খেলাধুলা
ফিফার নিষেধাজ্ঞায় দুই ম্যাচের জন্য মাঠের বাইরে মার্তিনেজ
আন্তর্জাতিক ফুটবলের মঞ্চে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ বরাবরই বিতর্কের কেন্দ্রে। গোলকিপার হিসেবে তার বীরত্ব যেমন প্রশংসিত, তেমনি খেলার মাঠে তার আচরণ নিয়ে বিতর্কেরও কমতি নেই। এবার আবারও আলোচনায় এলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই গোলকিপার, তবে এবার কারণটি নেতিবাচক।
ফিফার শৃঙ্খলা কমিটি মার্তিনেজকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে, আপত্তিকর আচরণ ও ফেয়ার প্লে নীতি লঙ্ঘনের দায়ে। এর ফলে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ভেনেজুয়েলা ও বলিভিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ দুটি ম্যাচে আর্জেন্টিনার হয়ে মাঠে নামতে পারবেন না তিনি।
মার্তিনেজের নিষেধাজ্ঞার পেছনে অবশ্য দুটি আলাদা ঘটনা দায়ী। প্রথম ঘটনা ঘটে ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর, চিলির বিপক্ষে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে। ওই ম্যাচ শেষে উদ্যাপনের সময় কোপা আমেরিকার রেপ্লিকা ট্রফি নিয়ে অশালীন অঙ্গভঙ্গি করেন মার্তিনেজ। এর আগেও কাতার বিশ্বকাপ জয়ের পর ঠিক একই ধরনের উদ্যাপন করেছিলেন এই গোলকিপার, যা নিয়ে তখনও বিতর্ক তৈরি হয়েছিল। এবারও তার আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ মেলায় ফিফার শৃঙ্খলা কমিটি তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিলো।
দ্বিতীয় ঘটনাটি ঘটে ১০ সেপ্টেম্বর, কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে। ওই ম্যাচে আর্জেন্টিনার পরাজয়ের পর মার্তিনেজ রাগান্বিত হয়ে মাঠ ছাড়েন এবং এক পর্যায়ে ক্যামেরা অপারেটরের সরঞ্জামে আঘাত করেন। এই ঘটনার পরপরই জনি জ্যাকসন নামে ওই ক্যামেরা অপারেটর স্থানীয় সংবাদমাধ্যমে অভিযোগ করেন, মার্তিনেজের আচরণে তিনি ‘লাঞ্ছিত’ হয়েছেন এবং এ ঘটনায় তিনি গভীরভাবে ক্ষুব্ধ। এই দুটি ঘটনার জন্যই মার্তিনেজকে শাস্তির মুখে পড়তে হয়।
মার্তিনেজের এই নিষেধাজ্ঞা নিয়ে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ফিফার সিদ্ধান্তের বিরুদ্ধে নিজেদের অবস্থান প্রকাশ করেছে। এক বিবৃতিতে এএফএ জানিয়েছে, ‘ফিফার শৃঙ্খলা কমিটির নেওয়া সিদ্ধান্তের সঙ্গে আমরা সম্পূর্ণ ভিন্নমত পোষণ করছি।’ শাস্তি নিশ্চিত হওয়ার আগে মার্তিনেজ এবং অ্যাসোসিয়েশন নিজস্ব অবস্থান তুলে ধরার চেষ্টা করেছিল বলেও জানানো হয়।
তবে, আর্জেন্টিনার আপত্তি সত্ত্বেও ফিফার শৃঙ্খলা কমিটি তাদের সিদ্ধান্তে অটল থাকে এবং মার্তিনেজকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ ঘোষণা করে। এর ফলে আর্জেন্টিনা ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ দুটি ম্যাচে তাকে ছাড়া খেলতে বাধ্য হবে। আগামী ১০ অক্টোবর ভেনেজুয়েলার বিপক্ষে এবং ১৫ অক্টোবর বলিভিয়ার বিপক্ষে ম্যাচে গোলপোস্টের দায়িত্বে মার্তিনেজকে দেখা যাবে না।
