পুঁজিবাজার
জিপিএইচ ইস্পাতের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত জিপিএইচ ইস্পাত লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ১৪ নভেম্বর বিকাল ৪টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় ৩০ সেপ্টেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পুঁজিবাজার
রবি আজিয়াটার ক্রেডিট রেটিং প্রকাশ

পুঁজিবাজারে টেলিযোগাযোগ খাতে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি রবি আজিয়াটা লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। কোম্পানিটিকে ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘এএ+’। আর স্বল্পমেয়াদী রেটিং হয়েছে ‘এসটি-১’।
রবি আজিয়াটার ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ওপর ভিত্তি করে এ ক্রেডিট রেটিং নির্ণয় করা হয়েছে।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
সূচকের পতনে বেড়েছে লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার পরিমানে লেনদেন কিছুটা বেড়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৯৫২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৯৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৩০ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৯৯ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৪ টির, দর কমেছে ২৪৬ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫৯ টির।
ডিএসইতে ৪৫৩ কোটি ৭৯ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১১৫ কোটি ১৫ লাখ টাকা বেশি। এর আগের দিন লেনদেন হয়েছিল ৩৩৮ কোটি ৬৪ লাখ টাকার ।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮২৮ পয়েন্টে।
সিএসইতে ২২০ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৮২ টির দর বেড়েছে, কমেছে ১১২টির এবং ২৬ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৯ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
দর বৃদ্ধির শীর্ষে এমারেন্ড ওয়েল

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (২৮ এপ্রিল) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৯৪টির দর বেড়েছে। আজ সবচেয়ে বেশি দর বেড়েছে এমারেন্ড ওয়েলের।
এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ১ টাকা ৮০ পয়সা বা ৯.১৮ শতাংশ বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান করে নিয়েছে কোম্পানিটির শেয়ার।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা খান ব্রাদার্সের শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ১০ টাকা বা ৮.৭২ শতাংশ।
আর ১ টাকা ১০ পয়সা বা ৫.৬৭ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে মিডল্যান্ড ব্যাংক।
এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- মিথুন নিটিংয়ের ৫.৪৫ শতাংশ, জুট স্পিনার্সের ৪.৩৪ শতাংশ,আসিবি এমপ্লয়িজ ফান্ড-১ এর ৪.১৭ শতাংশ, এশিয়া ইন্স্যুরেন্সের ৪.০২ শতাংশ, শেফার্ড ইন্ডাষ্ট্রিজের ৩.৯০ শতাংশ, এসএমইএলএফবি গ্রোথ ফান্ডের ৩.৮৫ শতাংশ এবং পেনিনসুলা চিটাগাংয়ের ৩.৭৪ শতাংশ দর বেড়েছে।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
রাশেদ মাকসুদ পদত্যাগ করলে ঘুরে দাঁড়াবে শেয়ারবাজার

দেশের পুঁজিবাজারে বিনিয়োগকারীদের রক্তক্ষরণ বেড়েই চলেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমতে কমতে চার বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। পুঁজিবাজারের এই সংকট দূর না করে বিশ্বের বিভিন্ন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অফিসারদের নিয়ে আয়োজিত প্রশিক্ষণ অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও কমিশনার মো. আলী আকবর।
বিএসইসি চেয়ারম্যানের এই বিদেশ যাওয়াকে ভ্রমণ বলছেন বিনিয়োগকারীদের সংগঠন বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের (বিসিএমআইএ) প্রেসিডেন্ট এসএম ইকবাল হোসেন। তিনি বলেন, শেয়ারবাজারে আগুণ লাগিয়ে রাশেদ মাকসুদ যাচ্ছেন বিদেশ ভ্রমণে।
তিনি আরও বলেন, রাশেদ মাকসুদ পদত্যাগ করলে ঘুরে দাঁড়াবে শেয়ারবাজার।
এর আগে গত বুধবার বিক্ষোভে বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের অপসারনের দাবিতে উত্তাল হয়ে উঠে মতিঝিল পাড়া। বিনিয়োগকারীদের এখন মূল দাবিই মাকসুদের পদত্যাগ। যার পদত্যাগেই শেয়ারবাজার ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস বিনিয়োগকারীদের।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
দরপতনের শীর্ষে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (২৮ এপ্রিল) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৯টি প্রতিষ্ঠানের মধ্যে ২৪৬টির দর কমেছে। আজ সবচেয়ে বেশি দর কমেছে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের।
এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৬ টাকা ৩০ পয়সা বা ১০.৯৬ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।
পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা শাহাজীবাজার পাওয়ারের দর কমেছে আগের দিনের তুলনায় ৪ টাকা ৩০ পয়সা বা ৯.৭৭ শতাংশ।
আর ৪০ পয়সা বা ৮.৭০ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে ইউনিয়ন ক্যাপিটাল।
এছাড়া, আজ ডিএসইতে পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- প্রাইম ইন্স্যুরেন্সের ৬.৮২ শতাংশ, ওয়াইম্যাক্সের ৬.৬৪ শতাংশ, পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের ৬.৬৪ শতাংশ, রেনউইক যজেনশ্বরের ৬.৬১ শতাংশ, এনার্জি পাওয়ারের ৬.৪২ শতাংশ, বীচ হ্যাচারির ৬.৪২ শতাংশ এবং ইন্ট্রাকো সিএনজির ৬.০২ শতাংশ দর কমেছে।