জাতীয়
কর্মকর্তা-কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ ঢাকা ওয়াসার
ঢাকা ওয়াসার কর্মরত সব কর্মকর্তা ও কর্মচারীদের সম্পদের বিবরণী দাখিলের নির্দেশনা দিয়েছে সংস্থাটি। শুক্রবার (১৮ অক্টোবর) ঢাকা ওয়াসা সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে ঢাকা ওয়াসার উপ-সচিব শাহিদা কানিজ একটি অফিস আদেশ জারি করে এ নির্দেশনা দেন।
উপ-সচিব শহিদা কানিজ জানান, সরকারি কর্মচারীদের দুর্নীতি প্রতিরোধ এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিল সংক্রান্ত বিজ্ঞপ্তির আলোকে ঢাকা ওয়াসায় কর্মরত ১ম ও ২য় শ্রেণির কর্মকর্তাগণ প্রশাসন বিভাগ-১ এ এবং ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীগণ প্রশাসন বিভাগ-২ এ তাদের সম্পদ বিবরণী প্রদান করতে হবে।
তিনি জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি ও বিজ্ঞপ্তির সঙ্গে সংযুক্ত ছক মোতাবেক আগামী ৩১ অক্টোবর মধ্যে সম্পদের বিবরণী প্রেরণের করতে হবে। ইতোমধ্যে এই বিষয়ে অফিস আদেশ ঢাকা ওয়াসার সকল বিভাগে প্রেরণ করা হয়েছে।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
জাতীয়
পুলিশের ১৮ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১৮ জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে পদায়ন করা হয়।
এর আগের দিন বুধবার (১ জানুয়ারি) পুলিশের ৬৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়। গত মঙ্গলবারও (৩১ ডিসেম্বর) সাত কর্মকর্তাকে বদলি করা হয়।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের বদলির আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ সদর দফতর, হাইওয়ে পুলিশ, রেঞ্জ ডিআইজি অফিস, ডিএমপি, ইনসার্ভিস ট্রেনিং সেন্টার, নৌ পুলিশ, পিবিআই, সিআইডি ও এসবিতে কর্মকর্তাদের বদলি করা হয়েছে।
গত মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার সাত কর্মকর্তাকে বদলি করা হয়। ডিএমপি কমিশনার মো. সাজ্জাত আলীর সই করা এক অফিস আদেশে তাদের বদলি করা হয়।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
জাতীয়
শীতার্তদের জন্য কম্বল কিনতে ৩৩ কোটি ৮৭ লাখ টাকা বরাদ্দ
চলমান শীত মোকাবিলায় শীতার্ত ও দুস্থদের জন্য কম্বল কিনতে দেশের ৬৪টি জেলার ৪৯৫টি উপজেলা ও সব পৌরসভার জন্য ৩৩ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। একই সঙ্গে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে ৬ লাখ ৭৯ হাজার পিস কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে।
শুক্রবার (৩ জানুয়ারি) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, শীতের শুরুতেই মন্ত্রণালয় থেকে দেশের উত্তরাঞ্চলের ১৪টি জেলায় শীতার্তদের মাঝে বিতরণের লক্ষ্যে ১৫ হাজার ২৫০ পিস কম্বল বিতরণ করা হয়েছে।
প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে বরাদ্দ করা কম্বল যথাযথভাবে বিতরণ এবং মন্ত্রণালয় থেকে বরাদ্দ দেওয়া টাকা দ্বারা কম্বল ক্রয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট সব আর্থিক বিধি-বিধান যথাযথভাবে প্রতিপালন করে জেলা প্রশাসকদের অধিক্ষেত্রাধীন উপজেলা নির্বাহী অফিসাররা ইতোমধ্যে জরুরি ভিত্তিতে কম্বল ক্রয় করে দুস্থদের মাঝে বিতরণ করেছেন।
কম্বল বিতরণ এবং ক্রয়ের বিষয়টি নিবিড়ভাবে তদারকি করার জন্য মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসকদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
জাতীয়
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
রাজধানী ঢাকা ও সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শুক্রবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ ভূকম্পন অনুভূত হয়। ঢাকা-সিলেটের পাশপাশি কুমিল্লাতেও ভূকম্পন অনুভূত হয়েছে বলে অনেকে স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন ফেসবুকে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে ভারতের দক্ষিণপূর্বাঞ্চলীয় রাজ্যের নাগাল্যান্ডের ফেখ শহর থেকে ১২৮ কিলোমিটার দূরে মিয়ানমারে ভূমিকম্পটির কেন্দ্র ছিল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫।
