পুঁজিবাজার
ন্যাশনাল টির শেয়ারদর কমেছে ২৪ শতাংশ

বিদায়ী সপ্তাহে (১৫ সেপ্টেম্বর-১৯ সেপ্টেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া ৩৯৭ কোম্পানির মধ্যে ২১৩ টির শেয়ারদর কমেছে। তাতে সপ্তাহ শেষে দরপতনের শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।
তথ্য মতে, বিদায়ী সপ্তাহে ন্যাশনাল টির শেয়ারদর আগের সপ্তাহের তুলনায় ২৪ দশমিক ২৩ শতাংশ কমেছে। সপ্তাহ শেষে কোম্পানিটির সমাপনী মূল্য ছিলো ৩৬৮ টাকা ৯০ পয়সা।
দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা হামি ইন্ডাস্ট্রিজের শেয়ারদর কমেছে ১৪ দশমিক ০১ শতাংশ। আর শেয়ারের দাম ১১ দশমিক ৬৩ শতাংশ কমায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় স্থান পাওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ফার্মার ১০ দশমিক ২৮ শতাংশ, এমবি ফার্মার ১০ দশমিক ১৭ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৯ দশমিক ০৯ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজের ৮ দশমিক ৩৩ শতাংশ, লিবরা ইনফিউশনের ৭ দশমিক ৯৪ শতাংশ, এনআরবি ব্যাংকের ৭ দশমিক ৯১ শতাংশ এবং উসমানীয়া গ্লাস শীট ফ্যাক্টরি লিমিটেডের ৭ দশমিক ৫৫ শতাংশ শেয়ার দর কমেছে।
কাফি

পুঁজিবাজার
ট্রাস্ট ইসলামী লাইফের ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এ+’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-২’ রেটিং হয়েছে।
কোম্পানিটির গত ৩১ ডিসেম্বর,২০২৪ তারিখ পর্যন্ত নিরীক্ষিত এবং ১০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
এসএম
পুঁজিবাজার
সাউথইস্ট ব্যাংকের উদ্যোক্তার শেয়ার হস্তান্তর

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সাউথইস্ট ব্যাংক পিএলসির এক উদ্যোক্তা পর্ব ঘোষণা অনুযায়ী শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানির উদ্যোক্তা ইফতেখার আজিম আহমেদের কাছে থাকা ২ লাখ শেয়ার তার ছেলে সালেহ আহমেদকে (কোম্পানির সাধারণ শেয়ারহোল্ডার) হস্তান্তর করেছেন।
এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমসের বাইরে শেয়ারগুলো উপহার হিসেবে হস্তান্তর করেন এই উদ্যোক্তা। গত ০৭ সেপ্টেম্বর তিনি শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছিলেন।
এসএম
পুঁজিবাজার
মূল্য সংবেদনশীল তথ্য নেই হামি ইন্ডাস্ট্রিজের

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি হামি ইন্ডাস্ট্রিজ পিএলসির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে ১৪ সেপ্টেম্বর নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
উল্লেখ্য, গত ০৬ আগস্ট কোম্পানিটির শেয়ারদর ছিলো ৯৫ টাকা ৫০ পয়সায়। আর আজ রবিবার (১৪ সেপ্টেম্বর) বাজার শেষে শেয়ারটির দর বেড়ে ১২২ টাকা ৬০ পয়সায় দাড়িয়েছে। এসময়ের মধ্যে শেয়ারটির দর বেড়েছে ২৭ টাকা ১০ পয়সা।
এই দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই।
এসএম
পুঁজিবাজার
শেয়ার বিক্রয় করবে ন্যাশনাল হাউজিংয়ের কর্পোরেট উদ্যোক্তা

পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানি ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স পিএলসির কর্পোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানির কর্পোরেট উদ্যোক্তা শ ওয়ালেস বাংলাদেশ লিমিটেড কোম্পানির ২৫ লাখ ৮৮ হাজার ৯১০টি শেয়ারের মধ্যে ৮ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে।
আগামী ৩০ ত্রিশ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসই মাধ্যমে প্রচলিত বাজার মূল্যে (পাবলিক মার্কেটে) কোম্পানির উল্লেখিত পরিমান শেয়ার বিক্রয় করবে এ কর্পোরেট উদ্যোক্তা।
এসএম
পুঁজিবাজার
ব্লকে ৯ কোটি টাকার লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৫টি কোম্পানির ৯ কোটি ৫০ লক্ষ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, রবিবার কোম্পানিগুলোর মোট ২৬ লাখ ৬২ হাজার ৮৬৮ টি শেয়ার ৩৭ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৯ কোটি ৫০ লক্ষ ৬৪ হাজার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি ম্যারিকো বাংলাদেশের ২ কোটি ৩৪ লাখ ৯০ হাজার টাকার , দ্বিতীয় স্থানে রবি আজিয়াটার শেয়ার লেনদেন হয়েছে ২ কোটি ১৪ লাখ টাকার ও তৃতীয় স্থানে রবি আজিয়াটার ১ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।