Connect with us

ক্যাম্পাস টু ক্যারিয়ার

ইবির আইন বিভাগের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

Published

on

ইবির আইন বিভাগের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন একাডেমিক ভবনের ২৩৭ নং কক্ষে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. রেবা মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মুহাম্মদ নসরুল্লাহ। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. নুরুন্নাহার, অধ্যাপক ড. হালিমা খাতুন, ড. মাকসুদা আক্তার মুনিয়া, অধ্যাপক ড. আনিচুর রহমান, সহযোগী অধ্যাপক ড. আরমিন খাতুন এবং বিভাগের তিন শতাধিক শিক্ষার্থীবৃন্দ।

স্মৃতি রোমন্থন অংশে বিদায়ী শিক্ষার্থীরা বলেন, আজ থেকে কয়েকবছর আগে বাবা মায়ের হাত ধরে গুটি গুটি পায়ে এই বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম। আসতে আসতে সিনিয়র হয়েছি, তারপর একটা সময় আমাদের বিদায়ের সময় হাজির হয়েছে। আর কখনো আমাদের মেসেঞ্জার গ্রুপে ক্লাসের নোটিশ আসবে না, দুপুর ২ টার পরের ক্লাস নিয়ে কেও শোরগোল করবে না, এসাইনমেন্ট, প্রেজেন্টেশন, সেমিস্টার ফাইনাল নিয়ে আর চাপে থাকবো না। এই বিভাগ শুধু আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা দেয়নি, একজন প্রকৃত মানুষ হওয়ার শিক্ষা দিয়েছে। আমরা আজীবন এই বিভাগের কাছে ঋণী।

বিদায়ী সম্ভাষণে বিভাগের শিক্ষকরা বলেন, এটা বিদায় নয়। এটা শুধু জায়গার পরিবর্তন, স্থানের পরিবর্তন ও দায়িত্বের পরিবর্তন। আমাদের শিক্ষার্থীরা কখনো সাবেক হয়না, তারা সব সময়ই আমাদের শিক্ষার্থী রয়ে যায়। আমরা সাধ্যমতো চেষ্টা করেছি তোমাদের সঠিক শিক্ষাটা দিতে, জীবনে চলার পথকে সহজ করে দিতে। যেসব কারণে তোমরা সময়মতো বের হতে পারোনি, তার দায়ভার সম্পূর্ণ আমাদের। তোমরা সবসময়ই আমাদের হৃদয়ে জাগ্রত থাকবে।

বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, আমি বিশ্বাস করি শিক্ষকদের কাছ থেকে আহরিত জ্ঞান একাডেমিক, রিসার্চে এবং অন্যান্য জায়গায় বাস্তবায়নের জন্য সাধ্যমতো চেষ্টা করেছো। এখন সময় এসেছে যা আহরণ করেছো সেই জ্ঞান জাতীয়ভাবে বিতরণের পালা। তোমাদের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পরিচয় বহন করবে। আইন বিভাগের শিক্ষার্থী হিসেবে প্রফেশনাল লাইফে অনেক অপশন তোমাদের আছে। আইটি বেজড অনেক আইন তৈরি হচ্ছে। আইনের স্টুডেন্ট হিসেবে ইন্টেলেকচুয়াল প্রপার্টি আইন পড়েছো। সেখানেও লিড করতে পারবে।

এমআই/সাকিব

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্যাম্পাস টু ক্যারিয়ার

বিটিভিতে চাকরির সুযোগ

Published

on

ফিনিক্স

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) জেলা প্রতিনিধি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশ টেলিভিশন জেলা প্রতিনিধি নিয়োগ নীতিমালা-২০১৬ অনুযায়ী জেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে।

আবেদনের যোগ্যতা

আবেদনকারীকে কমপক্ষে স্নাতক পাস হতে হবে। সাংবাদিকতা বিষয়ে ডিগ্রিধারী বা প্রশিক্ষণপ্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীদের মাইক্রোফোন উপযোগী কণ্ঠস্বর, আকর্ষণীয় বাচনভঙ্গি ও প্রমিত বাংলা উচ্চারণের অধিকারী হতে হবে। ক্যামেরার সামনে নিঃসংকোচ ও সাবলীলভাবে কথা বলার যোগ্যতা থাকতে হবে। আবেদনকারীকে ক্যামেরা, এডিটিং ও ইন্টারনেট বিষয়ে কারিগরি জ্ঞানসম্পন্ন হতে হবে।

