Connect with us

পুঁজিবাজার

দেড় ঘণ্টায় লেনদেন ১২৩ কোটি টাকা

Published

on

কমোডিটি এক্সচেঞ্জ

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় লেনদেন হয়েছে ১২৩ কোটি টাকার বেশি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রবিবার (৬ অক্টোবর) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ বেলা ১১টা ৩০মিনিটে পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪৬৩ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে ‘ডিএস-৩০’ সূচক ৩ দশমিক ১০ পয়েন্ট বেড়েছে। আর শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৩ দশমিক ৮০ পয়েন্ট কমেছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১২৩ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৫৩টির, কমেছে ৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮ কোম্পানির শেয়ারদর।

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পুঁজিবাজার

কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠার কাজ শেষের দিকে: সিএসই চেয়ারম্যান

Published

on

কমোডিটি এক্সচেঞ্জ

চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসির (সিএসই) চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান বলেন, সিএসই বাংলাদেশে প্রথম কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠার কাজটি করছে। এজন্য প্রয়োজনীয় তিনটি অংশ রেগুলেটরি, কারিগরি এবং মার্কেট ডেভেলপমেন্ট। এর মধ্যে রেগুলেটরি এবং কারিগরি অংশের কাজ শেষের দিকে, তৃতীয় অংশ মার্কেট ডেভেলপমেন্ট, সেটাও চলমান।

শনিবার (২ নভেম্বর) সিএসইর প্রধান কার্যালয়ে প্রথমবারের মত দুই দিনব্যাপী কমোডিটি ডেরিভেটিভস বিষয়ক সার্টিফিকেট প্রশিক্ষনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় সিএসই এবং ডিএসইর ট্রেকের প্রতিনিধিগণের পাশাপাশি সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার, পরিচালক মেজর (অব) এমদাদুল ইসলাম এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এমসিএক্স (মালটি কমোডিটি এক্সচেঞ্জ) ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্টে এন্ড হেড অব রিসার্চ দেবজ্যোতি দে অনলাইন প্লাটফর্মের মাধ্যমে এ প্রশিক্ষন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে সিএসইর চেয়ারম্যান বলেন, সিএসই বাংলাদেশে প্রথম কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠার কাজটি করছে এবং এজন্য প্রয়োজনীয় তিনটি অংশের মধ্যে রেগুলেটরি এবং কারিগরি অংশের কাজ শেষের দিকে, তৃতীয় অংশ মার্কেট ডেভেলপমেন্ট- সেটাও চলমান। তারই ধারাবাহিকতায় সিএসই বেশ কিছু সচেতনতামূলক অনুষ্ঠান এবং প্রশিক্ষণ অনুষ্ঠানের আয়োজন করেছে। সেই প্রেক্ষাপটে আজকের এই সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানটি নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে।

তিনি বলেন, প্রশিক্ষণের তিনটি উদ্দেশ্য থাকে- নিজের দক্ষতাকে আরও উন্নিত করা, জ্ঞানকে বর্ধিত করা এবং এটিচুউড পরিবর্তন করা। আজকের এই প্রশিক্ষণের মাধ্যমে আপনারা যেমন ট্র্যাডিশনাল মার্কেট এবং কমোডিটি মার্কেটের পার্থক্য বুঝতে পারবেন, তেমনি নতুন মার্কেটে অংশগ্রহণের প্রক্রিয়ায় এগিয়ে যাবেন। আমাদের প্রচেষ্টা থাকবে এই প্রশিক্ষন কার্যক্রমগুলিকে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের যুক্ত করে আরও প্রাণবন্ত ও আকর্ষণীয় করে তোলা।

তিনি আরও বলেন, আপনারা যারা আজকের এই প্রশিক্ষন কার্যক্রমে অংশগ্রহণ করছেন, আমরা আশা করবো আপনারাই হবেন কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠার পর অংশগ্রহণকারীদের মধ্যে প্রথম সারিতে। আমরা খুব দ্রুত সময়ের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে এক্সচেঞ্জ স্থাপনের কাজটি সম্পন্ন করতে পারবো। এর মাধ্যমে আমরা একটি গতিশীল পুঁজিবাজারও গঠন করতে পারবো ।

বিশেষ অতিথির বক্তব্যে সিএসইর পরিচালক মেজর (অব.) এমদাদুল ইসলাম বলেন, আমাদের বাংলাদেশ কোটি কোটি মানুষের দেশ এবং বিপুল সম্ভাবনাময়। অথচ কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠার দিক থেকে পার্শ্ববর্তী দেশ ভারত, নেপাল বা পাকিস্তান থেকে এখনো পিছিয়ে আছে। আজ কমোডিটি এক্সচেঞ্জ থাকলে পন্যের সঠিক এবং যৌক্তিক মূল্য পাওয়া যেত এবং মূল্যের এত উঠানামা হত না। এতে করে ভোক্তা থেকে উৎপাদনকারী সবাই উপকৃত হত। কাজেই আমাদের অর্থনীতির জন্য এই কমোডিটি এক্সচেঞ্জের প্রতিষ্ঠা এবং এর কার্যক্রম শুরু করা অতীব জরুরি।

