কর্পোরেট সংবাদ
বিকাশ অ্যাপে সহজেই কার্ড সেভ করে রাখার সুযোগ

অফিসের কাজে শহরের একপ্রান্ত থেকে আরেক প্রান্তে যাচ্ছিলেন শাহিনুর রহমান, এমন সময় নগরীর এ্যালিফ্যান্ট রোড এলাকায় তার চোখ আটকে যায় রাস্তার পাশে জুতার শোরুমের ডিসপ্লেতে, যেন এমন এক জোড়া জুতাই মনে মনে খুঁজছিলেন। তিনি বলেন, “এদিকে আবার কবে আসা হয় তার কোনো ঠিক নেই, তাই জুতাজোড়া কেনার সিদ্ধান্ত নেই। কিন্তু পকেটে ক্যাশ টাকা নেই, আবার ওই দোকানে কার্ড থেকেও পেমেন্ট নেয় না। তবে দোকানে বিকাশ-এর কিউআর কোড থাকায় কার্ড থেকে নিমেষেই বিকাশে অ্যাড মানি করে পছন্দের জুতাজোড়া কিনে ফেলি। এরকম জরুরি প্রয়োজনে বিকাশের অ্যাড মানি সেবাটি বেশ কাজে আসে।”
এদিকে ঢাকার মিরপুরের বাসিন্দা তানিয়া হোসেন বলেন, “এই গরমের মধ্যে হঠাৎ একদিন মাঝ রাতে বিদ্যুৎ চলে যায়, শুরুতে ভেবেছিলাম লোডশেডিং, পরে মনে পড়লো এই মাসে তো বিদ্যুতের প্রিপেইড মিটারই রিচার্জ করা হয়নি। স্মার্ট প্রিপেইড মিটার থাকায় বিকাশ অ্যাপ থেকেই সাধারণত মিটার রিচার্জ করি, কিন্তু এই রাতে দেখি বিকাশেও টাকা নেই। যাই হোক ভিসা কার্ড থেকে তৎক্ষণাৎ বিকাশে টাকা এনে (অ্যাড মানি) বিকাশ অ্যাপ থেকে মিটার রিচার্জ করে ফেলি, বিদ্যুৎ চলে আসে ম্যাজিকের মতো।”
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জুলাই মাস পর্যন্ত দেশে সক্রিয় ডেবিট কার্ডের সংখ্যা ৩ কোটি ৭৪ লাখ আর ক্রেডিট কার্ড ২৫ লাখের কিছু বেশি। অনেকের কাছেই ক্রেডিট বা ডেবিট কার্ড থাকলেও বিপণি-বিতান, রেস্টুরেন্ট, মুদি দোকানসহ বিভিন্ন স্থানে পিওএস (পয়েন্ট অব সেলস) না থাকা, শহরের ব্যস্ত এলাকার বাইরে এটিএম বুথের স্বল্পতাসহ বিভিন্ন কারণে গ্রাহকরা কার্ড থেকে বিকাশে টাকা এনে থাকেন। এদিকে বিকাশের আছে দেশজুড়ে ৩ লাখ ৭৯ হাজার এজেন্টের বিশাল এক নেটওয়ার্ক। গ্রাহকরা কার্ড থেকে বিকাশে টাকা এনে খুব সহজেই হাঁটা দুরত্বে অবস্থিত এজেন্ট পয়েন্ট থেকে ক্যাশ আউট করতে পারছেন। আবার দেশজুড়ে বিকাশের রয়েছে সাড়ে ৮ লাখের বেশি মার্চেন্ট পয়েন্ট যেখানে কিউআর কোড স্ক্যান করে খুব সহজেই বিভিন্ন পণ্য ও সেবার দাম পরিশোধ করতে পারছেন গ্রাহকরা।
বাংলাদেশে ইস্যুকৃত ভিসা, অ্যামেক্স বা মাস্টারকার্ড থেকে বিকাশ-এর ৭ কোটি ৫০ লাখ গ্রাহক কোনো চার্জ ছাড়াই তাদের বিকাশ অ্যাকাউন্টে যেকোনো সময় দেশের যেকোনো প্রান্ত থেকে টাকা আনতে পারছেন অ্যাড মানি সেবার মাধ্যমে। এজেন্ট পয়েন্টে গিয়ে বিকাশ অ্যাকাউন্টে ক্যাশ ইন ও ক্যাশ আউট করার পাশাপাশি কার্ড থেকে বিকাশে তাৎক্ষণিক টাকা এনে সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ইউটিলিটি বিল, অফলাইন/অনলাইন কেনাকাটার পেমেন্ট, বিভিন্ন প্রতিষ্ঠানে অনুদান দেয়া, শিক্ষাপ্রতিষ্ঠানের ফি দেয়া, বাস-ট্রেন-বিমান-এর টিকেট কাটা, বিভিন্ন ধরণের সরকারি ফি পরিশোধ, সেভিংস, ইনস্যুরেন্স সহ অসংখ্য সেবা খুব সহজেই নিতে পারছেন বিকাশ গ্রাহকরা।