বয়স: আবেদনকারীর সর্বনিম্ন বয়স ৩০ বছর হতে হবে।

অযোগ্যতা: মামলায় সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তি, সরকারি যেকোনো খাতের বেতনভুক্ত কর্মচারী ও নির্বাচিত কোনো জনপ্রতিনিধি আবেদন করতে পারবেন না।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: উপমহাপরিচালক (বার্তা), বাংলাদেশ টেলিভিশন, সদর দপ্তর, রামপুরা, ঢাকা।

আবেদনের শেষ সময়: ১০ নভেম্বর ২০২৪।

এমআই

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

ক্যাম্পাস টু ক্যারিয়ার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ১২ এপ্রিল

Published

on

ফিনিক্স

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের পরীক্ষার ভর্তি উপ-কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৫ নভেম্বর) স্নাতকের ভর্তি পরীক্ষা সংক্রান্ত এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় আগামী ১২, ১৯ ও ২৬ এপ্রিল পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত হয়েছে। তবে এই তারিখ চূড়ান্ত নয় বলে সন্ধ্যায় জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মোহা. ফরিদ উদ্দিন খান।

অন্যদিকে এবারো সিলেকশন প্রথা থাকবে বলে জানিয়েছেন তিনি। তার ভাষ্যমতে, দেশের ৫ বিভাগে অনুষ্ঠিতব্য এ পরীক্ষায় একবারে মোট ১ লাখের মতো শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবেন। ফলে প্রাথমিক পর্যায়ে আবেদনকারী সব শিক্ষার্থী চূড়ান্ত আবেদনের সুযোগ পাবেন না।

অধ্যাপক ফরিদ খান বলেন, আজ ‘ভর্তি উপকমিটি’র মিটিং ছিল। সবাই মিলে যে সিদ্ধান্তগুলো নিয়েছে তা ‘ভর্তি কমিটি’র কাছে সুপারিশ করা হবে। ‘ভর্তি কমিটি’ এ সুপারিশ আমলে নিতেও পারেন আবার নাও পারেন। কারণ ভর্তি পরীক্ষা-সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত ‘ভর্তি কমিটি’ নিয়ে থাকেন। তবে তারিখ পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুবই কম।

সিলেকশনের বিষয়ে তিনি জানান, পাঁচটা বিভাগে যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আছে ওই সব বিশ্ববিদ্যালয়ে একবারে এক লাখের মতো শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবে। ফলে এক লাখের বেশি শিক্ষার্থী আবেদন করলে সিলেকশন করা লাগবে। তবে সার্বিক বিষয়ে ‘ভর্তি কমিটি’ সিদ্ধান্ত নেবে। আগামী ১৪ নভেম্বরে এ বিষয়ে জানা যাবে।

এর আগে বিকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রাবির ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি উপ-কমিটির সভায় সর্বসম্মতভাবে রাবি ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুরে অবস্থিত পাবলিক বিশ্ববিদ্যালয়ে আগামী ২০২৫ সালের ১২, ১৯ ও ২৬ এপ্রিল তারিখে ভর্তি পরীক্ষা গ্রহণের সুপারিশ করা হয়।

এমআই

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

ক্যাম্পাস টু ক্যারিয়ার

১২৪ জন বাংলাদেশিকে বৃত্তি দেবে রাশিয়া

Published

on

ফিনিক্স

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ব্যাচেলর, মাস্টার্স ও পিএইচডি কোর্সে ১২৪টি বৃত্তি ঘোষণা করেছে রাশিয়া সরকার। শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি, বাংলাদেশের শিক্ষার্থীদের রাশিয়ার শিক্ষা ও সংস্কৃতির সাথে ঘনিষ্ঠ পরিচয় করিয়ে দেওয়ার জন্য এই উদ্যোগ।

আবেদন প্রক্রিয়া এবং প্রয়োজনীয় কাগজপত্র:

এই শিক্ষা বৃত্তির জন্য অনলাইনে https://education-in-russia.com এই ঠিকানায় আবেদন করা যাবে। আবেদন করার শেষ তারিখ ১৫ জানুয়ারি ২০২৫। তবে আবেদনের আগে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিশ্চিত করতে হবে। প্রথমেই সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও মার্কসিটের মূল এবং ফটোকপি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সত্যায়িত হতে হবে। এ ছাড়া পাসপোর্টটি ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে পরবর্তী ১৮ মাসের মেয়াদ সম্পন্ন থাকতে হবে।

অনলাইনে আবেদন সম্পন্ন হওয়ার পর, শিক্ষার্থীদের রাশিয়ান হাউস ইন ঢাকায় শিক্ষাগত সনদের কপি, পাসপোর্টের ফটোকপি, স্বাস্থ্য সনদ, ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াকরণে সম্মতিপত্র ও একটি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা দিতে হবে।

সরাসরি তথ্য সংগ্রহের সুযোগ:

আবেদন প্রক্রিয়া সম্পর্কে আরও বিশদ জানার জন্য শিক্ষার্থীরা প্রতি রোববার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাশিয়ান হাউস ইন ঢাকার শিক্ষা বিভাগে যোগাযোগ করতে পারবেন। এ ছাড়া উচ্চশিক্ষার সুযোগ এবং আবেদন প্রক্রিয়ার খুঁটিনাটি জানতে আগামী ২২ অক্টোবর ২০২৪ বিকেল ৪টায় রাশিয়ান হাউস ইন ঢাকায় আয়োজিত ‘রাশিয়ায় উচ্চশিক্ষা’ বিষয়ক সেমিনারে অংশ নিতে পারেন।

রাশিয়ার উচ্চশিক্ষার গুরুত্ব এবং ভবিষ্যৎ সম্ভাবনা:

রাশিয়ায় উচ্চশিক্ষা শুধুমাত্র একাডেমিক মানোন্নয়নেই সীমাবদ্ধ নয়। এটি শিক্ষার্থীদের আন্তর্জাতিক অভিজ্ঞতা, বিভিন্ন সংস্কৃতির সাথে সংযোগ এবং গবেষণার আধুনিক সুযোগ সুবিধা প্রদান করে। রাশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে বিজ্ঞান, প্রযুক্তি, চিকিৎসা, এবং মানবিক বিষয়ে শক্তিশালী গবেষণা কার্যক্রম রয়েছে, যা বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য একটি নতুন জ্ঞানভাণ্ডার।

রাশিয়ায় শিক্ষালাভের পাশাপাশি শিক্ষার্থীরা রাশিয়ার জীবনযাপন, সংস্কৃতি এবং বিভিন্ন আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে মানসিক ও সামাজিক সম্পর্ক স্থাপন করতে পারবে। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য রাশিয়ান সরকার প্রদত্ত এই বৃত্তি শুধু একটি শিক্ষার সুযোগ নয়, বরং জীবন ও ক্যারিয়ারকে সমৃদ্ধ করার একটি অসাধারণ সম্ভাবনা।

যোগাযোগের তথ্য:

যেকোনো ধরনের সহায়তার জন্য শিক্ষার্থীরা সরাসরি সৈয়দ বজলুল হাসান রাজীবের সাথে যোগাযোগ করতে পারেন (৪২, ভাষা সৈনিক এম এ মতিন সড়ক, ধানমন্ডি আ/এ, ঢাকা-১২০৫। মোবাইল: ০১৮১৭২৯৪৫৯৫)। তিনি রাশিয়ান হাউস ইন ঢাকার শিক্ষা বিভাগীয় প্রধান হিসেবে কাজ করছেন এবং এই বৃত্তি সম্পর্কিত সব তথ্য প্রদানে সর্বদা প্রস্তুত।

রাশিয়ার শিক্ষা ও সংস্কৃতির সাথে পরিচিত হতে এবং নিজেকে আন্তর্জাতিকভাবে প্রাসঙ্গিক করতে এই বৃত্তি বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য এক অপার সুযোগ।

কাফি

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

ক্যাম্পাস টু ক্যারিয়ার

ঢাবির ভর্তিতে নাতি-নাতনি ও পোষ্য কোটা বাতিলে নোটিশ

Published

on

ফিনিক্স

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তিতে মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনি কোটা, শিক্ষক-কর্মকর্তাদের সন্তানদের জন্য পোষ্য কোটা ও খোলায়াড় কোটা বাতিলের জন্য আইনি নোটিশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সোলায়মান তুষার ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি (প্রশাসন), প্রো-ভিসি (শিক্ষা) ও রেজিস্ট্রারকে ই-মেইলে এই নোটিশ পাঠানো হয়েছে।

