পুঁজিবাজার
গ্লোবাল হেভি কেমিক্যালসের কারখানা সাময়িক বন্ধ

পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্লোবাল হেভি কেমিক্যালসের রাজধানীর কেরানীগঞ্জে কারখানা সাময়িক বন্ধ রয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) ঢাকা স্টক একচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর ওয়েবসাইটে কোম্পানিটি জানায়, আজ ১৫ অক্টোবর থেকে কোম্পানিটির কেরানীগঞ্জের হাসনাবাদে অবস্থিত কারখানার কার্যক্রম সাময়িক বন্ধ থাকবে। তবে কী কারণে এ কারখানার কার্যক্রম বন্ধ থাকবে তা জানায়নি গ্লোবাল হেভি কেমিক্যালস।
উল্লেখ্য, ডিএসইতে ২০১৩ সালে তালিকাভুক্ত গ্লোবাল হেভি কেমিক্যালস বর্তমানে ‘বি’ ক্যাটাগরিতে রয়েছে। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৭ কোটি ২০ লাখ।
এমআই

পুঁজিবাজার
দর বৃদ্ধির শীর্ষে ক্রাউন সিমেন্ট

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ক্রাউন সিমেন্ট পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ক্রাউন সিমেন্ট পিএলসির শেয়ার দর আগের দিনের তুলনায় ৫ টাকা ৭০ পয়সা বা ৯.৮৬ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থানে রয়েছে।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)। কোম্পানিটির শেয়ার দর ৯০ পয়সা বা ৯.২৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তৃতীয় স্থানে থাকা সোনালী পেপারের শেয়ারদর বেড়েছে ১ টাকা বা ৯.২৬ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেডের ৭ শতাংশ , মুন্নু ফেব্রিক্স লিমিটেডের ৬.৫৭ শতাংশ, মিডল্যান্ড ব্যাংক পিএলসির ৬.৫০ শতাংশ, বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজের ৬.২৯ শতাংশ, মনোস্পুল বাংলাদেশের ৬.২৯ শতাংশ এবং হামি ইন্ডাস্ট্রিজ পিএলসি ৬.০৯ শতাংশ দর বেড়েছে।
পুঁজিবাজার
লেনদেনের শীর্ষে লাভেলো আইসক্রিম

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) কোম্পানিটির ১৮ কোটি ৬৬ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা এটিকে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে নিয়ে এসেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সামিট এলায়েন্স পোর্ট। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৮ কোটি ৪ লাখ ৮ হাজার টাকার। আর ১৭ কোটি ৫৭ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে রবি আজিয়াটা পিএলসি।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- খান ব্রাদার্স পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সোনালী পেপার, ওরিয়ন ইনফিউশন, ইউসিবি, টেকনো ড্রাগ, সিটি ব্যাংক পিএলসি এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।
কাফি
পুঁজিবাজার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে আরও

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে টাকার অংকে আগের কার্যদিবসের তুলনায় লেনদেনের পরিমান আরও কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩৪ দশমিক ৮৯ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৫০৯ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৭ দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে ১১৯৪ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক দশমিক ৬০ পয়েন্ট কমে ২১৩৪ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৬৭৪ কোটি ১৩ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৭০৬ কোটি ৩২ লাখ টাকা।
এদিন ডিএসইতে মোট ৪০০টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২২১টি কোম্পানির, বিপরীতে ১০৩ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
কাফি
পুঁজিবাজার
এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের লভ্যাংশ বিতরণ

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত হিসাববছরে জন্য ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটি সমাপ্ত হিসাববছরের নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের পাঠিয়েছে।
গত ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিলো।
কাফি
পুঁজিবাজার
অনলাইন শপ চালু করবে গোল্ডেন হার্ভেস্ট

পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের প্রতিষ্ঠান গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড একটি নতুন অনলাইন প্ল্যাটফর্ম চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে তারা সরাসরি গ্রাহকের কাছে তাদের পণ্য পৌঁছে দেবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে।
সূত্র মতে, রোববার (১৪ সেপ্টেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদ ‘গোল্ডেন হার্ভেস্ট শপ ডটকম’ নামের এই ই-কমার্স প্ল্যাটফর্মটি চালুর অনুমোদন দিয়েছে। এই উদ্যোগের ফলে ভোক্তারা এখন থেকে গোল্ডেন হার্ভেস্টের পণ্য অনলাইনে সহজেই কিনতে পারবেন।