কার্ড থেকে বিকাশে অ্যাড মানির পদ্ধতি
বিকাশ অ্যাপের হোম স্ক্রিন থেকে ‘অ্যাড মানি’ আইকনে ট্যাপ করে ‘কার্ড টু বিকাশ’ বাছাই করে ‘ভিসা’, ‘মাস্টারকার্ড’ বা অ্যামেক্স সিলেক্ট করতে হবে। এরপর, নিজের বিকাশ অ্যাকাউন্ট নাম্বার শুরু থেকেই দেয়া থাকবে, তবে অন্য কারো নাম্বারে টাকা পাঠাতে চাইলে, সেই বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি টাইপ করতে হবে। তারপর টাকার পরিমাণ উল্লেখ করে পরবর্তী ধাপে ভিসা/মাস্টারকার্ড/অ্যামেক্স কার্ডের নাম্বার, মেয়াদ এবং সিভিএন বা সিভিভি নাম্বার (কার্ডের পেছনে থাকা ৩ বা ৪ সংখ্যার ভেরিফিকেশন কোড) দিতে হবে। পরের ধাপে ফোন নাম্বারে পাঠানো ওটিপি দিয়ে লেনদেন সম্পন্ন করতে হবে। অ্যাড মানি সম্পন্ন হলে নিশ্চিতকরণ ম্যাসেজ চলে আসবে। পরবর্তী লেনদেনের সুবিধার জন্য কার্ডের তথ্য সংরক্ষণ করে রাখতে পারবেন গ্রাহক। কার্ড সেভের পর টাকার পরিমাণ উল্লেখ করে পরবর্তী ধাপে ওটিপি কোড দিয়েই লেনদেন সম্পন্ন করা যাবে।
স্ক্যান করেই সেভ করা যাচ্ছে কার্ড
বিকাশ অ্যাপের নতুন আপডেটে কার্ড সেভ করার পদ্ধতিটিকে আরো সহজ করা হয়েছে। কার্ডের বিস্তারিত টাইপ না করে, স্ক্যান করেই কার্ড সেভ করতে পারছেন গ্রাহক। বিকাশ অ্যাপের ‘অ্যাড মানি’ আইকনে প্রবেশ করে কার্ড নির্বাচন করে টাকার পরিমাণ দিয়ে পরের ধাপে গেলেই পাওয়া যাবে সরাসরি স্ক্যান করার অপশন। কার্ড স্ক্যান অপশন গ্রাহকের সময় সাশ্রয়ের পাশপাশি আরো নির্ভুল সেবা নিশ্চিত করছে।
এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কর্পোরেট সংবাদ
বরিশাল বিভাগীয় কমিউনিটি ফ্রান্সের দোয়া ও ইফতার মাহফিল

বরিশাল বিভাগীয় কমিউনিটি ফ্রান্সের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ মার্চ) বরিশাল কমিউনিটি ফ্রান্সের সভাপতি মোতালেব খাঁনের সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বরিশাল কমিউনিটি ফ্রান্সের সাধারন সম্পাদক মনিরুল ইসলাম মনিরের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্ঠা কাজী শামীম উচ্চাস, সিনিয়র সাংবাদিক ও কমিউনিটি ব্যক্তিত্ব মাহবুব হোসাইন, সাংবাদিক মুহাম্মদ নূরুল ইসলাম, ঢাকা বিভাগ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সভাপতি শাহজাহান সারু, বিকল্প ধারা ফ্রান্সের সভাপতি নূরে আলম মনজু, ইপিএস কমিউনিটি ফ্রান্সের সভাপতি এলান খান চৌধুরী, রিগ্রুপেমেন্ট ফ্যামিলিয়াল বাংলাদেশী কমিউনিটি ইন ফ্রান্সের পরিচালক কাউসার আহমেদ, দোহার নবাবগঞ্জ এসোসিয়েশনের সহ সভাপতি আরিফুর রহমান।