তিনি বলেন, সিএসইর এই প্রশিক্ষণের মাধ্যমে এক্সচেঞ্জ প্রতিষ্ঠার জন্য আমরা আরেক ধাপ এগিয়ে গেলাম। কারন, এই প্রশিক্ষণটিও প্রথম হিসেবে ইতিহাসের অংশ হয়ে গেল। একই সাথে আপনারাও প্রথম প্রশিক্ষন গ্রহণকারী হিসেবে ইতিহাসের অংশীজন হলেন। আপনাদের অনুরোধ করবো যে, খুব গুরুত্ব আর মনোযোগ দিয়ে প্রশিক্ষণটি সম্পন্ন করবেন যেন পরবর্তীতে এই জ্ঞান আপনি কাজে লাগাতে পারেন।

অনুষ্ঠানে সিএসইর এমডি সাইফুর রহমান বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে অনেক আগ থেকেই কমোডিটি ডেরিভেটিবস এক্সচেঞ্জ রয়েছে। তারপরও এক্সচেঞ্জগুলো এবং প্রতিষ্ঠিত ব্রোকাররা নিয়মিত প্রশিক্ষনের আয়োজন করেন। এই প্রশিক্ষনগুলোর দুটি দিক আছে- প্রথমত, নতুন নতুন পরিবর্তনগুলো জানানো এবং দ্বিতীয়ত নতুন জেনারেশনকে প্রস্তুত করা। ইতোমধ্যে সিএসই কমোডিটি এক্সচেঞ্জ স্থাপনের জন্য প্রযুক্তিগত অবকাঠামো তৈরির কাজ প্রায় শেষ করেছে এবং সংশ্লিষ্ট রেগুলেশন অনুমোদনের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনে জমা দিয়েছে, যা খুব শিগগিরই অনুমোদন পাবে বলে আশা করছি।

সিএসইর এমডি বলেন, এখন গুরুত্বপূর্ণ কাজ হলো মার্কেট এবং মার্কেট সংশ্লিষ্ট অংশগ্রহণকারীদের উপযুক্তভাবে তৈরি করা। অর্থাৎ যারা এক্সচেঞ্জের সাথে যুক্ত হবেন তাদেরকে সঠিকভাবে প্রস্তুতের জন্য বিভিন্ন ধরনের সচেতনতামূলক অনুষ্ঠান এবং ট্রেনিংয়ের ধারাবাহিক কার্যক্রম অব্যাহত রাখা। গত দুই বছর ধরে সে লক্ষ্যে সিএসই টিম সচেতনতামূলক বিভিন্ন ধরনের নিয়মিত কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করছে।

তিনি বলেন, আজকে শুরু হতে যাচ্ছে প্রাতিষ্ঠানিক প্রশিক্ষন, কারন এই প্রশিক্ষণ শেষে প্রতিটি অংশগ্রহণকারীদেরকে যে সার্টিফিকেট প্রদান করা হবে, যা তাকে পরবর্তীতে তার প্রতিষ্ঠানে এমনকি বাজার প্রস্তুতির প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ করে তুলবে। অর্থাৎ মার্কেট প্রস্তুতির কাজটি এতই ব্যাপক যে, সিএসইর একার পক্ষে সম্ভব না। বিনিয়োগকারী পর্যন্ত পৌঁছাত গেলে আপানরাই হবেন মধ্যজন যারা প্রথম প্রশিক্ষণগ্রহণকারী হিসেবে পরবর্তী জনকে প্রশিক্ষণ দিবেন। এই দীর্ঘ প্রক্রিয়াতে আপানাদের স্বাগতম এবং আমরা আশা করছি সবার সার্বিক এবং স্বতঃস্ফূর্ত সহযোগিতায় খুব অল্প সময়ে একটি সুগঠিত কমোডিটি এক্সচেঞ্জ স্থাপনের কাজটি আমরা দক্ষতার সাথে সম্পন্ন করতে পারবো।

এমআই

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজার

সপ্তাহজুড়ে ব্লকে সর্বোচ্চ লেনদেন ১০ কোম্পানির

Published

on

কমোডিটি এক্সচেঞ্জ

বিদায়ী সপ্তাহে (২৭ অক্টোবর থেকে ৩১ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে সর্বোচ্চ লেনদেন হয়েছে ১০ কোম্পানির। ডিএসইর ব্লকে এই ১০ কোম্পানির মোট ৬৫ কোটি ৬১ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলো হলো- লাভেলো আইসক্রিমের, প্রাইম ব্যাংক, বেক্সিমকো, ব্যাংক এশিয়া, ওরিয়ন ইনফিউশন, বেক্সিমকো ফার্মা, সায়হাম কটন, আইসিবি সোনালী ওয়ান, রিলায়েন্স ওয়ান এবং প্রাইম ইন্স্যুরেন্স।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিগুলোর মধ্যে ব্লকে লাভেলো আইসক্রিমের সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে ব্লকে কোম্পানিটির ১৪ কোটি ২৭ লাখ ১০ হাজার টাকা। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৮৮ টাকা ৯০ পয়সা।

দ্বিতীয় সর্বোচ্চ প্রাইম ব্যাংকের ১৪ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তৃতীয় সর্বোচ্চ বেক্সিমকোর ১০ কোটি ৫২ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সপ্তাহজুড়ে ব্লকে লেনদেন হওয়া অন্য ৭টি কোম্পানির মধ্যে- ব্যাংক এশিয়ার ১০ কোটি ৫২ লাখ ১০ হাজার টাকা, ওরিয়ন ইনফিউশনের ৫ কোটি ৫১ লাখ ৩০ হাজার টাকা, বেক্সিমকো ফার্মার ৪ কোটি ১৪ লাখ ৮০ হাজার টাকা, সায়হাম কটনের ১ কোটি ৮৫ লাখ ৬০ হাজার টাকা, আইসিবি সোনালী ওয়ানের ১ কোটি ৭৫ লাখ ৫০ হাজার টাকা, রিলায়েন্স ওয়ানের ১ কোটি ৭৩ লাখ ৫০ হাজার টাকা এবং প্রাইম ইন্স্যুরেন্সের ১ কোটি ১২ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এসএম

