পুঁজিবাজার
বিএসইসিতে নিরাপত্তার দায়িত্বে সশস্ত্র বাহিনী থাকার তথ্যটি সঠিক নয়
বিনিয়োগকারীদের টানা আন্দোলনের কারণে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সামনে নিরাপত্তা জোরদার করা হয়। পরবর্তীতে কোস্টগার্ড ও সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।
মতবিনিময়ের সূত্রে বিভিন্ন গণমাধ্যমে ‘বিএসইসিতে নিরাপত্তার দায়িত্বে সশস্ত্র বাহিনী’ শিরোনামে সংবাদ প্রচারিত হয়েছে। তবে এমন সংবাদ সঠিক নয় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
বুধবার (৯ অক্টোবর) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
আইএসপিআর জানায়, গত ৭ ও ৮ অক্টোবর অনলাইন ও অফলাইন বিভিন্ন ইলেক্ট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় বিএসইসিতে নিরাপত্তার দায়িত্বে থাকবে সশস্ত্র বাহিনী সম্পর্কিত সংবাদ প্রকাশিত হয়, যা সঠিক নয়। সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে এ ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।
এমতাবস্থায়, সংবাদটির সংশোধনী প্রকাশ-প্রচার করার জন্য অনুরোধ জনিয়েছে আইএসপিআর।
এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
পুঁজিবাজারে ভালো কোম্পানি আনার চেষ্টা করা হচ্ছে: আইসিবি চেয়ারম্যান
পুঁজিবাজারে ভালো মানের কোম্পানি আনার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন আইসিবি চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ। তিনি বলেন, পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে। পুঁজিবাজারের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
বুধবার (৬ নভেম্বর) অর্থসংবাদকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে আইসিবির চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ এসব কথা বলেন।
আইসিবি চেয়ারম্যান বলেন, মার্কেট যখন হতাশাগ্রস্থ থাকে তখন সামান্য শেয়ারে ত্রেতা সংকট থাকে। এর আগেও মার্কেটের খারাপ অবস্থা দেখেছি। বর্তমানেই এই অবস্থা থেকে মার্কেট ঘুরে দাঁড়াবে।
তিনি বলেন, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই), জাতীয় রাজস্ব বোর্ডসহ (এনবিআর) সবাই চেষ্টা করতেছে পুঁজিবাজারে ভালো মানের কোম্পানি আনতে। মনে করি ভালো কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা করে এবং ট্যাক্স কমানো বা প্রয়োজনে প্রণোদনা দিয়ে হলেও পুঁজিবাজারে আনা উচিৎ।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
পর্ষদ সভার তারিখ জানালো স্কয়ার টেক্সটাইল
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান স্কয়ার টেক্সটাইলস পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ১৪ নভেম্বর বিকাল ৪টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় ৩০ সেপ্টেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্ব’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
এএমসিএল প্রাণের পর্ষদ সভার তারিখ নির্ধারণ
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান এএমসিএল (প্রাণ) লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ১২ নভেম্বর দুপুর ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় ৩০ সেপ্টেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্ব’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
সিনোবাংলার পর্ষদ সভার তারিখ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ১৩ নভেম্বর দুপুর ২টা ৩০ মিনিটে কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় ৩০ সেপ্টেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্ব’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের সর্বোচ্চ দরপতন
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৯টি কোম্পানির মধ্যে ২৮১ কোম্পানির শেয়ার ও ইউনিটদর কমেছে। এর মধ্যে সর্বোচ্চ দরপতন হয়েছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (৬ নভেম্বর) প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিটদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ২ টাকা ৩০ পয়সা বা ৫ দশমিক ৯৫ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ন্যাশনাল টি’র শেয়ারদর আগের দিনের তুলনায় ৫ দশমিক ৬৮ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৫ দশমিক ৪৬ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে তমিজ উদ্দির টেক্সটাইল।
বুধবার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, সোনারগাঁও টেক্সটাইল, প্রাইম ফাইন্যান্স, জিল বাংলা সুগার মিলস, সিলভা ফার্মা, গ্রীণ ডেল্টা মিউচুয়াল ফান্ড এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
এসএম