এদিকে মার্তিনেজের অনুপস্থিতি আর্জেন্টিনার জন্য বড় ধাক্কা হিসেবে আসতে পারে। কারণ, ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনা এখন পর্যন্ত ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। ৬ জয় ও ২ ড্র নিয়ে তাদের অবস্থান শক্ত। সমান সংখ্যক ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কলম্বিয়া। তবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের অবস্থা ভালো নয়, তারা ৮ ম্যাচে মাত্র ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ৫ম স্থানে অবস্থান করছে।
এই বাছাইপর্ব থেকে দক্ষিণ আমেরিকার শীর্ষ ৬টি দল সরাসরি ২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে। আর্জেন্টিনার সাম্প্রতিক ফর্ম খুব ভালো থাকলেও মার্তিনেজের নিষেধাজ্ঞার প্রভাব তাদের পারফরম্যান্সে কতটা পড়বে, সেটিই এখন দেখার বিষয়।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
খেলাধুলা
বিপিএলে দল হারালেন মাহমুদউল্লাহ রিয়াদ
বাংলাদেশ প্রিমিয়ার লিগের আসন্ন আসর নিয়ে তোরজোড় শুরু হয়ে গিয়েছে। ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে একের পর এক ক্রিকেটারকে দলে টানছে ফ্র্যাঞ্চাইজিগুলো। অনেক ক্রিকেটারকে রিটেইনও করা হয়েছে। তবে এই দুই উপায়ে এখন পর্যন্ত দল পাননি বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
বিপিএলের গত আসরে ফরচুন বরিশালের হয়ে খেলেছিলেন মাহমুদউল্লাহ। তামিম ইকবাল এবং মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে দলটির প্রথম শিরোপা জয়ে বড় অবদানও রেখেছিলেন তিনি। তবে এবারের আসরের জন্য তামিম এবং মুশফিককে রিটেইন করলেও রিয়াদকে আর ধরে রাখেনি ফরচুন বরিশাল। ফলে প্লেয়ার্স ড্রাফট থেকেই দল পাবেন অভিজ্ঞ এই ক্রিকেটার।
রিটেইনের নতুন নিয়মে দুজনকে ধরে রাখতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। সে হিসেবে মুশফিক এবং তামিমকে রিটেইন করেছে বরিশাল। এছাড়া সরাসরি চুক্তিতে খেলবেন তাওহীদ হৃদয়। দেশের একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান।
এবারের আসরের জন্য বিদেশি খেলোয়াড় হিসেবে ইংল্যান্ডের ডেভিড মালান এবং ফাহিম আশরাফকে সরাসরি চুক্তিতে দলে টেনেছে বরিশাল। গতবার প্রায় পুরো আসর খেললেও এবার পুরোটা সময় কাইল মায়ার্সকে পাচ্ছে না বরিশাল। টুর্নামেন্টের শেষদিকে বরিশালের স্কোয়াডে যোগ দেবেন তিনি এবং ডেভিড মিলার।
কোচিং স্টাফেও আসছে পরিবর্তন। গতবার অভিজ্ঞ কোচ ডেভ হোয়াটমোর বরিশালের ডাগআউটের অংশ হলেও এবার তিনি থাকছেন না। প্রধান কোচ হিসেবে আগের মতই থাকবেন মিজানুর রহমান বাবুল। এ ছাড়া ব্যাটিং কোচ হিসেবে থাকবেন নাফিস ইকবাল।
চলতি বছরের ডিসেম্বরে শুরু হওয়ার কথা বাংলাদেশ প্রিমিয়ার লিগের একাদশ আসর। টুর্নামেন্টটিকে সামনে রেখে আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠান। ড্রাফটের জন্য ছয় ক্যাটাগরিতে ১৮৮ জন স্থানীয় ক্রিকেটারের নাম চূড়ান্ত হয়েছে।
এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
খেলাধুলা
পাকিস্তানের নির্বাচক হলেন আলিম দার
পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের নির্বাচক হতে যাচ্ছেন সময়ের আলোচিত ও বিখ্যাত আম্পায়ার আলিম দার। তার সঙ্গে নির্বাচক প্যানেলে যুক্ত হচ্ছেন সাবেক ক্রিকেটার আকিব জাভেদ ও সাবেক অধিনায়ক আজহার আলিও।
পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজের খবরে এসব তথ্য জানা গেছে। আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে তাদের নিয়োগের ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
১০ দিন আগে পাকিস্তানের নির্বাচকের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন মোহাম্মদ ইউসুফ। এরপরই নির্বাচক প্যানেলকে ঢেলে সাজানোর জন্য উদ্যোগী হয় পিসিবি।
আগে থেকেই নির্বাচক প্যানেলে ছিলেন সাবেক ডানহাতি ব্যাটাা আসাদ শফিক। পিসিবির নতুন পরিকল্পনায়ও নির্বাচক প্যানেলে থাকছেন তিনি।
পাকিস্তানের নতুন নির্বাচক কমিটি গঠিত হবে অধিনায়ক, হেড কোচ ও ভোটের অধিকার বিহীন পাঁচজন সদস্য। এই কমিটির ডাটা অ্যানালিস্টের দায়িত্ব পালন করবেন হাসান চিমা। অন্যান্য গুরু দায়িত্বে থাকবেন জাভেদ।
এদিকে আলিম দারকে নির্বাচক প্যানেলে দেখে অবাক হয়েছেন অনেকেই। কয়েকদিন আগে আম্পায়ারিং ক্যারিয়ার থেকে অবসর ঘোষণা দেওয়া এই ক্রিকেটারের এখন বিশ্রাম নেওয়ার কথা। সেখানে কিনা তিনি হয়েছেন ভাঙাচোরা পাকিস্তান দলের নির্বাচক। দলের কঠিন সময়ে এই দায়িত্ব সামলাতে পারবেন কিনা আলিম দার, সেই প্রশ্ন তুলেছেন পাকিস্তানের ক্রিকেটভক্তরা।
নতুন নির্বাচক প্যানেলের সামনে অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। কারণ, পাকিস্তান ক্রিকেটের অবস্থা এখন অত্যন্ত করুণ। দিনদিনই তাদের অবনতি হচ্ছে। সর্বশেষ শুক্রবার মুলতান টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ইনিংস ব্যবধানে হেরেছে পাকিস্তান। এ নিয়ে টানা ৬ টেস্টে হারলো শান মাসুদের দল।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা বলের সিরিজ নতুন কমিটির প্রথম অ্যাসাইনমেন্ট। আগামী সপ্তাহে এই সিরিজের সূচি ঘোষণা করা হবে।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
খেলাধুলা
বিপিএলে দেশি ক্রিকেটারদের মূল্য তালিকা প্রকাশ
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের রোমাঞ্চ শুরু হয়ে গেছে ইতোমধ্যে। দেশের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ১৪ অক্টোবর। তার আগে খেলোয়াড়দের মূল্য তালিকা ও ক্যাটাগরি প্রকাশ করা হয়েছে। যেখানে সর্বোচ্চ ৬০ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে ‘এ’ শ্রেণির ক্রিকেটারদের জন্য। এভাবে ছয় ক্যাটাগরিতে ১৮৮ জন স্থানীয় ক্রিকেটারের নাম চূড়ান্ত হয়েছে।
সাধারণত তারকা ক্রিকেটাররা থাকেন টুর্নামেন্টের সর্বোচ্চ দামের তালিকায়। যদিও এবার সেই ক্যাটাগরি ‘এ’-তে থাকা ক্রিকেটারদের মূল্য কমিয়ে দেওয়া হয়েছে। যা আগে ছিল ৮০ লাখ টাকা। এভাবে প্রতি ক্যাটাগরিতে ক্রিকেটারদের দাম ১০ লাখ টাকা করে কমানো হয়েছে।
‘এ’ ক্যাটাগরিতে আছেন— সাকিব আল হাসান, তামিম ইকবাল, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, শরিফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয় এবং তাসকিন আহমেদ।
