পুঁজিবাজার
সপ্তাহজুড়ে ব্লকে ১০ কোম্পানির সর্বোচ্চ লেনদেন
বিদায়ী সপ্তাহে (১৫ থেকে ১৯ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে সর্বোচ্চ লেনদেন হয়েছে ১০ কোম্পানির। সপ্তাহজুড়ে ডিএসইর ব্লকে এই ১০ কোম্পানির মোট ১২০ কোটি ৬৫ লাখ ৭০ হাজার টাকার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলো হলো- ইসলামী ব্যাংক, বিএটিবিসি, ইস্টার্ন ব্যাংক, ইবনে সিনা, এসবিএসি ব্যাংক, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, আলিফ ইন্ডাস্ট্রিজ, বিচ হ্যাচারি, সেন্ট্রাল ইন্স্যুরেন্স এবং বেক্সিমকো।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিগুলোর মধ্যে ব্লকে ইসলামী ব্যাংকের সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে ব্লকে কোম্পানিটির ২০ কোটি ৩৮ লাখ ৬০ হাজার টাকা। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৪৯ টাকা ৪০ পয়সা।
দ্বিতীয় সর্বোচ্চ বিএটিবিসির ১৭ কোটি ৮৬ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৩৯৯ টাকা।
তৃতীয় সর্বোচ্চ ইস্টার্ন ব্যাংকের ১৪ কোটি ২ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ২৬ টাকা ২০ পয়সা।
সপ্তাহজুড়ে ব্লকে লেনদেন হওয়া অন্য ৭টি কোম্পানির মধ্যে- ইবনে সিনার ১৩ কোটি ৭৯ লাখ ২০ হাজার টাকা, এসবিএসি ব্যাংকের ১৩ কোটি ৪৩ লাখ ৮০ হাজার টাকা, ন্যাশনাল টি কোম্পানির ১৩ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ১১ কোটি ২৬ লাখ ৯০ হাজার টাকা, বিচ হ্যাচারির ৬ কোটি ৭৫ লাখ ৯০ হাজার টাকা, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৬ কোটি ৩৩ লাখ ৭০ হাজার টাকা এবং বেক্সিমকোর ৩ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এসএম

পুঁজিবাজার
এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের লভ্যাংশ বিতরণ

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত হিসাববছরে জন্য ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটি সমাপ্ত হিসাববছরের নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের পাঠিয়েছে।
গত ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিলো।
কাফি
পুঁজিবাজার
অনলাইন শপ চালু করবে গোল্ডেন হার্ভেস্ট

পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের প্রতিষ্ঠান গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড একটি নতুন অনলাইন প্ল্যাটফর্ম চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে তারা সরাসরি গ্রাহকের কাছে তাদের পণ্য পৌঁছে দেবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে।
সূত্র মতে, রোববার (১৪ সেপ্টেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদ ‘গোল্ডেন হার্ভেস্ট শপ ডটকম’ নামের এই ই-কমার্স প্ল্যাটফর্মটি চালুর অনুমোদন দিয়েছে। এই উদ্যোগের ফলে ভোক্তারা এখন থেকে গোল্ডেন হার্ভেস্টের পণ্য অনলাইনে সহজেই কিনতে পারবেন।
পুঁজিবাজার
ব্লকে ৪৩ কোটি টাকার লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ৩০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৭৮ লাখ ৮৮ হাজার ১২৮টি শেয়ার ৮২ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪৩ কোটি ৪৭ লাখ ৯৪ হাজার টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (১৫ সেপ্টেম্বর) ব্লকে সবচেয়ে বেশি খান ব্রাদার্সের ১৫ কোটি ৪৭ লক্ষ ২৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা এশিয়াটিক ল্যাবরেটরিজের শেয়ার লেনদেন হয়েছে ১২ কোটি ৩০ লক্ষ ৫৯ হাজার ও তৃতীয় স্থানে থাকা প্রাইম ব্যাংকের ৫ কোটি ৯৮ লক্ষ ৪৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এসএম
পুঁজিবাজার
মূল্য সংবেদনশীল তথ্য নেই আলহাজ্ব টেক্সটাইলের

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আলহাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেড শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর জবাবে ১৫ সেপ্টেম্বর কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
উল্লেখ্য, গত ২০ আগস্ট কোম্পানিটির শেয়ারদর ছিলো ১৪৫ টাকা ১০ পয়সায়। আর আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) বাজার শেষে শেয়ারটির দর বেড়ে ১৭৫ টাকায় দাড়িয়েছে। এসময়ের মধ্যে শেয়ারটির দর বেড়েছে ২৯ টাকা ৯০ পয়সা।
এই দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই।
এসএম
পুঁজিবাজার
নগদ লভ্যাংশ পাঠিয়েছে ঢাকা ইন্স্যুরেন্স

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩১ ডিসেম্বর,২০২৪ সমাপ্ত হিসাববছরে জন্য ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটি সমাপ্ত হিসাববছরের নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের পাঠিয়েছে।
গত ৩১ ডিসেম্বর,২০২৪ সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিলো।
এসএম