এছাড়াও, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আমিনুর রহমান ফারুক, জাহিদুল আলম তালুকদার, ইউনুস তালুকদার, রিকন দেওয়ান মনা, সিদ্দিক খান, কামাল মাতুব্বর, সফিকুল ইসলাম শামীম, এনামুল হক অপু, মাহফুজুর রহমান মিলটন, আরিফুর রহমান মিলন, সৈয়দ সুমন, রবিউল আলম, মানিক হোসাইন, নাঈম সিকদার, মো. শিয়ান , ইব্রাহীম খলিল রমিজ, হেমায়েত উদ্দিন, মো. ইমরান, সোহাগ হোসেন, মোশারফ হোসেন, আকাশ চৌধুরী, মিয়া মুহামমাদ চান, সোয়েব বিল্লাহ রনি, কামাল হোসেন মোল্লা, সাখাওয়াত হোসেন, আবদুল আউয়াল, মুহামমাদ মুনসেফ, মো. সুমনও নাঈম মুনসী সহ অনেক কমিউনিটি ব্যক্তিবর্গ।
এসময় বরিশাল বিভাগের কৃতি সন্তান নাফিস বিন হারুন ফ্রান্সে আজান প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করায় বরিশাল বিভাগীয় কমিউনিটির পক্ষ থেকে তাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
বিকাশের মাধ্যমে জাকাত-অনুদান পৌঁছে দেয়া যাচ্ছে সহজে

পবিত্র রমজানে সামর্থ্যবানরা দান-সদকার মাধ্যমে সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানোর সুযোগ পান। ইসলামে দান-সদকা ও অন্যকে সহযোগিতার গুরুত্ব অপরিসীম। পবিত্র এ মাসে প্রকৃত দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের কাছে জাকাত-ফিতরা পৌঁছে দেওয়া অনেকের জন্যই কঠিন হয়ে পড়ে। তবে সামর্থ্যবানদের এই অনুদান সুবিধাবঞ্চিতদের কাছে সময়মতো পৌঁছে দিতে দেশজুড়ে কাজ করে যাচ্ছে বেশ কিছু দাতব্য ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। আর গত কয়েক বছর জনহিতৈষী এই প্রতিষ্ঠানগুলোয় অর্থ সহায়তা পাঠানোর প্রক্রিয়া সহজ করার কাজ করে যাচ্ছে বিকাশ। এ কারণে রমজানের পাশাপাশি বছর জুড়েই বিকাশের মাধ্যমে অনুদান দিয়ে বিভিন্ন জনহিতৈষী কার্যক্রমে যুক্ত থাকতে পারছেন কোটি গ্রাহক।
বিকাশ থেকে বর্তমানে ৪০টি দাতব্য ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানে সরাসরি অনুদান পৌঁছে দেওয়া যাচ্ছে। যার মধ্যে অন্যতম আঞ্জুমান মুফিদুল ইসলাম, ঢাকা আহছানিয়া মিশন, বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, অভিযাত্রিক ফাউন্ডেশন, মজার ইশকুল, জাগো ফাউন্ডেশন, মাস্তুল ফাউন্ডেশন, আস-সুন্নাহ ফাউন্ডেশন, তাসাউফ ফাউন্ডেশন, শক্তি ফাউন্ডেশন, কোয়ান্টাম ফাউন্ডেশন, এসওএস চিলড্রেন ভিলেজ বাংলাদেশ, আইসিডিডিআর,বি,ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশ, ডুনেশন ফাউন্ডেশন ট্রাস্ট, প্রথম আলো ট্রাস্ট, প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন, ইত্যাদি।
