কর্পোরেট সংবাদ
সাউথইস্ট ব্যাংকের প্রয়াত প্রায়োরিটি গ্রাহকের জীবন বীমার চেক হস্তান্তর
সাউথইস্ট ব্যাংক পিএলসি ‘এস্টিম ডিপিএস’ একাউন্টের বিপরীতে প্রয়াত প্রায়োরিটি গ্রাহকের পরিবারের কাছে ৫ লক্ষ টাকার একটি জীবন বীমা চেক হস্তান্তর করেছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সাউথইস্ট ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে এ চেক হস্তান্তর করেন ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন। মদনপুর শাখার প্রয়াত এস্টিম ডিপিএস গ্রাহক মো. কাইয়ূম খানের পরিবারের মনোনীত সদস্যের নিকট চেক হস্তান্তর করা হয়।
গ্রাহক সেবার উৎকর্ষ সাধনে প্রায়োরিটি গ্রাহকদের বিশেষ ব্যাংকিং পরিষেবা প্রদানের লক্ষ্যে ২০১৭ সালের ৪ মার্চ সাউথইস্ট ব্যাংক প্রায়োরিটি ব্যাংকিং সার্ভিস এস্টিম যাত্রা শুরু করে। এস্টিম গ্রাহকদের জন্য সঞ্চয়ী হিসাব, চলতি হিসাব, স্থায়ী মেয়াদ ভিত্তিক আমানত এবং মাসিক সঞ্চয়ী প্রিমিয়াম স্কিম চালু করেছে যেখানে গ্রাহকদের জন্য রয়েছে ৫ লক্ষ টাকার জীবন বীমা সুবিধা। ইতোমধ্যে দশ হাজার এর অধিক এস্টিম ডিপিএস গ্রাহকের মধ্যে কয়েক জন প্রয়াত গ্রাহকের পরিবারের কাছে ৫ লক্ষ টাকার জীবন বীমা সুবিধা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে ব্যাংকের অনান্য নির্বাহী ও প্রায়োরেটি ব্যংকিং ডিভিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
এভারকেয়ার হসপিটালের ডায়াবেটিস দিবস উদযাপন
বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন করেছে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম। দিবসটি উপলক্ষে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা, প্রতিরোধ ও ব্যবস্থাপনা নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। এ বছর বিশ্ব ডায়াবেটিস দিবস থিম ‘ব্রেকিং ব্যারিয়ারস, ব্রিজিং গ্যাপস’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশেষজ্ঞ ডাক্তাররা তাদের মতামত প্রদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের এন্ডোক্রিনোলজি ও ডায়াবেটিস বিভাগের কনসালটেন্ট ডা. শায়েলা কবির; এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের এন্ডোক্রিনোলজি ও ডায়াবেটিস বিভাগের অ্যাটেনডিং কনসালটেন্ট ডা. এমরান উর রশিদ চৌধুরী; এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের অ্যাটেনডিং কনসালটেন্ট ডা. টিপু কুমার দাস এবং চিফ ডায়েটিশিয়ান মিস আসফি মোহাম্মদ ।
অনুষ্ঠানের সূচনা বক্তব্যে এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামের চিফ অপারেটিং অফিসার সামির সিং বলেন, বিশ্ব ডায়াবেটিস দিবসের এ বছরের থিম ‘ব্রেকিং ব্যারিয়ারস, ব্রিজিং গ্যাপস’-কে কেন্দ্র করে এই আলোচনা সভার মাধ্যমে ডায়াবেটিসের নিয়ে জনমনে পর্যাপ্ত সচেতনতা তৈরি, বিশেষ করে সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের এই রোগ নিয়ে শিক্ষিত করে তুলতে আমাদের বিশেষজ্ঞদের মতামত ব্যাপক ভূমিকা রাখবে বলে আমি আশা করছি।
