কর্পোরেট সংবাদ
চট্টগ্রাম এভারকেয়ারে হার্ট ফেইলিউর ক্লিনিক চালু

বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রাম একটি বিশেষায়িত ‘হার্ট ফেইলিউর ক্লিনিক’ চালু করেছে। অত্যাধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ হৃদরোগ বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে ক্লিনিকে দ্রুততম সময়ের মধ্যে হার্ট ফেইলিউর সংক্রান্ত সবরকম চিকিৎসা-পরামর্শ প্রদান করা হবে।
ক্লিনিকের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামের চিফ অপারেটিং অফিসার সামির সিং, ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ও বিভাগীয় সমন্বয়কারী অধ্যাপক ডা. শেখ মোহাম্মদ হাছান মামুন, এভারকেয়ার হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট, ইলেক্ট্রোফিজিওলজিস্ট, হার্ট ফেইলিউর স্পেশালিস্ট অধ্যাপক ডা. আতাহার আলী, এভারকেয়ার হাসপাতাল বাংলাদেশের মেডিকেল সার্ভিসেস বিভাগের পরিচালক ডা. আরিফ মাহমুদ।
এছাড়াও উপস্থিত ছিলেন এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামের ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. জহির উদ্দিন মাহমুদ ইলিয়াছ, ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. মো. তারিক বিন আব্দুর রশিদ এবং মেডিকেল সার্ভিসেস ও কোয়ালিটি অ্যাসুরেন্স বিভাগের প্রধান ডা. তানিয়া লোধ।
ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ও বিভাগীয় সমন্বয়কারী অধ্যাপক ডা. শেখ মোহাম্মদ হাছান মামুন বলেন, হার্ট ফেইলিউর রোগীদের জন্য বিশেষায়িত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রাম আনুষ্ঠানিকভাবে হার্ট ফেইলিউর ক্লিনিক চালু করেছে। উন্নত ডায়াগনস্টিকস ও ব্যক্তিগতকৃত চিকিৎসা পরিকল্পনা প্রদান করতে এই উদ্ভাবনী ক্লিনিকটি ডিজাইন করা হয়েছে। এই ক্লিনিকের লক্ষ্য, একটি দক্ষ মেডিকেল টিম ও অত্যাধুনিক প্রযুক্তির সহায়তায় কার্যকরভাবে রোগীদের অবস্থা পর্যবেক্ষণ করা ও সমাধানের চেষ্টা করা। হার্ট ফেইলিউর রোগীদের জন্য বিশেষায়িত যত্ন প্রদানের ক্ষেত্রে এই ক্লিনিকটি এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামের একটি উল্লেখযোগ্য পদক্ষেপ।
এভারকেয়ার হাসপাতাল বাংলাদেশের সিনিয়র কনসালট্যান্ট, ইলেক্ট্রোফিজিওলজিস্ট, হার্ট ফেইলিওর স্পেশালিস্ট অধ্যাপক ডা: মো. আতাহার আলী বলেন, “হার্ট ফেইলিউর একটি জটিল অবস্থা, যার সেবার জন্য বহুমুখী চিকিৎসা পদ্ধতির প্রয়োজন। এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামে সদ্য চালু হওয়া হার্ট ফেইলিউর ক্লিনিক এ সকল রোগীদের জন্য ব্যক্তিগতকৃত চিকিৎসা পরিকল্পনা প্রদানের উদ্দেশ্যে উন্নত প্রযুক্তি ও বিশেষজ্ঞ যত্নের মাধ্যমে রোগীদের স্বাস্থ্যের দীর্ঘমেয়াদি উন্নতি নিশ্চিত করবে।”
হাসপাতালের মেডিকেল সার্ভিসেসের পরিচালক ডা: আরিফ মাহমুদ বলেন, “এভারকেয়ার হাসপাতালের মাধ্যমে আমরা চট্টগ্রামবাসীকে বিশ্বমানের স্বাস্থ্যসেবা সেবা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট। বাংলাদেশে হৃদরোগের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবেলায় বিশেষায়িত স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে এই হার্ট ফেইলিউর ক্লিনিক আমাদের প্রচেষ্টার প্রতিফলন।”
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কর্পোরেট সংবাদ
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের টাস্কফোর্স কমিটির সভা

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ মে) ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান।
ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবু রেজা মো. ইয়াহিয়া’র সভাপতিত্বে সভায় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুল ইসলাম, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান ও ঊর্দ্ধতন নির্বাহীগণ উপস্থিত ছিলেন। এছাড়াও সকল আঞ্চলিক প্রধান ও শাখা ব্যবস্থাপক, অপারেশন ম্যানেজার, বিনিয়োগ ইনচার্জ এবং উপশাখা ইনচার্জগণ ভার্চুয়াল প্লাটফর্মে সভায় সংযুক্ত ছিলেন।
সভায় ব্যাংকের নতুন গ্রাহক অন্তর্ভূক্তি, আমানত সংগ্রহ, খেলাপি বিনিয়োগ আদায়, রেমিট্যান্সসহ সকল ধরণের সেবার মান উন্নত ও আরো গতিশীল করার ব্যাপারে শাখা ব্যবস্থাপক ও অন্যান্য কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করা হয়।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
এবি ব্যাংকের চেয়ারম্যান হলেন ফজলুর রহমান

