পুঁজিবাজার
ফেডারেল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
সোমবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২১ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির আয় হয়েছিল ২৫ পয়সা।
হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২৪-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির আয় হয়েছে ৭৫ পয়সা। গত বছরের একই সময়ে ৯৬ পয়সা আয় ছিল।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
পর্ষদ সভা করবে তমিজ উদ্দিন টেক্সটাইল
পুঁজিবাজারে তালিকাভুক্ত তমিজ উদ্দিন টেক্সটাইল মিলস পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ১২ নভেম্বর বিকাল ৪টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় ৩০ জুন,২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
মূলধনি মুনাফায় করহার কমানোয় অর্থ উপদেষ্টাকে ডিবিএর কৃতজ্ঞতা
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার বিক্রি হতে অর্জিত মূলধনি মুনাফার ওপর করের হার কমিয়ে ১৫ শতাংশ করায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে শেয়ারবাজারের স্টক ব্রোকারদের সংগঠন ঢাকা ষ্টক এক্সচেঞ্জ ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।
সোমবার (৪ নভেম্বর) ডিবিএ থেকে পাঠানো এক বার্তায় সংগঠনটির প্রেসিডেন্ট সাইফুল ইসলাম অর্থ উপদেষ্টাকে এই অভিনন্দন জানান।
ডিবিএ প্রেসিডেন্ট বলেন, বাজারের দীর্ঘ মন্দা কাটিয়ে তারল্য প্রবাহ বৃদ্ধি করে বাজারকে বিনিয়োগসমৃদ্ধ করতে মূলধনী মুনাফার উপর কর ছাড়ের বিষয়টি খুবই প্রয়োজন ছিল। এ বিষয়ে মূলধনি মুনাফার উপর বিদ্যমান কর প্রত্যাহার চেয়ে আমরা ইতিমধ্যে অর্থ উপদেষ্টার নিকট সুপারিশ করেছিলাম। অর্থ উপদেষ্টা আমাদের সুপারিশ সুবিবেচনা করে মূলধনি মুনাফার ওপর করের হার কমিয়ে ১৫ শতাংশ করায় আমরা ডিবিএর পক্ষ থেকে তাঁকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এই কর ছাড়ের মাধ্যমে পুঁজিবাজারের প্রতি তাঁর সদিচ্ছা ও আন্তরিকতার প্রতিফলন হয়েছে। এর ফলে পুঁজিবাজারে দেশী বিদেশী বিনিয়োগকারীর আগমন ঘটে পুঁজিবাজার বিনিয়োগ সমৃদ্ধ হবে।
সাইফুল ইসলাম বলেন, আমরা লক্ষ করেছি যে, পুঁজিবাজারের প্রতি অর্থ উপদেষ্টার বিশেষ দৃষ্টি রয়েছে। আমরা আশা করি, তিনি আমাদের বাবি সুপারিশগুলো সুবিবেচনা করবেন এবং প্রস্তাবিত সংস্কারের মাধ্যমে পুঁজিবাজারকে সুসংগঠিত ও শক্তিশালী খাত হিসেবে গড়ে তুলবেন।
মূলধনী মুনাফার উপর কর হার হ্রাসে কার্যকর ভূমিকা পালনের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) চেয়ারম্যান মমিনুল ইসলামসহ সকল গণমাধ্যম কর্মীদের অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ডিবিএ প্রেসিডেন্ট।
তিনি বলেন, প্রত্যেকেই নিজেদের অবস্থান থেকে পুঁজিবাজারকে সর্বাধিক গুরুত্ব দিয়ে আমাদের দেয়া সুপারিশগুলো সুবিবচনায় নিয়ে একের পর এক বাস্তবায়ন করে যাচ্ছেন। আশা করছি, বর্তমান সরকার ও নিয়ন্ত্রক সংস্থার ইতিবাচক উদ্যোগে আমরা খুব শিগগির বিনিয়োগবান্ধব ও ব্যবসাবান্ধব একটি পুঁজিবাজার দেখতে পাবো।
পুঁজিবাজারের উন্নয়ন ও অগ্রগতিতে আমরা অতীতের ন্যায় ভবিষতেও সরকার, বিএসইসি, এনবিআর, ডিএসইসহ গণমাধ্যমের সঙ্গে একযোগে কাজ করার ইচ্ছা প্রকাশ করছি এবং প্রয়োজনীয় সহযোগীতা প্রদানের আশ্বাস দিচ্ছি।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
এনভয় টেক্সটাইলের পর্ষদ সভার তারিখ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত এনভয় টেক্সটাইল লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ৯ নভেম্বর বিকাল সাড়ে ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় ৩০ সেপ্টেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালকের শেয়ার হস্তান্তর সম্পন্ন
পুঁজিবাজারে তালিকাভুক্ত স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির এক পরিচালক পূর্ব ঘোষণা অনুযায়ী শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন।
ঢাকা সটক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ব্যাংকটির পরিচালক জাহেদুল হক ১ কোটি ৪৯ লাখ ৫০ হাজার শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন। তিনি তার ছেলে লাফিজুল হকের কাছে উপহার হিসেবে শেয়ারগুলো হস্তান্তর করেছেন।
এর আগে, ২৯ অক্টোবর উল্লেখিত শেয়ার হস্তান্তরের ঘোষণা দেন এই পরিচালক।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
মূলধন ঘাটতিতে জেনারেশন নেক্সটের উৎপাদন বন্ধ
শ্রমিক অসন্তোষের পর পরিস্থিতির অবনতি এবং কার্যকরী মূলধনের ঘাটতির কারণে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি জেনারেশন নেক্সট ফ্যাশনস লিমিটেডের (জিএনএফএল) উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির একজন পরিচালক শাহীন আক্তার চৌধুরী আজ ডিএসইকে অবহিত করেছেন যে তারা শ্রম অসন্তোষ এবং কার্যকরী মূলধনের ঘাটতির কারণে কাজ বন্ধ করার বিষয়ে গত ২০ অক্টোবর তারিখে বাংলাদেশ সিকিউরিটজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) একটি চিঠি জমা দিয়েছেন।
এই পরিচালক আরও জানান, কোম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক যোগাযোগের বাইরে রয়েছেন এবং দেশের বাইরেও থাকতে পারেন। কোম্পানিটি চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক এবং অন্যান্য পরিচালকদের অনুপস্থিতিতে অসম্পূর্ণ কোরামের কারণে পর্ষদ সভায় সিদ্ধান্ত নিতে অক্ষম। এছাড়াও স্বাক্ষরকারী কর্তৃপক্ষের অনুপস্থিতির কারণে ব্যাংকিং লেনদেন পরিচালনা করতে অক্ষম।
এসব বিষয় উল্লেখ করে সংকট পরিস্থিতি উত্তরণে কোম্পানিটির এই পরিচালক বিএসইসির কাছে পরামর্শ চেয়েছেন।
এসএম