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের এন্ডোক্রিনোলজি ও ডায়াবেটিস বিভাগের কনসালটেন্ট ডা. শায়েলা কবির বলেন, ডায়াবেটিস একটি দীর্ঘস্থায়ী রোগ যা রক্তে উচ্চ শর্করার কারণে হয়ে থাকে। কয়েক প্রকার ডায়াবেটিসের মধ্যে অধিকাংশ ক্ষেত্রে টাইপ-২ সবচেয়ে বেশি দেখা যায়। এই টাইপ-২ ডায়াবেটিস সঠিক খাদ্য গ্রহণ, নিয়মিত ব্যায়াম ও স্বাস্থ্য পরীক্ষা মাধ্যমে প্রতিরোধ করা যেতে পারে। এ অনুষ্ঠানের মাধ্যমে এ রোগের বিস্তার কমাতে জনমনে সচেতনতা সৃষ্টিই আমাদের লক্ষ্য।
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের এন্ডোক্রিনোলজি ও ডায়াবেটিস বিভাগের অ্যাটেনডিং কনসালটেন্ট ডা. এমরান উর রশিদ চৌধুরী বলেন, যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণ না করা হয় তবে এটি হৃদরোগ, নার্ভ ও চোখের সমস্যা সৃষ্টি করতে পারে। প্রাথমিক সনাক্তকরণ এবং সঠিক ব্যবস্থাপনায় এসব ঝুঁকি কমিয়ে রোগীদের জীবন মান উন্নত করা যায়।
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের অ্যাটেনডিং কনসালটেন্ট ডা. টিপু কুমার দাস বলেন, দীর্ঘ সময় ধরে রক্তে উচ্চ শর্করা কিডনির ক্ষতি করতে পারে, যার ফলে কিডনির সমস্যা হতে পারে। নিয়মিত স্ক্রীনিং, রক্ত শর্করা নিয়ন্ত্রণ এবং স্বাস্থ্যকর জীবনযাত্রা কিডনি সুরক্ষায় গুরুত্বপূর্ণ। এমন সেশনগুলোর মাধ্যমে রোগী ও সেবা প্রদানকারীরা প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে ভালোভাবে জানতে পারবেন বলে আমরা আশা করি।
চিফ ডায়েটিশিয়ান মিস আসফি মোহাম্মদ বলেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে সঠিক খাদ্য গ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। কার্বোহাইড্রেট গ্রহণের বিষয়ে সচেতনতা এবং প্রচুর ফাইবার, লিন প্রোটিন এবং স্বাস্থ্যকর চর্বি সমৃদ্ধ খাবার রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল করতে সহায়তা করে। আমাদের উদ্দেশ্য রোগীদের স্বাস্থ্যকর খাবার গ্রহনে উৎসাহিত করা।
এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
জনতা ব্যাংকের ‘ফাউন্ডেশন কোর্স ফর অফিসার্স’ উদ্বোধন
ঢাকার জনতা ব্যাংক স্টাফ কলেজ আয়োজিত ৩০ কর্মদিবসব্যাপী ‘ফাউন্ডেশন কোর্স ফর অফিসার্স’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেছেন জনতা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মজিবর রহমান।
সোমবার (১১ নভেম্বর) এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন তিনি।
এই প্রশিক্ষণ কোর্সে জনতা ব্যাংকের ৫০ কর্মকর্তা অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠানে জনতা ব্যাংক স্টাফ কলেজের ডিজিএমসহ (ইনচার্জ) অন্যান্য নির্বাহী ও অনুষদ সদস্যরা উপস্থিত ছিলেন।
এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
এবি ব্যাংকের মানিলন্ডারিং প্রতিরোধ শীর্ষক কর্মশালা