অনুদান দিতে গ্রাহককে বিকাশ অ্যাপের ‘ডোনেশন’ আইকনে ক্লিক করে যে প্রতিষ্ঠানকে অনুদান দিতে চান তা নির্বাচন করতে হবে। এরপর নাম, ই-মেইল ও অনুদানের পরিমাণ উল্লেখ করে সাবমিট করতে হবে। গ্রাহক চাইলে ‘পরিচয় দিতে অনিচ্ছুক’ অপশন নির্বাচন করে নিজের পরিচয় গোপনও রাখতে পারবেন। পরের ধাপে বিকাশ পিন নাম্বার দিয়ে অনুদান কার্যক্রম শেষ করার পর ‘আপনার অনুদান সফল হয়েছে’ লেখা একটি প্রাপ্তিস্বীকারপত্র পেয়ে যাবেন গ্রাহক।
যে প্রতিষ্ঠানে গ্রাহক অনুদান দিচ্ছেন সে প্রতিষ্ঠানটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাবে প্রতিষ্ঠানটির নামের নিচে ‘আরো জানুন’ অংশে ক্লিক করে। আবার অনুদানের অর্থ কোথায় ব্যয় হচ্ছে সে তথ্য জানার জন্য অনুদান শেষে প্রাপ্তিস্বীকারপত্রে দেওয়া ই-মেইলে যোগাযোগ করতে পারবেন দাতারা। বিকাশ অ্যাপের পাশাপাশি গ্রাহক চাইলে https://www.bkash.com/products- services/donation ওয়েব ঠিকানা থেকেও অনুদান বিকাশ করতে পারবেন।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
গ্লোবাল ইসলামী ব্যাংকের নতুন ডিএমডি এ. এফ. সাব্বির আহমদ

গ্লোবাল ইসলামী ব্যাংকে ডিএমডি হিসেবে যোগ দিয়েছেন এ. এফ. সাব্বির আহমদ। তিনি কর্মজীবনে ৩০ বছরেরও বেশি সময় ব্যাংকিং সেক্টরে
অতিবাহিত করেছেন।
এবি ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে কর্মজীবন শুরু করে তিনি পরবর্তীতে বিভিন্ন বেসরকারি ব্যাংকে কাজ করেন। তিনি শাখা ব্যবস্থাপক, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান এবং প্রধান পরিচালন কর্মকর্তা পদে অধিষ্ঠিত ছিলেন। তিনি একটি ফাইন্যান্স কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।
সাব্বির আহমদ দেশ-বিদেশে অনেক প্রশিক্ষণ, কর্মশালা এবং সেমিনারে অংশগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
এক্সিম ব্যাংকের জন্য ইউসিবি ইনভেস্টমেন্টের ৩৫০ কোটি টাকার মূলধন সংগ্রহ

ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড সফলভাবে এক্সিম ব্যাংক পিএলসির জন্য এক্সিম ব্যাংক ৬ষ্ঠ সাবঅর্ডিনেটেড বন্ডের মাধ্যমে ৩৫০ কোটি টাকা মূলধন সংগ্রহ করেছে।
সম্প্রতি এক্সিম ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে এই বন্ড ইস্যুর সমাপনী অনুষ্ঠান আয়োজিত হয়।
