কর্পোরেট সংবাদ
ইমার্জিং এশিয়া কাপের দল ঘোষণা বাংলাদেশের
পুরুষ টি-টোয়েন্টি ইমার্জিং এশিয়া কাপ শুরু হতে যাচ্ছে চলতি মাসের ১৮ তারিখ থেকে ওমানে। ফলে আসন্ন এই টুর্নামেন্টের জন্য আজ রোববার দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়কত্ব করবেন পারভেজ হোসেন ইমন। এছাড়া দলে রয়েছেন জাতীয় দলের বেশ কিছু ক্রিকেটার।
তাওহীদ হৃদয়, তানজিম হাসান সাকিব, জাকের আলি অনিকদের মতো জাতীয় দলের খেলোয়াড়রা রয়েছেন দলে। এছাড়া তরুণ খেলোয়াড় হিসেবে দলে আছেন জিসান আলম, অলরাউন্ডার মাহফুজুর রহমান রাব্বি, ওয়াসি সিদ্দিকরা।
১৯ অক্টোবর নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ খেলবে হংকংয়ের বিপক্ষে। পরে ২১ অক্টোবর আফগানিস্তান ও ২৩ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে বাংলাদেশ।
ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ দল-
পারভেজ হোসেন ইমন (অধিনায়ক), জিসান আলম, মোহাম্মদ নাইম শেখ, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, মাহফুজুর রহমান রাব্বি, আকবর আলি, জাকের আলি অনিক, আবু হায়দার রনি, রাকিবুল হাসান, তানজিম হাসান সাকিব, ওয়াসি সিদ্দিক, আলিস আল ইসলাম, রেজাউর রহমান রাজা ও রিপন মন্ডল।
ইমার্জিং এশিয়া কাপে এবারই প্রথম খেলা হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। আগের তিন আসরে খেলা হয়েছিল ৫০ ওভারে। ২০১৩ সালে হওয়া প্রথম আসরটি জিতেছিল ভারত। এরপরের দুই আসর জেতে পাকিস্তান। সবশেষ ২০২৩ সালে ভারতকে হারিয়েই ইমার্জিং এশিয়া কাপের শিরোপা ঘরে তোলে পাকিস্তান।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
এডিএন ডিজিনেট আনলো প্রথম এআই মার্কেটিং প্ল্যাটফর্ম ‘রোবোকেট’
বাণিজ্যিক প্রচারণা খুব সহজেই বিপুল গ্রাহকের কাছে পৌঁছে দেয়ার এআই প্ল্যাটফর্ম ‘রোবোকেট’ বাজারে নিয়ে এসেছে এডিএন ডিজিনেট। যা বাংলাদেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন মার্কেটিং প্ল্যাটফর্ম। দেশ-বিদেশের গ্রাহকদের কথা মাথায় রেখে এটি ডিজাইন করা হয়েছে।
নতুন প্লাটফর্ম ‘রোবোকেট’ নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে গ্রাহকদের সক্রিয় অংশগ্রহণ বিপুলভাবে বাড়াতে সক্ষম। বাজার সংক্রান্ত যেকোনও ক্যাম্পেইন এবং প্রচারকে সৃজনশীল করে তোলায় এটি রাখবে অনন্য ভূমিকা।
রোবোকেট একটি স্কেলেবল সমাধান যা মার্কেটিং অটোমেশন, সিআরএম এবং ডেটা বিশ্লেষণকে একটি প্ল্যাটফর্মে সমন্বিত করেছে। এতে করে মার্কেটিয়াররা তাদের বিপণন কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে পারবেন।
এ আই এবং বিগ ডেটা- এই দুইটির সমন্বয় ঘটানো নিয়ে বাস্তব জীবনে বিপণনকারীদের নানামুখী চ্যালেঞ্জে পড়ত হচ্ছে। এ প্রসঙ্গে এডিএন ডিজিনেট এর ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও সৈয়দ সোহায়েল রেজা বলেন, ” এআই এবং ডেটা অ্যানালেটিক্স এর মাধ্যমে বিপণনকারীদের পেশাগত ক্ষেত্রে দৈনন্দিন জীবনের নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলার জন্য এই সফটওয়্যার দেশের প্রযুক্তি খাতে একটি উল্লেখযোগ্য সংযোজন । দেশ এবং দেশের বাইরেও এই সফটওয়্যারের ব্যবহার নতুন সম্ভাবনা তৈরি করবে বলে আমরা আশা করছি।”
কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) মার্কেটিং
