পুঁজিবাজার
১৬১ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ছাড়বে প্রিমিয়ার সিমেন্ট

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি প্রিমিয়ার সিমেন্টের পরিচালনা পর্ষদ প্রেফারেন্স বা অগ্রাধিকারমূলক শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। চড়া সুদের ঋণ পরিশোধ ও স্থিতিপত্র (ব্যালান্স শিট) পুনর্গঠনে কোম্পানিটি ১৬১ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে কোম্পানিটি ৩২২টি নতুন প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে। প্রতিটির ফেসভ্যালু বা অভিহিত মূল্য হবে ৫০ লাখ টাকা। এসব শেয়ারের মেয়াদ হবে ৫ বছর। মেয়াদ শেষে এসব শেয়ার পুরোপুরি অবসায়িত হবে। থাকবে না কোনো রূপান্তর সুবিধা।
কোম্পানিটি জানায়, দেশের বাণিজ্যিক ব্যাংক, করপোরেট প্রতিষ্ঠান, ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান, উচ্চ সম্পদশালী ব্যক্তি, কোম্পানির উদ্যোক্তা-পরিচালক, সম্পদ ব্যবস্থাপক কোম্পানি ও ব্রোকারেজ হাউসের মধ্যে এই শেয়ার বিক্রি করা হবে। পাঁচ বছর মেয়াদি এই শেয়ারের বিপরীতে সুদ হার নির্ধারিত সময় পরপর পুনর্নির্ধারণের সুযোগ পাবেন বিনিয়োগকারীরা। ৬০ মাস মেয়াদি শেয়ারের ১২ মাস, ৩০ মাস ও ৪২ মাস পর সুদ হার পুনর্নির্ধারিত হবে ইস্যুয়ার কোম্পানি ও বিনিয়োগকারীর সমঝোতার ভিত্তিতে।
এদিকে প্রেফারেন্স শেয়ার ইস্যুর ঘোষণার দিনে আজ শেয়ারবাজারে কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ ছিল। ফলে শেয়ারের দামে এ ঘোষণার কোনো প্রভাব দেখা যায়নি।
এমআই

পুঁজিবাজার
বড় লোকসানে বাটা সু

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড গত ৩০ জুন,২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৫-জুন’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হলেও আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির লোকসান হয়েছে।
বুধবার (৩০ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি ৭ টাকা ৫ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে ১৩ টাকা ৭৩ পয়সা আয় হয়েছিল।
আলোচিত হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৫-জুন’২৫) কোম্পানিটির সমন্বিত আয় হয়েছে ১৯ টাকা ৮৭ পয়সা। গত বছরের একই সময়ে সমন্বিত আয় ছিল ২৭ টাকা ১৬ পয়সা।
দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ২৯ টাকা ৩৫ পয়সা, যা গত বছরের একই সময়ে ১১ টাকা ৫০ পয়সা ছিল।
গত ৩০ জুন,২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য ছিল ২২৯ টাকা ৬০ পয়সা।
এসএম
পুঁজিবাজার
পূরবী জেনারেলের আয় কমেছে ৬ শতাংশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি গত ৩০ জুন,২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৫-জুন’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে ৬ দশমিক ২৫ শতাংশ।
বুধবার (৩০ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৫ পয়সা। আগের বছর একই সময়ে ৪৮ পয়সা আয় হয়েছিল।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৫-জুন’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ৭৮পয়সা। গত বছরের একই সময়ে ৯০ পয়সা আয় হয়েছিল।
আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৭০ পয়সা, যা আগের বছর একই সময়ে ৯০ পয়সা ছিল।
গত ৩০ জুন,২০২৫ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৪ টাকা ৭৯ পয়সা।
এসএম
পুঁজিবাজার
সিকদার ইন্স্যুরেন্সের ইপিএস কমেছে ৩৬ শতাংশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড গত ৩০ জুন,২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৫-জুন’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে ৩৬ দশমিক ৩৬ শতাংশ।
বুধবার (৩০ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৪ পয়সা। গত বছর একই সময়ে ২২ পয়সা আয় হয়েছিল।
আলোচিত হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৫-জুন’২৫) কোম্পানিটির সমন্বিত আয় হয়েছে ৩৫ পয়সা। গত বছরের একই সময়ে সমন্বিত আয় ছিল ৪৪ পয়সা।
দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৩৪ পয়সা, যা গত বছরের একই সময়ে ২ পয়সা ছিল।
গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য ছিল ১০ টাকা ৮ পয়সা।
এসএম
পুঁজিবাজার
পূবালী ব্যাংকের ইপিএস বেড়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি পূবালী ব্যাংক পিএলসি গত ৩০ জুন,২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৫-জুন’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
বুধবার (৩০ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
আলোচিত হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৫-জুন’২৫) কোম্পানিটির সমন্বিত আয় হয়েছে ৪ টাকা ৪৪ পয়সা। গত বছরের একই সময়ে সমন্বিত আয় ছিল ৩ টাকা ৩২ পয়সা (রিস্টেটেড)।
দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৩৮ টাকা ৫৪ পয়সা, যা গত বছরের একই সময়ে ৩৮ টাকা ৩৮ পয়সা ছিল।স্টক ব্রোকারেজ পরিষেবা
গত ৩০ জুন,২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য ছিল ৪৪ টাকা ১৭ পয়সা।
এসএম
পুঁজিবাজার
নেগেটিভ ইক্যুইটির প্রভিশন সংরক্ষণে কর্মপরিকল্পনা জমার সময় বাড়লো