ব্যারিস্টার সোলায়মান তুষার ছাড়া নোটিশদাতা অন্যরা হলেন- ব্যারিস্টার মাহদী জামান (বনি), অ্যাডভোকেট বায়েজীদ হোসাইন, অ্যাডভোকেট শাহেদ সিদ্দিকী।

নোটিশে বলা হয়েছে, আগামী পাঁচ দিনের মধ্যে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের ‘সন্তানদের’ জন্য ৫ শতাংশ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ১ শতাংশ এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য ১ শতাংশ বহাল রেখে বাকি সব কোটা বাতিল করতে হবে। নোটিশ গ্রহীতারা ব্যবস্থা না নিলে সুপ্রিম কোর্টে রিটসহ বিষয়টি নিয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে।

নোটিশে আরও বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় বাঙালি জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতীক। প্রতিষ্ঠার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক ও কর্মকর্তারা সব গণতান্ত্রিক ও অধিকার রক্ষার আন্দোলনে অবদান রেখেছেন। সর্বশেষ ২০২৪ সালের জুলাই-আগস্টের কোটা সংস্কার আন্দোলন ও স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক ও কর্মকর্তাদের ভূমিকা ছিল অবিস্মরণীয়।

নোটিশে আইনজীবীরা জানান, একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া অবশ্যই মেধার ভিত্তিতে হতে হবে এবং অন্য কোনো মানদণ্ডে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া সাধারণত বৈষম্যমূলক, স্বেচ্ছাচারী এবং অযৌক্তিক, কোনো বৈধ রাষ্ট্রীয় উদ্দেশ্যের সঙ্গে কোনো যৌক্তিক সম্পর্ক নেই।

নাতি-নাতনি কোটা সংবিধান ও সুপ্রিম কোর্টের রায়ের পরিপন্থি উল্লেখ করে বলা হয়, দেশের সর্বোচ্চ আদালত মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের সন্তানদের জন্য সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিতে মাত্র ৫ শতাংশ কোটা নির্ধারণ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়ার ক্ষেত্রেও এই রায় প্রয়োগ করতে হবে। মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটায় ভর্তির সুযোগ সৃষ্টি করা সংবিধান ও সুপ্রিম কোর্টের রায়ের পরিপন্থি।

পোষ্য কোটা বৈষম্যমূলক উল্লেখ করে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ২৮ (০৪) অনুচ্ছেদ অনুযায়ী নারী বা শিশুদের অনুকূলে বা নাগরিকদের যেকোনো অনগ্রসর অংশের উন্নতির জন্য বিশেষ বিধান করা যেতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের ছেলে-মেয়েরা সেই মানদণ্ড পূরণ না করা। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে-মেয়ে, শিক্ষক ও কর্মচারীদের ভর্তি প্রক্রিয়ায় ওয়ার্ড/পোষ্য কোটায় ১ শতাংশ সংরক্ষণ করা বৈষম্যমূলক, স্বেচ্ছাচারী ও অযৌক্তিক, যার সঙ্গে কোনো যৌক্তিক সম্পর্ক নেই।

খেলোয়াড় কোটা বাতিলের দাবি জানিয়ে নোটিশে বলা হয়, খেলোয়াড়দের কোটায় ভর্তিতে অনিয়মের অভিযোগ রয়েছে। এছাড়া খেলোয়াড়দের কোটা সংবিধানে সংজ্ঞায়িত পশ্চাৎপদ বিভাগের অধীনে পড়ে না। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়ায় ক্রীড়াবিদদের জন্য বিশেষ কোটাও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক এবং সুপ্রিম কোর্টের রায়ের পরিপন্থি। এছাড়া খেলোয়াড় কোটায় স্বজনপ্রীতি ও দুর্নীতির সুযোগ রয়েছে।

এমআই

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

ক্যাম্পাস টু ক্যারিয়ার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শুরু আজ

Published

on

ফিনিক্স

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্রেজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়েছে। আবেদন চলবে আগামী ২৫ নভেম্বর পর্যন্ত।

ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইট https://admission.eis.du.ac.bd-এ গিয়ে আবেদন করতে পারবেন। এ বছর আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১০৫০ টাকা।

২০২৫ সালের ৪ জানুযারি চারুকলা ইউনিটের পরীক্ষার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে। এছাড়াও কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ২৫ জানুযারি, বিজ্ঞান ইউনিটের পরীক্ষা ১ ফেব্রুয়ারি, এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা ৮ ফেব্রুয়ারি হবে। আইবিএ ইনস্টিটিউটটিউটের পরীক্ষা ৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে শিক্ষার্থীরা ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য পাবেন।

কাফি

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

শেয়ারবাজারের সর্বশেষ

ফিনিক্স ফিনিক্স
পুঁজিবাজার3 hours ago

ফিনিক্স ফাইন্যান্সের মনোনীত পরিচালকের শেয়ার গ্রহণ সম্পন্ন

অর্থসংবাদ whatsapp চ্যানেল ফলো করুন পুঁজিবাজারে তালিকাভুক্ত ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের এক মনোনীত পরিচালক ২৩ লাখ ২৮ হাজার শেয়ার...

ফিনিক্স ফিনিক্স
পুঁজিবাজার3 hours ago

পেনিনসুলা চিটাগংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন

অর্থসংবাদ whatsapp চ্যানেল ফলো করুন পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি দি পেনিনসুলা চিটাগং পিএলসির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ...

ফিনিক্স ফিনিক্স
পুঁজিবাজার4 hours ago

এনসিসি ব্যাংকের দুই উদ্যোক্তার শেয়ার গ্রহণ সম্পন্ন

অর্থসংবাদ whatsapp চ্যানেল ফলো করুন পুঁজিবাজারে তালিকাভুক্ত এনসিসি ব্যাংক পিএলসির দুই উদ্যোক্তা পূর্বঘোষণা অনুযায়ী শেয়ার গ্রহণ সম্পন্ন করেছেন। ঢাকা স্টক...

ফিনিক্স ফিনিক্স
পুঁজিবাজার4 hours ago

ই-জেনারেশনের পর্ষদ সভার তারিখ ঘোষণা

অর্থসংবাদ whatsapp চ্যানেল ফলো করুন পুঁজিবাজারে তালিকাভুক্ত ই-জেনারেশন লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ১২ নভেম্বর বিকাল ৪টায় কোম্পানিটির...

ফিনিক্স ফিনিক্স
পুঁজিবাজার4 hours ago

পর্ষদ সভা করবে স্ট্যান্ডার্ড সিরামিকস

অর্থসংবাদ whatsapp চ্যানেল ফলো করুন পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড সিরামিকস লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ১৬ নভেম্বর সকাল...

ফিনিক্স ফিনিক্স
পুঁজিবাজার4 hours ago

ইনটেকের পর্ষদ সভার তারিখ ঘোষণা

অর্থসংবাদ whatsapp চ্যানেল ফলো করুন পুঁজিবাজারে তালিকাভুক্ত ইনটেক লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ১৩ নভেম্বর বিকাল ০৪ টায়...

ফিনিক্স ফিনিক্স
পুঁজিবাজার4 hours ago

পর্ষদ সভার তারিখ জানালো রংপুর ফাউন্ড্রি

অর্থসংবাদ whatsapp চ্যানেল ফলো করুন পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রংপুর ফাউন্ড্রি লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ১২ নভেম্বর বিকাল...

ফিনিক্স ফিনিক্স
পুঁজিবাজার4 hours ago

স্কয়ার ফার্মার পর্ষদ সভার তারিখ ঘোষণা

অর্থসংবাদ whatsapp চ্যানেল ফলো করুন পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ১৪ নভেম্বর বিকাল...

ফিনিক্স ফিনিক্স
পুঁজিবাজার4 hours ago

পুঁজিবাজারে ভালো কোম্পানি আনার চেষ্টা করা হচ্ছে: আইসিবি চেয়ারম্যান

অর্থসংবাদ whatsapp চ্যানেল ফলো করুন পুঁজিবাজারে ভালো মানের কোম্পানি আনার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন আইসিবি চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ।...