‘রোবোকেটে’র সিস্টেমটির মাধ্যমে বাণিজ্যিক প্রচারণা স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকের পৌঁছে যায়। ফলে অন্যান্য সিস্টেমের তুলনায় এতে অন্তত ৩০ থেকে ৫০ শতাংশ সময় বেঁচে যায়।
লক্ষ্য নির্ধারণ
‘রোবোকেট’ প্ল্যাটফর্মটির হাইপার- পারসোনালাইজড অ্যাডভান্স এআই অ্যালগরিদম সিস্টেম আরওআই (রিটার্ন অন ইনভেস্টমেন্ট)-কে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সেবা দাতা- গ্রহিতা সম্পর্ককে শক্তিশালী করবে।
সমন্বিত সিআরএম এবং সহায়তা
‘রোবোকেট’ সিআরএম রিয়েল-টাইম যোগাযোগ এবং স্বয়ংক্রিয় ফলো-আপের মাধ্যমে গ্রাহকদের উন্নত সেবার প্রতিশ্রুতি দেয়।
ডেটা থেকে ইনসাইট
এর অ্যানালিটিক্স স্যুটের মাধ্যমে রোবোকেট রিয়েল-টাইম ইনসাইট দিবে। যা ব্যবসা কৌশলকে উন্নত করতে সাহায্য করে। একটি সফটওয়্যারেই একাধিক সুবিধা পাওয়ার কারণে রোবোকেট ব্যবহারকারীদের খরচ ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত হ্রাস পাবে।
একটি সমন্বিত ইকোসিস্টেম
দেশি যেকোন কোম্পানি তাদের মার্কেটিং বা সেলস সংক্রান্ত কাজে ‘রোবোকেট’ ব্যবহার করতে পারবেন। শিগগিরই এর আন্তর্জাতিক সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
বিমক্সে এনার্জিপ্যাকের অংশগ্রহণ, অত্যাধুনিক পণ্য প্রদর্শণ
দেশের বৃহত্তম মেরিটাইম ও অফশোর প্রদর্শনী ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেরিন অ্যান্ড অফশোর এক্সপো ২০২৪’ (বিমক্স)-এ অংশগ্রহণ করেছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি। এক্সপোতে প্রতিষ্ঠানটি আগত দর্শনার্থীদের সামনে নিজেদের অত্যাধুনিক পণ্যসমূহ তুলে ধরে।
আজ (৭ নভেম্বর) আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এ এক্সপোর উদ্বোধন করেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে বিভিন্ন অতিথি, বিদেশি কূটনীতিক এবং বেসরকারি খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রদর্শনীটি চলবে আগামী ৯ নভেম্বর পর্যন্ত।
সেভর ইন্টারন্যাশনাল লিমিটেড আয়োজিত এ প্রদর্শনীতে জাহাজ নির্মাণ, জাহাজ রিসাইক্লিং, অফশোর তেল ও গ্যাস সহায়তা, শিপিং লজিস্টিক ও বন্দর, মাছ ধরার জাহাজ ও মৎস্য এবং অটোমেশন প্রক্রিয়া নিয়ে বিভিন্ন স্টল দেয়া হয়েছে। প্রদর্শনীতে এনার্জিপ্যাক (আইএসও প্রত্যয়িত প্রতিষ্ঠান) বিশ্বখ্যাত চীনা ব্র্যান্ড ‘ওয়াইসি ডিজেল’ -এর পণ্যসমূহ প্রদর্শন করছে। দর্শনার্থীরা স্টল নম্বর ২৩-২৪-এ গিয়ে অভিজ্ঞ পেশাজীবীদের থেকে এ পণ্য সম্পর্কে জানতে পারবেন।
এ বিষয়ে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসির চিফ বিজনেস অফিসার (মেরিন ইঞ্জিনিয়ার) মোহাম্মদ মাসুম পারভেজ বলেন, “বিমক্স দেশের সব চেয়ে বড় মেরিটাইম এক্সপো। এ এক্সপো জাহাজ এবং শিপিং লজিস্টিক সম্পর্কিত পণ্য প্রদর্শনের জন্য একটি চমৎকার সুযোগ। এনার্জিপ্যাক বিখ্যাত ‘ওয়াইসি ডিজেল’ এর ইঞ্জিন সরবরাহ করে; পাশাপাশি, এ পণ্যগুলোর বিক্রয়োত্তর সেবা ও যন্ত্রাংশ সহায়তাও নিশ্চিত করছি আমরা। এক্সপোতে আমাদের স্টলে এসে খাতসংশ্লিষ্ট পেশাজীবী ও দর্শনার্থীরা এনার্জিপ্যাক ও মেরিন ইন্ডাস্ট্রির ওয়াইসি পোর্টফোলিও সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।”
উল্লেখ্য, এনার্জিপ্যাক গুয়ানশি ইউচাই মেশিনারি গ্রুপ কো. লিমিটেড নামে পরিচিত ‘ওয়াইসি ডিজেল’র অনুমোদিত ডিলার। ইনল্যান্ড রিভার শিপিং ও মহাসাগরে মাছ ধরার নৌযানের জন্য অত্যাধুনিক প্রযুক্তিতে মেরিন ইঞ্জিনগুলো তৈরি করে ইউচাই।
এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
একুশে বইমেলায় বিকাশে পেমেন্ট নেয়া সেরা প্রকাশনীগুলোকে পুরস্কৃত
বরাবরের মতো এবারও একুশে বইমেলা ২০২৪-এ বিকাশ পেমেন্টের মাধ্যমে সর্বোচ্চ বিক্রেতা প্রকাশনা প্রতিষ্ঠানগুলোকে পুরস্কৃত করলো বিকাশ। তিন ক্যাটাগরিতে এই ক্যাশবিহীন ডিজিটাল পেমেন্টের মাধ্যমে সেরা/সর্বোচ্চ বই বিক্রেতা পাঁচ প্রকাশনীকে এই পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়।
গত সাত বছর ধরে বাংলা একাডেমির অমর একুশে বইমেলা আয়োজনের মূল পৃষ্ঠপোষক হিসেবে সম্পৃক্ত আছে বিকাশ। পাশাপাশি পাঠক-দর্শনার্থীকে আরও বেশি বই কিনতে উৎসাহিত করতে মেলার সময় আকর্ষণীয় ক্যাশব্যাক-ডিসকাউন্টও দিয়ে আসছে বিকাশ।
এবারের অমর একুশে বইমেলায় ১ম ক্যাটাগরিতে বিকাশের মাধ্যমে সর্বোচ্চ সংখ্যক পেমেন্ট গ্রহণ করে ‘ঢাকা-ব্যাংকক-ঢাকা’ এয়ার টিকেট জিতে নেয় প্রথমা প্রকাশনী। দ্বিতীয় ক্যাটাগরিতে ‘ঢাকা-কাঠমুন্ডু-ঢাকা’ এয়ার টিকেট জিতে নেয় বাতিঘর প্রকাশনী। আর তৃতীয় ক্যাটাগরিতে ‘ঢাকা-কক্সবাজার-ঢাকা’ এয়ার টিকেট জিতে নেয় ক্যারিয়ার, ছায়ানীড় ও দ্য পপ-আপ ফ্যাক্টরি প্রকাশনী।
৫ দিনব্যাপী সঞ্জিবনী প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করলেন ধর্ম উপদেষ্টা৫ দিনব্যাপী সঞ্জিবনী প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করলেন ধর্ম উপদেষ্টা
সম্প্রতি বিকাশের প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রকাশকদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় বিকাশের মার্চেন্ট ডেভেলপমেন্টের এসভিপি আকবর কবীর মো. নিয়ামুল খোদা, মার্চেন্ট পেমেন্টের ভিপি এস এম খালেদ বিন হালিম, মিডিয়া এন্ড অপারেশন্স ম্যানেজার সুলতান মাহমুদ সোহেলসহ বিজয়ী প্রকাশনী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
দেশজুড়ে বড় ব্র্যান্ডশপ, অনলাইন মার্কেটপ্লেসসহ গলির ফার্মেসি, মুদি দোকান, লাইব্রেরি, লাইফস্টাইল পণ্যের ছোট-বড় সব দোকানে ক্রমশ জনপ্রিয় হচ্ছে ক্যাশবিহীন বিকাশের মার্চেন্ট পেমেন্ট। বর্তমানে ১০ লাখেরও বেশি মার্চেন্ট রয়েছে বিকাশের।
এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
বেরোবির শিক্ষার্থীদের নিয়ে বিআইসিএমের বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বিজনেস স্টাডিজ অনুষদের শিক্ষার্থীদের নিয়ে ‘ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম আয়োজন করেছে বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম)। বুধবার (৬ নভেম্বর) রংপুরে অবস্থিত বেরোবির ক্যাম্পাসে এ বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ও মার্কেটিং বিভাগের প্রধান অধ্যাপক মোঃ ফেরদৌস রহমান, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রধান অধ্যাপক মো. রাফিউল আজম খান, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের অধ্যাপক ড. মো. নূর আলম সিদ্দিক, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক মো. শাখাওয়াত হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক উমর ফারুক, মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মাসুদ উল হাসান, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আতাউর রহমান, সহকারী অধ্যাপক সাজ্জাদ হোসেন, বিআইসিএমের উপ-পরিচালক সুরুজ খান ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের বিভাগের প্রভাষক তৌহিদুল ইসলাম প্রমুখ।