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজার

ক্যাপিটাল গেইনের করহার কমাতে কাজ করছে বিএসইসি

Published

on

কমোডিটি এক্সচেঞ্জ

ক্যাপিটাল গেইনের উপর আরোপিত কর হার হ্রাসের বিষয়ে সরকার এবং এনবিআরের সাথে কথা চলছে বলে জানিয়েছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। তিনি বলেন, বিএসইসির সার্ভেইল্যান্স সিস্টেমের আধুনিকায়নে বিশ্বব্যাংকের সাথে আলোচনা চলছে।

শনিবার (২ নভেম্বর) বিএসইসি ভবনে পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স, ডিএসই, সিএসই ও সিডিবিএলের প্রতিনিধি দলের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

বিএসইসি চেয়ারম্যান বলেন, পুঁজিবাজারের উন্নয়ন ও কল্যাণের স্বার্থে পুঁজিবাজার সংশ্লিষ্ট সংস্কারের জন্য বিএসইসি কাজ করছে। সকলের সাথে সমন্বয় করেই বাজারের জন্য ভালো কিছু করতে চাই। বিনিয়োগকারীদের কল্যাণের কথা ভেবে বিএসইসি বাজারে ক্যাপিটাল গেইনের উপর আরোপিত করহার কমানোর বিষয়ে সরকার এবং এনবিআরের সাথে কথা বলছে। এই বিষয়টির সমাধানে আমাদের উদ্যোগ অব্যাহত রয়েছে। খুব দ্রুতই এ বিষয়টিতে আমরা ভালো কিছু নিয়ে আসতে পারবো বলে আশা করছি।

তিনি জানান, পুঁজিবাজারের সার্ভেইল্যান্স সিস্টেমের উন্নয়নে বিএসইসি বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং বিএসইসির সার্ভেইল্যান্স সিস্টেমের আধুনিকায়নে বিশ্বব্যাংকের সাথে আলোচনা চলছে।

সভায় সাধারণ বিনিয়োগকারী এবং পুঁজিবাজারের উন্নয়ন ও কল্যাণের স্বার্থে পুঁজিবাজারের বিভিন্ন পলিসি নিয়ে বিএসইসি, পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স, ডিএসই, সিএসই ও সিডিবিএলের মধ্যে আলোচনা হয়। এ সময় পুঁজিবাজারের বিদ্যমান কর নীতির প্রয়োজনীয় সংস্কার, পুঁজিবাজারের সার্ভেইল্যান্সের মান উন্নয়ন ও সার্ভেইল্যান্সের মাধ্যমে অনিয়মের সাথে জড়িতদের বিচারের আওতায় আনয়নসহ সার্ভেইল্যান্স ব্যবস্থার সংস্কার এবং পুঁজিবাজারের বিদ্যামান শেয়ার লেনদেনের সেটেলমেন্ট সময়কে আরো দ্রুত করা ও বিনিয়োগকারীসহ বাজার সংশ্লিষ্টদের জন্য সুবিধাজনক করার বিষয়সমূহ নিয়ে আলোচনা হয়। এছাড়া পুঁজিবাজারের অনিয়ম রোধে এবং কারসাজিকারীদের শাস্তির আওতায় আনতে সার্ভেইল্যান্স কার্যক্রম আধুনিকায়ন বিস্তারিত আলোচনা হয়।

এ সময় সভায় উপস্থিত সকলে বিএসইসির পাশাপাশি এক্সচেঞ্জসমূহের সার্ভেইল্যান্স সিস্টেমের উন্নয়ন এবং তাদের সার্ভেইল্যান্স কার্যক্রমও জোরদার করা প্রয়োজন মর্মে মত দেন। পাশাপাশি বাজারে প্রাইস ম্যানুপুলেশন ও ইনসাইডার ট্রেডিংসহ অন্যান্য অনিয়ম রোধকল্পে বিএসইসি, ডিএসই, সিএসই সকলের সমন্বিত উদ্যোগের মাধ্যমে পুঁজিবাজারের সার্ভেইল্যান্স কার্যক্রম আরো শক্তিশালীকরণের বিষয়ে সভায় আলোচনা হয়। এছাড়াও পুঁজিবাজারকে আরো গতিশীল করতে ও বিনিয়োগকারীদের বিনিয়োগ আগ্রহী করতে পুঁজিবাজারে বিদ্যামান কর নীতির সংস্কার আনয়ন এবং করহার যৌক্তিকরণের বিষয়ে আলোচনা হয়।

সভার আলোচনায় পুঁজিবাজারের বিদ্যামান শেয়ার লেনদেনের সেটেলমেন্ট সময়কে আরো দ্রুত করা এবং বিনিয়োগকারীসহ বাজার সংশ্লিষ্টদের জন্য সুবিধাজনক করার জন্য কীভাবে কাজ করা যেতে পারে, করার প্রক্রিয়াসহ এর সুবিধা-অসুবিধা ও ফলাফল ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া ডিএসই, সিএসই, সিডিবিএল, পুঁজিবাজারের ব্রোকারেজ প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিসহ বাংলাদেশ ব্যাংক ও অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধি নিয়ে কমিটি করার সিদ্ধান্ত হয়।

