্লেখযোগ্য অগ্রগতির জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং কোম্পানির ব্যবসায় পরিচালনায় উন্নয়নের জন্য কতিপয় মূল্যবান পরামর্শ দেন।
কোম্পানির বিনিয়োগকারীদের অব্যাহত সমর্থন আহ্বান এবং সভাপতির প্রতি ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সভার কার্যক্রম সমাপ্ত হয়।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
ব্লকে ৩২ কোটি টাকার লেনদেন
সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ৩৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৫৭ লাখ ৮৪ হাজার ৭৬২টি শেয়ার ৫৫ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩২ কোটি ৭১ লাখ ৯৫ হাজার টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ব্লকে সবচেয়ে বেশি বিকন ফার্মার ১৯ কোটি ৫০ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৫ কোটি ১০ লাখ ৯০ হাজার ও তৃতীয় স্থানে থাকা সোশ্যাল ইসলামী ব্যাংকের ১ কোটি ৮৮ লাখ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
গ্লোবাল হেভি কেমিক্যালসের এজিএম স্থগিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেডের ২৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আগামী ৩০ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় কোম্পানিটির ২৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণবশত এই এজিএম স্থগিত করা হয়।
এজিএমের নতুন সময় ও তারিখ পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছে কোম্পানিটি।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
বিডিকম অনলাইনের লভ্যাংশ বিতরণ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডিকম অনলাইন লিমিটেড গত ৩০ জুন, ২০২৪ সমাপ্ত হিসাববছরে জন্য ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটি সমাপ্ত হিসাববছরের নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমস ও বোনাস লভ্যাংশ বিও হিসাবের মাধ্যমে বিনিয়োগকারীদের পাঠিয়েছে।
গত ৩০ জুন, ২০২৪ সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিলো। এর মধ্যে ৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস লভ্যাংশ।
কাফি