বন্ড ইস্যুর মাধ্যমে প্রাপ্ত তহবিল ব্যাংকটির টিয়ার-২ মূলধন শক্তিশালী করবে, যা এর আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধি এবং ব্যবসায়িক সম্প্রসারণে গতি আনবে। এই কৌশলগত পদক্ষেপ ব্যাংকটিকে গ্রাহকসেবার পরিধি বাড়ানোর পাশাপাশি বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে আরও অবদান রাখতে সক্ষম করবে।
সমাপনী অনুষ্ঠানে এক্সিম ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. আখতার হোসেন, ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিম আলমগীরসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
রমজান ও ঈদে অনলাইন-অফলাইন যেকোনো কেনাকাটা বিকাশ পেমেন্টে

প্রতি বছরের মতো এবারও রমজান ও ঈদের কেনাকাটাকে আরও সহজ, সাশ্রয়ী ও আনন্দময় করতে দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ নিয়ে এসেছে অনলাইন ও অফলাইন কেনাকাটায় ৪ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট ও ক্যাশব্যাক অফার। সুপরিচিত ব্র্যান্ড থেকে শুরু করে বিভিন্ন অনলাইন ও অফলাইন শপে পোশাক, জুতা, ইলেকট্রনিক ডিভাইস ও অ্যাকসেসরিজ কেনা, পছন্দের রেস্টুরেন্টে ইফতার ও সেহরি অর্ডার, গ্রোসারি কেনা, ই-টিকেটিংসহ বিভিন্ন কেনাকাটায় বিকাশ পেমেন্টে উপভোগ করা যাবে ডিসকাউন্ট ও ক্যাশব্যাক অফারগুলো।
উল্লেখ্য, সবগুলো অফারই উপভোগ করা যাবে ১ এপ্রিল পর্যন্ত। দেখে নেয়া যাক উল্লেখযোগ্য অফারগুলো- সুপারস্টোর: রমজান মাস জুড়ে এবং ঈদ-উল-ফিতরকে সামনে রেখে গ্রাহকরা বিকাশ অ্যাপে ‘R2’ কুপন ব্যবহার করে দেশের শীর্ষস্থানীয় সুপারস্টোর মীনা বাজার, ইউনিমার্ট, ডেইলি শপিং, আগোরা, প্রিন্স বাজার, বেঙ্গল মিট, হোলসেল ক্লাব, আপন ফ্যামিলি মার্ট সহ আরও বেশকিছু সুপারস্টোরে ১৫০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেতে পারেন। পাশাপাশি, ‘R3’ কুপন ব্যবহার করে সুপারস্টোর চেইন স্বপ্ন-এ বিকাশ পেমেন্টে সর্বোচ্চ ১৫০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়ার সুযোগ রয়েছে।
লাইফস্টাইল ব্র্যান্ড: বিকাশ অ্যাপে ‘A1’ কুপন ব্যবহার করে ফুটওয়ার ব্র্যান্ড অ্যাপেক্স-এ কেনাকাটায় মিলবে ২০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। এদিকে, সারা লাইফস্টাইল-এ বিকাশ পেমেন্টে ‘S1’ কুপন ব্যবহার করে পাওয়া যাবে ৩০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। পাশাপাশি, আড়ং, বাটা ও ইজি ফ্যাশন-এ বিকাশ পেমেন্টে পাওয়া যাবে ২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক।
এছাড়াও, আরও শতাধিক লাইফস্টাইল ব্র্যান্ডে ‘R1’ কুপন ব্যবহার করে বিকাশ পেমেন্টে সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়ার সুযোগ রয়েছে।