সভায় বিএসইসির চেয়ারম্যান ছাড়াও বাকি তিন কমিশনার- মোহসিন চৌধুরী, আলী আকবর, ফারজানা লালারুখ; বিএসইসি’র কর্মকর্তাবৃন্দ; পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্সের সকল সদস্যবৃন্দ এবং ডিএসই, সিএসই এবং ও সিডিবিএলের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

এমআই

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজার

আইপিও-বন্ড সংস্কারে বিএসইসি-সরকারের সঙ্গে কাজ করবে ডিএসই

Published

on

কমোডিটি এক্সচেঞ্জ

প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও), ফান্ড ও বন্ড সম্পর্কিত কাজে কিছু সংস্কারের দরকার আছে বলে মন্তব্য করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মমিনুল ইসলাম। এ সংক্রান্ত সংস্কারে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও সরকারের সঙ্গে আমরা কাজ করার চেষ্টা করবো বলেও জানান তিনি।

শনিবার (২ নভেম্বর) রাজধানীর ঢাকা ক্লাবে ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) আয়োজিত পুঁজিবাজারের বর্তমান অবস্থান এবং ভবিষ্যত পরিকল্পনা নিয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় ডিবিএ প্রেসিডেন্ট সাইফুল ইসলাম, আইসিবির চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ, বিএমবিএর সাবেক সভাপতি ছায়েদুর রহমানসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, ডিএসইর হিউম্যান রিসোর্স, টেকনিক্যাল দক্ষতা বাড়াতে হবে। আমরা শিগগিরই সেটা করবো। কিছু জায়গায় আমাদের স্বচ্ছতার অভাব আছে। এসব জায়গায় স্বচ্ছতা ফেরাতে আমরা কাজ করবো।

পুঁজিবাজার সংস্কারে কোথায় কোথায় সংস্কার প্রয়োজন তা আজকে সংবাদিকদের আলোচনায় উঠে এসেছে বলে মন্তব্য করেন তিনি। এজন্য সংবাদিকদের আন্তরিক ধন্যবাদ দেন ডিএসই চেয়ারম্যান।

 

ডিএসই চেয়ারম্যান বলেন, পুঁজিবাজারকে বিচ্ছিন্ন দ্বীপ হিসাবে দেখার সুযোগ নেই। পুঁজিবাজার মুদ্রাবাজার অর্থনীতির সুন্দরতম সৃষ্টি। তবে আমরা আমাদের সৃষ্টিটাকে অসৃষ্টি তৈরি করে ফেলেছি। সেটা আমাদের সামগ্রিক, অর্থনৈতিক এবং রাজনৈতিকেরই একটা প্রতিচ্ছবি। দেশের মাঝে দূর্নীতি, বিচারহীনতা, অদক্ষতা এবং ভুল সিদ্ধান্ত সেই বিষয়গুলো পুঁজিবাজারে আছে। সেটারই ফলাফল আজকেই এই পরিস্থিতি।

মমিনুল ইসলাম বলেন, আমরা বিচারহীনতার একটা সংস্কৃতি তৈরি করেছি। যার জন্য মার্কেটে কারসাজি কমেনি। এতে বিনিয়োগকারী, বাজার মধ্যস্থতাকারী ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

তিনি আরও বলেন, অতিরিক্ত ব্যাংক নির্ভরতা ব্যাংককে ধ্বংস করেছে, একইসাথে আমাদের অর্থনীতিকে শেষ করেছে। এটা থেকে আমাদের বের হতে হবে।

ডিএসই চেয়ারম্যান আরও বলেন, ট্যাক্স সংক্রান্ত কিছু বিষয় আলোচনায় উঠে এসেছে। আমরা এনবিআরের সাথে এ বিষয়ে কাজ করছি। যাতে এনবিআর বেশি ট্যাক্স পাবে, একইসঙ্গে বাজারের উন্নতিসাধন হবে। যা হবে মার্কেট ফ্রেন্ডলি।

অনুষ্ঠানে ডিবিএর সভাপতি সাইফুল ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক ছিল কেননা গত ১৫ বছররে আমরা নির্যাতিত বা নিগৃহিত। সাবেক এক অর্থমন্ত্রীর ফটকাবাজার ধারণা থেকে বর্তমান অন্তর্বর্তী সরকারের নীতিনির্ধারকরা বের হয়ে আসছে বলে মনে হচ্ছে না। এটা বুঝতে হবে, পুঁজিবাজর অর্থনীতির ভিত্তি রচনা জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারকে সংস্কারে ইতিবাচক পদক্ষেপ নিতে হবে।

সিএমজিএফের সভাপতি এস এম গোলাম সামদানি ভূইয়া বলেন, রাজনৈতিক পরিবর্তনের পরে নতুন যে কমিশন গঠন হয়েছে। তার কাছে আমাদের যে প্রত্যাশা ছিল, পুঁজিবাজারে ইতিবাচন একটি পরিবর্তন আসবে। আমরা মনে করি সে পরিবর্তনটা আসে নি। প্রাথমিক ভাবে নিয়ন্ত্রক সংস্থা পুঁজিবাজার সামাল দিতে সম্পূর্ণ ব্যার্থ হয়েছে। পাশাপাশি শুরু তারা যে পদক্ষেপ গুলো নিয়েছিল, মার্কেটের সবাই খারাপ সাবাইকে ধরতে হবে। এই ধরণের পদক্ষেপ বাজারে আতঙ্ক সৃষ্টি করেছিল। সেখানে আমরা সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছি।