বিআইসিএমের সহকারী অধ্যাপক এস. এম. কালবীন ছালিমা, প্রভাষক ফাইমা আক্তার, প্রভাষক গৌরব রায় ও প্রভাষক মো. আদনান আহমেদ বিনিয়োগ শিক্ষা প্রোগ্রামটির বিভিন্ন সেশন পরিচালনা করেন।
বিআইসিএম নিয়মিতভাবে বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজন করে থাকে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পুঁজিবাজারে বিনিয়োগের আগ্রহ সৃষ্টি ও বিনিয়োগে সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যতে তাঁদের পেশাগত উৎকর্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিআইসিএম এ আয়োজন করেছে।
এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
বরগুনার পাথরঘাটায় ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন
বরগুনা জেলার পাথরঘাটায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ৩৯৬তম শাখা উদ্বোধন করা হয়েছে। বুধবার (৬ নভেম্বর) এ শাখা উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে এ শাখা উদ্বোধন করেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর আলতাফ হুসাইন।
অনুষ্ঠানে বক্তব্য দেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শামসুদ্দোহা ও একেএম মাহবুব মোরশেদ। ব্যাংকের বরিশাল জোনপ্রধান সরোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক চৌধুরী ফারুক, শামীম আহসান, চৌধুরী মো. মাসুম, পাথরঘাটা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মহসিন কবির, অতিরিক্ত পুলিশ সুপার আবু সালেহ, বিশিষ্ট আলেম ডা. এম এস সোহাগ বাদশা, ব্যবসায়ী খলিলুর রহমান ও মাহবুবুর রহমান খান এবং বিশিষ্ট সমাজসেবক হারুন অর রশীদ।
অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন পাথরঘাটা শাখাপ্রধান লকিতুল্লাহ। এ সময় ব্যাংকের নির্বাহী-কর্মকর্তা, গ্রাহক, শুভানুধ্যায়ী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর আলতাফ হুসাইন প্রধান অতিথির বক্তব্যে বলেন, ইসলামী ব্যাংক মাটি ও মানুষের ব্যাংক। দেশের আর্থিক খাতের চলমান সমস্যার মধ্যেও ইসলামী ব্যাংকের সকল ব্যাংকিং কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে সম্পাদন হচ্ছে। বিভিন্ন সংকট কাটিয়ে মাত্র ৩ মাসের মধ্যে ইসলামী ব্যাংক আপন মহিমায় ঘুরে দাঁড়িয়েছে।
তিনি বলেন, ব্যবসার পাশাপাশি সমাজ উন্নয়ন ও মানবকল্যাণমূলক কাজে অবদান রাখার ফলে ইসলামী ব্যাংক জনগণের দোরগোঁড়ায় পৌঁছাতে সক্ষম হয়েছে। প্রান্তিক অঞ্চলের মানুষের অর্থনৈতিক উন্নয়ন ও স্বাবলম্বী করতে এ ব্যাংক ২০ লক্ষ গ্রাহককে বিনিয়োগ প্রদান করেছে।
তিনি আরও বলেন, বর্তমানে ইসলামী ব্যাংক দেশের সর্ববৃহৎ ও শক্তিশালী ব্যাংক। ২ কোটি ৩০ লাখ গ্রাহকের এই ব্যাংককে সাধারণ মানুষ নিজেদের আস্থার ঠিকানা মনে করেন। তিনি পাথরঘাটা এলাকার ব্যবসার চাহিদা ও গুরুত্ব উল্লেখ করে পল্লী উন্নয়ন প্রকল্পের (আরডিএস) মাধ্যমে ক্ষুদ্র বিনিয়োগ সেবা চালু করার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া পাথরঘাটা শাখাসহ সারাদেশে ৬ হাজারের বেশি ব্যাংকিং ইউনিট থেকে এই ব্যাংকের আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ সেবা গ্রহণ করতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।
এমআই