‘বি’ ক্যাটাগরিতে আছেন— আফিফ হোসেন ধ্রুব, এনামুল হক বিজয়, হাসান মাহমুদ, জাকের আলি অনিক, মাশরাফি বিন মুর্তজা, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, পারভেজ হোসেন ইমন, শেখ মেহেদী হাসান, তানভীর ইসলাম, তানজিদ হাসান তামিম ও তানজিম হাসান সাকিবরা। তাদের জন্য ৪০ লাখ টাকা করে পারিশ্রমিক ধরা হয়েছে।
এ ছাড়া ‘সি’ ক্যাটাগরিতে এবাদত হোসেন, ইমরুল কায়েস, মাহমুদুল হাসান জয়, এবাদত হোসেন, মোহাম্মদ মিঠুন, জাকির হাসানদের মত ক্রিকেটাররা পাবেন ২৫ লাখ টাকা করে। ‘ডি’ ক্যাটাগরিতে ২০ লাখ, ‘ই’ ক্যাটাগরিতে ১৫ লাখ এবং ‘এফ’ ক্যাটাগরিতে পারিশ্রমিক ১০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
তবে এখনও আসন্ন বিপিএলের বিদেশি খেলোয়াড়দের তালিকা চূড়ান্ত হয়নি। আগামী দুয়েকদিন অর্থাৎ ড্রাফটের আগে তাদের তালিকাও চূড়ান্ত করা হবে বলে জানা গেছে। দেশি ক্রিকেটারদের মতো বিদেশিদেরও মূল্য ১০ লাখ করে কমানো হয়েছে এবার।
এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
খেলাধুলা
দল গোছাচ্ছে বাংলা টাইগার্স, সাকিব-রশিদ ছাড়াও খেলবেন যারা
আগামী ২১ নভেম্বর থেকে শুরু হবে আবুধাবি টি-টেনের অষ্টম আসর। এই টুর্নামেন্টে বাংলা টাইগার্সের আইকন ক্রিকেটার হিসেবে খেলবেন সাকিব আল হাসান। এর আগে ষষ্ঠ আসরেও আইকন তো বটেই দলটির অধিনায়কও ছিলেন তিনি।
এ ছাড়াও প্লাটিনাম সাইনিং হিসেবে রশিদ খানকে দলে ভিড়িয়েছে বাংলা টাইগার্স। গত আসরে চ্যাম্পিয়ন নিউ ইয়র্ক স্ট্রাইকার্সের হয়ে চুক্তিবদ্ধ হলেও খেলেননি এ আফগান লেগ স্পিনার।
এবারের আসরে বাংলা টাইগার্সের হয়ে সাকিব-রশিদ ছাড়াও খেলবেন ইফতেখার আহমেদ, লাইম লিভিংস্টোন এবং হযরতুল্লাহ জাজাই।
পাঁচবার এই টুর্নামেন্টে খেলে কখনও চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলা টাইগার্স। তৃতীয় আসরে প্রথমবার খেলতে নেমে টেবিলের তিনে থেকে শেষ করে তারা। সেটাই এখন পর্যন্ত তাদের সর্বোচ্চ সফলতা।
উল্লেখ্য, আগামী ২ ডিসেম্বর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। এরপরই বিপিএলে যোগ দিতে পারেন সাকিব আল হাসান।
এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
খেলাধুলা
অবসরের ঘোষণা দিলেন নাদাল
টেনিস থেকে অবসরের ঘোষণা দিলেন রাফায়েল নাদাল।
নভেম্বরে মালাগায় ডেভিস কাপের ফাইনাল খেলেই র্যাকেট তুলে রাখবেন ২২ গ্র্যান্ড স্ল্যামজয়ী এই তারকা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বার্তায় নাদাল বলেন, আমি আপনাদের জানাতে চাই যে, পেশাদার টেনিস থেকে আমি অবসর নিচ্ছি। বাস্তবতা হলো, কয়েকটি বছর বেশ কঠিন ছিল আমার জন্য, বিশেষ করে শেষ দুই বছর। আমার মনে হয় না, সে সময় আমি বাধাহীনভাবে খেলতে পেরেছি।
তিনি আরও বলেন, কঠিন এই সিদ্ধান্ত নিতে বেশ সময় লেগেছে আমার, তবে জীবনে সবকিছুরই শুরু ও শেষ রয়েছে। আমি বিশ্বাস করি, এতো দীর্ঘ ও কল্পনার চেয়েও বেশি সফল ক্যারিয়ারের শেষ টানার এটাই সঠিক সময়।