কমোডিটি এক্সচেঞ্জ

অর্থসূচকের সম্পাদক জিয়াউর রহমান বলেন, দেশের পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে বলতে গেলে বলতে হবে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিবো কোথা। বাজার সংক্রান্ত সমস্যা এতোটা বৃস্তিত যে এ জায়গা থেকে উত্তরণ এতোটা সহজ নয়। কিন্তু উত্তরণের স্বপ্ন আমাদের দেখতে হবে এবং আমি মনে করি আমরা সবাই মিলে যদি চেষ্টা করি এ পরিস্থিতি থেকে আমরা উত্তরণ করতে পারবো।

তিনি বলেন, বাজারের গত কয়েক মাসের যে চিত্র আমরা দেখছি, তা গত ১৫ বছরের দুঃশাসনের বহিঃপ্রকাশ। দুঃশাসন সকল ক্ষেত্রেই ছিলো, কিছু গুষ্ঠি, কিছু নেটওয়ার্ক, কিছু পরিবার তারাই দেশ চালাবে, তারাই লুট করবে, এনজয় করবে আর সাধারণ মানুষ গিনিপিগের মতো তাদের এই রসদ যোগাবে।

জিয়াউর রহমান বলেন, আমরা বিভিন্ন সময়ে বলেছিও এবং যতো সৃজনশীল উপায়ে সম্ভব মন্দ কোম্পানি আনা, সুকুকের নামে বিশেষ প্রোডাক্ট আনা, প্রিফারেন্স শেয়ার আনাসহ যতগুলো পণ্য বিশ্বের বাজারে ভালো ইন্সট্রুমেন্ট হিসেবে ব্যবহৃত হয় সবগুলো ইন্সট্রুমেন্ট কারসাজির যন্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে এবং সেগুলোর ভবিষ্যৎ শেষ করে দেয়া হয়েছে।

অন্যান্যদের মাঝে ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার আহসান হাবিব বলেন, পুঁজিবাজারে বেশির ভাগ বিনিয়োগকারীর মূলত ক্যাপিটাল গেইনের দিকেই নজরটা থাকে। ডিভিডেন্ট ইনকামের দিকে নজর আছে এই ধরণের বিনিয়োগকারী আমার ১৫ বছরের সাংবাদিকতার জীবনে হাতে গণা দুই-তিন জনকে দেখেছি। বিশ্বের যে কোন দেশে সাধারণ বিনিয়োগকারীরা মূলত ক্যাপিটাল গেইনের দিকেই ঝুঁকে, এখানে সমস্যার কিছু নেই। তবে আমাদের দেশে এই পরিমানটা অনেক বেশি। সুতরাং আমাদের ব্রোকারদের এবং মার্চেন্ট ব্যাংকগুলোর এখানে আসলে একটু অবদান রাখার সুযোগ আছে। বিনিয়োগকারীদের মেন্টালিটিতে কিভাবে চেঞ্জ আনা যায়।

তিনি বলেন, পুঁজিবাজারে ইন্ডেক্স কমে গেলে বিনিয়োগকারীদের মধ্যে চিন্তা থাকে যে সরকারের পক্ষ থেকে আসলে কোন ভাবে সাপোর্ট দিয়ে মার্কেটকে বাড়ানো হবে। এটা হতে পারে, কিন্তু বড় ধরণের যখন কোন ক্রাস হয় তখন সরকার সাপোর্ট করতে পারে। কিন্তু কিছু দিন পরপরই সরকারের কাছে আমরা এই ধরণের সাপোর্ট চায়ব, সেটা আসলে কোন দেশে দেয় কি না আমার জানা নেই। সুতরাং বিনিয়োগকারীদের এই মাইন্ডস্টে গুলো চেঞ্জ আনার জন্য ব্রোকারেজ হাউস গুলো কাজ করতে পারে।

প্রথম আলোর বিজনেস ইডিটর সুজয় মহাজন বলেন, বিনিয়োগ সুরক্ষায় কোম্পানিগুলো অনন্ত ১ কোটি টাকার একটা বিনিয়োগ সুরক্ষা তহবিল করা উচিত। পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সামাজিক মর্জাদা দেওয়া দরকার। কেন একজন বিনিয়োগকারী সিআরপি পাবে না। এছাড়া বাজারে নতুন বিনিয়োগকারী আনতে হবে। তার জন্য বিও এ্যাকাউন্ট খোলার কথা প্রক্রিয়াটা আরো সহজতর করতে হবে। প্রয়োজনে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে গিয়ে মোবাইলের মাধ্যমে বিও খোলতে হবে। তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। তথ্য যত দ্রুত ডিসক্লোজ করতে পারবেন বাজারে ম্যানুপুলেশন করা সম্ভাবনা তত কম হবে। স্বতন্ত্র পরিচালকদের অবশ্যই জবাবদিহিতায় আনতে হবে।

