পুঁজিবাজার
স্কয়ার টেক্সটাইলসের পর্ষদ সভার তারিখ নির্ধারণ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্কয়ার টেক্সটাইলস পিএলসি প্রান্তিক সংক্রান্ত পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২২ অক্টোবর বিকাল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
কাফি

পুঁজিবাজার
ব্লকে ২০ কোটি টাকার লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ৩৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৪১ লাখ ৮০ হাজার ৪২টি শেয়ার ৬৫ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২০ কোটি ৩৭ লাখ ৯৩ হাজার টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (২৮ আগস্ট) ব্লকে সবচেয়ে বেশি ফাইন ফুডসের ৩ কোটি ৬১ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা ব্র্যাক ব্যাংকের ৩ কোটি ৩১ লাখ ২৪ হাজার টাকার ও তৃতীয় স্থানে থাকা মালেক স্পিনিংয়ের ২ কোটি ৩৭ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এসএম
পুঁজিবাজার
এফএএস ফাইন্যান্সের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এফএএস ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, বৃহস্পতিবার (২৮ আগস্ট) কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৮৮ শতাংশ কমেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফারইস্ট ফাইন্যান্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৭৬ শতাংশ কমেছে।
তালিকায় তৃতীয় স্থানে থাকা রিপাবলিক ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ২১ শতাংশ কমেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পিএলসি, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, প্রাইম ফাইন্যান্স, সমতা লেদার, বসুন্ধরা পেপার, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ এবং প্যারামাউন্ট ইন্স্যুরেন্স পিএলসি।
কাফি
পুঁজিবাজার
দরবৃদ্ধির শীর্ষে ইনফরমেশন সার্ভিসেস

সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, এদিন কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৬০ পয়সা বা ৯ দশমিক ৯৯ শতাংশ। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এইচ আর টেক্সটাইলের শেয়ারদর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮২ শতাংশ।
আর তালিকার তৃতীয় স্থানে থাকা এনার্জিপ্যাক পাওয়ারের শেয়ারদর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭৬ শতাংশ।
আজ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- বেস্ট হোল্ডিংস পিএলসি, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইনটেক, রেনাটা, ওয়াটা কেমিক্যালস, ট্রাষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড।
কাফি
পুঁজিবাজার
লেনদেনের শীর্ষে রেনাটা

সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে রেনাটা পিএলসি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (২৮ আগস্ট) কোম্পানিটির ২২ কোটি ৬৫ লাখ ৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সিটি ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ২২ কোটি ১১ লাখ ১৩ হাজার টাকার।
আর ২১ কোটি ৮ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ব্র্যাক ব্যাংক পিএলসি, কাসেম ইন্ডাস্ট্রিজ, ওরিয়ন ইনফিউশন, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, বিকন ফার্মা, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক এবং ট্রাষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
কাফি
পুঁজিবাজার
শেষ কার্যদিবসে সূচকের সঙ্গে বেড়েছে লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের ইতিবাচক প্রবণতার মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে টাকার অংকের বেড়েছে লেনদেনের পরিমাণ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (২৮ আগস্ট) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৭৪ দশমিক ৬৩ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৫১৭ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১৮ দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে ১২০৭ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৪০ দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে ২১৫৬ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ১ হাজার ১৩২ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৯৭১ কোটি ৫২ লাখ টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৮১টি কোম্পানির, বিপরীতে ৮৬কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৩১ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।
কাফি