পুঁজিবাজার
বাই ব্যাক আইন দরকার মনে করছে ৬০ শতাংশ বিনিয়োগকারী

দেশের পুঁজিবাজারে চলমান অস্থিতিশীল অবস্থার জন্য দায়ী সুশাসন। বাজারে সুশাসন ফেরাতে অংশীজনরা নিয়মিতই জোর দিয়ে যাচ্ছেন। তবে নানান সংস্কারের আলোচনা আসলেও পুঁজিবাজারে ফিরছে না সুশাসন। বাজারে সুশাসন ফেরাতে কোন বিষয় বেশি প্রয়োজন- তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি জরিপ আয়োজন করে অনলাইন বিজনেস পোর্টাল অর্থসংবাদ।
জরিপে জানতে চাওয়া হয়, পুঁজিবাজারে সুশাসনের জন্য কোন বিষয় জরুরি বলে আপনি (বিনিয়োগকারী) মনে করেন? তাতে তিনটি অপশনও জুড়ে দেওয়া হয়। অপশনগুলো হলো- বাই ব্যাক আইন চালু করা, আন-অডিটেট রিপোর্ট বন্ধ করা এবং পরিচালকদের ৩০ শতাংশ শেয়ার ধারণ করা।
অর্থসংবাদ পরিচালিত এ জরিপে মোট ৬৭০ জন বিনিয়োগকারী (পাঠক) অংশগ্রহণ করেন। এতে বাই ব্যাক আইন চালু করার পক্ষে ভোট পড়ে ৪০৬টি। যা মোট ভোটের ৬০ শতাংশ। এছাড়া পরিচালকদের ৩০ শতাংশ শেয়ার ধারণে ১৮২ ভোট এবং আন-অডিটেট রিপোর্ট বন্ধে ৮২টি ভোট প্রদান করে বিনিয়োগকারীরা।
এমআই

পুঁজিবাজার
ইউনিয়ন ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ওয়াসো ক্রেডিট রেটিং (বিডি) লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এএএ’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-১’ রেটিং হয়েছে।
কোম্পানিটির গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত নিরীক্ষিত এবং ২০২৫ তারিখে দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
পুঁজিবাজার
অস্বাভাবিক শেয়ারদর বৃদ্ধির কারণ জানে না ওয়াটা কেমিক্যালস

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়াটা কেমিক্যালস লিমিটেডের শেয়ারদর অস্বাভাবিক বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। সম্প্রতি কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিক বৃদ্ধির কারণে ডিএসই’র পাঠানো নোটিশের জবাবে এ তথ্য জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, গত ১৫ জুন কোম্পানিটির শেয়ার দর ছিল ৯৯ টাকা ৫০ পয়সা। আর গত ২৮ আগস্ট বাজার শেষে কোম্পানিটির শেয়ার দর ১৫৯ টাকা ২০ পয়সায় উন্নীত হয়েছে। অর্থাৎ এসময়ের মধ্যে শেয়ারটির দর বেড়েছে ৫৯ টাকা ৭০ পয়সা।
এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।
কাফি
পুঁজিবাজার
সূচক ঊর্ধ্বমুখী, দুই ঘণ্টায় ৬৮৮ কোটি টাকার লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম দুই ঘন্টায় টাকা অংকে লেনদেন হয়েছে ৬৮৮ কোটি টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রোববার (৩১ আগস্ট) বেলা ১২টায় পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৮১ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫৯৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ২১ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে এবং ‘ডিএস৩০’ সূচক ৩৬ দশমিক ২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১২২৮ ও ২১৯৩ পয়েন্টে।
এদিনে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৭২টি, কমেছে ৫৭টি এবং অপরিবর্তিত রয়েছে ৬৩টি কোম্পানির শেয়ারের।
কাফি
পুঁজিবাজার
উৎপাদনক্ষমতা বাড়াতে নতুন মেশিন কিনবে ইভিন্স টেক্সটাইলস

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ইভিন্স টেক্সটাইলস লিমিটেড উৎপাদনক্ষমতা বাড়ানোর লক্ষ্যে ১৪ কোটি ৬২ লাখ টাকায় ডেনিম ফেব্রিক উৎপাদনের নতুন মেশিনারিজ কেনার সিদ্ধান্ত নিয়েছে।
শনিবার (৩০ আগস্ট) অনুষ্ঠিত ইভিন্স টেক্সটাইলসের পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৈঠকে দুই ধরনের ব্র্যান্ড নিউ মূলধনী মেশিন কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। এগুলো হচ্ছে- কন্টিনিউয়াস ডেনিম ডায়িং সাইজিং মেশিন উইথ স্ট্যান্ডার্ড এক্সেসরিজ ও হাইস্পিড ওয়ারপিং মেশিন উইথ স্ট্যান্ডার্ড এক্সেসরিজ। এসব মেশিন কিনতে ১২ লাখ ডলার ব্যয় হবে, স্থানীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৪ কোটি ৬২ লাখ টাকা।
কাফি
পুঁজিবাজার
মূল্য সংবেদনশীল তথ্য নেই প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড শেয়ারদর অস্বাভাবিক বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। সম্প্রতি কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিক বৃদ্ধির কারণে ডিএসই’র পাঠানো নোটিশের জবাবে এ তথ্য জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, গত ১২ আগস্ট কোম্পানিটির শেয়ার দর ছিল ৪৬ টাকা ৫০ পয়সা। আর গত ২৮ আগস্ট বাজার শেষে কোম্পানিটির শেয়ার দর ৬২ টাকা ৫০ পয়সায় উন্নীত হয়েছে। অর্থাৎ এসময়ের মধ্যে শেয়ারটির দর বেড়েছে ১৭ টাকা।
এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।
কাফি