পুঁজিবাজারে টানা দরপতনের পরিপ্রেক্ষিতে মার্জিন হিসাবে আনরিয়েলাইজড লস বা সৃষ্ট নেগেটিভ ইক্যুইটির ওপর প্রভিশন সংরক্ষণের সময়সীমা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তবে প্রভিশন সংরক্ষণের সুনির্দিষ্ট ও গ্রহণযোগ্য কর্মপরিকল্পনা তৈরি করে পরিচালনা পর্ষদের অনুমোদনসহ ৩০ জুনের মধ্যে কমিশনে জমা দিতে নির্দেশ দিলেও অনেক বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান ব্যর্থ হওয়ায় এ সময়সীমা আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।
মঙ্গলবার (২৯ জুলাই) অনুষ্ঠিত ৯৬৫তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (৩০ জুলাই) বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) আবেদনের পরিপ্রেক্ষিতে ৯৫৩তম কমিশন সভায় স্টক ব্রোকার এবং মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজারদের গ্রাহকের মার্জিন অ্যাকাউন্টে আনরিয়েলাইজড লস বা সৃষ্ট নেগেটিভ ইক্যুইটির ওপর প্রভিশন সংরক্ষণের সময়সীমা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করার সিদ্ধান্ত গৃহীত হয়। তবে এ সুবিধা গ্রহণ করার জন্য যেসব স্টক ব্রোকার এবং মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজার’র নেগেটিভ ইক্যুইটি বা আনরিয়েলাইজড লস রয়েছে, তাদের প্রত্যেককে নেগেটিভ ইক্যুইটি বা আনরিয়েলাইজড লসের ওপর প্রভিশন সংরক্ষণের সুনির্দিষ্ট ও গ্রহণযোগ্য কর্মপরিকল্পনা তৈরি করে পরিচালনা পর্ষদের অনুমোদনসহ আগামী ৩০ জুনের মধ্যে কমিশনে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলেও অনেকে ব্যর্থ হয়েছে। এতে ফের ডিবিএর আবেদনের পরিপ্রেক্ষিতে ৯৬৫তম কমিশন সভায় কর্মপরিকল্পনা জমার সময় চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হয়।
সেই সঙ্গে পূর্বে যেসব বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানসমূহ পরিচালনা পর্ষদের অনুমোদন ব্যতিত কর্মপরিকল্পনা দাখিল করেছেন সেসকল প্রতিষ্ঠান ৩০ সেপ্টেম্বরের মধ্যে পুনরায় বোর্ড অনুমোদনসহ কর্মপরিকল্পনা দাখিল করতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এসএম