যুগান্তরের সিনিয়র রিপোর্টার মুনির হোসেন বলেন, পুঁজিবাজার দীর্ঘদিন থেকে যে আস্থাহীনতা ও সমন্বয়ের অভাব রয়েছে। ডিবিএ এবং ডিএসইসির বক্তব্যেই অনেক সময় মত পার্থক্য থাকে তাহলে সাধারণ বিনিয়োগকারীরা কিভাবে আস্থা পাবে। আগে আপানাদের মধ্যে সমন্বয় আনতে হবে তাহলে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা আসবে। পুঁজিবাজারে সংস্কার নিয়ে মূলত ৪ টি বিষয়ের ওপর গুরুত্ব দেওয়ার কথা বলব, এক নাম্বারে হলো স্বদিচ্ছা তারপর হলো নলেজ বা লিডারসিপ কয়ালিটি কামব্যাক, চাপমুক্ত বাজার শেষ হলো এ্যাকশন। তাহলে বাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসবে।

সমকালের সিনিয়র রিপোর্টার আনোয়ার ইব্রাহিম বলেন, ক্যাপিটাল মার্কেট মূলত ব্রোকার বা বাজার মধ্যস্ততাকারীদের বাজার। ব্রোকার কমিউনিটি চাইলে বাজারের সব সমস্যা সমাধান নিজেরাই করতে পারে। আমার ব্যক্তিগত পর্যবেক্ষনে আমি দেখেছি ব্রোকারেজ হাউজগুলোর মালিকানা ব্যাংকিং প্রতিষ্ঠান যখন থেকে নিয়েছে তখন থেকে সমস্যা শুরু হয়েছে। বিশাল বিশাল অফিস, বড় বেতন, বিরাট পরিচালনা ব্যয় ফলে এই খরচ তুলতে গিয়ে হিমসিম খেতে হচ্ছে। মার্কেট টো ছোট মার্কেট এখান থেকে তো বড় প্রফিট আসেনা।

তিনি বলেন, ব্রোকার সাব-ব্রোকার তৈরি করেছে। সাব-ব্রোকার ব্যবসা করে যতো টাকা ব্রোকার হাউজকে দিবে তার পার্সেন্টিজ সে পাবে। ফলে বিনিয়োগকারীদের প্রতিনিয়ত শেয়ার কেনা-বেচায় উৎসাহ দেয়া হয়।

টিবিএসের বিশেষ প্রতিনিধি জেবুননেসা আলো বলেন, সোনালী পেপার যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করা হয়েছিল তা নিয়ে গবেষণা করা যেতে পারে। শুধু বাংলাদেশের শিক্ষার্থী নয় বিদেশের শিক্ষার্থীদের গবেষণার জন্যও এটা একটা ভালো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হতে পারে। কিভাবে ব্যালান্স সিটটাকে ম্যানুপুলেট করে একেবারে ফেক ব্যালান্স সিট করা হলো। তখনকার কমিশনসহ সবাই জানতো কিন্তু কেউ কোন কথা বলে নি। তার ১০ টাকার শেয়ার ৯০০ টাকায় নিয়ে ১ বছরের মধ্যে বিক্রি করে টাকা তুলে নিলো। এখন ৯০০ টাকা থেকে শেয়ার ১৫০ টাকায় এসে ঠেকছে। তো এভাবে বাজার পড়বে না তো কি হবে? এগুলো নিয়ে ডিবিএর কাজ কারা উচিত।

ফান্যান্সিয়াল এক্সপ্রেসের সিনিয়র রিপোর্টার দৌলত আক্তার মালা বলেন, পুঁজিবাজারে ডাবল ট্যাক্সসেশন আছে এবং ক্যাপিটাল গেইনের ওপর ট্যাক্স আছে। প্রতি বাজেটেই সারপ্রাইজ হিসাবে আসে ট্যাক্সটা, হটাৎ করেই বিনিয়োগকারীরা জানতে পারেন যে তাদের ওপরে ট্যাক্স দেওয়া হয়েছে। এতে বিনিয়োগকারীরা ক্ষতির মুখে পড়ে। এক্ষেত্রে একটা ট্যাক্স বাউন্ড এক্সজেমশন দেওয়া চাই।

৭১ টিভির চিফ বিজনেস ইডিটর সুশান্ত সিনহা বলেন, পুঁজিবাজারটা নিয়ে সাধারণ মানুষের মাঝে যে নেতিবাচক ধারণা তৈরি কার হয়েছে। যে সকল নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক, বিএসইসি, ডিএসই, ডিবিএ ইতিবাচক করতে কাজ করছে তাদের মধ্যে তথ্যের বিভ্রান্তি আছে। সাবেক অর্থমন্ত্রী আবুল মাল মুহিতে বলা পুঁজিবাজার হলো সবচেয়ে বড় ফটকা বাজার, এই ধারণা আমাদের বাজারের জন্য সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। অর্থনীতিতে পুঁজিবাজার আসলেই দরকার কি দরকার না সেইটা নিয়ে ডিবিএ ও ডিএসইর আলোচনা হওয়া দরকার। করণ বাংলাদেশে যত বড় বড় অর্থনীতিবিদ বা থিংক ট্যাংক রয়েছে তাদের কখন পুঁজিবাজার অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ উপাদান তা নিয়ে কিছু বলতে ও গবেষণা করতে দেখি নি। শুধু তাদের বক্তব্যে থাকে পুঁজিবাজার নিয়ে এই করা উচিত ওই করা উচিত।

