পুঁজিবাজার
লভ্যাংশ বন্টনে বিএসইসির নোটিশ, ৯ কোম্পানিকে জরিমানার হুঁশিয়ারি
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৯ কোম্পানিকে ঘোষিত লভ্যাংশ বন্টনে সময়সীমা বেঁধে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নির্ধারিত সময়ের মধ্যে বিনিয়োগকারীদের মধ্যে লভ্যাংশ বন্টন না করলে এসব কোম্পানিগুলোর পরিচালকদের জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।
রবিবার (১০ নভেম্বর) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ৯৩০ তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কোম্পানিগুলো হচ্ছে- সাফকো স্পিনিং, প্যাসিফিক ডেনিমস, লুব-রেফ বাংলাদেশ, ওরিজা এগ্রো, মামুন এগ্রো, কৃষিবিদ ফিড, কৃষিবিদ সীড, বিডি পেইন্টস এবং অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘোষিত লভ্যাংশ বিধি মোতাবেক বন্টন না করায় পুঁজিবাজারে তালিকাভুক্ত এসব কোম্পানিসমূহকে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে অপরিশোধিত লভ্যাংশ প্রদান করতে হবে। অন্যথায় ইস্যুয়ার কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকসহ পরিচালনা পর্ষদের পরিচালকদের (স্বতন্ত্র পরিচালক ব্যাতিত) প্রত্যেককে ব্যক্তিগত তহবিল থেকে অর্থদন্ডে দন্ডিত করা হবে।
বিএসইসির সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে অপরিশোধিত লভ্যাংশ প্রদান করতে ব্যর্থ হলে সাফকো স্পিনিংয়ের ব্যবস্থাপনা পরিচালকসহ পরিচালনা পর্ষদের পরিচালকদের প্রত্যেককে ২০ লাখ, প্যাসিফিক ডেনিমসের ১৩ লাখ, লুব-রেফ বাংলাদেশের দুই কোটি ৩৫ লাখ, ওরিজা এগ্রোর ৪৭ লাখ, মামুন এগ্রোর ১৩ লাখ, কৃষিবিদ ফিডের ১০ লাখ, কৃষিবিদ সীডের ১০ লাখ, বিডি পেইন্টসের ৯৭ লাখ এবং অ্যাসোসিয়েটেড অক্সিজেনের এক কোটি ৯১ লাখ টাকা প্রত্যেক পরিচালকদের ব্যক্তিগত তহবিল থেকে অর্থদন্ডে দন্ডিত করা হবে।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
শেয়ার কারসাজির দায়ে ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ১২৬ কোটি টাকা জরিমানা
পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন প্রতিষ্ঠানের শেয়ার কারসাজির দায়ে ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এসব ব্যক্তি-প্রতিষ্ঠানকে সিকিউরিটিজ আইন ভঙ্গ করার দায়ে মোট ১২৬ কোটি টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ৯৩৫ তম কমিশন সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে বিএসইসির নিবাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিস্তারিত আসছে….
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
রাইট শেয়ার ইস্যু করবে বার্জার পেইন্টস
পুঁজিবাজারে বিবিধ খাতে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ রাইট শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। বিনিয়োগকারীদের ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে রাইট শেয়ার ইস্যু করা হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বার্জার পেইন্টস বাংলাদেশ ১৭টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার ইস্যু করতে চায়। এক্ষেত্রে প্রতিটি শেয়ার ১১১০ টাকা করে (প্রিমিয়াম ১১০০ টাকা) করে ইস্যু করতে চায়।
রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে তৃতীয় কারখানার প্রকল্পে ব্যবহার করতে চায় বার্জার পেইন্টস। এ লক্ষ্যে আগামী আগামী ২৫ জানুয়ারি বিশেষ সাধারণ সভা (ইজিএম) এর তারিখ নির্ধারণ করা হয়েছে। আর ইজিএমে অংশগ্রহণকারী শেয়ারহোল্ডার নির্বাচনে আগামী ২ জানুয়ারি রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
ব্লকে ১২ কোটি টাকার লেনদেন
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ২৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৬৬ লাখ ৯৭ হাজার ৭৭২টি শেয়ার ৪০ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১২ কোটি ৬৯ লাখ ৩১ হাজার টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (১০ ডিসেম্বর) ব্লকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ৪ কোটি ৮৪ লাখ শেয়ার লেনদেন হয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা আইডিএলসি ফাইন্যান্সের ১ কোটি ৮০ লাখ টাকার ও তৃতীয় স্থানে থাকা জিপিএইচ ইস্পাতের ১ কোটি ৪৩ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
একমি ল্যাবরেটরিজের উদ্যোক্তার শেয়ার বিক্রি
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের এক উদ্যোক্তা পূর্বঘোষণা অনুযায়ী শেয়ার বিক্রি সম্পন্ন করেছের।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানির উদ্যোক্তা পারভীন আক্তার খানম ২২ ৮ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন।
এর আগে, গত ২ ও ৪ ডিসেম্বর তিনি শেয়ারগুলো বিক্রয়ের ঘোষণা দিয়েছিলেন।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
আলিফ ইন্ডাস্ট্রিজের সর্বোচ্চ দরপতন
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৪০৫ টি কোম্পানির মধ্যে ১৪৭টি কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, মঙ্গলবার (১০ ডিসেম্বর) কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১ টাকা ৩০ পয়সা বা ৫ দশমিক ৩২ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এমারেল্ড অয়েলের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ১ টাকা ১০ পয়সা বা ৭ দশমিক ৯৬ শতাংশ। আর ১৫ টাকা বা ৪ দশমিক ৯০ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- খান ব্রাদার্সের ৪ দশমিক ৪২ শতাংশ, লাভেলো আইসক্রিমের ৪ দশমিক ২৫ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৩ দশমিক ৬২ শতাংশ, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের ৩ দশমিক ৪১ শতাংশ, মুন্নু সিরামিকের ৩ দশমিক ৪১ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৩ দশমিক ৩৮ শতাংশ এবং জেনেক্স ইনফোসিস পিএলসির শেয়ার দর ৩ দশমিক ২৫ শতাংশ কমেছে।
কাফি