এবি ব্যাংক পিএলসি সম্প্রতি ব্যাংকের বাণিজ্যিক শাখা সমূহ এবং প্রধান কার্যালয়ের কর্মকর্তাদের জন্য “বাণিজ্য-ভিত্তিক মানি লন্ডারিং প্রতিরোধ” বিষয়ক একটি দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) অতিরিক্ত পরিচালক মোহাম্মাদ মোক্তার হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি ব্যাংক ফাউন্ডেশনের কনসালট্যান্ট কাইজার এ. চৌধুরী এবং এবি ব্যাংকের ডিএমডি ও ক্যামেলকো আমিনুর রহমান।
কর্মশালায় বিএফআইইউ-এর অতিরিক্ত পরিচালক মোক্তার হোসেন এবং যুগ্ম-পরিচালক মোশাররফ হোসেনসহ এবি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ প্রশিক্ষণ প্রদান করেন।
এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
এভারকেয়ার হসপিটালের ব্র্যান্ডিং ও পিআর প্রধান হলেন সালাহউদ্দিন মামুন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের ব্র্যান্ডিং এবং জনসংযোগ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন মো. সালাহউদ্দিন মামুন। এর আগে তিনি এ বিভাগের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
এভারকেয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, দীর্ঘদিন ধরে জনসংযোগ ও ব্র্যান্ডিং খাতে অভিজ্ঞতা অর্জন করা সালাহউদ্দিন মামুন এখন থেকে এভারকেয়ার হসপিটালের বিপণন কার্যক্রম পরিচালনা এবং সেবামূলক কার্যক্রম প্রচারের দায়িত্বে থাকবেন। তার নেতৃত্বে হাসপাতালের ব্র্যান্ডের উন্নতি এবং জনসম্পৃক্ততা আরও বৃদ্ধি পাবে বলেও প্রত্যাশা কর্তৃপক্ষের।
সালাহউদ্দিন মামুন তার নতুন দায়িত্ব গ্রহণ সম্পর্কে জানান, এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের সাথে নতুন করে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। স্বাস্থ্যসেবার ক্ষেত্রে প্রতিষ্ঠানটির লক্ষ্য এবং উদ্যোগগুলোর প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। আশা করছি, আমি আমার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এভারকেয়ারের সেবা কার্যক্রম এবং ব্র্যান্ডিং প্রক্রিয়াকে আরও কার্যকর করতে সক্ষম হব।
প্রসঙ্গত, দেশের স্বাস্থ্যসেবা খাতে গুণগত মানের স্বাস্থ্যসেবা এবং আন্তর্জাতিক মান বজায় রেখে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম দীর্ঘদিন ধরে সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম বন্দরনগরীর সর্বপ্রথম ৪৭০ শয্যাবিশিষ্ট মাল্টি-ডিসিপ্লিনারী সুপার-স্পেশিয়ালিটি টারশিয়ারি কেয়ার হসপিটাল।
এখানে আছে ২৪/৭ জরুরি বিভাগ, সর্বাধুনিক আইসিইউ সেবা এবং ২৭টি বিশেষ ও উপ-বিশেষ বিভাগ, যা গোটা অঞ্চলের ধারণক্ষমতার শূন্যস্থান পূরণে সক্ষম। প্রায় ৪ লক্ষ ৯২ হাজার বর্গফুট আয়তনের উপর নির্মিত এই হসপিটালের সর্বাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ মেডিকেল সেবা ও পাঁচ শতাধিকেরও বেশি মেডিকেল প্রোফেশনাল চট্টগ্রামের সকল স্তরের রোগীদের সর্বোচ্চ মানের সেবা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ।
এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
ঢাকা ব্যাংকের ইসলামিক ডিপিএসও এখন বিকাশ অ্যাপে
গ্রাহকরা এখন বিকাশ অ্যাপ থেকেই ঢাকা ব্যাংকের ডিপিএস সেবার পাশাপাশি ইসলামিক ডিপিএস সেবাও নিতে পারছেন যেকোনো সময়, যেকোনো স্থান থেকেই। এর মাধ্যমে বিকাশ গ্রাহকদের জন্য চারটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের ডিপিএস সেবার পাশাপাশি দুটি ব্যাংকের শরিয়াহ ভিত্তিক ইসলামিক ডিপিএস সেবাও নেয়ার সুযোগ তৈরি হলো।
দেশের বৃহত্তম এমএফএস প্রতিষ্ঠান বিকাশ তার প্ল্যাটফর্মে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাসিক ডিপিএস সেবা নিয়ে আসে ২০২১ সালে। পর্যায়ক্রমে ইসলামিক ডিপিএস সেবা ও সাপ্তাহিক ডিপিএস সেবাও চালু করে প্রতিষ্ঠানটি। এখন পর্যন্ত গ্রাহকরা বিকাশ অ্যাপের মাধ্যমে এই চারটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানে ৩০ লাখের বেশি মাসিক ও সাপ্তাহিক ডিপিএস খুলেছেন।
বিকাশ অ্যাপ দিয়ে কাগজপত্র বা ফর্ম পূরণের ঝামেলা ছাড়াই মাত্র কয়েক মিনিটে সহজ কয়েকটি ধাপে বিভিন্ন মেয়াদ ও অংকের ইসলামিক ডিপিএস সেবা নেয়া যায়। ঢাকা ব্যাংকের ইসলামিক ডিপিএস সঞ্চয় সেবা চালু করার জন্য অ্যাপের হোম স্ক্রিন থেকে ‘সেভিংস’ আইকনে যেয়ে ‘নতুন সেভিংস খুলুন’ অপশনে ক্লিক করতে হবে। এরপর ‘ইসলামিক ডিপিএস’-এ ট্যাপ করে মেয়াদ, জমার ধরন ও পরিমাণ নির্বাচন করতে হবে। মাসিক ৫০০, ১ হাজার, ২ হাজার, ২.৫ হাজার, ৩ হাজার, ৫ হাজার এবং ১০ হাজার টাকা কিস্তিতে সর্বনিম্ন এক বছর থেকে সর্বোচ্চ চার বছর মেয়াদে সঞ্চয় স্কিম থেকে নিজের পছন্দমতো সঞ্চয় করতে পারবেন গ্রাহক। সঞ্চয়ের মেয়াদ পূরণ হওয়ার পর গ্রাহকেরা মুনাফাসহ পুরো টাকা বিকাশ অ্যাকাউন্ট থেকে ক্যাশ আউট করতে পারবেন কোনো খরচ ছাড়াই।
প্রতি মাসের নির্ধারিত তারিখে বিকাশ অ্যাকাউন্ট থেকে সঞ্চয়ের কিস্তি স্বয়ংক্রিয়ভাবে ঢাকা ব্যাংকের ইসলামিক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। তাই, নির্ধারিত তারিখের আগেই প্রয়োজনীয় টাকা বিকাশ অ্যাকাউন্টে রাখার জন্য এসএমএস দিয়ে স্মরণ করিয়ে দেয়া হবে গ্রাহককে। এছাড়া গ্রাহক বিকাশ অ্যাপ থেকে জমার পরিমাণ, সঞ্চয়ের সময়কাল, মুনাফার পরিমাণ সরাসরি দেখতে পারবেন যেকোনো সময়।
ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা ও পরিকল্পনা বিবেচনায় প্রতি মাসে কিছু সঞ্চয় করার জন্য এখন নির্দিষ্ট সময়ে ব্যাংকে গিয়ে নতুন অ্যাকাউন্ট খোলার ঝামেলা নেই। ফলে ব্যাংকিং সেবার ভেতরে এবং বাইরে থাকা বিশাল জনগোষ্ঠী সহজেই ইসলামি শরিয়াহ ভিত্তিক সঞ্চয় সেবা নিতে পারছেন, যা সার্বিকভাবে গ্রাহকদের সঞ্চয়ে উদ্বুদ্ধ করছে এবং অর্থনীতিতে ভূমিকা রাখছে। বিকাশ অ্যাপ থেকে সেবাটি গ্রহণ করতে ডিজিটাল নিবন্ধনের মাধ্যমে গ্রাহকের তথ্য হালনাগাদ থাকতে হবে। অ্যাপ থেকেই যেকোনো সময় তথ্য হালনাগাদের সুযোগ রয়েছে।