এবি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. ফজলুর রহমান। এই দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি এবি ব্যাংকের প্রেসিডেন্ট এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। যেখানে তার দূরদর্শী নেতৃত্ব ব্যাংকটিকে গুরুত্বপূর্ণ আর্থিক মাইলফলকের মধ্য দিয়ে পরিচালিত করেছিল।
ব্যাংকিং বিষয়ে এমবিএ ডিগ্রিধারী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফজলুর রহমানের ব্যাংকিং অপারেশনস, ফিনান্সিয়াল এনালিস্ট এবং স্ট্র্যাটেজি প্ল্যানিংয়ে বিস্তৃত অভিজ্ঞতা রয়েছে।
স্বল্পমেয়াদি বাজার পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় তার নেতৃত্ব অত্যন্ত কার্যকর প্রমাণিত হয়েছে এবং একই সঙ্গে তিনি প্রতিষ্ঠানগুলোর দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সক্ষম হয়েছেন।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
প্রাইম ব্যাংকের ৩০তম বার্ষিক সাধারণ সভা

প্রাইম ব্যাংক পিএলসির ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজিত সভায় ২৫৮ জন নিবন্ধিত শেয়ারহোল্ডার অংশগ্রহণ করেন।
আজ সোমবার (৫ মে) সকাল ১১টায় এ সভা অনুষ্ঠিত হয়।
শেয়ারহোল্ডারগণ ২০২৪ অর্থবছরের জন্য ১৭.৫০ শতাংশ নগদ এবং ২.৫০ শতাংশ স্টক লভ্যাংশ, নিরীক্ষিত আর্থিক বিবরণী, ডিরেক্টরস্ ও নিরীক্ষা প্রতিবেদন, পরিচালকদের পুনঃনিয়োগ, স্বতন্ত্র পরিচালক এবং স্ট্যাটুটরী ও কমপ্লায়েন্স নিরীক্ষক নিয়োগসহ ৬টি সাধারণ এজেন্ডা অনুমোদন করেন।
ব্যাংকের চেয়ারম্যান তানজিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যানসহ, পরিচালকবৃন্দ, প্রধান নির্বাহী কর্মকর্তা, ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়াও স্টক এক্সচেঞ্জ, স্ক্রটিনাইজার ও অডিটরদের প্রতিনিধিগণ সভায় ডিজিটালি সংযুক্ত ছিলেন।
সভার সূচনা বক্তব্যে চেয়ারম্যান মহোদয় সমাপ্ত বছরের ব্যাংকের পারফরমেন্স এবং ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে আলোকপাত করেন। প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ও. রশীদ শেয়ারহোল্ডারদের প্রশ্ন, মতামত ও পরামর্শের আলোকে সকলের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন।
লাইভ ট্রান্সমিশনকৃত এই সভা পরিচালনা করেন প্রাইম ব্যাংকের কোম্পানি সচিব তানভীর এ সিদ্দিকী। সভায় স্টক এক্সচেঞ্জের প্রতিনিধি ও অডিটরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেন্জ কমিশন ধারাবাহিকভাবে ৫ বছর “এ” ক্যাটাগরীতে থাকা লিস্টেড কোম্পানীদেরকেই কেবল ডিজিটাল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা আয়োজনের অনুমতি প্রদান করেছেন।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
ইসলামী ব্যাংকে মতবিনিময় সভা

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ‘‘ইসলামী ব্যাংকিং ও অর্থনীতি’’ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ইসলামী ব্যাংক টাওয়ারে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মো. ওমর ফারুক খান ও ক্যামব্রিজ ইনস্টিটিউট অফ ইসলামিক ফাইন্যান্সের ডাইরেক্টর জেনারেল ড. হুমায়ুন দার উপস্থিত ছিলেন।
এছাড়া ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. আলতাফ হুসাইন ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. মাহবুব আলম, মাহমুদুর রহমান, মো. রফিকুল ইসলাম, মুহাম্মদ সাঈদ উল্লাহ, ড. এম কামাল উদ্দীন জসীম ও মো. মাকসুদুর রহমানসহ ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
এনআরবিসি ব্যাংকের পর্ষদ সভা

এনআরবিসি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ২০০তম সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ মে) ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া।
সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের স্বতন্ত্র পরিচালক মো. আবুল বশর, মো. আনোয়ার হোসেন, মো. নুরুল হক, ব্যারিস্টার মো. শফিকুর রহমান এবং মুহাম্মদ এমদাদ উল্লাহ, এফসিএ। এছাড়া, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কবীর আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) হারুনুর রশিদ এবং কোম্পানি সচিব মোহাম্মদ আহসান হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন।
ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া বলেন, ২০০তম বোর্ড সভা ব্যাংকের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। সুশাসন, স্থিতিশীল প্রবৃদ্ধি এবং গ্রাহকদের মানসম্মত সেবা প্রদানের ক্ষেত্রে ব্যাংক অঙ্গীকারবদ্ধ।
উল্লেখ্য, ২০১৩ সালের ২ এপ্রিল প্রতিষ্ঠিত হয় প্রবাসী মালিকানাধীন এনআরবিসি ব্যাংক। বর্তমানে ১০৯টি শাখা ও ৩৭৭টি উপশাখার মাধ্যমে সারাদেশে সেবা দিচ্ছে ব্যাংকটি।