কর্পোরেট সংবাদ
সাউথইস্ট ব্যাংকের ‘ট্রেনিং মনোগ্রাফ’-এর মোড়ক উন্মোচন
সাউথইস্ট ব্যাংক পিএলসির অনলাইন বুলেটিন “ট্রেনিং মনোগ্রাফ”এর মোড়ক উন্মোচন করা হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এ মোড়ক প্রকাশ করা হয়। এই ডিজিটাল প্রকাশনা ব্যাংকিং খাত জুড়ে নলেজ শেয়ারিং, গবেষণা, এবং পেশাগত উন্নয়নের একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করার জন্য ডিজাইন করা হয়েছে।
সাউথইস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দীন মোঃ ছাদেক হোসাইন উদ্বোধনী সংখ্যাটি উন্মোচন করেন, যেখানে ব্যাংকের বিভিন্ন বিভাগ এবং শাখার কর্মকর্তাদের লেখা ১৬টি প্রবন্ধ অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রথম সংখ্যাটি ব্যাংকিংয়ের বিভিন্ন ক্ষেত্রের ইনসাইথ এবং দক্ষতা উপস্থাপন করেছে, যা নলেজ শেয়ারিং ও পেশাগত উন্নয়নে ব্যাংকের প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে। “ট্রেনিং মনোগ্রাফ” চালু করা সাউথইস্ট ব্যাংকের দীর্ঘমেয়াদী জ্ঞান ও পেশাগত দক্ষতা বৃদ্ধির প্রতিশ্রুতিকে দৃঢ় করে যা বিশেষ প্রশিক্ষণ কোর্স, কর্মশালা এবং গবেষণা কার্যক্রমের মাধ্যমে অর্জিত হয়েছে। এই প্রকাশনা ব্যাংকের ভেতরের ও বাইরের পাঠকদের জন্য প্রয়োজনীয় জ্ঞানের একটি সোর্স হিসেবে কাজ করবে।
“ট্রেনিং মনোগ্রাফ” অনলাইন বুলেটিনটি ব্যাংকিং পেশাজীবী এবং যারা এই খাতটি গভীরভাবে বুঝতে আগ্রহী তাদের জন্য একটি সহায়ক হিসেবে কাজ করে। এটি পাঠকদের দক্ষতা এবং জ্ঞানের ভান্ডারকে উন্নত করতে, পেশাগত উন্নয়নে সহায়তা করতে এবং একটি জ্ঞানভিত্তিক সমাজ গড়তে প্রতিষ্ঠানের মধ্যে নিরবচ্ছিন্ন শিক্ষার সংস্কৃতি গড়ে তুলতে সাহায্য করবে।
এটি ব্যাংকিং খাতে নেতৃত্ব দানের লক্ষ্যে গবেষণা এবং বিভিন্ন আর্থিক ও অর্থনৈতিক বিষয়ের ওপর ব্যবহারিক অন্তর্দৃষ্টি প্রদানেও সহায়ক। ব্যাংকের গবেষণা, অনুশীলন, উদ্ভাবন এবং সাম্প্রতিক বিষয়াবলি সংকলিত করে ট্রেনিং মনোগ্রাফ ব্যাংক এবং বৃহত্তর আর্থিক সম্প্রদায়ের সাথে জ্ঞান বিনিময়ের জন্য একটি সমন্বিত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক মাছুম উদ্দিন খান, আবিদুর রহমান চৌধুরী এবং অন্যান্য সিনিয়র নির্বাহীরা উপস্থিত ছিলেন। ব্যাংকিং সম্প্রদায়ের জন্য প্রাসঙ্গিক অন্তর্দৃষ্টি এবং সেরা অনুশীলনগুলি প্রদান করে শিল্পে উৎকর্ষতা আনার লক্ষ্যে “ট্রেনিং মনোগ্রাফ” অনলাইন বুলেটিনটি একটি মূল্যবান সহায়ক হিসেবে কাজ করবে।
এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
সাউথইস্ট ব্যাংক ও গোপালদী নজরুল ইসলাম বাবু কলেজের মধ্যে সমঝোতা
সাউথইস্ট ব্যাংক পিএলসি সম্প্রতি গোপালদী নজরুল ইসলাম বাবু কলেজের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।
সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় কলেজের জন্য একটি উদ্ভাবনী এবং কার্যকরী পেমেন্ট ইকোসিস্টেমের মাধ্যমে টিউশন ফি সংগ্রহ করা, পেরোল ব্যাংকিং পরিষেবা, স্কুল ব্যাংকিং এবং অন্যান্য ব্যাংকিং সুবিধা প্রদান করা হবে।
সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন এবং গোপালদী নজরুল ইসলাম বাবু কলেজ, আড়াইহাজার, নারায়ণগঞ্জের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মুরাদ হোসেন ভূঁইয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।
এই চুক্তির মাধ্যমে গোপালদী নজরুল ইসলাম বাবু কলেজ সাউথইস্ট ব্যাংকের বিস্তৃত ডেলিভারি চ্যানেলের মাধ্যমে টিউশন ফি সংগ্রহ করতে পারবে। স্কুল ব্যাংকিং সুবিধার আওতায় শিক্ষার্থীরা ইন্টারনেট ব্যাংকিং, ব্যাংকের মোবাইল অ্যাপ, অথবা কাউন্টার সার্ভিসের মাধ্যমে সহজেই তাদের টিউশন ফি প্রদান করতে পারবে। একই সঙ্গে, প্রতিষ্ঠানগুলোর শিক্ষক ও কর্মচারীরা পেরোল ব্যাংকিং পরিষেবার মাধ্যমে তাদের বেতন ও অন্যান্য সুবিধা সহজেই গ্রহণ করতে পারবেন।
অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী এবং মাছুম উদ্দিন খানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
ইসলামী ব্যাংকের বঙ্গবাজার উপশাখা উদ্বোধন
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির রমনা কর্পোরেট শাখার অধীন বঙ্গবাজার উপশাখা উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) ঢাকার বঙ্গবাজারে এ নতুন উপশাখা উদ্বোধন করা হয়। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ সাঈদ উল্লাহ প্রধান অতিথি হিসেবে এ উপশাখার উদ্বোধন করেন।
ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রমনা কর্পোরেট শাখাপ্রধান মুহাম্মদ মহী উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মজনুজ্জামান। এতে স্বাগত বক্তব্য দেন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. হাসানুজ্জামান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন বঙ্গবাজার উপশাখা ইনচার্জ মো. জহির উদ্দিন।
গ্রাহক ও আমন্ত্রিত অতিথিবৃন্দের পক্ষ থেকে বক্তব্য দেন সমাজসেবক মো. নুরুন্নবী, রহমান গার্মেন্টসের প্রোপাইটর মোহাম্মদ জাবেদ ইকবাল ও জনি কালেকশনের প্রোপাইটর মোহাম্মদ আবদুল করিম। ধন্যবাদ জ্ঞাপন করেন বঙ্গবাজার উপশাখা ইনচার্জ মো. জহির উদ্দিন।
স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
পূবালী ব্যাংকের আইএসও সনদ অর্জন
পূবালী ব্যাংক পিএলসি তথ্য নিরাপত্তা ব্যবস্থাপনার ক্ষেত্রে আন্তর্জাতিকমানদন্ড আইএসও/আইইসি ২৭০০১:২০২২ সনদ অর্জন করেছে।
এ উপলক্ষে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইন্টারটেক বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর নেয়ামুল হাসান এবং প্রাইস ওয়াটারহাউস কুপার্স (পিডব্লিউসি) বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের কান্ট্রি ম্যানেজিংপার্টনার শামস জামান পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলীর হাতে সনদ হস্তান্তর করেন।
এই সনদ অর্জনের মাধ্যমে পূবালী ব্যাংক গ্রাহকদের তথ্য সুরক্ষা এবং সেবার মান নিশ্চিত করতে তাদের অঙ্গীকারের প্রতিফলন ঘটিয়েছে। এই সনদ প্রাপ্তি দেশের আর্থিক খাতের জন্য একটি উদাহরণ এবং গ্রাহকসেবার মান উন্নয়নে ব্যাংকের প্রতিশ্রুতি আরও সুদৃঢ় করবে।
ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী বলেন,আইএসও/আইইসি ২৭০০১:২০২২ সনদ প্রাপ্তি পূবালী ব্যাংকের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই সনদ গ্রাহকদের তথ্য সুরক্ষায় আমাদের প্রতিশ্রুতি এবং আধুনিক ব্যাংকিং সেবা প্রদানে আমাদের দক্ষতার স্বীকৃতি। আমরা এই অর্জনকে ভবিষ্যতের উন্নয়ন ও উদ্ভাবনের অনুপ্রেরণা হিসেবে বিবেচনা করছি।
অনুষ্ঠানে পূবালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ- মোহাম্মদ ইছা, মোহাম্মদ শাহাদাৎ হোসেন, আহমেদ এনায়েত মনজুর, মো. শাহনেওয়াজ খান ও মো. আনিসুজ্জামান এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের খুলনা অঞ্চলের বিজনেস রিভিউ মিটিং
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির খুলনা অঞ্চলের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) খুলনার একটি হোটেলে এটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান।
সভায় এক্সিকউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আব্দুস সালাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহ সারোয়ার মোস্তাফা আবুল উলায়ী ও খুলনার আঞ্চলিক প্রধান আহমেদ আশিক রাজী বক্তব্য দেন।
খুলনা অঞ্চলের সকল শাখা ব্যবস্থাপক ও ম্যানেজার অপারেশন এবং উপশাখা ইনচার্জ সভায় উপস্থিত ছিলেন।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
ইসলামী ব্যাংকের মেহেন্দিগঞ্জ উপশাখা উদ্বোধন
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বরিশাল শাখার অধীন মেহেন্দিগঞ্জ উপশাখা উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২২ ডিসেম্বর) বরিশালের মেহেন্দিগঞ্জে নতুন এ উপশাখার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে এ উপশাখার উদ্বোধন করেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ড. এম. কামাল উদ্দীন জসীম।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও বরিশাল জোনপ্রধান মো. সরোয়ার হোসাইন। স্বাগত বক্তব্য দেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও বরিশাল শাখাপ্রধান মো. নুরুজ্জামান।
গ্রাহক ও আমন্ত্রিত অতিথিবৃন্দের পক্ষ থেকে বক্তব্য দেন ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন খোকন গাজী ও মাহবুব আলম তালুকদার, পাতারহাট বণিক সমিতির সভাপতি জিয়া উদ্দিন সেলিম, সমাজসেবক মো. সফিকুল ইসলাম, এম সাইফুর রহমান ও গিয়াস উদ্দিন দিপেন, মেহেন্দিগঞ্জ পৌরসভার প্রাক্তন মেয়র মো. কামাল উদ্দিন খান ও সৈয়দ রফিকুল ইসলাম লাবু, মেহেন্দিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আ. রাজ্জাক খান এবং সাংবাদিক জাহেদুল বারি খোকন।
ধন্যবাদ জ্ঞাপন করেন মেহেন্দিগঞ্জ উপশাখা ইনচার্জ মো. রাকিবুল হাসান। স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
এসএম