ফিনিক্স ফিনিক্স
পুঁজিবাজার5 hours ago

পর্ষদ সভার তারিখ জানালো স্কয়ার টেক্সটাইল

অর্থসংবাদ whatsapp চ্যানেল ফলো করুন পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান স্কয়ার টেক্সটাইলস পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ১৪ নভেম্বর বিকাল...

Advertisement

ফেসবুকে অর্থসংবাদ

ফিনিক্স
অর্থনীতি22 mins ago

দাম নিয়ন্ত্রণে পেঁয়াজ আমদানিতে সব শুল্ক প্রত্যাহার

ফিনিক্স
জাতীয়43 mins ago

ফুটপাতে কোনো দোকান থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

ফিনিক্স
আন্তর্জাতিক50 mins ago

মার্কিন কংগ্রেসের প্রথম ট্রান্সজেন্ডার সদস্য সারা ম্যাকব্রাইড

ফিনিক্স
জাতীয়1 hour ago

বিমানের ফ্লাইট বাড়ছে ঢাকা-মদিনা রুটে

ফিনিক্স
জাতীয়2 hours ago

সাবেক ভূমিমন্ত্রীর অর্থ পাচারের অনুসন্ধান শুরু

ফিনিক্স
অর্থনীতি2 hours ago

ট্রাম্পের জয়ে নিম্নমুখী বৈশ্বিক পণ্যবাজার

ফিনিক্স
জাতীয়2 hours ago

ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানালেন ড. ইউনূস

ইবির আইন বিভাগের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা
ক্যাম্পাস টু ক্যারিয়ার2 hours ago

ইবির আইন বিভাগের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

ফিনিক্স
জাতীয়3 hours ago

এবার বান্দরবানেও পর্যটক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার

ফিনিক্স
পুঁজিবাজার3 hours ago

ফিনিক্স ফাইন্যান্সের মনোনীত পরিচালকের শেয়ার গ্রহণ সম্পন্ন

ফিনিক্স
আন্তর্জাতিক3 hours ago

বিশ্বজুড়ে চলমান যুদ্ধের অবসান চায় ডোনাল্ড ট্রাম্প

ফিনিক্স
ক্যাম্পাস টু ক্যারিয়ার3 hours ago

বিটিভিতে চাকরির সুযোগ

ফিনিক্স
পুঁজিবাজার3 hours ago

পেনিনসুলা চিটাগংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন

ফিনিক্স
কর্পোরেট সংবাদ3 hours ago

বেরোবির শিক্ষার্থীদের নিয়ে বিআইসিএমের বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম

ফিনিক্স
অর্থনীতি4 hours ago

৫৫৮৫ কোটি টাকার তারল্য সহায়তা পেল দুর্বল ব্যাংক

ফিনিক্স
পুঁজিবাজার4 hours ago

এনসিসি ব্যাংকের দুই উদ্যোক্তার শেয়ার গ্রহণ সম্পন্ন

ফিনিক্স
কর্পোরেট সংবাদ4 hours ago

বরগুনার পাথরঘাটায় ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন

ফিনিক্স
অর্থনীতি4 hours ago

রোজায় নিত্যপণ্যের দাম না বাড়ানোর আশ্বাস অর্থ উপদেষ্টার

ফিনিক্স
পুঁজিবাজার4 hours ago

ই-জেনারেশনের পর্ষদ সভার তারিখ ঘোষণা

ফিনিক্স
পুঁজিবাজার4 hours ago

পর্ষদ সভা করবে স্ট্যান্ডার্ড সিরামিকস

ফিনিক্স
পুঁজিবাজার4 hours ago

ইনটেকের পর্ষদ সভার তারিখ ঘোষণা

ফিনিক্স
পুঁজিবাজার4 hours ago

পর্ষদ সভার তারিখ জানালো রংপুর ফাউন্ড্রি

ফিনিক্স
পুঁজিবাজার4 hours ago

স্কয়ার ফার্মার পর্ষদ সভার তারিখ ঘোষণা

ফিনিক্স
অর্থনীতি4 hours ago

টিসিবির জন্য ৫ হাজার টন চিনি কিনবে সরকার

ফিনিক্স
অর্থনীতি4 hours ago

অনলাইনে ১০ লাখ রেজিস্ট্রেশন ও ২ লাখ রিটার্ন দাখিল সম্পন্ন

২০১৮ সাল থেকে ২০২৩

অর্থসংবাদ আর্কাইভ

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০