এসএম

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজার

মুনাফায় ১৭ খাতের বিনিয়োগকারীরা

Published

on

কমোডিটি এক্সচেঞ্জ

বিদায়ী সপ্তাহে ((২৭ অক্টোবর থেকে ৩১ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৭ খাতে। দর বৃদ্ধি পাওয়ায় এই ১৭ খাতের বিনিয়োগকারীরা মুনাফায় রয়েছে। আলোচ্য সপ্তাহে দর কমেছে ২ খাতে। আর একটি খাতে দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি মুনাফা হয়েছে মিউচুয়াল ফান্ড খাতে। এ খাতে বিদায়ী সপ্তাহে দর বেড়েছে ১০ দশমিক ১০ শতাংশ। ৮ দশমিক ৭০ শতাংশ দর বেড়ে সাপ্তাহিক রিটার্ন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সাধারণ বিমা খাত। একই সময়ে ৬ দশমিক ১০ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে সেবা খাত।

সাপ্তাহিক রিটার্নে অন্য দরবৃদ্ধি পাওয়া অন্যান্যে খাতের মধ্যে- প্রকৌশল খাতে ৫ দশমিক ৩০ শতাংশ, ভ্রমণ ও অবকাশ খাতে ৪ দশমিক ৯০ শতাংশ, জীবন বিমা খাতে ৪ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ৩ দশমিক ৮০ শতাংশ, আর্থিক খাতে ৩ দশমিক ৪০ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ২ দশমিক ৯০ শতাংশ, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ২ দশমিক ৫০ শতাংশ, সিমেন্ট খাত ও বিবিধ খাতে ২ দশমিক ২০ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতে ২ দশমিক ১০ শতাংশ, বস্ত্র খাতে ১ দশমিক ৯০ শতাংশ, ট্যানারি খাতে ১ দশমিক ৬০ শতাংশ, পাট খাতে ১ দশমিক ৪০ শতাংশ এবং কাগজ ও প্রকাশনা খাতে ১ শতাংশ দর বেড়েছে।

সাপ্তাহিক রিটার্নে দর কমেছে দুই খাতে। এর মধ্যে ব্যাংক খাতে ০ দশমিক ৫০ শতাংশ এবং সিরামিক খাতে ০ দশমিক ১০ শতাংশ দর কমেছে।

এছাড়া, আইটি খাতে দর অপরিবর্তিত রয়েছে।

এসএম

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

শেয়ারবাজারের সর্বশেষ

কমোডিটি এক্সচেঞ্জ কমোডিটি এক্সচেঞ্জ
পুঁজিবাজার9 hours ago

কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠার কাজ শেষের দিকে: সিএসই চেয়ারম্যান

অর্থসংবাদ whatsapp চ্যানেল ফলো করুন চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসির (সিএসই) চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান বলেন, সিএসই বাংলাদেশে প্রথম কমোডিটি এক্সচেঞ্জ...

কমোডিটি এক্সচেঞ্জ কমোডিটি এক্সচেঞ্জ
পুঁজিবাজার9 hours ago

সপ্তাহজুড়ে ব্লকে সর্বোচ্চ লেনদেন ১০ কোম্পানির

অর্থসংবাদ whatsapp চ্যানেল ফলো করুন বিদায়ী সপ্তাহে (২৭ অক্টোবর থেকে ৩১ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে সর্বোচ্চ লেনদেন হয়েছে...

কমোডিটি এক্সচেঞ্জ কমোডিটি এক্সচেঞ্জ
পুঁজিবাজার9 hours ago

ক্যাপিটাল গেইনের করহার কমাতে কাজ করছে বিএসইসি

অর্থসংবাদ whatsapp চ্যানেল ফলো করুন ক্যাপিটাল গেইনের উপর আরোপিত কর হার হ্রাসের বিষয়ে সরকার এবং এনবিআরের সাথে কথা চলছে বলে...

কমোডিটি এক্সচেঞ্জ কমোডিটি এক্সচেঞ্জ
পুঁজিবাজার10 hours ago

আইপিও-বন্ড সংস্কারে বিএসইসি-সরকারের সঙ্গে কাজ করবে ডিএসই

অর্থসংবাদ whatsapp চ্যানেল ফলো করুন প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও), ফান্ড ও বন্ড সম্পর্কিত কাজে কিছু সংস্কারের দরকার আছে বলে মন্তব্য করেছেন...

কমোডিটি এক্সচেঞ্জ কমোডিটি এক্সচেঞ্জ
পুঁজিবাজার13 hours ago

মুনাফায় ১৭ খাতের বিনিয়োগকারীরা

অর্থসংবাদ whatsapp চ্যানেল ফলো করুন বিদায়ী সপ্তাহে ((২৭ অক্টোবর থেকে ৩১ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে...

সূচক সূচক
পুঁজিবাজার13 hours ago

খাতভিত্তিক লেনদেনের শীর্ষে ব্যাংক খাত

অর্থসংবাদ whatsapp চ্যানেল ফলো করুন বিদায়ী সপ্তাহে (২৭ অক্টোবর থেকে ৩১ অক্টোবর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) খাতভিত্তিক...

কমোডিটি এক্সচেঞ্জ কমোডিটি এক্সচেঞ্জ
পুঁজিবাজার13 hours ago

ডিএসইর পিই রেশিও বেড়েছে ৩.৯৩ শতাংশ

অর্থসংবাদ whatsapp চ্যানেল ফলো করুন বিদায়ী সপ্তাহে (২৭ অক্টোবর থেকে ৩১ অক্টোবর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক...

কমোডিটি এক্সচেঞ্জ কমোডিটি এক্সচেঞ্জ
পুঁজিবাজার15 hours ago

সপ্তাহজুড়ে ইফাদ অটোসের সর্বোচ্চ দরপতন

অর্থসংবাদ whatsapp চ্যানেল ফলো করুন বিদায়ী সপ্তাহে (২৭ অক্টোবর-৩১ অক্টোবর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া ৩৯৫...

