পুঁজিবাজার
এনআরবিসি ব্যাংকের উদ্যোক্তার শেয়ার ক্রয়ের ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান এনআরবিসি ব্যাংক পিএলসির এক উদ্যোক্তা শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানির উদ্যোক্তা সরোয়ার জামান চৌধুরী ১৬ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন।
আগামী ৩১ অক্টোবরের মধ্যে ঘোষণাকৃত শেয়ার কেনা সম্পন্ন করবেন এই উদ্যোক্তা।
এসএম

পুঁজিবাজার
ব্লকে ৪০ কোটি টাকার লেনদেন

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ২৮ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৯২ লাখ ৪৩ হাজার ৪৫৬টি শেয়ার ৬৯ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪০ কোটি ৪৫ লক্ষ ১২ হাজার টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (৩ সেপ্টেম্বর) ব্লকে সবচেয়ে বেশি খান ব্রাদার্সের ১২ কোটি ৩ লক্ষ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা পূবালী ব্যাংকের ৯ কোটি ৯৯ লক্ষ ৬০ হাজার টাকার ও তৃতীয় স্থানে গ্রামীনফোনের ৫ কোটি ৩ লক্ষ ৪৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এসএম
পুঁজিবাজার
শেয়ার বিক্রয় করবেন ইসলামী ব্যাংকের স্বতন্ত্র পরিচালক

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির এক স্বতন্ত্র পরিচালক শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানির স্বতন্ত্র পরিচালক এম. জুবাইদুর রহমানের নিকট কোম্পানির মোট ১ লাখ ৪৯ হাজার ৬২২টি শেয়ার রয়েছে। তিনি তার নিকট থাকা সম্পূর্ণ বিক্রয়ের ঘোষণা দিয়েছেন।
আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঘোষণাকৃত শেয়ার বর্তমান বাজার মূল্যে পাবলিক মার্কেটে বিক্রয় করবেন এই উদ্যোক্তা।
এসএম
পুঁজিবাজার
অস্বাভাবিক শেয়ারদর বাড়ার কারণ জানে না ইনটেক

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনটেক লিমিটেড শেয়ারদর অস্বাভাবিক বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। সম্প্রতি কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিক বৃদ্ধির কারণে ডিএসই’র পাঠানো নোটিশের জবাবে এ তথ্য জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, গত ৬ আগস্ট কোম্পানিটির শেয়ার দর ছিল ২০ টাকা ৪০ পয়সা। আর আজ ৩ সেপ্টেম্বর বাজার শেষে কোম্পানিটির শেয়ার দর ৪১ টাকা ২০ পয়সায় উন্নীত হয়েছে। অর্থাৎ এসময়ের মধ্যে শেয়ারটির দর বেড়েছে ২০ টাকা ৮০ পয়সা।
এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।
কাফি
পুঁজিবাজার
এইচ আর টেক্সটাইলের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে এইচ আর টেক্সটাইল লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় ৩টাকা ৪০ পয়সা বা ১০.০০ শতাংশ কমেছে। এর ফলে এটি ডিএসইর দরপতনের তালিকায় প্রথম স্থান দখল করেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে প্রাইম ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ২০ পয়সা বা ৮.০০ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা পিপলস লিজিংয়ের শেয়ার দর কমেছে ১০ পয়সা বা ৭.১৪ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে বিআইএফসির ৬.৯৮ শতাংশ, ফারইস্ট ফাইনান্সের ৫.৮৮ শতাংশ, এফএএস ফাইন্যান্সের ৫.৮৮ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৫.২৬ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৫.২৬ শতাংশ, সমতা লেদার কমপ্লেক্সের ৪.৯৬ শতাংশ এবং ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের ৪.৯২ শতাংশ দর কমেছে।
পুঁজিবাজার
দর বৃদ্ধির শীর্ষে ইনটেক

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইনটেক লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৩ টাকা ৭০ পয়সা বা ৯ দশমিক ৮৭ শতাংশ। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বিডিকমের শেয়ারদর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৭৯ শতাংশ।
আর তালিকার তৃতীয় স্থানে থাকা গোল্ডেন সনের শেয়ারদর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৩২ শতাংশ।
আজ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, মুন্নু সিরামিক, সোনালী পেপার, এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড এবং চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।
কাফি