সিলেট থেকে একজন জানিয়েছেন, কয়েক সেকেন্ড স্থায়ী হয় এ ভূমিকম্প। এতে আতঙ্কিত হয়ে অনেকে বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে রাস্তায় বের হয়ে আসেন। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সকাল ১০টা ৩৫ মিনিটে এই ভূমিকম্প হয় বলে জানান তিনি।
সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী পরিচালক শাহ মীহাম্মদ সজীব হোসাইন বলেন, সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছে। ৫ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমার। আপাতত এইটুকু জেনেছি। পরবর্তীতে বিস্তারিত জানাবো।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
জাতীয়
ইজতেমা ময়দানে নিষেধাজ্ঞা প্রত্যাহার
গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার নাজমুল করিম খান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আইন-২০১৮ এর ৩০ ও ৩১ ধারায় গত ১৮ ডিসেম্বর দুপুর ২টা থেকে বিশ্ব ইজতেমা ময়দানসহ আশপাশের ৩ কিলোমিটারব্যাপী এলাকায় জারিকৃত আদেশসমূহ বৃহস্পতিবার ২ জানুয়ারি বিকেল ৫টা থেকে প্রত্যাহার করা হলো।
জিএমপি কমিশনার গণমাধ্যমকে বলেন, ইজতেমা ময়দানে জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আশা করছি, ইজতেমার দুই পক্ষ শান্তিপূর্ণভাবে থাকবেন। এজন্য সাংবাদিকসহ সবার সহযোগিত কামনা করেন পুলিশ কমিশনার।
গত ১৭ ডিসেম্বর মধ্যরাতে ইজতেমার মাঠ দখল নিয়ে মাওলানা সাদ কান্ধলভী ও মাওলানা জোবায়েরপন্থীদের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত ও দুই পক্ষের শতাধিক লোক আহত হন।
এ ঘটনায় ১৮ ডিসেম্বর দুপুর থেকে ইজতেমা ময়দানসহ আশপাশের তিন কিলোমিটার এলাকাজুড়ে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন।
উল্লেখ্য, আগামি ৩১ জানুয়ারি টঙ্গীর ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এ পর্বে অংশ নেবেন মাওলানা জোবায়েরের অনুসারীরা। দ্বিতীয় পর্বে ৭ ফেব্রুয়ারি থেকে তিন দিনের বিশ্ব ইজতেমায় যোগ দেয়ার কথা রয়েছে মাওলানা সাদের অনুসারীদের।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
জাতীয়
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক দুর্ঘটনায় নিহত ৪
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। বৃহস্পতিবার রাতে ও শুক্রবার ভোরে এসব দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ জানায়, শুক্রবার ভোর রাত ৫টার দিকে এক্সপ্রেসওয়ের হাসাড়া এলাকায় ঢাকামুখী লেনে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত হন দুইজন। অন্যদিকে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে সিরাজদিখানের নিমতলা এলাকায় মাওয়ামুখী লেনে কাভার্ডভ্যানের পেছনে যাত্রীবাহী মিনিবাসের ধাক্কায় দুইজন নিহত হন।
বৃহস্পতিবার রাতে নিহতদের পরিচয় পাওয়া গেলেও শুক্রবার ভোরে নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।
নিহতরা হলেন- আব্দুল্লাহ পরিবহনের হেলপার শ্রীনগর উপজেলার কল্লিগাঁও গ্রামের বাসিন্দা মো. জীবন (৪৪) ও সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের দেবিপুরা গ্রামের বাসিন্দা বাসযাত্রী মো. রায়হান (২৭)। নিহতদের মরদেহ শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
কাভার্ডভ্যানটিকে আটক করা হয়েছে বলে জানান হাসাড়া হাইওয়ে পুলিশের ওসি আব্দুল কাদের জিলানী। তবে কাভার্ডভ্যানের চালক পালিয়ে গেছেন বলে জানান ওসি।
এর আগে গত শুক্রবার ২৭ ডিসেম্বর এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বাসের চাপায় নারী ও শিশুসহ দুই পরিবারের ছয়জন নিহত ও চারজন গুরুতর আহত হন।
কাফি