কমোডিটি এক্সচেঞ্জ কমোডিটি এক্সচেঞ্জ
পুঁজিবাজার15 hours ago

সাপ্তাহিক গেইনারে ‘জেড’ ক্যাটাগরির আধিপত্য

অর্থসংবাদ whatsapp চ্যানেল ফলো করুন বিদায়ী সপ্তাহে (২৭ অক্টোবর-৩১ অক্টোবর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া ৩৯৫...

কমোডিটি এক্সচেঞ্জ কমোডিটি এক্সচেঞ্জ
পুঁজিবাজার16 hours ago

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে লাভেলো আইসক্রিম

অর্থসংবাদ whatsapp চ্যানেল ফলো করুন বিদায়ী সপ্তাহে (২৭ অক্টোবর থেকে ৩১ অক্টোবর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক...

Advertisement

ফেসবুকে অর্থসংবাদ

কমোডিটি এক্সচেঞ্জ
খেলাধুলা6 hours ago

টি-টোয়েন্টির অধিনায়কত্ব নিয়ে যা বললেন হৃদয়

কমোডিটি এক্সচেঞ্জ
আবহাওয়া6 hours ago

ফের বৃষ্টির শুরুর তথ্য দিল আবহাওয়া অফিস

কমোডিটি এক্সচেঞ্জ
অর্থনীতি6 hours ago

বছরে গড়ে ১২-১৫ বিলিয়ন ডলার অর্থপাচার হয়েছে: ইফতেখারুজ্জামান

সেন্টমার্টিন লিজ দেওয়ার বিষয়টি গুজব
জাতীয়7 hours ago

সেন্টমার্টিন লিজ দেওয়ার বিষয়টি গুজব

কমোডিটি এক্সচেঞ্জ
সারাদেশ7 hours ago

ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড!

কমোডিটি এক্সচেঞ্জ
খেলাধুলা8 hours ago

ইউরোপের ক্লাবে খেলার প্রস্তাব পেয়েছেন ঋতুপর্ণা

কমোডিটি এক্সচেঞ্জ
সারাদেশ8 hours ago

১৭ ঘণ্টা পর সেন্টমার্টিনে স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ

কমোডিটি এক্সচেঞ্জ
অর্থনীতি8 hours ago

কয়লা সংকটে মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ

কমোডিটি এক্সচেঞ্জ
জাতীয়8 hours ago

গণভবনকে জাদুঘরে রূপ দিতে কমিটি গঠন

কমোডিটি এক্সচেঞ্জ
অর্থনীতি9 hours ago

এসিআই কনজ্যুমার ব্র্যান্ডের চিফ বিজনেস অফিসার হলেন কামরুল

কমোডিটি এক্সচেঞ্জ
পুঁজিবাজার9 hours ago

কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠার কাজ শেষের দিকে: সিএসই চেয়ারম্যান

কমোডিটি এক্সচেঞ্জ
পুঁজিবাজার9 hours ago

সপ্তাহজুড়ে ব্লকে সর্বোচ্চ লেনদেন ১০ কোম্পানির

কমোডিটি এক্সচেঞ্জ
পুঁজিবাজার9 hours ago

ক্যাপিটাল গেইনের করহার কমাতে কাজ করছে বিএসইসি

কমোডিটি এক্সচেঞ্জ
কর্পোরেট সংবাদ10 hours ago

ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ৬ জনের পদোন্নতি

কমোডিটি এক্সচেঞ্জ
কর্পোরেট সংবাদ10 hours ago

পাঁচশ তালবীজ রোপণ করলেন কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম

কমোডিটি এক্সচেঞ্জ
ক্যাম্পাস টু ক্যারিয়ার10 hours ago

দুই মাস পিছিয়ে যাচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা

কমোডিটি এক্সচেঞ্জ
পুঁজিবাজার10 hours ago

আইপিও-বন্ড সংস্কারে বিএসইসি-সরকারের সঙ্গে কাজ করবে ডিএসই

কমোডিটি এক্সচেঞ্জ
ব্যাংক11 hours ago

৪০ কর্মকর্তাকে পদত্যাগের নির্দেশ, ইউসিবিতে ছাঁটাই আতঙ্ক

কমোডিটি এক্সচেঞ্জ
জাতীয়12 hours ago

জুলাই স্মৃতি ফাউন্ডেশন সহায়তা দেবে আজ থেকে

কমোডিটি এক্সচেঞ্জ
পুঁজিবাজার13 hours ago

মুনাফায় ১৭ খাতের বিনিয়োগকারীরা

সূচক
পুঁজিবাজার13 hours ago

খাতভিত্তিক লেনদেনের শীর্ষে ব্যাংক খাত

কমোডিটি এক্সচেঞ্জ
পুঁজিবাজার13 hours ago

ডিএসইর পিই রেশিও বেড়েছে ৩.৯৩ শতাংশ

কমোডিটি এক্সচেঞ্জ
জাতীয়14 hours ago

আজ জাতীয় সমবায় দিবস

কমোডিটি এক্সচেঞ্জ
জাতীয়14 hours ago

সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা দিলেন প্রধান উপদেষ্টা

কমোডিটি এক্সচেঞ্জ
অর্থনীতি14 hours ago

রিটার্ন জমায় রবিবার থেকে বিশেষ ব্যবস্থা

২০১৮ সাল থেকে ২০২৩

অর্থসংবাদ আর্কাইভ

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০