রেস্টুরেন্ট: নির্ধারিত ফুডকোর্ট ও রেস্টুরেন্টে বিকাশ পেমেন্টে ‘F4’ কুপন ব্যবহার করে মিলবে ২০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। এই ফুডকোর্ট ও রেস্টুরেন্টের তালিকায় আছে সিক্রেট রেসিপি, বিএফসি, বার্গার কিং, ডমিনোজ পিজ্জা, পেয়ালা, চিফস লাউঞ্জ ইত্যাদি। পাশাপাশি, ‘C4’ কুপন ব্যবহার করে ২০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে টেস্টি ট্রিট, শুমি’স হট কেক, কুপার’স, ওয়েল ফুড, কিভা হান, বাও, বারকোড ক্যাফে, মিঠাই, তাবাক, নর্থ এন্ড সহ আরও বেশ কিছু রেস্টুরেন্ট ও ক্যাফেতে।
অনলাইন শপিং: এই রমজানজুড়ে ঈদের আগে ন্যূনতম ৫৫০ টাকার কেনাকাটায় অনলাইন মার্কেটপ্লেস দারাজে ১০ শতাংশ হারে সর্বোচ্চ ১০০ টাকার ডিসকাউন্ট ভাউচার পাওয়া যাবে।
এদিকে, নির্দিষ্ট কিছু অনলাইন শপে বিকাশ পেমেন্টে কেনাকাটায় ২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে। ক্যাশব্যাক পাওয়া যাবে ফ্যাব্রিলাইফ, এক্সট্যাসি, লোটো, ফ্রিল্যান্ড, বেশি দেশি, শেভার শপ বাংলাদেশ, বিডিশপ, সেবা.এক্সওয়াইজেড, পিকাবু, স্টার টেক, ওথবা, গরুর ঘাস সহ আরও বেশ কিছু অনলাইন শপে।
ইলেকট্রনিকস: স্যামসাং-ইলেক্ট্রা, র্যাংগস ই-মার্ট, মিনিস্টার, স্টার টেক, রায়ানস, বেস্ট ইলেকট্রনিক্স, এস্কোয়ার ইলেকট্রনিক্স, ট্রান্সকম ডিজিটাল, সিঙ্গার, সনি র্যাংগস সহ আরও বেশি কিছু ইলেকট্রনিকস ব্র্যান্ডে যেকোনো পণ্য কেনাকাটায় বিকাশ পেমেন্টে কেনাকাটায় মিলবে সর্বোচ্চ ৪০০ টাকা ক্যাশব্যাক। এছাড়াও, ওয়ালটন প্লাজায় ন্যূনতম ১০,০০০ টাকায় কেনাকাটায় ‘W1’ কুপন ব্যবহার করে বিকাশ পেমেন্টে পাওয়া যাবে ১০০ টাকা ক্যাশব্যাক এবং পরবর্তী কেনাকাটার জন্য ১০০ টাকার ডিসকাউন্ট কুপন। এদিকে, অপ্পো ও শাওমি স্টোরে ১০,০০০ টাকা বা তার বেশি কেনাকাটায় মিলবে ২০০ টাকা ক্যাশব্যাক।
ই-টিকেটিং: গ্রাহকরা ঈদের ছুটির আগে বিকাশ পেমেন্টে ন্যূনতম ১০০০ টাকার বাস টিকিট বুকিংয়ে পেতে পারেন ১০০ টাকা ক্যাশব্যাক। অফারটি উপভোগ করা যাবে ই-টিকেটিং প্ল্যাটফর্ম ‘যাত্রী’ এবং ‘বিডিটিকেটস’-এ। পাশাপাশি, শ্যামলী পরিবহন, দোয়েল এক্সপ্রেস, ইম্পেরিয়াল এক্সপ্রেস এবং লন্ডন এক্সপ্রেসের বাস টিকেট বুকিংয়েও এই অফারটি উপভোগ করা যাবে।
পবিত্র রমজান মাস জুড়ে এবং ঈদকে সামনে রেখে বিকাশ পেমেন্টে সকল ডিসকাউন্ট ও ক্যাশব্যাক অফারগুলো দেখে নেয়া যাবে বিকাশ-এর অফিসিয়াল ফেইসবুক পেজ বা এই ওয়েব লিংকে – https://www.bkash.com/campaign/search?category=shob-moment-e-bkash-payment ।